ই পাসপোর্ট চেক ৫টি সহজ পদ্ধতিতে | e passport check online
পাসপোর্ট আবেদনের পর গুরুত্বপূর্ন হল e passport check, আপনার e Passport অথবা MRP Passport কি অবস্থায় আছে প্রতিনিয়ত আপডেট জানা। অনেক সময় পাসপোর্ট চেক করলে Pending SB Police Clearance, Pending Backend Verification, Sent for Rework ইত্যাদি সমস্যায় দেখা দেয়।
চিত্রঃ e passport check - ই পাসপোর্ট চেকের ৫ টি পদ্ধতি |
তাই ঘরে বসে ৫ মিনিটের মধ্যেই e passport check করে জেনে নিতে পারেন আপনার Passport টি কোন ধাপে আছে এবং পরে কোন ধাপে যাবে। আজ আমরা জানবো E Passport Status Check by SMS, E Passport Check Online, MRP Passport check online, MRP passport check by SMS এবং ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পাসপোর্ট চেক পদ্ধতি।
- e Passport check online
SMS এর মাধ্যমে e Passport check পদ্ধতি
১/ e Passport আবেদন ফরম পূরণের সময়ে যে ফোন নাম্বার দেওয়া হয়েছিলো সেখানে এমনিতেই SMS পাঠাবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। যদি আবেদনের সময় SMS প্রাপ্তির অপশনে টিক মার্ক দেওয়া থাকে। এ ভাবেও পাসপোর্ট চেক হয়।
বিঃদ্রঃ তবে আপনি ইচ্ছা করলে e Passport এবং MRP Passport যখন ইচ্ছা SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন।
E Passport Status Check By SMS: 16445 পাসপোর্ট চেক
e passport status check by sms পদ্ধতি হল ডেলিভারি স্লিপের উপরে ডান পাশে বারকোর্ড এর নিচে এবং উপরে বাম পাশে xxxx-xxxxxxxxx এপ্লিকেশন আইডি দেওয়া থাকবে সেটা নিচে দেওয়া ফরম্যাটে 16445 তে SMS পাঠিয়ে দিন।
SMS পাঠানো ফরম্যাটঃ
[ EPP xxxx-xxxxxxxxx ] পাঠাতে হবে 16445 এ পাসপোর্ট চেক করতে।
👉 EPP একটা স্পেস তার পর এপ্লিকেশন আইডি, পাঠাবেন 16445 এ
e Passport check online - OID দিয়ে
যেমন টি নিচের ছবিতে দেখা যাচ্ছেঃ oid1000001234
- e Passport check করতে অনলাইন পোর্টালে ভিজিট করুন 👉 e passport check online ( epassport.gov.bd )
- আপনার OID নাম্বার টি ১ নং ( Online Registration ID) অপশনে দেন।
- Select date of birth অপশনে আপনার জন্মতারিখ দেন ( দিন / মাস/ বছর অনুসারে)
- দিন মাস দেওয়ার পরে I am Huma অপশনে ক্লিক দেন, টিক মার্ক আসবে
I am human অপশনে ক্লিক করে ভেরিফাই করে নিচে দেওয়া চেক বাটনে ক্লিক করেই পাসপোর্ট চেক করা হয়ে যাবে। e passport check করে বুঝতে পারবেন পাসপোর্ট কোথায় আছে।
ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক - e passport check online
ছবি এবং ফিঙ্গার শেষে পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। ঐ ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে কি ভাবে ই পাসপোর্ট চেক করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হল।
চিত্রঃ পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা জন্মতারিখ এবং ডেলিভারি স্লিপ নাম্বার |
উপরে দেওয়া ছবির মত আপনার কাছে ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ আছে। এবার ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করতে নিচের ধাপ অনুসরণ করুন।
১ প্রথমে নিচে দেওয়া e Passport অনলাইনে ওয়েবসাইট এ ভিজিট করুন
👉 e passport check online epassport.gov.bd
চিত্রঃ ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে পাসপোর্ট চেক |
Email ID and Password দিয়ে e passport check
ই পাসপোর্ট আবেদন করার সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট টি তৈরি করেছিলেন সেই ID & Password দিয়ে নিচে দেওয়া লিংকের মাধ্যমে সেখানে ID & Password দিয়ে লগ ইন করে দেখে নিতে পারবেন e passport status।
বিষয় টি বুঝতে সুবিধার জন্য ছবি দেওয়া হলো
চিত্রঃ ই পাসপোর্ট একাউন্টে লগইন করে পাসপোর্ট চেক |
MRP Passport status check অনলাইনে
বাংলাদেশী বিভিন্ন মিশন থেকে এবং দেশের বিভিন্ন পাসপোর্ট অফিস MRP Passport ইসু করে।
MRP Passport status check করতে হলে এই লিংকে প্রবেশ করুন
http://www.passport.gov.bd/onlinestatus.aspx
চিত্রঃ MRP পাসপোর্ট চেক পদ্ধতি |
এবার আপনার কাছে থাকা Delivery slip এর উপরে ডানপাশে বার কোড এর নিচে Your enrolment id দেওয়া আছে, সেটা ঐ Enrolment ID অপশনে লিখুন এবং তার নিচে Date of Birth অপশনে দিন -মাস- বছর অনুসারে ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করুন।
সব শেষে ক্যাপচার কোড নিচের খালি বক্সে লিখে সার্স দিলেই জেনে যাবেন পাসপোর্ট স্ট্যাটাস বা পাসপোর্টের অবস্থ।
MRP Passport Status Check By SMS:
আপনার কাছে থাকা MRP Passport Delivery slip এর উপরে ডানপাশে বার কোড এর নিচে Your enrolment id টি এই ফরমেট এ সাজিয়ে ৬৯৬৯ এ পাঠিয়ে দিন
চিত্রঃ SMS এর মাধ্যমে MRP Passport চেক |
ফরমেট: MRP > তার পরে একটি স্পেস > ENROLLMENT ID > পাঠিয়ে দিন ৬৯৬৯ তে
( MRP xxxxxxxxxxxxxx) send 6969
ই পাসপোর্ট চেক স্ট্যাটাসের অর্থ কি - e Passport Inquiry status Meaning
Submitted | Submitted meaning e passport check এর পরে Submitted meaning অর্থ আপনার করা অনলাইন পাসপোর্ট আবেদন টি আবেদনের সময় উল্লেখ করা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সফল ভাবে জমা হয়েছে। |
---|---|
Appointment Scheduled | Appointment Scheduled meaning অনলাইন পাসপোর্ট আবেদনে উল্লেখিত পাসপোর্ট অফিসে সাক্ষাত এর সময় নির্ধারন করা হয়েছে। |
Enrolment in Process | Enrolment in Process meaning e passport check পর Enrolment in Process দেখালে বুঝবেন আবেদন সঠিক ভাবে অফিসে জমা হয়েছে এবং সেটা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে আছে। আবেদন পত্র টি এই ধাপে ১-২ দিন পর্যন্ত থাকে। |
Pending SB Police Clearance | Pending SB Police Clearance meaning এটার অর্থ হল আপনার পাসপোর্ট এপ্লিকেশন টি পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রদান করা হয়েছে বা তদন্ত রিপোর্ট এর অপেক্ষায় আছে। নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হতে ৭ কর্ম দিবস সময় লাগতে পারে। জরুরী আবেদন হলে কম সময় লাগে। |
Pending Final Approval | Pending Final Approval meaning এর অর্থ হল, আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক এই মুহুর্তে পাসপোর্ট অফিসের পরিচালক / এসিস্ট্যান্ট ডিরেক্টর ( AD ) এপ্রুভালের অপেক্ষায় আছে। এমন অবস্থায় সাধারণত ২/৪ কর্ম দিবস সময় লাগে। |
Approved | Approved meaning পাসপোর্ট অফিসের পরিচালক / এসিস্ট্যান্ট ডিরেক্টর ( AD ) পাসপোর্ট প্রিন্টের জন্য অনুমতি প্রদান করেছেন। এই ধাপ সম্পূর্ণ হতে ৩ কর্ম দিবস লাগে। |
Pending in Print Queue | Pending in Print Queue meaning এর অর্থ হল আপনার পাসপোর্ট প্রিন্টের জন্য প্রডাকশন লাইনে পাঠানো হয়েছে। এই ধাপ সম্পন্ন হতে ৫/১০ কর্ম দিবস প্রয়োজন হয়। পাসপোর্ট এর চাপ বেশী থাকলে সময় বেশী লাগে। |
Passport Shipped | Passport Shipped meaning এর অর্থ, আপনার পাসপোর্ট সফল ভাবে প্রিন্ট হয়েছে এবং তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে বই আসতে ১/২ দিন লাগে। |
Passport Ready for Issuance | Passport Ready for Issuance meaning আপনার পাসপোর্ট টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছে। আপনি সময় করে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টার মধ্যে এসে নিয়ে যেতে পারেন। ( রমজান বা অন্য কোন কারনে অফিসের সময় কমে গেলে সে অনুসারে অফিসে যেতে হবে।) |
Passport Issued | Passport Issued meaning e passport check করে Passport Issued লেখা দেখলে বুঝবেন, আপনার পাসপোর্ট টি সঠিক ভাবে প্রদান করা হয়েছে। |
ই পাসপোর্ট চেক /e-Passport status check সম্পর্ক্তিত কোন তথ্য বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে থাকি। পাসপোর্ট চেক, e passport check online, e passport status check by sms সম্পর্কে উপরের লেখাতে চেষ্টা করেছি বিশদ ভাবে আলোচনা করতে।
💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
epassport-bd.com
জরুরী ভিত্তিতে কত সময় লাগে
উত্তরমুছুনঢাকা আগারগাঁও তে ৩ দিনে পাসপোর্ট পাওয়া যায়। এবং ঢাকার বাইরে ৭ কর্ম দিবস এ পাসপোর্ট পাওয়া যায়।
মুছুনআমার পাসপোর্ট সাত দিন ধরে শিপড দেখাচ্ছে।আমার পাসপোর্ট অফিস গাইবান্ধা।
মুছুনআপনার পাসপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন।
মুছুনAmar e Passport ready for issuance kinto mobile e sms ase nai delivery slip nea gale Ke passport debe?
উত্তরমুছুনহ্যাঁ, অবশ্যই দেবে। যদি পাসপোর্ট অফিসে এর আনসার বাহিনীর কোন সদস্য শোনে আপনি SMS পেয়েছেন কি না তাকে বলবেন হ্যাঁ পেয়েছেন।
মুছুনযদি পাসপোর্ট স্টাটাস রেডি ফর ইস্যুরেন্স দেখায় তবে SMS না আসলেও পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
pending for backened varification show korche 1 wk dhore
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।
মুছুনকার সাথে কথা বলবো
মুছুনপাসপোর্ট অফিসে AD স্যারের সাথে কথা বলেন
মুছুনআমার আগের এমআরপি পাসপোর্টে মার নাম সুফিয়া বেগম বর্তমান আইডি কার্ডে আমার মার নাম সাবিয়া বেগম বর্তমানে জন্ম নিবন্ধন ও মার নাম সাবিয়া বেগম কোটের এফিডেভিট করা হয়েছে মার নাম সাবিয়া বেগম তাহলে আমার ই পাসপোর্টটি কতদিনের মধ্যে পেতে পারি একটু জানাবেন প্লিজ স্যার
উত্তরমুছুনমায়ের নাম সম্পূর্ণ চেঞ্জ। এমন ক্ষেত্রে পাসপোর্ট ব্যাকেন্ড ভেরিফিকেশন হতে অনেক দিন লেগে যায়। সঠিক ডেট বলা সম্ভব না। অপেক্ষা করেন অবশ্যই পাসপোর্ট পাবেন।
মুছুনAmi passport joma dise onak din hoise but akhon States show kortase... Your e-Passport application is pending for backend verification(Basic Checks Clearance or ABIS Checks Clearance)
উত্তরমুছুনপাসপোর্ট এ কোন ভুল ছিল? যা সংশোধন করছেন। অথবা পূর্বে অন্য একটি পাসপোর্ট ছিল কি ?
মুছুনAmar passporte nam Shohel khan cilo
উত্তরমুছুনNid card e Selim Mahmud
Amar passport pate koto dil lagbe
1mas 5 day hoye gase...
Plz anser me...???
পুরো ব্যাক্তি ই চেঞ্জ। এমন পাসপোর্ট পেতে অনেক দেরি হয়। ২/৩ মাস বা তারও বেশি।
মুছুনআপনার উচিৎ অফিসে যোগাযোগ করা।
Dear sir Amar passport ti 16/10/22 a check Diya chilam . Passport sippid. Kona papbo janaban
উত্তরমুছুনসম্ভবত আপনার পাসপোর্ট ইস্যুর জন্য রেডি হয়ে পাসপোর্ট অফিসে আছে। আপনি আবার একটু স্ট্যাটাস চেক দেন, যদি স্ট্যাটাস Ready for issurence দেখায় তাহলে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুনস্যার আমার পাসপোর্ট ফাইলটি জমা দেয়া হয়েছে 20 সেপ্টেম্বর কিন্তু আমি পাসপোর্ট অফিসে গেলে আমার আইডি ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু আমি যেখানে ফাইল জমা দিয়েছি তাকে জিজ্ঞেস করলে যে স্যার আমার পাসপোর্টটি কতজনের মধ্যে পাওয়া যাবে সে বলল ২ থেকে ৩ সপ্তার মধ্যে পাবেন। এক্ষেত্রে স্যার এখন আমার কি করা উচিত দয়া করে কোন পরামর্শ থাকলে দিবেন উপকৃত হব ধন্যবাদ।
উত্তরমুছুনসম্ভবত কিছু তথ্য সংশোধন হচ্ছে তাই ব্যাকেন্ডে এ আছে। এখন অপেক্ষা করতে হবে।
মুছুনযদি পাসপোর্ট জরুরী দরকার হয় তবে অন্য পথে হাটতে হবে। রিক্স আপনার নিজের
ব্যাকেন্ট ছাড়াতে বছর প্রতি ৫০০০/ চাইতেছে।নামের খেএে আবার আলাদা টাকা। যার সাথেই কথা বলি সকলের রেট এক।এতবেশী টাকা লাগার কারন কি?কোথায় যোগাযোগ করলে কমে করাযাবে?চার মাস হয়েগেল পাসপোট আসেনা
উত্তরমুছুনভাই আমার ব্লগ লেখার উদ্দেশ্য সবাই যাতে নিজের কাজ নিজে করতে পারে। আমি ঐ ধরনের কোন কাজ করতে উৎসাহ দিতে পারি না।
মুছুননিজ দায়িত্বে কাজ করেন।
আমার অরিজিনাল কপির স্লিপ টা হারিয়ে গেছে। ফটোকপি টা আছে এখন কি পাসপোর্ট দিবে ফটোকপির স্লিপ দিয়ে???
উত্তরমুছুনথানা থেকে GD করে নিয়ে যেতে হবে। তবেই পাসপোর্ট পাবেন। পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করতে হয় সম্পর্কে আমাদের ব্লগে লেখা আছে। প্লিজ একটু পড়ে নিবেন।
মুছুনআমার আগের পাসপোর্টে মায়ের নামের একটা অক্ষর ভুল ছিলো।আইডি কার্ডে কোনো ভুল নেই।২৭ দিন পর রি ওয়ার্ক আসছিলো।এফিডেভিড করেছি ২২ দিন হয়ে গেছে এখনো ব্যাক এন্ড ভেরিফিকেশন দেখাচ্ছে।আরও কত দিন লাগতে পারে বললে উপকৃত হবো।ধন্যাবাদ স্যার
উত্তরমুছুনব্যাকেন্ড থেকে বের হতে প্রায় ১ মাস লেগে যাবে। অপেক্ষা করুন আশা করি পাসপোর্ট পেয়ে যাবেন। ভুলের পরিমাণ বেশী থাকলে ব্যাকেন্ডে বেশি দিন থাকে।
মুছুনস্যার আমার মার নাম
উত্তরমুছুনআচ্ছা, একটু সময় লাগবে। তবে e Passport পেয়ে যাবেন।
মুছুনSar amar babar name mojnu ar pasfute ache monju Sar kothao kun somssa hobe naki
উত্তরমুছুনবর্তমান সময়ে e Passport করতে সমস্যা হবে যদি পূর্বের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের মাঝে ভুল থাকে।
মুছুনSir,amar passport panding in print dekacche. Kobe pabo
উত্তরমুছুন৭ দিন পরে পাবেন।
মুছুনস্যার আমি গত, আগষ্টের ২২ তারিখে জমা দিয়েছি,আর পাওয়া কথা সেপ্টেম্বর ১২ তারিখ, এখন অক্টোবর মাস হয়ে গেলো,তারপর status Pending in Print Queue ১০ -১২ দিন ধরে, এখন আমার কি করা দরকার!!
উত্তরমুছুনআর কয়েকটি দিন অপেক্ষা করেন। বই পেয়ে যাবেন। আগামী ৭ দিনের মধ্যে পাবেন আশা করি
মুছুনআমার পাসপোটি আমি 17/10/2022 তারিক থেকে দেকতাচি passport shipped meaning এখানে 2 দিন দেরি হয় কিন্তু আমার তো দেকতাচি 5 দিন হলো তার পরে ও কেন পাসপোট পাইতাচিনা কেন sir?
উত্তরমুছুনআপনার Passport ঢাকা থেকে পোষ্ট অফিসের মাধেমে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। রবি অথবা সোমবারে পাসপোর্ট পেয়ে যাবেন আশাকরি।
মুছুনআমার পাসপোর্ট বেকহেন্ড ভেরিফিকেশন এ আটকে আছে এখন কি করা যায় ভাি
উত্তরমুছুনএখন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। তবে আপনি চাইলে অফিসে কারো সাথে কথা বলতে পারেন তবে ঝুঁকি আপনার। দা লা ল এর পাল্লায় পড়বেন না
মুছুনSIR আমার পাসপোটার খুব দরকার ' প্লিস SIR আমার পাসপোটা খোতাই আছে দেকেন না sir
উত্তরমুছুনPassport status check করে দেখুন।
মুছুনApplication ID 4100-000087119
উত্তরমুছুনএই passport কি অবস্থায় আছে?
প্লিজ জানাবেন।
আমি উপকৃত হব।
OID অথবা ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ টি আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করুন। দেখে জানাচ্ছি
মুছুনsir আজতেকে 7দিন আগে দেকলাম sippert কিন্তু আপনাদের ছিসটাম দেকাতাচে 2দিন
উত্তরমুছুনPassport Status check এর জন্য আমাদের ওয়েবসাইট এ যা দেখিয়েছে সেটা সঠিক
মুছুনamar pasport printing in queue 2 দিন ধরে দেখাচ্ছে, ২৫ তারিক ডেলিভারি ডেট কবে পাইতে পারি
উত্তরমুছুনএই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরু তে Passport পেয়ে যাবেন।
মুছুনSir,e Passport Ready For Issuance
উত্তরমুছুনKintu sms ase nai,akn office gele ki passport ana jabe 🙏
হ্যাঁ, Passport আনা যাবে। অনেক সময় SMS আসে না। অফিস শুনলে বলবেন SMS এসেছে।
মুছুনSir id no. 4110-000117596 sipped mining দেখাচ্ছে আপনি একটু দয়া করে দেখবেন যে আমি পাচফুট টা কবে পাবো please sir
উত্তরমুছুনPassport টি আগামী সপ্তাহে পেয়ে যাবেন আশা করি
মুছুনSir amr MRP passport palace of birth Dhaka silo but amr nid birth jhenidh diye akon epassport Korte diyesi.finggure sob kisu diyesi.computer oparetor bollo j Apnr place of birth vul asy ami bollam tahole post kora agy kn bollen na.jaihok akon sir amr passport panding backend varification hoye asy.plz amk aktu somdhan den 26 tarik Korte dise
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন, সমাধান হয়ে যাবে।
মুছুনআমি আজ ১ বছর আমার পাসপোর্ট পাইনি
মুছুন১ বছর পাসপোর্ট হাতে পাননি কি সমস্যা দেখাচ্ছে পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে?
মুছুনআমার পাসর্পোট আজ ২২ দিন যাবত দেখতেছি enrolment in process. আর কতদিন গালবে আমার একটূ বলতে পারবেন কি?আমার পরে যারা দিয়েছে সবার হয়ে গেছে।
উত্তরমুছুনআপনি পাসপোর্ট অফিসে গিয়ে দেখা করুন। এই স্ট্যাটাস এতো দিন থাকে না।
মুছুনআমার পাসপোর্ট পাচঁ দিন দরে passport shipped দেখাচ্ছে কবে পাবো পিলিজ জানাবজানাবেন
উত্তরমুছুনবৃহস্পতিবার অফিসে গিয়ে Passport নিয়ে আসতে পারবেন।
মুছুনonek month dhore pending for final approval a ache amr status. akhon ki korbo?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে এর AD বা প্রধান এর সাথে যোগাযোগ করুন। আবেদন টি তার আন্ডারে আছে। তার অনুমোদন হলে প্রিন্ট এ যাবে।
মুছুনআমার পাসপোর্ট ready for issuance দেখাদেখাচ্ছে
উত্তরমুছুনPassport রেডি হয়ে গেছে। আপনার পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।
মুছুনআগের MRP passport থাকলে সেটা সাথে নিয়ে যাবেন।
আমার ছেলের পাসপোর্ট ready for issuance দেখাচ্ছে আজকে কিন্তু মেসেজ আসেনাই কবে আনতে পারব পিলিজ জানাবেন
উত্তরমুছুনম্যাসেজ না আসলেও ডেলিভারি ডেট অনুসারে Passport Office চলে যাবেন। যদি বলে SMS এসেছে ? বলবেন এসেছে।
মুছুনঢাকার বাইরে Ready for Issuance আসলেই পাসপোর্ট ডেলিভারি নেওয়া যায়।
আমার পাসপোর্ট রিওয়ারক দেখায় আমি কি করতে পারি
উত্তরমুছুনpassport office এ যোগাযোগ করেন।
মুছুনrework করে দিয়ে আসলে কতদিন পর rework চলে যাবে।
উত্তরমুছুনRework অর্থ পাসপোর্ট আবেদন এ ভুল আছে, অফিসে যোগাযোগ করেন। এই সমস্যা সমাধান হলে ২০ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন।
মুছুনধন্যবাদ
উত্তরমুছুনRework সংসুদন করে দিয়ে আসছি এখন কতদিন লাগতে পারে পুলিশ ভ্যারিবেশন আসতে?
উত্তরমুছুন৩/৫ দিন লাগবে
মুছুন২৬/১০/২০২২ এ আবেদন করেছি ০৬/১১/২০২২ এ ডেলিভারি ডেট ছিল কিন্তু এখনো The enrolment for your e-Passport is in process at local passport office. ম্যাসেজ দেখাচ্ছে কি করতে পারি।
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পাসপোর্ট এখনো প্রিন্ট হয়নি। কোন সমস্যা আছে হয়তোবা।
মুছুনরি ওয়ার্ক সুদ্ধ করে দিয়েছি আজ প্রায় ১০ দিন হলো এখনো সেই রি ওয়ার্ক দেখাচ্ছে এই মুহুর্তে আবার কি করতে পারি।আমি কি আবার পাসপোর্ট অফিসে যাইতে হবে নাকি আরো কয়েকটা দিন দেখবো?
উত্তরমুছুনএই সপ্তাহে আবার পাসপোর্ট অফিসে গিয়ে কথা বলেন।
মুছুনNamer spelinng a i jaygay y hobe.eta sonsodoni kore pasport korte diyesi. Amar pasport deyar det silo 3rd november.kinntu ekhono passi na.ki vabe pabo janale upkreto hobo.
উত্তরমুছুনপাসপোর্ট স্ট্যাটাস চেক করেন, স্ট্যাটাস কি দেখাচ্ছে? যদি Pending for Backed Verification দেখায় তাহলে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
মুছুনPassport statas ki vabe ber korte pari.
উত্তরমুছুনযে লেখার নিচে কমেন্ট করেছেন সেটা ভালো করে পড়েন। এখানেই দেওয়া আছে কি ভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হয়
মুছুনBackend verification a ase .ki vabe pabo.
উত্তরমুছুনপাসপোর্ট সংশোধন থাকলে পাসপোর্ট পেতে অনেক দেরি হবে। ব্যাকেন্ডে এ ২/৩ মাস থাকতে পারে।
মুছুনআপনি চাইলে অফিসে যোগাযোগ করতে পারেন। অফিসের AD এ বিষয়ে সাহায্য করতে পারে।
Enrolment for your epass port is in process at local passport office
উত্তরমুছুনপাসপোর্ট এখনো প্রসেসিং এ আছে আপনার পাসপোর্ট অফিসে। অপেক্ষা করেন।
মুছুনযদি এমন অবস্থায় অনেক দিন থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।
pending in print queue দেখাচ্ছে ২ দিন দরে এখন আমার করনিও কি
মুছুনঅপেক্ষা করেন, পাসপোর্ট প্রিন্টিং এর জন্য লাইনে আছে। আশা করা যায় ১/২ দিনের মধ্যে প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে।
মুছুনBakend ki shavabik niome hobe.
উত্তরমুছুনহবে। ব্যাকেন্ডে এমনিতেই চলে যাবে। অপেক্ষা করতে হবে কিছু দিন।
মুছুনস্যার আমার ভেলিভসিলিপ আছে sarder para atwari rosheya_5040 panchagarh Ami Amar Babar varithe thakuk karish kachua kachua_3630 chandpur Akon painting vacant baribition Ami Akon Kobe pabo plz
উত্তরমুছুনআপনার কথা বুঝতে পারছি না বলে উত্তর দিতে পারছি না ভাই। অনুগ্রহ করে হয় ইংরেজিতে লিখুন অথবা বাংলায় লিখুন
মুছুন4117000140847
উত্তরমুছুন23/11/1999
স্যার আমার পাসপোর্ট টা চেক দিয়া দিবেন কবে পাবো কোথায় আছে🙏🙏
আপনার পাসপোর্ট টি পুলিশ ভেরিফিকেশন এ আছে। এটা কমপ্লিট করেন। তার পরে প্রিন্ট এ যাবে।
মুছুনস্যার কিভাবে কি করবো একটু জানালে ভালো হতো🙏
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন এ থাকলে আপনাকে ফোন দিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে দেখা করতে বলবে। চিন্তার কিছু নেই।
মুছুনPlz chak my passpoet
উত্তরমুছুন4110000128817
03/03/1999
আপনার পাসপোর্ট অফিসে চলে এসেছি ডেলিভারির জন্য। আগামীকাল গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুনBut sms ashay nei
মুছুনSMS না আসলেও পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। শুনলে বলবেন SMS এসেছে।
মুছুনআমার পাসপোর্ট বর্তমানে pending SB police clearances দেখাচ্ছে। কতদিন সময় লাগতে পারে পুলিশের হাতে যাইতে ভেরিফাই এর জন্য?আজ পাঁচ দিন হয়েছে এমন দেখাচ্ছে।এর আগে রি ওয়ার্ক সংশুদন করে দু'বার দিয়েছি।
উত্তরমুছুনআপনার আসবেদন এই মুহুর্তে পুলিশের কাছেই আছে। পুলিশ আপনাকে ফোন দেবে অথবা আপনি ইচ্ছা করলে নিজেই গিয়ে পুলিশের সাথে দেখা করে ভেরিফাই করার জন্য ডকুমেন্টস দিয়ে আসতে পারেন।
মুছুন4117-000141362 can check for me what happen this passport? Soo long ready showing Enrolment in process. On delivery clip showing SB/DSB not required. Please check.
উত্তরমুছুনঅনেক দিন যদি এমন অবস্থায় থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। কোন সমস্যা আছে আবেদনে
মুছুন4117-000141362 আমার অফিসে গিয়ে ছিল গত ২৮ ডিসেম্বর তা বলেছে অনেক আবেদন এইজন্য সময় লাগবে । কোন সমস্যা থাকলে ত তারা বলে দিত তাই না? আমার জানামতে একটা ভূল আছ ফোন নামবারটা সঠিক না । emergency contact এরটা সঠিক । তারা বলেছে আরও ৮/১০ দিন সময় লাগবে । এটা MRP to epassport এবং নামের সংসোধন ।
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে গিয়েছিলেন এ জন্য ধন্যবাদ। অপেক্ষা করেন আগামী ৮/১০ দিন। দেখা যাক কি রেজাল্ট আসে।
মুছুনMRP তে ছিল ছিদ্দিক NID আর Birth Certificate আবু বকর ছিদ্দিক । এফিডএবিট সহ eapassport আবেদন করেছি 27/11/2022 ডেলিভারির কথা । কিন্তু একখনও enrolment in process. ১ মাস হয়ে গেছে । আপনার মতামত কি?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। কিছু সমস্যা থাকতে পারে তা না হলে এতো দিন enrolment in process দেখানোর কথা না।
মুছুনআমার ePassport একাউন্ট সিংগাপুর থেকে করেছিলাম এবং সিংগাপুরের ফোন নাম্বার ছিল । আমার ছেলের জন্য পাসপোর্ট এপ্লাই করেছি বাংলাদেশ আঞ্চলিক অফিসে । ছেলে ফোন নাম্বার দেয়ার পরেও আমার সিংগাপুরের নাম্বার ফরমে আসছে enrolment হয়ে গেছে । ১মাসের বেশি হয় গেছে দেখায় enrolment in process ।ভুল নাম্বারের জন্য কি সমস্যা হবে ?আপনার মতামত কি?
উত্তরমুছুনকোন সমস্যা হবে না ফোন নাম্বারের জন্য।
মুছুনঅনুগ্রহ করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলেন বাড়ির কাউকে। আশা করি সমস্যার সমাধান হবে।
১৫ দিন আগে গিয়েছিল বলছে ৭/৮ দিন আরও লাগবে। আজকে আবার গেছে এবং সুন্দর একটা পরামর্শ দিয়ে দিছে। "তারাতারি চাইলে একটা দালাল দরেন।" এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। একটি আবেদন পত্র কেন এতোদিন enrollment in process এ আছে এই কথা জিজ্ঞাসা করার মতো সিস্টেম যদি থাকত তবে এমন হত না। আসলে আমাদের দেশটা চোর বাটপারে ভরা
উত্তরমুছুনঅফিস যদি দায়িত্ব না নেয় তাহলে আমাদের মত সাধারণ মানুষ কি করতে পারে বলুন।
মুছুনআমার পাসপোর্ট চেক করে দিবেন
উত্তরমুছুনহ্যাঁ, ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দেন
মুছুনজেলা SP অফিস ফোন দেয়ার পর কাগজ পএ জমা দিয়ে এসেছি পুলিশ ভেরিফিকেশনের জন্য। আর কতদিন লাগতে পারে? নাকি আঞ্চলিক অফিসে আটকে থাকবে? আনলাইনে এখনও enrollment in process দেখায় ৩৬ দিন হলো
উত্তরমুছুনকত দিন হয়েছে পুলিশ ভেরিফিকেশনের ডকুমেন্টস দিয়ে এসেছেন?
মুছুনএতো দিন enrollment in process এ থাকার কথা না। অনুগ্রহ করে অফিসে যোগাযোগ করেন।
গতকাল মাএ কাগজ জমা হয়েছে
উত্তরমুছুনআচ্ছা। অপেক্ষা করেন।
মুছুনকোন তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
আজ ৬দিন কনো পুলিশ ভেরিভিশন কনো ফোন আসিনি এখন কি করবো
উত্তরমুছুনডেলিভারি স্লিপ এ ফোন নাম্বার চেক করেন। ভুল থাকলে আপনি নিজে থানায় যোগাযোগ করেন। সঠিক থাকলে আগামী ২ দিন অপেক্ষা করেন। যদি ২ দিনের মধ্যে যোগাযোগ না করে তাহলে আপনি নিজেই যোগাযোগ করেন।
মুছুন১৩/১২/২০২২ পুলিশ বেরিফিকেশন কাগজ জমা দিয়েছি। এখনও Enrollment in process দেখায়। enrollment হয়েছে ২৭/১১/২২ তারিখ। নাম আংশিক পরিবর্তন হয়েছিল।
উত্তরমুছুনএই সপ্তাহ অপেক্ষা করেন, যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে অফিসে যোগাযোগ করবেন।
মুছুনআমার পাসপোর্ট এ sent for rework আসছে,,আমি পাসপোর্ট রিনিউ করতে দিছি এখন ই পাসপোর্ট,,,আমি যোগাযোগ করছি আর তারা বলে আমার নামে আগের পাসপোর্ট আছে এজন্য sent for rework আসছে ,তারা বল্লো কাজ করতেছে, এখন কতো দিন লাগবে ,,কোনো সমস্যা হবে
উত্তরমুছুনSent for rework সমাধানের জন্য কোন ডকুমেন্ট জমা দিয়েছেন পাসপোর্ট অফিসে?
মুছুনযেমন পাসপোর্ট ডেলিভারি স্লিপ, পূর্বের পাসপোর্ট বাতিল করে নতুন ই পাসপোর্ট প্রদান এর আবেদন পত্র
আমর কাগজ জমার ৫ মাস পরে আবার ঠিকানা ভুল সেটা ওফিসে গিয়ে ঠিক করে দিলাম আবার ১০ দিন হলো এসটাটাস বেক এন্ড ভেরিবেকসন আগেও জা এখনো তা আমি জমা দিছি থেকে একি এসটাটাস বুঝিনা কি হবে
উত্তরমুছুন১ সপ্তাহ অপেক্ষা করেন আশা করি সংশোধন হয়ে যাবে।
মুছুনযদি ১ সপ্তাহ পরেও ব্যাকেন্ড থাকে তবে অফিসে যোগাযোগ করবেন।
আমার পাসপোর্ট pending in printing queue দেখাচ্ছে কয়দিনে পাব
উত্তরমুছুনএই সপ্তাহের শেষ।
মুছুনAmar passport ta gaibandha theke kora ,ekn renew korte cassi gazipur theke .
উত্তরমুছুনpresent address and permanent address same( ager thikana) reke gazipur theke passport kora possible ki na ,janaben. r korleo police verification hove ki?
জি এখন যেখানে আছেন সেখান থেকেও পাসপোর্ট করা যাবে। ২য় পাসপোর্ট এর সময় পুলিশ ভেরিফিকেশন হয় না। ( তবে নিজের স্থায়ী ঠিকানা থেকে পাসপোর্ট করা উত্তম )
মুছুনPending for Backend Verification কত দিন লাগতে পারে ?
উত্তরমুছুন৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত থাকতে পারে ব্যাকেন্ডে
মুছুনMRP তে ছিল ছিদ্দিক । NID অনুযায়ী আবু বকর ছিদ্দিক দিয়ে এফিডএবিট করে ePassport apply করেছি। প্রায় ২ মাস enrolment থাকার পারে এখন pending backed verification । কত দিন লাগতে পারে ?
উত্তরমুছুনব্যাকেন্ডে ৩ দিন থেকে ৩ মাস পর্যন্ত থাকরে পারে। অফিসে যোগাযোগ করেন তারা যদি কোন সমাধান দেয়।
মুছুনশনিবারে কি অফিস খুলা থাকে ?
উত্তরমুছুনশনিবার পাসপোর্ট অফিস বন্ধ।
মুছুন১ দিন Backend verification থাকার পর Pending printing que . আজ ৫ দিন হয়, আর কি কোন সমস্যা থাকতে পারে?
উত্তরমুছুনকোন সমস্যা নেই। পাসপোর্ট পেয়ে যাবেন যথা সময়ে।
মুছুন4008000208619
উত্তরমুছুন20/06/2000
কবে পাবো চেক করবেন একটু
আপনার পাসপোর্ট রেডি। আগামীকাল সকালে অফিসে গিয়ে নিয়ে আসতে পারেন।
মুছুনYour passport has been printed its way to lacal passport office. Atar mane ki sir
উত্তরমুছুনপাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে। এবং আপনি যে অফিসের মাধ্যমে আবেদন করেছিলেন সেই পাসপোর্ট অফিসে প্রিন্টের পরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মুছুনবহুদিন আগে একটি এমআরপি পাসপোর্ট করেছিলাম যার কোন তথ্য ও নাম্বার কোনটাই আমার কাছে নাই ভোটার আইডি নাম্বার দিয়ে পাসপোর্ট অফিসের চেক করে এসেছি তারাও কোনতথ্য দিতে পারেনি আমি নতুনভাবে ই পাসপোর্ট এর আবেদন করি আমার কোন সমস্যা হবে কি?
উত্তরমুছুনবর্তমান স্মার্ট NID কার্ডে ১০ সংখ্যার কোড, পূরাতন কার্ডে বেশী ছিলো। অনেক সময় আমাদের মনে থাকে না আমরা কোন নাম্বার ব্যাবহার করে পাসপোর্ট করেছিলাম ফলে হারিয়ে যাওয়া পাসপোর্ট খুজতে সঠিক NID নাম্বার না দিলে পাসপোর্টের তথ্য খুঁজে পাওয়া যায় না। তাছাড়া অনেকে জন্মসনদ দিয়ে পাসপোর্ট করেছিলো সেই কথা ভুলে যায়।
মুছুনযদি আপনার আগের MRP Passport এর তথ্য খুঁজে না পান তবে ই পাসপোর্ট আবেদন Sent For Rework এ আটকে যেতে পারে।
যদি এমন হয় তখন কি করব।
উত্তরমুছুনআপনার প্রশ্ন বুঝতে পারছি না। অনুগ্রহ করে প্রশ্ন টি লিখে কমেন্ট করেন।
মুছুনস্যার আমার আইডি কাডের বয়স কম কিন্তু আগে একটা পাঃছিল তাতে বয়স বেশি আমি এভিডেভিট করে জমা দিয়েছি কিন্তু এখন বেকিং আসতছে কত দিন লাগতে পারে পনের দিন জমা দিয়েছি
উত্তরমুছুনব্যাকেন্ড ভেরিফিকেশন ৭ দিন থেকে ১ মাস লাগতে পারে যখন পাসপোর্টে বয়স সংশোধন হয়।
মুছুন৭ কর্ম দিবস গেল এখনো ইনরোলমেন্ট ইজ পাসপোর্ট প্রসেস ইন লোকাল অফিস এখন কি করব।
উত্তরমুছুনআগামী সপ্তাহের ২ দিন দেখুন, রবি সোম । এর পরে পাসপোর্ট স্ট্যাটাস চেঞ্জ না হল অফিসে যোগাযোগ করবেন।
মুছুনআমার অন্তরের অন্তর ইস্তল থেকে আপনাকে সালাম জানায় সাধারন মানুষকে এত সুন্দর পরামশ্শো দেবার জন্য স্যার আমার একটা পাসপোর্ট ছিল সেই তথ্য না দিয়ে আমি পাসপোর্ট করতে যায়৷ পরে সেটা রিওয়াকে চলে যায় পরে সেটা কেটে আবার নতুন করে পিতা মাতা নিজ আইডি কাড বয়স অনুজায় সকল তথ্য সটিক দিয়ে জিডি এভিডেভিট করে জমা দিয়েছি ২০ দিন হয়ছে ১৫দিন বেকেন্ড ভেঃ দেখাছে স্যার আমি কি বইটা পাব স্যার
উত্তরমুছুনহ্যাঁ পাসপোর্ট পাবেন। ব্যাকেন্ডে ভেরিফিকেশন অনেক সময় ১ মাসের বেশি থাকে তবে আপনি বই পাবেন।
মুছুনOID1011337400
উত্তরমুছুন11/4/1997
please cheak
ePassport Ready For Issuance
মুছুনDear H M ANOWAR HOSEN, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
পাসপোর্ট নিয়ে আসবেন আগামীকাল অফিসে গিয়ে
স্যার বেকেন্ডে পাসপোর্ট। বই,এর ব্যাপারে নিজ জেলা বাদে। ঢাকায় গিয়ে কথা বল্লে উপকার পাবো কি? জার বই তাকেই যাওয়া লাগবে স্যার৷ না অন্য কেও ডেলিভারি ছিলিপ নিয়ে গেলে হবে
উত্তরমুছুনঢাকা হেড অফিসে গেলে উপকার পাওয়া যেতে পারে। নিজে গেলেই ভাল হয় তবে অনেকে এজেন্ট দিয়ে কাজ করে, এটা নিরাপদ উপায় না কারণ তাতে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে।
মুছুনস্যার পেন্ডিং বেকেন্ড। ভেঃ পাসপোর্ট গুলো কি লুকাল পাসপোর্ট অফিসে
উত্তরমুছুনপড়ে থাকে৷ না হেড অফিসে চলে যায়
ব্যাকেন্ডে ভেরিফিকেশন হেড অফিসে হয়। তবে লোকাল পাসপোর্ট অফিস চাইলে হেল্প করতে পারে।
মুছুনস্যার পেন্ডিং বেকেন্ড ভেঃ দেখানোর পরে এখন পেন্ডিং ফাইনাল এফরো ভাল দেখাচ্ছে তাহলে কি পাসপোর্ট পেতে আর কোন ঝামেলা থাকছে স্যার
উত্তরমুছুননা, পাসপোর্ট পেতে আর কোন সমস্যা নেই।
মুছুনস্যার পেন্ডিং ফর ফাইনাল এফরোভাল শেষ হতে কত দিন লাগতে পারে৷ এবং পাসপোর্ট টি পেতে আনুমানিক কত কর্মদিবস অপেক খা করতে হবে জানাবেন স্যার
উত্তরমুছুনএমন স্ট্যাটাস দেখালে ৭ দিন মত লাগতে পারে পাসপোর্ট পেতে।
মুছুনতবে এই স্ট্যাটাস যদি ৭ দিন চেঞ্জ না হয় তবে পাসপোর্ট অফিসে যোগাযগ করবেন, অনেক সময় Pending for Final approval লেখা এলেও বিভিন্ন সমস্যার কারণে ব্যাকেন্ড ভেরিফিকেশনে আটকে থাকে ।
Nurul Islam
উত্তরমুছুনআমি গত 5 দিন আগে পাসপোর্টের জন্য আবেদন করেছি, আমি কি এখন পেমেন্ট করতে পারব? এটি কি সম্ভব
হ্যাঁ এখন ব্যাংকে গিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। অথবা অনলাইনে এ চালানের মাধ্যমে।
মুছুনস্যার বেকেন্ড ভেঃ ছেড়ে দিয়েছে ছেড়ে ফাইনাল এফরো ভালে আছে
উত্তরমুছুনতাহলে আর কোন চিন্তা নেই। আগামী সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাবেন আশা করা যায়।
মুছুনস্যার পেন্ডিং পিন্ট কিউ দেখাছে পাসপোর্ট পেতে নরমালি কত দিন লাগতে পারে জানাবেন দয়া করে
উত্তরমুছুন৫/৬ দিন।
মুছুনঅর্থাৎ আগামী সপ্তাহের শেষ দিকে।
স্যার পাসপোর্ট পিন্ট কিউ এই ধাপ শেষ হলে নতুন কোন সট্যাটাস আসবে জানাবেন ধন্যবাদ
উত্তরমুছুনপাসপোর্ট প্রিন্টিং কিউ এর পরে পাসপোর্ট শিপড স্ট্যাটাস আসবে।
মুছুনস্যার গত ২৬ তারিকে পাসপোর্ট শিপড এশেছে আমি কি ৩০ তারিকে অফিসে গেলে পাসপোর্ট পাব স্যার
উত্তরমুছুনআশা করা যায় পাবেন। তবে অফিসে যাওয়ার আগে আরো একবার পাসপোর্ট স্ট্যাটাস চেক করে যাবেন।
মুছুনস্যার ২৬ তারিকে পাসপোর্ট শিপড এসেছে এখনো শিপড লেখাই রয়ে গেছে আমি কি আগামি কাল অফিসে গেলে পাসপোর্ট টি পেতে পারি স্যার চেক করে বলবেন স্যার
উত্তরমুছুনডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দিলে পাসপোর্ট চেক করে জানাতে পারবো।
মুছুনস্যার 5/6/1996/. 4206000043457
উত্তরমুছুনআগামীকাল পেয়ে যাবেন আশাকরি।
মুছুনশিপড স্যাটাস চেন্জ হচ্ছেনা কেন স্যার ৬ দিন হচ্ছে কোন সমস্যা নয়তো স্যার
উত্তরমুছুনSMS দিয়ে চেক করে দেখুন কি দেখায়। অনেক সময় অনলাইনে ভুল দেখায়!
মুছুনআমার "Enrolment is in local passport office " এইটা দেখানো অবস্থায় পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। এইটা কি ঠিক আছে?
উত্তরমুছুনযদি এই স্ট্যাটাস 5 দিনের বেশি থাকে। তবে পাসপোর্ট অফিসে গিয়ে দেখা করবেন
মুছুনPending printing queue দেখাচ্ছে৩০/১/২৩ সকাল থেকে ।পাসপোর্ট পেতে আর কোন সমস্যা হবে কি? কবে পাসপোর্ট পেতে পারি।
উত্তরমুছুনপাসপোর্ট পেতে আর কোন সমস্যা নেই, আশাকরি আগামী সপ্তাহের প্রথমেই পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনঅথবা এই সপ্তাহের শেষ নাগাদ পাসপোর্ট ইসু করার জন্য রেডি হয়ে যাবে।
স্যার আমার একটা পাসপোর্ট আছে তাতে ১বছর মেয়াদ আছে কিন্তু বতমানে আমার আইডি কাড পিতা মাতার আইডি কাড নিজের বয়স কোনটার মিল নাই পাসপোর্ট এর সাথে এখন কিভাবে নতুন করে পাসপোর্ট বানাবো বা রিনিও করবো বুজতে পারছি না বিস্তারিতো জানাবেন স্যার
উত্তরমুছুনএই মুহুর্তে পূর্বের পাসপোর্টে থাকা ভুল সংশোধন করা যাচ্ছে তাই চিন্তা করার কিছু নেই। আপনার নিজের NID তে যে ভাবে আছে পিতা মাতার নাম বয়স সেই অনুযায়ীই আবেদন করবেন। পাসপোর্ট সংশোধন করতে পিতা মাতার NID লাগবে না যদি আপনি প্রপ্তবয়স্ক হন।
মুছুনপাসপোর্ট আবেদনের সকল ডকুমেন্ট এর সাথে অতিরিক্ত ২ টা ডকুমেন্ট দিলেই পাসপোর্ট সংশোধন হয়ে যাবে। ( রি ইস্যু ফরম এবং প্রতিজ্ঞাপত্র )
পাসপোর্টে ১বছর মেয়াদ আছে এই বিসয়ে কিছু উল্লেক করেন স্যার
উত্তরমুছুনযদি এই মুহুর্তে দেশের বাইরে যেতে চান তবে অবশ্যই পাসপোর্ট রি ইস্যু করে মেয়াদ বাড়িয়ে নিবেন।
মুছুনআর যদি এখন আপনি দেশের বাইরে থাকেন তবে দেশে এসে মেয়াদ বাড়াতে পারেন অথবা যে দেশে আছেন সেই দেশের এম্বাসি থেকে মেয়াদ বাড়াতে পারবেন।
যদি এই মুহুর্তে দেশের বাইরে যেতে চান তবে অবশ্যই পাসপোর্ট রি ইস্যু করে মেয়াদ বাড়িয়ে নিবেন।
মুছুনআর যদি এখন আপনি দেশের বাইরে থাকেন তবে দেশে এসে মেয়াদ বাড়াতে পারেন অথবা যে দেশে আছেন সেই দেশের এম্বাসি থেকে মেয়াদ বাড়াতে পারবেন।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ।
মুছুনভাই পাসপোর্ট মেয়াদ সেস হয়েছে ২০১৯সালে এটাকি রেনু করা জাবে
উত্তরমুছুনজী, যাবে
মুছুনস্যার পাসপোর্ট বইতে আমরা জানি এক পৃস্ঠাতে থাকে তার ছবি অন্য পৃস্ঠাতে থাকে তার পিতা মাতা তার নাম বয়স ইত্যাদি এখন কিভাবে জানব তার পিতা মাতার নাম ছবি আলা পৃস্ঠাতে শুধু তার নাম বয়স ইত্যাদি কি করবো জানাবেন স্যার
উত্তরমুছুনঅন্য পৃষ্ঠা উলটে দেখুন। হয়তোবা অন্য পৃষ্ঠায় আছে।
মুছুনঅন্য পৃষ্ঠাতে নেই স্যার কোন তথ্য দেওয়া এখন আমি তার পাসপোর্ট নাম্বার আপনাকে দিলাম একটু দেখবেন স্যার AA7197886 20/8/1987 জন্ম পাসপোর্ট 11/ইসু 16/শেষ
উত্তরমুছুনঅনুগ্রহ করে আপনার এলাকায় যে পাসপোর্ট অফিস আছে সেখানে যোগাযোগ করেন।
মুছুন২৪/০১/২০২৩ তারিখ থেকে প্রিন্ট এ আছে,আর কত দিন লাগতে পারে?
উত্তরমুছুনপ্রিন্টে এতো দিন লাগে না। SMS দিয়ে স্ট্যাটাস চেক করে দেখুন কি দেখায়। যদি প্রিন্টিং ই দেখায় তবে অপেক্ষা করেন এই সপ্তাহ। অনেক সময় অনলাইন এবং SMS এর মধ্যে আলাদা স্ট্যাটাস দেখায়। SMS এর স্ট্যাটাস 99% সঠিক
মুছুনআমার মেয়ের পাসপোর্ট আজ সাত দিনের বেশী সময় ধরে লোকাল পাসপোর্ট আফিসের পথে দেখাচ্ছে।
উত্তরমুছুনআগামী সপ্তাহেও যদি এমন দেখায় তবে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।
মুছুনস্যার পাসপোর্ট করেছি আনুমানিক 2011 সালে কিন্তু ওই পাসপোর্টের কোন তথ্য আমার কাছে নাই এখন কিভাবে নতুন পাসপোর্ট করবো বা কি়ভাবে ওই পাসপোর্টের তথ্য পাবো কি কাগজ নিয়ে গেলে তথ্য মিলবে স্যার
উত্তরমুছুনযে NID card দিয়ে পাসপোর্ট করেছিলেন সেটা নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। বলেন হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তথ্য লাগবে।
মুছুননতুন পাসপোর্ট নিয়ে আসার সময় কি পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যাওয়া লাগবে ডেলিভারি স্লিপের সাথে। (উল্লেখ্য পাসপোর্টে আমার মাতার নাম সংশোধন ছিলো)
উত্তরমুছুনহ্যাঁ, সাথে পুরনো পাসপোর্ট নিয়ে যাওয়া লাগবে।
মুছুন