ই পাসপোর্ট ফি | পাসপোর্ট করতে কত টাকা লাগে | আপডেট তথ্য

পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি 2023

পাসপোর্ট করতে কত টাকা লাগে ৪,০২৫ টাকা থেকে ১৩,৮০০ টাকা পর্যন্ত তবে তা নির্ধারিত হয়েছে পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা এবং পাসপোর্ট এর ধরন ( সাধারণ পাসপোর্ট, জরুরী পাসপোর্ট, অতীব জরুরী পাসপোর্ট) এর ভিত্তিতে। তাছাড়া বিদেশে বাংলাদেশ মিশন / এম্বাসিও ই পাসপোর্ট প্রদান করে নির্দিষ্ট ফি এর বিনিময়ে।

পাসপোর্ট করতে কত টাকা লাগে
চিত্র: ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

এখানে যা যা থাকছে তার তালিকা

👉 ই পাসপোর্ট ফি /  e passport fee জমা দেওয়াঃ ই পাসপোর্ট পেমেন্ট ২ ভাবে দেওয়া যায়


১। ই পাসপোর্ট অনলাইন পেমেন্টঃ 

ই পাসপোর্ট ফি ২০২৩ এর ১৯ ডিসেম্বর তারিখের সর্বশেষ আপডেট অনুসারে অনলাইন পেমেন্ট চালু আছে।


২। ই পাসপোর্ট অফলাইন / ব্যাংক পেমেন্টঃ 

এ চালান এর মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকে পাসপোর্ট ফি প্রদান করা যায়। ব্যাংক আপনার তথ্য একাধিক বার যাচাই করে থাকে তাই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।


👉 ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়?

সাধারণত কি ভাবে আপনি আবেদন করেছে তার উপর নির্ভর করে ই পাসপোর্ট কবে পাবেন।


সাধারণ বা নিয়মিত ই পাসপোর্ট পেতে সময় লাগেঃ ডেলিভারি স্লিপ হাতে পাওয়ার দিন থেকে ১৫/২১ কর্ম দিবস সময় লাগে। 


জরুরী পাসপোর্ট পেতে সময় লাগেঃ বায়োমেটিক এনরোলমেন্ট বা ডেলিভারি স্লিপ পাওয়ার দিন থেকে ৭/১০ কর্ম দিবস।


সুপার এক্সপ্রেস পাসপোর্ট / অতীব জরুরী পাসপোর্ট পেতে সময় লাগেঃ বায়োমেটিক এনরোলমেন্ট এর দিন থেকে ২ কর্ম দিবস। ( এটা শুধু মাত্র আগারগাঁও পাসপোর্ট অফিসে পাওয়া যায়)


বিঃদ্রঃ সরকারি চাকরিজীবীগণ  যাদের NOC অথবা PRL সনদ আছে তারা নিয়মিত বা সাধারণ ফি জমা দিয়ে জরুরী পাসপোর্ট এর সুবিধা পাবেন।



👉 e passport fee bangladesh - বাংলাদেশের অভন্তরে ১৫% ভ্যাট সহ ই পাসপোর্ট ফি জমা দিতে হয়।


৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফিঃ যাদের কম বিদেশ ভ্রমণ করতে হয় ( বছরে ১/২ বার) তাদের জন্য এটা ভাল।


৫ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ

নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ৪,০২৫ টাকা

জরুরী ফিঃ ভ্যাট সহ ৬,৩২৫ টাকা

অতীব জরুরী ফিঃ ভ্যাট সহ ৮,৬২৫ টাকা 



১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে লাগেঃ

নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ৫,৭৫০ টাকা

জরুরী ফিঃ ভ্যাট সহ ৮,০৫০ টাকা

অতীব জরুরী ফিঃ ভ্যাট সহ ১০,৩৫০ টাকা 



৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফিঃ যাদের ব্যাবসায়িক কাজে বা অন্য কোন কাজে অনেক বেশী বিদেশ ভ্রমণ করতে হয় তাদের জন্য ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ভাল।


৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে লাগেঃ

নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ৬,৩২৫ টাকা

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ৮,৬২৫ টাকা

অতীব জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ১২,০৭৫ টাকা 



১০ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ

নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ৮,০৫০ টাকা

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ১০,৩৫০ টাকা

অতীব জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ ১৩,৮০০ টাকা




👉 দেশের বাইরে বাংলাদেশের বিভিন্ন মিশন / এম্বাসি থেকে পাসপোর্ট করতে কত টাকা লাগে?


৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১০০ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৫০ US ডলার


৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১২৫ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৭৫ US ডলার




৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৫০ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ২০০ US ডলার


৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৭৫ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ২২৫ US ডলার





👉 বাংলাদেশের বিভিন্ন মিশন / এম্বাসি তে আবেদনের ক্ষেত্রে bd passport fee এর পরিমাণ ( শ্রমিক ও ছাত্র )


৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ৩০ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ৪৫ US ডলার


৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ৫০ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ৭৫ US ডলার




৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৫০ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ২০০ US ডলার


৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্ট ফিঃ 


নিয়মিত / সাধারণ পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ১৭৫ US ডলার

জরুরী পাসপোর্ট ফিঃ ভ্যাট সহ $ ২২৫ US ডলার




👉পাসপোর্ট ফি জমা দেওয়া  ব্যাংক সমূহের নামঃ 

যদিও সকল সরকারি এবং বেসকারি ব্যাংক ই পাসপোর্ট ফি জমা নিয়ে থাকে তবে সোনালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক এবং ওয়ান ব্যাংক MRP Passport এর সময় থেকে কাজ চালিয়ে আসছে। 

অনলাইনে মাধ্যমে ই চালান এর মাধ্যমে ই পাসপোর্ট এর টাকা জমা দেওয়া যায়।



উপরের আলোচনা করা হল পাসপোর্ট করতে কত টাকা লাগে , পাসপোর্ট ফি জমা ব্যাংক, ৫ বছর মেয়েদি পাসপোর্ট এর ফি কত, ১০ বছর মেয়েদি পাসপোর্টের ফি কত, Regular Passport Fees, super express passport fee. ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে।


আপনার ই পাসপোর্ট ফি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব।


30 মন্তব্যসমূহ

  1. এখন পাসপোর্ট কত দিনে দিয়ে দিচ্ছে জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জরুরী ৭/১২ দিনে এবং রেগুলার ডেলিভারি ২১/২৫ দিনে পাওয়া যাচ্ছে।

      মুছুন
  2. দীর্ঘদিন দেশের বাইরে থাকায় আমার NID করানো হয়নি । এখন এপ্লাই করেছি কিন্তু NID এখনও ওয়েবসাইটে দেখতে পাইনা । পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমি NID ছাড়াই এপ্লাই করি । ফর্মে NID এর জায়গায় জন্মনিবন্ধনের নাম্বার লিখি । অনলাইনে সেটা এক্সেপ্টও করে । পরে সেই ফাইল ডাউনলোড করে আমি এডিট করে NID এর ঘরের বদলে জন্মনিবন্ধনের জায়গায় জন্মনিবন্ধন নাম্বার লিখি । অলরেডি ৫৭৫০ টাকা সিটিব্যাংকে এ চালান হিসাবে পে করি । পাসপোর্ট অফিসে গেলে ওরা বলে NID ছাড়া কোনোভাবেই পাসপোর্ট করানো যাবে না । আমার NID যেহেতু এখনও প্রোসেসিংয়ে আছে, আমি NID পাবার পর কি নতুন ভাবে এপ্লাই করার পর সেই এ চালানটাই ব্যবহার করতে পারবো, নাকি আবার পে করতে হবে? চালানে মেয়াদ লেখা ৩ মাস, এবং নতুন ভানে এপ্লাই করলে তো এপ্লিকেশন নাম্বারও চেইঞ্জ হয়ে যাবে । এক্ষেত্রে এমন কিছু কি করনীয় আছে যাতে আমার নতুন ভাবে পে না করতে হয়? Thanks in advance!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি ই পাসপোর্ট আবেদন শেষ অপশন থাকে অনলাইনে পেমেন্ট করেন তবে নতুন আবেদন করলে আগের পেমেন্ট কাজ করবে না। আর যদি অফলাইন পেমেন্ট করেন তবে কোন সমস্যা নেই। নির্বাচন অফিসে যোগাযোগ করেন যাতে দ্রুত NID পেয়ে জান।
      *** তবে পেমেন্ট এর বিষয় টা পাসপোর্ট অফিস ইচ্ছা করলে আপনার সমস্যার সমাধান দিতে পারবে। এটা ওদের ইচ্ছার উপর নির্ভর করে।

      মুছুন
  3. Sir amar police verification amar geramer bari te hoiche 9 tarikhe kintu amar e-passport er status er ekhono pending sb police clearance dekhay keno.ar amar passport kobe pabo ektu janaben.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে চিন্তা করার কিছু নেই। আশা করি ইদের আগেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

      মুছুন
  4. ভাই আমার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু আমার পাসপোর্ট এখন পিন এখনো পেন্ডিং পুলিশ ক্লিয়ারেন্স দেখায় কেন কারণ কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিস বন্ধ তাই স্ট্যাটাস চেঞ্জ হয়নি। অফিস খুললে স্ট্যাটাস চেঞ্জ হবে। অপেক্ষা করেন।

      মুছুন
  5. আমার পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন আমি নতুন করে করতে চাচ্ছি এখন সে ক্ষেত্রে আমাকে কোন জরিমানা দিতে হবে দুই বছরের মেয়াদ শেষ হয়ে গেছে সে ক্ষেত্রে কি করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, এখন আর জরিমানা দেওয়া লাগে না। ঐ আইন ট বাতিল হয়ে গেছে। ঐ পাসপোর্ট দেখিয়ে রি ইস্যু করেন। কোন সমস্যা নেই।

      মুছুন
  6. আমার বাড়ি পাবনা জেলায় আমি কি অতিব জরুরী পাসপোর্ট আগারগাঁও করতে পারবো একটু জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ পারবেন। আপনি পাবনা তে গিয়েও অতীব জরুরী পাসপোর্ট আবেদন করতে পারবেন তবে ডেলিভারি নিতে হবে আগারগাও থেকে ডেলিভারি নিতে হবে। ( পুলিশ ভেরিফিকেশন নিজ দায়িত্বে করতে হবে)

      মুছুন
  7. আমার ভাই পাসপোর্ট করছে সৌদি আরব জাবে বলে ও বলছে ১০০০০ টাকা লাগছে।এটাকি ঠিক না বেঠিক?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো টাকা লাগে না। ( ২১ দিনে ডেলিভারি নিলে ৫,৭৫০ টাকা আর ৭ দিনে নিলে ৮,০৫০ টাকা খরচ হয়)

      মুছুন
  8. আমিও পাসপোর্ট করেছি কোন ঝামেলা ছাড়া সুযোগ-সুবিধা অনেক খুবই ভালো লাগছে আগের মতন দালাল নেই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। এই ভাবেই দা লা ল মুক্ত হবে পাসপোর্ট অফিস। আসলে আমাদের না জানা এবং ভয়ের কারনে দা-লা-ল রা সুযোগ পায়।

      মুছুন
  9. আসসালামু আলাইকুম, আমার আগের একটা পাসপোর্ট ছিল,সেটা হারিয়ে গিয়েছে, গত দুইদিন আগে, আমি আজকে জিডি করলাম, এখন এই জিডির কপি জমা দিলে কি আমি নতুন ই পাসপোর্ট করতে পারবো, আর সেটা যদি জরুরী ভাবে করি তাহলে কতদিন সময় লাগতে পারে, দয়া করে বিষয়টা আমাকে একটু জানাবেন প্লিজ,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী ঐ GD র কপি দিয়ে নতুন পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। হারিয়ে যাওয়া পাসপোর্ট পেতে পুলিশ তদন্ত হয় তাই জরুরী আবেদন না করাই ভাল। রেগুলার ডেলিভারি তে আবেদন করেন আশাকরি ২০/২৫ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  10. শফিউল্লাহ খান১৪ আগস্ট, ২০২৩ এ ১:০৮ PM

    ফিঙ্গার নেওয়ার কতদিন পর পুলিশ ভেরিফাই হয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৫/৭ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দেয়।

      মুছুন
  11. পাসপোর্ট ফি আর ব্যাংক ড্রাফ কী আলাদা নাকী একটাই?

    উত্তরমুছুন
  12. পাসপোর্ট করতে বাবা মায়ের নামের ভুল থাকলে কি সমস্যা হবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, সমস্যা হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দেবে।

      মুছুন
  13. পুলিশ ভেরিফিকেশনে কেন টাকা নেওয়া হয়?
    আর টাকা না দিলে পুলিশ ভেরিফিকেশন ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়, আমার জানামতে আমার আশেপাশের সবাই পুলিশ ভেরিফিকেশনে টাকা নিয়েছে এই হয়রানি কবে বন্ধ হবে দয়া করে যদি একটু জানাতেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি কোন পুলিশ অফিসার অনৈতিক অর্থ দাবী করে তবে সরাসরি SP/DC বরাবর অভিযোগ করেন। পুলিশ ভেরিফিকেশনে কোন টাকা নেওয়ার নিয়ম নেই।

      মুছুন
  14. আমার পাসপোর্ট পেন্ডিং এ প্রিন্ট কিউ তে আছে। পাসপোর্ট ডেলিবারির কথা ২৭/০৮/২৩ ইং কিন্তু এখনো নেটে চেক দিলে একই লেখা আসে। আমি পাসপোর্ট কবে পেতে পারি। ৮ দিন চলে গেছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন ধরে প্রিন্টিং কিউ তে থাকার কথা না। তাছাড়া ডেলিভারি ডেট চলে গেছে। এই সপ্তাহ টা দেখেন। যদি এর মাঝে স্ট্যাটাস চেঞ্জ হয় এবং ডেলিভারি পান তাহলে তো ভালই। না পেলে অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  15. আমার পাচপোট রেনু করতে হবে, কিন্তু আমার ভোটার আইডি কার্ড নেই। তাহলে আমি কি পাচপোট রেনু করতে পারবো,?????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স ২০+ হয় তবে পাসপোর্ট রিনিউ করতে NID বাধ্যতামূলক লাগবে।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন