পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage 2023

পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage

Passport করাতে ইচ্ছা হলেই আমাদের মাথায় চিন্তা আসে পাসপোর্ট করতে কি কি লাগে এবং এটা আসা স্বাভাবিক। ২০২৩ সালের বাংলাদেশ সরকারের দেওয়া সর্ব শেষ আপডেট অনুসারে পাসপোর্ট করে যা যা লাগে যেমন NID Card, BRC, e passport online application, ফি প্রদনের রসিদ ইত্যাদি সম্পর্কে A to Z আলোচনা করা হল।

পাসপোর্ট করতে কি কি লাগে | Passport Korte Ki Ki Lage
চিত্রঃ পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ last update



{tocify} $title={Table of Contents}

পাসপোর্ট করতে কি কি লাগে?

2023 এর সব শেষ আপডেট অনুসারে e Passport করতে লাগে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদপত্র, নাগরিক সনদ, পেশা প্রমাণের কাগজ । 

তবে বিষয় টা এতো টা সহজ না। ই পাসপোর্ট আবেদন করি ব্যাক্তির বয়স, পেশা, বৈবাহিক অবস্থা, পূর্ববর্তী পাসপোর্টে ভুল আছে কি না এসব কিছুর উপর নির্ভর করে পাসপোর্ট করতে কি কি লাগে।  বর্তমান ই পাসপোর্ট এর যুগ তাই Passport করতে যে সকল ডকুমেন্ট লাগে তা খুবই গুরুত্বপূর্ণ। 

তাছাড়া Passport অফিসে দরবেশ বাবা তো আছে-ই, আপনাকে ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নিবে। তাই একটু ধর্য্য ধরে নিচের লেখা গুলো পড়তে থাকুন। আশা করি আপনি খুব সহজেই জেনে যাবেন  Passport Korte Ki Ki Lage এবং একটি নির্ভুল ই পাসপোর্ট পাবেন সহজেই। 

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে সে সম্পর্কে আরো একটি লেখা আছে, যদি আপনার প্রয়জন হয় পড়োতে পারেন।

💢 বাচ্চাদের ই পাসপোর্ট করতে কি কি লাগে 

নিচের এই ডকুমেন্টস গুলো সকলের ক্ষেত্রেই লাগে। ১ দিন বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের জন্য।

     ই পাসপোর্ট আবেদন অনলাইন কপি ( প্রিন্ট কপি)

     পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি ( প্রিন্ট কপি)

     পাসপোর্ট ফি প্রদানের স্লিপ ( মূল কপি)

     জাতীয় পরিচয়পত্র - NID Card ( ফটো কপি এবং মূল কপি) 

     জন্মনিবন্ধন সনদ ইংরেজি ভার্সন- BRC ( যাদের বয়স ১৮ এর নিচে )

     নাগরিক সনদ

     পেশা প্রমাণের সনদ (ছোট বাচ্চাদের পাসপোর্ট আবেদন পেশা সনদ লাগে না)

     পূর্বের পাসপোর্ট এর ফটো কপি এবং মূল কপি ( যাদের আগের পাসপোর্ট আছে )

বয়স ভিত্তিক কিছু ডকুমেন্ট যা পাসপোর্ট করতে লাগে

💢 আবেদন কারীর বয়স ৬ বছরের কম হলে Passport Korte Ki Ki Lage লাগে? 

     বাবা এবং মা এর NID Card ফটো কপি ( মূল কপি সাথে রাখবেন)

     ১ কপি 3R সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের কালার ছবি ( ল্যাব প্রিন্ট )

     ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

     পিতা এবং মাতার ২ টি পাসপোর্ট সাইজ ছবি

     পেশা ডিপেন্ডেন্ট দিতে হবে। ( তাহলে পেশা প্রমাণের ডকুমেন্ট লাগবে না)


💢 আবেদনকারীর বয়স ৬ বছরের বেশী হলে কিন্ত ১৫ এর কম হলে পাসপোর্ট করতে কি কি লাগে?

     বাবা এবং মা এর NID কার্ড ( মূল কপি ও ফটো কপি)

     জন্মনিবন্ধন সনদ ( ইংরেজি ভার্সন)

     পিতা , মাতার পাসপোর্ট সাইজ ছবি ২ কপি। পিতা মাতার অবর্তমানে বৈধ অবিভাবকের ছবি

     পেশা প্রমাণের কাগজ ( ছাত্র হলেঃ সর্ব শেষ শিক্ষগত যোগ্যাতার সনদ / স্কুল আই ডি কার্ড এর ফটো কপি / অন্য কোন পেশা হলে তার ডকুমেন্ট) 


💢  আবেদনকারীর বয়স ১৮ থেকে ১৫ এর উপরে হলে পাসপোর্ট করতে কি কি লাগে?

     জন্মনিবন্ধন সনদ ( ইংরেজি ভার্সন )

     পিতা , মাতা’র জাতীয় পরিচয় পত্র (NID) 

     পেশা প্রমাণের ডকুমেন্ট ( ছাত্র হলে সার্টিফিকেট এর ফটো কপি এবং মূল কপি সাথে নিয়ে যাবে, প্রাইভেট সার্ভিস দিলে যেখানে কাজ করে ঐ প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র )

💢  আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ হলে পাসপোর্ট করতে লাগেঃ

     জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র যে কোন একটি দিয়েই ই পাসপোর্ট আবেদন করতে পারবে। 

     জন্মনিবন্ধন ব্যাবহার করলে বাবা মা এর এন আই ডি কার্ড এর নাম্বার আবেদনে উল্লেখ করবে এবং NID নিয়ে যাবে অফিসে


💢  আবেদনকারীর বয়স ২০ বছরের বেশী হলে e Passport করতে কি কি লাগে?

     আবেদনকারীর বয়স ২০ বছরের বেশী হলে অবশ্যই NID লাগবে।

     বাংলাদেশের কোন মিশনে, কোন প্রবাসী পাসপোর্ট আবেদন করলে জন্মনিবন্ধন সনদ গ্রহণ করবে।

     পেশা প্রমাণের ডকুমেন্ট লাগবে।

💢  পেশা সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্যঃ

⇛ ছাত্র হলেঃ 

     সর্ব শেষ শিক্ষাগত যোগ্যাতার সনদ

     শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কতৃক প্রদত্ত সনদ 

     প্রতিষ্টানের আই ডি কার্ড ( যে কোন ১ টি )

⇛ বেকার হলেঃ 

     স্থানীয় চেয়ারম্যান অথবা কাউন্সিলর থেকে বেকারত্বের সনদ

⇛ সরকারি চাকুরীজীবী হলেঃ

     GO অথবা NOC নিতে হলে। 

     অবসরে গেলে PRL Order / পেনশন বই

⇛ প্রাইভেট সার্ভিসঃ

• পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস দিলে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন তাদের একটি অফিসিয়াল প্যাডে একটি প্রত্যায়ন পত্র।

⇛ কৃষকঃ

•পেশা যদি কৃষি কাজ হয় তবে জমির পর্চা এর ফটোকপি

⇛ গৃহিনীঃ

     নারীদের ক্ষেত্রে পেশা গৃহিণী দিলে কোন ডকুমেন্ট লাগবে না। ( যদি ঐ নারী সরকারি জব করে তাহলে পেশা গৃহিনী দেওয়া যাবে না )


⇛ ব্যাবসাঃ 

     পেশা ব্যাবসা দিলে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন এর ফটো কপি (মূল কপি সাথে থাকবে)

বিঃদ্রঃ আইন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, পুরোহিত ইত্যাদি এ ধরনের সকল পেশার ক্ষেত্রে ঐ পেশা প্রমাণের ডকুমেন্ট অফিসে দেখাতে হবে। তবে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অফিসে পেশা প্রমাণের ডকুমেন্ট নাও দেখতে পারে। তবে আপনার উচিৎ হবে ডকুমেন্ট কাছে রাখা।

💢  বৈবাহিক অবস্থা  সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্যঃ

⇛ অবিবাহিত

     পাসপোর্ট এ অবিবাহিত উল্লেখ করলে কোন ডকুমেন্ট লাগবে না

⇛ বিবাহিত

     যদি আপনার NID অথবা পূর্বের পাসপোর্টে অবিহিত থাকে এবং বর্তমানে পাসপোর্ট আবেদনের সময় আপনি বিবাহিত উল্লেখ করেন, তবে সে ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে স্ত্রী / স্বামী’র নাম যোগ করতে ( কাবিননামা / কোট ম্যারেজ সার্টিফিকেট / হিন্দু বিবাহ নিবন্ধন সার্টিফিকেট 

     সাথে স্বামী / স্ত্রী এর NID Card লাগবে

⇛ ডিভোর্স / নতুন স্বামী / স্ত্রী’র নাম যোগ

    •পূর্বের পাসপোর্ট এ থাকা স্ত্রীর নাম চেঞ্জ করে নতুন স্ত্রীর নাম যোগ করতে চাইলে ডিভোর্স পেপার এবং নতুন বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তবে যদি NID তেও পূর্বের স্ত্রীর নাম থাকে তবে আগে সেটা নির্বাচন কমিশনে আবেদন করে চেঞ্জ করে নিতে হবে। 

বিঃদ্রঃ যদি স্বামীর অথবা স্ত্রীর NID কার্ড এ স্বামী অথবা স্ত্রীর নাম থাকে সে ক্ষত্রে ঐ NID এর কপি জমা দিলেই হবে।


💢  স্থায়ী ঠিকানা পরিবর্তনঃ

     স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে ঠিকানা প্রমাণের যথাযথ প্রমাণ দিতে হবে এবং এ ক্ষত্রে পুলিশ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা আছে।

বিঃদ্রঃ পূর্ববর্তী পাসপোর্ট এ থাকা কোন তথ্য পরিবর্তন বা ভুল সংশোধন করতে হলে জজ কোট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেফিট করতে হয়।


💢  পাসপোর্ট হারিয়ে গেলে

     পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে গেলে মূল জিডি এর কপি লাগবে।


আরো পড়ুনঃ  

অনলাইনে ই পাসপোর্টের আবেদন পদ্ধতি | e passport online application

এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট | MRP to ePassport

পাসপোর্ট এ নাম সংশোধন। Passport Correction Surname Given name

ই পাসপোর্ট চেক ৫টি সহজ পদ্ধতিতে | ePassport status check a to z

পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে | Passport renew korte ki ki lage

এতো সময় ধরে আলোচনা করা হল ই পাসপোর্ট করতে কি কি লাগে 2023। প্রতিটি মানুষের ই জানা উচিৎ পাসপোর্ট করতে কি কি লাগে যাতে কোন ব্যাক্তি ধোঁকা দিতে না পারে। অন্তত আজকের এই আর্টিকেল টি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। 

যদি আরো কোন প্রশ্ন থাকে যে passport korte ki ki lage তা নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনার পাসপোর্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। 

তথ্যসূত্রঃ ই পাসপোর্ট করতে কি কি লাগে এমন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের epassport.gov.bd সাইটে সেওয়া ২০২৩ সালের সর্ব শেষ আপডেট অনুসারে।

203 মন্তব্যসমূহ

  1. আমার বাবার ভোটার আইডি কার্ডে একটা ভুল আছে ,,, ভুল বলতে একটা a বেশি ,, আবেদন ফরমে আমি সঠিক করে লিখেছি ,, ,এটা সঠিক ভাবে আসবে নি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার NID কার্ড হয়ে থাকে তবে আপনার NID তে পিতার নাম যে ভাবে আছে সে ভাবেই লিখতে হবে। মনে করেন আপনার nid তে পিতার নাম মোঃ জালাল মোল্ল্যা কিন্ত আপনার পিতার NID তে শুধু "জালাল মোল্ল্যা" আছে সেক্ষেত্রে আপনার NID তে যে ভাবে আছে সেভাবেই লিখতে হবে। যাদের nid হয়ে যায় তাদের ক্ষেত্রে পিতা মাতার nid তে কি ভাবে আছে সেটা গুরুত্বপূর্ন না।

      আপনার ক্ষেত্রে উচিৎ হবে যদি আপনার সার্টিফিকেট থাকে তবে সার্টিফিকেট অনুসারে পিতার নামের বানান দিবেন আর যদি তা না থাকে তাহলে পিতার nid তে নামের বানান যা আছে মানে aa সেই ভাবেই দিবেন।

      মুছুন
  2. ভাই আমি একজন মাদ্রাসার ছাত্র ঢাকায় পড়াশোনা করছি, বাড়ি ময়মনসিংহ, বাড়িতে যাইনা ঢাকায় ই থাকি।এখন আমি পাসপোর্ট করতে চাই কিন্তু কোথায় করবো , কিভাবে করবো কত টাকা খরচ করতে হবে এবং কি কি করতে হবে বিস্তারিত জানতে চাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID card এর যে স্থায়ী ঠিকানা আছে সেখানেই পাসপোর্ট করা উচিৎ, তা না হলে ২ যায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে।
      কত পৃষ্ঠার পাসপোর্ট নিবেন এবং কত তারাতাড়ি ডেলিভারি নিবেন তার উপর নির্ভর করে পাসপোর্ট ফি।
      আমাদের ওয়েবসাইট এ বিস্তারিত বর্ননা করা আছে কি ভাবে পাসপোর্ট করতে হয়।

      মুছুন
  3. আচ্ছা আমার আইডিতে নাম একটা, বাবা আইডিতে আরেকটা, এবং সাটিফিকেট ও সেম সমস্যা এখন আমি পাসপোর্ট করতে হলে কি করতে হবে। আমি বিবাহিত।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার জাতিয়পরিচয় পত্র এবং সার্টিফিকেট যদি একই থাকে তবে আপনার NID এবং সার্টিফিকেট অনুসারেই পাসপোর্ট এর আবেদন করুন। যাদের NID হয়ে যায় তাদের ক্ষেত্রে পিতা মাতার NID অনুসরণ করা লাগে না। নিজের ডকুমেন্ট অনুসারে কাজ করুন কোন সমস্যা হবে না।

      মুছুন
  4. বিবাহিত মহিলাদের এন আইডিতে যদি পিতার নাম থাকে তাহলে কি পাসপোর্ট করা যাবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী অবশ্যই হবে। পিতা, মাতার দিতেই হবে এবং বিবাহিত হলে স্বামীর নাম দিবে স্বামীর nid অনুযায়ী এবং বিবাহের প্রমান হিসাবে ম্যারেজ সার্টিফিকেট / নিকাহনামা

      মুছুন
  5. ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ আমি গাজীপুরের ভোটার হইছি আমার বাবা মা সিরাজগঞ্জের ভোটার এক্ষেতে আমি কই থেকে পাসপোর্ট করব গাজীপুরের টা করলে কী হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যেখানে ভোটার হয়েছেন সেখন থেকেই পাসপোর্ট করতে হবে। তবে আপনি চাইলে ভোটার এরিয়ে চেঞ্জ করে নিজের এলাকা সিরাজগঞ্জ এ নিয়ে তার পরেও পাসপোর্ট করতে পারেবেন।

      মুছুন
  6. আমার বাবার আইডি কাডে যে নাম আছে যেমন, তার কাডে সুকেশ চন্দ্র দেব শর্মা আছে, কিন্তু আমার আইডি সহ সকল ডকুমেন্টস এ সুবাস কুমার দেব শর্মা আছে সেক্ষেত্রে কি আমার পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID হয়ে যায় তবে আপনি আপনার NID অনুসারেই পাসপোর্ট করতে পারবেন এবং ভিসা পেতেও কোন সমস্যা হবে না।
      তবে পুলিশ ভেরিফিকেশনের সময় পিতার NID কার্ড এর কপি দিতে বলে তখন সমস্যা হতে পারে !

      মুছুন
  7. হিন্দু সমাজে আগে বিয়ের কোনো সনদ চিলবনা,,, এখন কিভাবে এই কাগজটা add করবে??? আর যদি add না করা হয় তাহলে কোনো সমস্যা হবে????

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতে কোন সমস্যা নেই। জেলা শহরে হিন্দু বিবাহ নিবন্ধক আছে। তার সাথে দেখা করে নিবন্ধন এর ডকুমেন্ট তৈরি করেন এবং তার পরে পাসপোর্ট অফিসে জমা দিন। কাজ হয়ে যাবে।

      মুছুন
  8. Amr boyos 21 but amr akhon o NID card hyni...ami ki passport korte parbona NID chara??

    উত্তরমুছুন
  9. ভাইয়া আমি এক জন ছাত্র আমি ছোট কাল থেকে ঢাকাতে পড়াশোনা করি তাই এনআইডি কার্ড ঢাকাই করা হইছে আমার জন্ম স্থান দিনাজপুর এনআইডি কার্ডে স্থায়ী ঠিকানা আমার গ্রামের বাড়ি অনুযায়ী আমি দিয়েছি এখন আমি কোথায় পাসপোর্ট করবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট স্থায়ী ঠিকানা তে করেন। এতে ঝামেলা কম হবে। ঢাকায় পাসপোর্ট করলে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুই যায়গা তেই পুলিশ ভেরিফিকেশন হবে।

      মুছুন
  10. আমার বয়স ২২+ কিন্তু আমার আইডি কার্ড হয় নাই।সে ক্ষেত্তে আমার কি করতে হবে পাসপোর্ট করতে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সর্বপ্রথম আপনাকে NID পেতে হবে। নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হয়ে নিন। ID কার্ড পেলে তবেই পাসপোর্ট আবেদন করতে পারবেন।

      মুছুন
  11. আমার nid বাবার বাসার ঠিকানা অনুযায়ী করা আছে।আমি এখন বিবাহিত তাহলে পাসপোর্ট এ village কি দিব জানাবেন please

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনি নারী হয়ে থাকেনা তবে স্বামীর ঠিকানা অনুযায়ী দিতে পারেন। সে ক্ষেত্রে আবেদন এ বিবাহিত উল্লেখ্য করতে হবে।

      মুছুন
  12. আমি আমার বাবার ব্যবসা করি।আমি পাসপোর্টে ব্যবসা দিয়েছি।তাহলে ট্রেড লাইসেন্স কি জমা দিতে হবে?আর ট্রেড লাইসেন্স ত আমার বাবার নামে।সেক্ষেত্রে কোন সমস্যা হবে বা কি করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার নিজের নামে ট্রেড লাইসেন্স লাগবে। একটা ট্রেড লাইসেন্স তৈরি করে নেন নিজের নামে।

      মুছুন
  13. আমার বাবা মারা গেছেন এ ক্ষেত্রে তার মৃত্যু সনদ লাগবে কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী, পুলিশ ভেরিফিকেশনে চাইতে পারে পিতার মৃত্যুসনদ

      মুছুন
  14. আমার পাসপোর্ট এর বয়স এর সাথে NID card এর বয়স মিল নেই, আমি পাসপোর্ট রিনিউ করতে চাই, কি করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনুসারে কোট এফিডেফিট করতে হবে। এফিডেফিটে উল্লেখ থাকতে হবে কি কি সংশোধন হবে। এফিডেফিট পরে পাসপোর্ট এর আবেদন করবেন। এফিডেফিট সম্পর্কে জানুন নিচের লিংক থেকে।
      https://www.epassport-bd.com/2022/04/affidavit-for-passport.html

      মুছুন
  15. ভূমিহীন সার্টিফিকেট থাকলে কি আর বিদ্যুৎ বিল কাগজ লাগবে যেহুতু আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি এখন তারা একটি বিদ্যুৎ বিল কাগজ দিতে চাই না

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভুমিহীন সনদ থাকলে আর কিছু লাগবে না। তবে আপনি স্থানীয় কাউন্সিল অথবা চেয়ারম্যান অথবা মেম্বার এর থেকে বাড়িতে বিদ্যুৎ নেই এমন সনদ লিখে নিতে পারেন।

      মুছুন
  16. আমি আমার আর আমার আম্মুর পাসপোর্ট করতে চাচ্ছি। কিন্তু আমার আম্মুর কাছে বিয়ের নিকাহ নামা নেই। এই ক্ষেত্রে আমি কি করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মায়ের NID কার্ড এর সার্ভার কপি চেক করেন। যদি সেখানে বিবাহিত উল্লেখ থাকে তবে কাবিননামা লাগবে না।
      আর যদি NID এর সার্ভার কপি তে অবিবাহিত লেখা থাকে তবে কাবিননামা লাগবে যা কোন কাজী অফিস থেকে সংগ্রহ করে নিবেন।

      মুছুন
  17. মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং মায়ের এন‌আইডি হয় নাই কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন আছে। বাবার সবকিছু আছে এমতাবস্থায় বাচ্চার পাসপোর্ট কিভাবে করব? বাচ্চার বয়স ৩ বছর।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাচ্চাদের পাসপোর্ট করার জন্য পিতা এবং মাতার NID নাম্বার লাগে। তাই উচিৎ হবে মায়ের NID টা করে নেওয়া।
      অথবা অফিসে যোগাযোগ করে সমস্যা টা বলুন। ওরা সমাধান দেব আশা করি।

      মুছুন
  18. আমার বাবার nid কার্ডে নাম আছে মোঃ আব্দুল গনি.
    এবং আমার সার্টিফিকেট এবং আমার nid কার্ডে আছে মোঃ আব্দুর গনি,
    এখন আমি কি পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে নাকি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন এ সমস্যা হবে। আব্দুল এবং আব্দুর আলাদা ব্যাক্তি হিসাবে ধরবে।

      মুছুন
  19. ১ঃ Nid কার্ড হয়ে গেলে কি নাগরিক সনদ পএ লাগবে.
    ২ঃ স্কুল এর প্রতায়ন পএ না থাকলে কি স্কুল এর সার্টিফিকেট দিয়ে হবে.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/ নাগরিক সনদ বাধ্যতামূলক
      ২/ পেশা ছাত্র দিলে সার্টিফিকেট দিলেই হয় তবে কিছু পাসপোর্ট অফিস শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন আনতে বলে।

      মুছুন
  20. আমি আজ থেকে ছয়-সাত বছর আগে একটি পাসপোর্ট করেছিলাম, সে পাসপোর্টটি হারিয়ে গেছে কোন ডকুমেন্ট আমার কাছে নেই এবং তখন এটি বয়স অনেক বেশি দিয়ে করা হয়েছিল। এখন আমি একটি নতুন পাসপোর্ট করতে চাচ্ছি যেটি আমার এনআইডি, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, সবকিছু একই আছে। এখন কি আমি ফিংগার দিতে গেলে কোন সমস্যা হবে, নাকি আগের ফিঙ্গার চলে আসবে। দয়া করে আমাকে একটি সমাধানের রাস্তা বলে দিন যে আমি সহজে আমার নতুন পাসপোর্ট করতে পারি। অগ্রিম ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঐ পাসপোর্টের এর তথ্য গোপন করে নতুন ই পাসপোর্ট এর আবেদন করবেন না, চরম ভুল হবে। ফিংগার ম্যাচিং এ ধরা পরে যাবেন।

      ১/ হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তথ্য অফিস থেকে বের করেন আগে।
      ২/ GD করেন
      ৩/ ঐ পাসপোর্টের এর তথ্যের সাথে যা যা অমিল আছে তা উল্লেখ করে কোট থেকে এফিডেফিট করেন।
      ৪/ এর পরে আবেদন করবেন পাসপোর্ট এর।

      মুছুন
  21. পার্সপোট করতে ভূমিহীন সনদ কি বাধ্যতা মূলক??? এটা না থাকলে করনীয় কি? পুলিশ ভেরিফিকেশনে ভূমিহিন সনদ নিয়ে আমরা সমস্যায় পড়েছি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যাদের নিজেস্ব বাড়ি নেই এবং ভাড়া থাকে বা সরকারি যায়গায় থাকে তাদের জন্য ভূমিহীন সনদ বাধ্যতামূলক। এটা স্থানীয় ইউনিয়ন থেকে বা পৌরসভার থেকে নিতে হয়।

      মুছুন
  22. আমার মেয়ের ৪বছর বয়স আমি অর পাসপোর্ট বানাবো কিন্তু অর বাবার nid নাই পাসপোর্ট আছে কিন্তু তার পাসপোর্ট এ md jahangir deya আর মেয়ের জন্ম নিবন্ধন এ seikh md jahangir dichi এখন কোন সমস্যা হবে কি বাবার নাম নিয়ে পাসপোর্ট বানাতে।।।।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাচ্চাদের পাসপোর্ট বানাতে বাবা মা এর NID বাধ্যতামূলক। আগে আপনার স্বামীর NID Card তৈরী করুন। তার পরে আপনার এবং আপনার স্বামীর nid অনুসারে বাচ্চার জন্ম সনদ তৈরি করুন। সর্বশেষ পাসপোর্ট এর আবেদন করেন।

      মুছুন
  23. স্থায়ী ঠিকানার জন্য বাড়ি না থাকলে কি শুধু ভুমিহীন সনদ থাকলেই হবে নাকি সাথে আর ও কিছু লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভূমিহীন সনদ এবং যে ভাড়া বাড়িতে থাকেন তার চুক্তপত্র

      মুছুন
  24. ভাই আমার বয়স ২৩কিন্তু আইডি কার্ড নাই কিন্তূ জন্মনিবন্ধন আছে এখন পাসপোর্ট করা দরকার ইমারজিন্সি এখন আইডি কার্ড ছাড়া কিভাবে পাসপোর্ট করবো আমাকে একটু বলেন প্লিজ ভাই একটা বুদ্ধি দেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জন্মসনদে'র বয়স ১৮ এর নিচে আনতে পারলে জন্মসনদ দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন।
      ২০ এর পরে NID বাধ্যতামূলক।
      অনেক পাসপোর্ট অফিসে ২০ বছরের নিচে বয়স হলে জন্ম সনদ দিয়ে পাসপোর্ট আবেদন করা যায়।

      মুছুন
  25. আমার আইডি কার্ড নেই কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন আছে সেটা দিয়া কি পাসপোর্ট করা সম্ভব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বয়স ১৮ এর কম হলে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে।

      মুছুন
  26. স‍্যার, আমার MRP পাসপোর্টে ভিসা লাগানো এবং অগ্রিম টিকেট করা অবস্থায় হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে, নিকটবর্তী থানায় জিডি করে নতুন পাসপোর্ট করতে দেই। এর কিছুদিন পর ঐ হারানো পাসপোর্টটিও পেয়ে যাই। এখন আমি ঐ ভিসা এবং টিকেট দিয়ে কোন প্রসেসিং এর মাধ্যমে যেতে পারবো ? দয়াকরে একটু পরামর্শ চাই ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট হারিয়ে গেলে এবং হারিয়ে যাওয়া তথ্য অর্থাৎ GD করে পাসপোর্ট করলে পূর্বের পাসপোর্ট নাম্বার টির লস্ট সার্কুলার হয় ফলে হারানো পাসপোর্ট আর ব্যবহার করা যায় না।
      আপনার পাসপোর্ট টি হারানো পাসপোর্ট এর তালিকায় আছে কি না সেটা পাসপোর্ট অফিসে গিয়ে দেখুন।

      যদি হারানো পাসপোর্ট এর তালিকায় আপনার পাসপোর্ট এর নাম্বার না আসে তবে পূর্বের পাসপোর্ট ব্যাবহার করতে পারবেন।

      মুছুন
  27. Amar boyos 23..somoy kore nid korte parini..
    Akon ami ki birth certificate diye passport korte parbo??

    উত্তরমুছুন
  28. আমার কাবিন নামায় আমার স্বামীর বয়স ভুল হয়েছে এখন তার পাসপোর্ট এর সাথে কাবিনের বয়স মিলছে না এমন অবস্থায় আমার পাসপোর্ট বানাতে কি করণীয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নতুন করে আরো একটি কাবিন নামা তৈরি করেন, কাজী কে দিয়ে। যাতে পাসপোর্ট করতে সমস্যা না হয়।

      মুছুন
  29. আমার ডিজিটাল আইডি কার্ড আছে। এবং আমার দশবারো বছর আগের পাসপোর্ট আছে, তবে সেটা হাতে লেখা। এখনকি আগের পাসপোর্ট রেনু হবে নাকি নতুন পাসপোর্ট করতে হবে? আর নতুন পাসপোর্ট করতে মোট কতো টাকা খরচ হয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগের পাসপোর্ট হাতে লেখা হলে তার ভ্যালু নেই। এখন নতুন ভাবে পাসপোর্ট এর আবেদন করতে হবে।
      ২১ দিনে ডেলিভারি নিলে পাসপোর্ট ফি ৫৭৫০
      ৭ দিনে নিলে ৮০৫০ টাকা

      মুছুন
  30. ১) আমার nid card এ আমার বাবার নামঃ আব্দুল কুদ্দুস শেখ

    ২) আমার certificate এ আমার বাবার নামঃ আব্দুল কুদ্দুস

    ৩) আমার বাবার nid card এ নামঃ মোঃআঃ কুদ্দুস

    ৪) এখন আমি কি করব পাসপোর্ট করতে, কোনটা ঠিক করব আমার।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID এবং সার্টিফিকেট এ যেমন আছে সেই ভাবেই পাসপোর্ট আবেদন করবেন।

      মুছুন
  31. পাসপোর্ট করতে বাবার নাম কি সাটিফিকেট এর সাথে মিল থাকতে হবে নাকি বাবার nid এর সাথে মিল থাকতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি NID এবং সার্টিফিকেট একই থাকে তবে বাবার ID ফ্লো করার দরকার নেই।

      নিজের ID অনুসারে পাসপোর্ট আবেদন করবেন। পিতার NID তে তার নাম কি সেটা অনুসরণ করবেন না।

      মুছুন
  32. ভাই আমার ডিজিটাল জন্ম নিবন্ধন এবং nid card ঠিক আছে,কিন্তু বাবার নাম এবং মায়ের নাম ঠিক নাই।
    আমার nid তে বাবার নামের শেষ অংশ নাই, কিন্তু বাবার nid তে শেষ অংশ আছে, ঠিক একি মায়ের nid তে সমস্যা। পাসপোর্ট করবো সমাধান বলেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদন করবেন আপনার নিজের NID অনুসারে এবং আপনার NID এর তথ্যই মুখ্য। বাবা মায়ের NID তে কি আছে তা দেখার দরকার নেই। পাসপোর্ট অফিসও এটা দেখে না। শুধু মাত্র যাদের NID হয়নি এবং জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে চাই তাঁদের ক্ষেত্রে বাবা মায়ের NID 'র সাথে নিজের জন্মনিবন্ধন ১০০% মিল থাকতে হয়।

      আপনি চিন্তা করবেন না, নিজের NID অনুসারে আবেদন করেন।

      মুছুন
  33. আমি এই ২০২২ আমার NID করছি এটা দিয়ে কি পাসপোর্ট করা যাবে

    উত্তরমুছুন
  34. আমার বাবার নাম সঞ্জয় কুমার মল্লিক কীন্তু আমার এন আই ডি,জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, এ আছে সঞ্জয় মল্লিক, আমার নামের ইংরেজি বানানে Mallick কীন্তু সার্টিফিকেট এ আছে mallik এখন আমি e. পাসপোর্ট করতে গেলে কী ধরনের সমস্যা হতে পারে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সার্টিফিকেট এবং NID এর মধ্যে পার্থক্য থাকলে NID সংশোধন করেন।

      নিজের NID অনুযায়ী আবেদন করতে হয়। পিতার NID তে কি আছে তা অনুসরণ করার দরকার নেই।

      মুছুন
  35. আমার আইডি কার্ডের সাথে আমার বাবার নাম কোনো মিল নেই আবার আমার হাজব্যান্ডের পাসপোর্ট লাগবে নাকি আমার বাবার নামের জন্য কি ভিসা পেতে কোনো প্রব্লেম হবে প্লিজ জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার ID তে যে ভাবে আছে ঐ ভাবেই পাসপোর্ট এর আবেদন করবেন। স্বামী পাসপোর্ট লাগবে না আপনার পাসপোর্ট করতে। তার NID লাগবে। ভিসা পেতে সমস্যা হবে না।

      আপনার NID তে পিতার নাম রহিম আছে আর পিতার NID তে তার নাম করিম আছে এমন ধরনের তথ্য অমিল থাকলে পুলিশ ভেরিফিকেশন এ সমস্যা হবে।

      মুছুন
    2. বয়স যদি ১৮ এর উপরে হয় নে ক্ষেত্রে কি নিবন্ধন ইংরেজি লাগবে

      মুছুন
    3. সব সময়ই জন্মনিবন্ধন সনদ ইংরেজি তে লাগবে।

      মুছুন
  36. আমার NID card এ বাবার নাম ইউনুছ আলী( Younus Ali) আমার সার্টিফিকেট ও এমন ভাবে বানান কিন্তুু বাবার NID card এ নাম ইউনুচ আলী (Unus Ali) এতে পাসপোর্ট করতে কি সমস্যা হবে??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা নেই, পাসপোর্ট করার সময় নিজের NID এবং সার্টিফিকেট অনুসারে আবেদন করবেন।

      মুছুন
  37. Vaiya amr nid card ase and ami married but amr kabinnama akhono tulinai.ami kivabe passport korbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কাবিননামা টা তোলেন, এটাই ভাল হবে। পাসপোর্ট অফিস এবং পুলিশ ভেরিফিকেশন দুই যায়গা তেই কাবিননামা দরকার হবে।

      মুছুন
  38. আমার ঠিকানা আলাদা।আর আমার বাবা ও মা এর ঠিকানা আলাদা আমি কি পাসপোর্ট করতে পারবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, পারবেন। আপনার NID অনুসারে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুই জায়গাতেই পাসপোর্ট করতে পারবেন।

      মুছুন
  39. amar nid online kopy ache boyosh 23yrs deya pasport korte gele ar ki ki kagoj lagbe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID অনলাইন কপি প্রিন্ট করে কার্ড বানিয়ে নিবেন।
      আপনার ই পাসপোর্ট করতে লাগবে ( NID, নাগরিক সনদ, পেশা প্রমাণের সনদ, বিবাহিত হলে কাবিননামা )

      মুছুন
  40. আমার নিজের NID আছে। আমার NID এবং সার্টিফিকেট এ মায়ের নাম ঠিক আছে, কিন্তু মায়ের NID তে মায়ের নাম ভুল আছে। এখন মায়ের NIDছাড়া কি আমি পাসপোর্ট করতে পারবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, নিজের NID এবং সার্টিফিকেট অনুযায়ী আবেদন করেন।

      মুছুন
  41. ভাই, আমার id কার্ড আসছে, But 17+ (18-) হইছি, তো আমি পাসপোর্ট করতে পারবো ভাই,

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ পাসপোর্ট করতে পারবেন NID এবং জন্মসনদ যে কোন একটা দিয়ে। তবে আপনি ৫ বছরের পাসপোর্ট পাবেন।

      মুছুন
  42. আমি স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে চাই। সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 18 হয় নাই তাই এখনও nid বানানো হয় নাই, বাবার nid আছে কিন্তু তার নামের সাথে আমার সার্টিফিকেট এর কোনো মিল নেই 🙂🤲 আমার পাসপোর্ট বানাতে কি সমস্যা হবে খুব? বাবার nid এর নাম সংশোধন সম্ভব হচ্ছে না কোনো ভাবেই করণীয় কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১৬/১৭ বছর বয়সেও NID পাওয়া যায়। ১৮ এর নিচে বয়স হলে বাবা মায়ের NID অনুযায়ী আপনার NID অথবা BRC তে পিতা মাতার নামের বানান ১০০% মিল থাকতে হবে। ১৮ এর উপরে গেলে নিজের সার্টিফিকেট অনুযায়ী NID আবেদন করতে পারেন।
      এখন আপনার উচিৎ হবে পিতার NID সংশোধন অথবা বয়স ১৮ হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

      মুছুন
  43. ভাইয়া আসসালামুয়ালাইকুম কেমন আছেন.ভাইয়া ২০১৮ সালে জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে আমি পাসপোর্ট করেছি.বর্তমানে আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ.এখন কি .ই - পাসপোর্ট করতে জন্ম নিবন্ধন সনদ দিলে হবে.বর্তমানে আমার এন আইডি কার্ড সংশোধন করার জন্য কাজ চলছে এখনো আমি হাতের পাইনি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স 20 বছরের বেশি হয়ে যায়, তবে পাসপোর্ট করতে অবশ্যই এনআইডি কার্ড লাগবে।

      মুছুন
  44. ভাই আমার ID card গ্রামে করছি
    কিন্তু এখন আমি ঢাকা কেরানীগঞ্জ থাকি এখানে আমাদের বাড়ি আছে
    গ্রামে যাওয়া হয়না
    এখন আমি প্রেজেন্ট আর পারমানেন্ট ঠিকানা ঢাকা দিলে কি কোন প্রবলেম হবে।ধন্যবাদ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. NID কার্ডে স্থায়ী বা বর্তমান ঠিকানার যে কোন একটা ঢাকা কেরানিগঞ্জ হলে, ঢাকা কেরানিগঞ্জ ঠিকানা দেখিয়ে পাসপোর্ট করতে পারবেন।

      মুছুন
  45. ভাই আপনার কাছে একটা পরামর্শ চাই। দয়া করে আমাকে হেল্প করুন। ০১৬০৯৪৫৬৫৫৬...

    আমার বোনের একটা পাসপোর্ট করতে হবে। আপুর স্বমী প্রবাসে থাকেন। কিন্তু তার স্বামির এনআইডি কার্ড নাই, পাসপোর্ট এবং ভিসা কয়েকদিন আগে বৃস্টিতে হারিয়ে ফেলেন।তবে তার অর্জিনাল জন্মসনদ আছে। এখন আমার বোনের পাসপোর্টের স্বমীর এনআইডি কার্ডের জায়গায় জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারব কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনলাইনে আবেদন এর সময় স্বামীর NID নাম্বার না দিলে কোন সমস্যা নেই। জন্মসনদ নাম্বারও দেওয়া লাগবে না।
      আবেদন এর সাথে কাবিননামা টা ফটোকপি করে জমা দিলেই হবে।

      মুছুন
  46. আমি পাসপোর্ট করতে চাই কিন্তু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন,
    স্থায়ী ঠিকানা থেকে অনেক বছর আগেই বর্তমান ঠিকানায় এসেছি আর সেখানে ভাড়া থাকি,এবং আমার NID কার্ডে বর্তমান ঠিকানা অনুসারে, স্থায়ী ঠিকানায় কেউ থাকে না,
    তাহলে আমি আবেদনের সময় Parmanent Address কোনটা ব্যবহার করবো?
    আমার এন আইডি কার্ডে জন্মস্থান আমার আগের ঠিকানা দেওয়া আছে কিন্তু সেখানে কেউ থাকি না,
    তাহলে কি আমাকে ভূমিহীন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে?? একটু হেল্প করেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেখানে আপনার জন্ম সেখানে স্থায়ী ঠিকানা এবং এখন যেখানে আছেন সেটা কে বর্তমান ঠিকানা ব্যাবহার করে আবেদন করেন।
      বর্তমান ঠিকানা তে যদি নিজেদের বাড়ি থাকতো অথবা জমি কেনা থাকতো তাহলে এই ঠিকানায় বর্তমান এবং স্থায়ী ঠিকানা হিসাবে ব্যাবহার করতে পারতেন।

      মুছুন
  47. আমার সকল কাগজ পত্রে স্থায়ী ঠিকানা আমার বাবার বাড়ির দেওয়া এখন আমি কি ওটাই পাসপোর্টে দিব নাকি আমার স্বামীর বাড়ির ঠিকানা দিব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি স্থায়ী ঠিকানা নিজের বাড়ি দিতে পারেন এবং বর্তমান ঠিকানা স্বামীর বাড়ি।

      মেয়েরা চাইলে স্থায়ী এবং বর্তমান ঠিকানা স্বামীর বাড়ি দিতে পারে, এতে পুলিশ ভেরিফিকেশনে কোন সমস্যা হয় না।

      মুছুন
  48. Vai amer birth date 07.02.2005...kintu amer kabin namai vul ache...kabin e amer birth date 07.02.2003 diye rakhche....akhon amer passport korte ki kono problem hobe?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক পাসপোর্ট অফিস কাবিননামা তে থাকা জন্ম তারিখ যাচাই বাছাই করে আবার অনেক অফিস এটা তেমন গুরুত্ব দেয় না।
      যদি সম্ভব হয় নতুন একটি কপি আনুন কাবিননামার যেখানে NID অনুযায়ী জন্মতারিখ থাকবে।

      মুছুন
  49. জরুরী আমার একটা পাসপোর্ট করা প্রয়োজন। কিন্তু আমি একটা সমস্যায় আছি। যদিও আমি বিবাহিত কিন্তু আমার স্বামীর সাথে আমার কোন সম্পর্ক নেই। সে দেশের বাহিরে থাকে। ডিভোর্স হয়নি। শেষ পর্যন্ত সম্পর্কটি টিকবে না। এমন অবস্থায় আমি পাসপোর্ট করার ক্ষেত্রে বৈবাহিক অবস্থা কি দিবো???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID এর ডাটাবেইজ চেক করেন, যদি সেখানে স্বামীর নাম না থাকে তবে অবিহিত হিসাবে পাসপোর্ট করতে পারবেন।

      যদি স্বামীর নাম থাকে তবে অবিহিত দিয়ে আবেদন করা যাবে না, তবে এক্ষেত্রে ডিভোর্স পেপার দিলে স্বামীর নাম বাদ দেওয়া যাবে।

      মুছুন
  50. স্ত্রীর এনআইডি কার্ডে স্বামীর নাম একরকম আর স্বামীর এনআইডি কার্ডে স্বামীর নাম আরেক রকম এক্ষেত্রে পাসপোর্টে কোনটা ব্যবহার করা উচিত হবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যার পাসপোর্ট এর আবেদন করবেন তার NID 'র ডাটাবেইজ চেক করবেন প্রথমে। ঐ ডাটাবেইজ এ স্বামী অথবা স্ত্রীর নাম যে ভাবে থাকবে পাসপোর্ট আবেদন এর সময় হুবহু সেটাই দিবেন।

      যদি স্ত্রীর অথবা স্বামীর নাম NID এর ডাটাবেইজ এ না থাকে তবে তাদের NID তে যে ভাবে আছে সেটাই ব্যবহার করবেন। সাথে প্রমান হিসাবে কাবিননামা ফটোকপি জমা দিবেন।

      মুছুন
    2. যার পাসপোর্ট এর আবেদন করবেন তার NID 'র ডাটাবেইজ চেক করবেন প্রথমে। ঐ ডাটাবেইজ এ স্বামী অথবা স্ত্রীর নাম যে ভাবে থাকবে পাসপোর্ট আবেদন এর সময় হুবহু সেটাই দিবেন।

      যদি স্ত্রীর অথবা স্বামীর নাম NID এর ডাটাবেইজ এ না থাকে তবে তাদের NID তে যে ভাবে আছে সেটাই ব্যবহার করবেন। সাথে প্রমান হিসাবে কাবিননামা ফটোকপি জমা দিবেন।

      মুছুন
  51. আমার আগে দুইটি পাসপোর্ট আছে। একটা হাতের লিখা, অন্যটা MRP.। উভয় পাসপোর্টে আমার মায়ের নাম রোকেয়া বেগম চৌধুরী লিখা। কিন্তু মায়ের NID Card এ উনার নাম লিখা রোকেয়া খানম। সেটাও ভুল। সংগত কারনে আমার মায়ের NID Card এর নাম সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। সংশোধিত নাম হবে রোকেয়া খানম চৌধুরী। এখনো সংশোধিত NID card আসে নাই। এমতাবস্থায় আমি নতুন পাসপোর্ট করাতে চাচ্ছি। আমাকে কি কি ডকুমেন্টস দিতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার NID কার্ডে এ মায়ের নাম যেমন আছে ঠিক তেমনি লিখবেন। ২০ বছরের বেশী বয়স হয়ে গেলে পিতা মাতার NID পাসপোর্ট অফিসে কোন কাজে লাগে না। তাই মায়ের NID সংশোধন হোক বা না হোক আপনার পাসপোর্ট করতে সেটা লাগবে না।

      আপনার পাসপোর্ট করতে লাগবে NID, MRP Passport, নাগরিক সনদ, পেশা প্রমাণের সনদ , অনলাইন পাসপোর্ট আবেদন কপি, পেমেন্ট স্লিপ

      মুছুন
  52. আসসালামু আলাইকুম!
    আমি পাসপোর্ট করতে চাই। কিন্তু একটা সমস্যা হলো আমার nid কারডে পোস্ট অফিস এর জায়গায় থানা লেখা আছে। মানে পোস্ট অফিস হচ্ছে বিষ্ণপুর কিন্তু এখানে ভুল লিখেছে। গ্রাম , থানা, জেলা সব ঠিক আছে। থানা 2 বার লিখেছে আর কি।মানে পোস্ট অফিস এর জায়গায় থানা লেখা। এটা তে কোন সমস্যা হবে না তঃ??।
    প্লিজ একটু বিস্তারিত জানান।.......

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা হবে না, অনলাইনে আবেদন করার সময় আপনার পোষ্ট অফিস যা হবে সঠিক ভাবে তাই দিবেন।

      মুছুন
  53. স্যার আমার বাবার ভোটার আইডি কার্ড এ তার নাম ভূল আছে
    কিন্তু আমার নিজের ভোটর আইডি কার্ড আছে
    এখন কি আমি পাসপোর্ট বা ভিসা এই গুলা করতে পারবো

    দ্বিতীয় তো
    আমার ভোটার আইডি কার্ড এর আমার নাম দেওয়া ইমন হোসেন
    কিন্তু আমরা শিকদার বংশ
    তো সমস্যা হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আবেদন এর সময় নিজের ভোটার ID কার্ডে যে ভাবে নিজের এবং বাবা মায়ের নাম দেওয়া ঠিক সেই ভাবেই আবেদন পূরণ করতে হবে।
      তাহলে কোন সমস্যা হবে না।

      মুছুন
  54. আমি নতুন বিয়ে করেছি,আমার নিজের বাড়ি বরিশাল, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট এ প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস বরিশাল এর ই দেয়া।
    কিন্তু আমি চাচ্ছি আমার হাজবেন্ড এর প্রেজেন্ট এড্রেস অনুযায়ী পাসপোর্ট করবো এরজন্য আমার কী কী এডিশনাল ডকুমেন্টস লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্বামীর ঠিকানা অনুযায়ী আবেদন করেন তাতেই হবে।

      মেয়েরা নিজের ঠিকানা এবং স্বামীর ঠিকানা অনুযায়ী পাসপোর্ট করতে পারে।

      মুছুন
    2. স্বামীর ঠিকানা অনুযায়ী আবেদন করলে কাবিননামা এবং স্বামীর NID ফটোকপি দিলেই হবে।

      মুছুন
  55. ভাই মা বাবা নাই তাহলে পাসপোর্ট কিভাবে করতে হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স ২০+ হয় এবং নিজের NID থাকে তবে পিতা মাতার NID লাগবে না। আপনার NID তে যে ভাবে তাদের নাম আছে সেই ভাবেই পাসপোর্ট আবেদন করলেই হবে।

      যদি বয়স ২০ এর নিচে থাকে এবং জন্মসনদ দিয়ে পাসপোর্ট আবেদন করতে হয় তবে অবশ্যই পিতা মাতার NID নাম্বার দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক।

      মুছুন
  56. আসসালামু আলাইকুম, আমার নাম শুধু সাসিয়া আমার বয়স ২০। আমার NID card ও সার্টিফিকেট সব জায়গায় নাম শুধু সাদিয়া দেয়া, এখন কি আমার পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে? ভার্সিটির টিচাররা সবাই বলে পাসপোর্ট করতে surname লাগবে? এখন আমার করনীয় কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট করতে কোন সমস্যা হবে না। এমন অনেক লোক আছে যাদের নাম এমন একটা অংশ দিয়ে।

      পাসপোর্ট আবেদন করার সময় আপনার নাম টি Surname এ দিবেন। Given Name খালি থাকবে।

      মুছুন
  57. আমি আমার বাবা মা এর জন্য পাসপোর্ট করতে চাই , কিন্তু আমার দাদা দাদি ও নানা নানীর NID কার্ড নেই, এমন অবস্থায় কি করণীয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার দাদা দাদীর NID লাগবে না। আপনার পিতার NID তে যে ভাবে আছে সেই ভাবেই পিতা মাতার নাম দেন আবেদন এর সময়

      মুছুন
  58. উত্তরগুলি
    1. প্রথমে আপনাকে ই পাসপোর্ট ওয়েবসাইট নতুন Gmail খুলে রেজিষ্ট্রেশন করতে হবে।
      রেজিষ্ট্রেশন শেষ email এর মধ্যে যাওয়া একটিভেট লিংক এ ক্লিক করে নতুন একাউন্টে লগইন করতে হয়।

      মুছুন
  59. আমার এনআইডি ও সার্টিফিকেটে নাম ঠিক আছে। কিন্তু আমার আইডি কার্ডের সঙ্গে আমার মায়ের নাম মিল নাই। যেমন আমার আইডি কার্ড ও সার্টিফিকেটে মায়ের নাম আছে মোছাঃ শাহিদা বেগম কিন্তু মায়ের আইডি কার্ডে নাম আছে শারমিন আক্তার। এক্ষেত্রে কি করনীয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এমন অবস্থায় মায়ের ID কার্ড অনুসরণ করা দরকার নেই। আপনার NID এবং সার্টিফিকেট অনুযায়ী পাসপোর্টের আবেদন করেন।

      মুছুন
  60. ভাইয়া,
    গত জানুয়ারির ৩০ তারিখে আমার আম্মার পাসপোর্ট আবেদন করেছি। ওনার পুরনো আইডি হওয়ায় স্বামীর নাম উল্লেখ ছিল এন আইডিতে। আমি ই পাসপোর্ট আবেদনে পিতার নাম যুক্ত করিনি। আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঐ ভাবেই ফাইলটি সাবমিট করেছি। তারা দেখে প্রথমে ঝামেলা করেছিল। পরবর্তীতে দ্বিতীয় দিন সেটি গ্রহণ করেছে। ফিঙ্গারপ্রিন্ট এবং ছবির কাজ কমপ্লিট।
    এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে কোন সমস্যা হবে কি না ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট হাতে পেয়ে গেলে কোন সমস্যা হবে না। তবে স্ট্যাটাস চেক করে দেখবেন Send for rework স্ট্যাটাস দিলে অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  61. ভাইয়া
    আমি পাসপোর্ট এর জন্য ছবি তুলে আসছি আর ফিঙ্গার ও দিছি।এখন পুলিশ ভেরিফিকেশন করার জন্য আমাকে জাতীয়তা সনদ পত্র নিতে বলেছে। আমি ফরম জমা দেয়ার সময় আমার নাম দিয়ে স্বামীর নাম এ জাতীয়তা সনদ দিয়েছিলাম।এখন আমি কি আমার বাবার নাম দিয়ে নিয়ে যাব নাকি স্বামীর নাম দিয়ে নিয়ে যাব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্বামীর নাম দিয়েই দেন। যেহেতু আপনি বিবাহিতা

      মুছুন
  62. Vaiya plz help krun,,,,amr nid card amr sokol school colleg certificate a amr babar nam manik miy
    a deoa ace but babar nid card a manik hossain deoa ace,,, akhon ami passport ar abedon krle ki passport asbe plz reply diyen

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট আবেদন করেন।

      মুছুন
  63. নতুন পাসপোর্ট করতে কী পুলিশ কিলিয়ারেন্স লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন লাগে।
      পুলি ক্লিয়ারেন্স লাগে বিদেশে যেতে হএ

      মুছুন
  64. আমি পাসপোর্ট আবেদন করার সময় পেশা student দিয়েছি। তবে এনরোলমেন্টের সময় সার্টিফিকেট কপি দিই নাই, কোন সমস্যা হবে কী ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা হবে না। এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে?

      মুছুন
  65. আমার enrollment processing your local passport office দেখাচ্ছে ছবি তুলছি ৮দিন আগে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আগামী সপ্তাহের প্রথমেও এমন স্ট্যাটাস দেখায় তবে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  66. আমি অনলাইন আবেদন করেছি
    কিন্তু আইডি নং পাচ্ছি না
    এখন পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারছি না।
    এখন কি করতে পারি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে Email and pass দিয়ে ই পাসপোর্ট ওয়েবসাইট আবেদন করেছিলেন সেটা লগইন করলেও পাসপোর্ট স্ট্যাটাস দেখা যাবে।
      অথবা ডেলিভারি স্লিপ নাম্বার দিয়েও চেক করা যাবে।
      বিভিন্ন ভাবে চেক করা যায়, আমাদের ওয়েবসাইট এ বিস্তারিত দেওয়া আছে।

      মুছুন
  67. Aamr nid te abbu ammur name md mst ace but certificate e nai ei khetre ki passport banate parbo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি আপনার NID এবং সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট আবেদন করবেন। কোন সমস্যা হবে না।

      মুছুন
  68. প্রাই বিশ বছর আগে ডাক নাম ব‍্যবহার করে পাসপোর্ট করেছিলাম। এতোদিন বিদেশ ছিলাম। এনআইডি তে আসল নাম আছে, যা সম্পূর্ণ ভিন্ন । শিক্ষা সার্টিফিকেট নেই। তবে অন‍্য সকল ত‍থ‍্য পাসপোর্ট ও এনআইডিতে একই আছে। শুধু নিজের নামটি সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। পাসপোর্ট সংশোধন করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী যাবে। এই ধরনের সমস্যা অনেকেই আছে। এটা সমাধান করা যাবে,

      মুছুন
  69. ভাই আমার মায়ের NID তে জন্ম সাল ভুল আছে চিকিৎসার জন্য passport করতে হবে NID কার্ড সংশাধনের জন্য আবেদন করছি কিন্তু হচ্ছে না আমার জন্ম নিবন্ধন ম্যারেজ সার্টিফিকেট আছে এ ক্ষেএে NID ছারা কি কোন ভাবে সম্ভব পাসপোর্ট করা খুব আর্জেন্ট ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বয়স ১৮ এর নিচে হলে জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়।

      পাসপোর্ট যদি আপনার করা লাগে তাহলে মায়ের NID তে কি ভুল আছে তা গুরুত্বপূর্ণ না।

      মুছুন
  70. স্যার আমি পাসপোর্ট হারিয়ে ফেলেছি। আমার কাছে সুধু ডেলিভারি স্লিপ আছে। আমার পাসপোর্ট নাম্বার টা প্রয়োজন।
    REG 4011000206492
    OID1009849183
    Name:MD ROYHANUR RAHAMAN

    উত্তরমুছুন
  71. ভাই আমার বাবা মা র বিয়ে হুজর দিয়ে হইছে ঐখন বাবা চলে গেছে গিয়ে বিয়ে করেছে একটা এখন তার nid তে আমার মার নাম নাই আমি কি করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট কার জন্য করবেন? আপনার নিজের জন্য না মায়ের জন্য এটা জানলে আপনার প্রশ্নের উত্তর দিতে সুবিধা হতো।

      মুছুন
  72. আসসালামুয়ালাইকুম, আমি ও আমার 2 টা ছেলের পাসপোর্ট করতে চাই,কি কি লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাবা মায়ের NID, বাচ্চার BRC, নাগরিক সনদ, পেশা প্রমানের সনদ ( যদি বাচ্চার বয়স ৫ এর বেশি হয়), আবেদন ফরম, পেমেন্ট স্লিপ।

      মুছুন
  73. sent for rework পুলিশ ভেরিফিকেশন হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Sent for rework স্ট্যাটাস আসলে বুঝবেন আবেদনে কোন ভুল আছে অথবা পুলিশ রিপর্ট নেগেটিভ এসেছে। অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধান করেন। সমাধানের পরে আবার পুলিশ ভেরিফিকেশন হবে যদি নতুন আবেদন হয়।

      মুছুন
  74. প্লিজ ভাই একটু সাহায্য করবেন,,,
    আমি ই- পাসের এর আবেদন করার সময়ে আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই দেই কারণ আমাদের নিজেদের কোনো জায়গা জমি নেই একারণে,,,
    কিন্তু যখন পুলিশ ভেটিফিকেসন করে তখন আমাকে বলে স্থায়ী ঠিকানা ছাড়া ভেরিফিকেসন হবে না,, আমি বললাম স্যার আমাদের নিজেদের কোন যায়গা জমি নেই সে বলে আত্মীয় স্বজন যারা আছে তাদের ঠিকানা দিতে। তারপর আমি নতুন করে রিওয়ার্ক করি এবং জমা দেই। তখন আমি আমার চাচার বাড়ির ঠিকানা দেই। কিন্তু আবারও পুলিশ ভেরিফিকেসন এর সময় পুলিশ আমাকে বলে এবারও নাকি ভেরিফিকেসন হবে না। ভূমিহীন সাটিফিকেট দিয়ে করতে বলে এখন আমি ভূমিহীন সনদ কোথাও পাবো আর কি করবো একটু বলবেন প্লিজ ভাইয়া তাহলে অনেক সাহায্য হতো প্লিজ ভাইয়া বলেন এখন আমি কি করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি যে এলাকার ভোটার সেই এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিল অফিসে যোগাযোগ করে ভূমিহীন সনদ নিতে পারবেন।

      আমাদের ওয়েবসাইট এ ভূমিহীন সনদ সম্পর্কে একটা আর্টিকেল আছে, সেটা থেকে বিস্তারিত জানতে পারবেন।

      মুছুন
  75. স্যার,আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন? স্যার,আমার সাটিফিকেট আর NID কাডে আমার বাবার নাম সুরুজ মিয়া। কিন্তুু আমার বাবার NID কাডে বাবার নাম আঃখালেক। আমার বয়স ৩০+ আমি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করবো, কোনো সমস্যা হবে কিনা দয়া করে জানালে উপকৃত হব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদন করতে কোন সমস্যা হবে না কিন্তু পুলিশ ভেরিফিকেশন এ সমস্যা হতে পারে।

      মুছুন
  76. আসসালামু আলাইকুম
    আমার আগের পাসফোডে বর্তমান ঠিকানা ছিল
    সুরমা বেলি তুপখানা
    এখন দিতে ছাই
    সুরমা বলি-১২৩,তুপখানা,কাজিরবাজার রোড দিতে কোন সমস্যা হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট এর বর্তমান ঠিকানা চেঞ্জ হলে কোন সমস্যা হবে না।

      মুছুন
  77. আমার বাবার NID card নেই তাহলে কী আমি passport করতে পারব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি আপনার বয়স ১৮ এর নিচে হয় তবে পিতার NID ছাড়া পাসপোর্ট করতে পারবেন না। যদি পিতা বিদেশে থাকে এবং তার NID না হয় সে ক্ষেত্রে অফিসের AD র সাথে কথা বলুন।

      মুছুন
  78. আমার বাবার আইডি কই জানি না। আমি অনার্স করছি বয়স ২১ বিদেশে যেতে চাই মাস্টার্স এর জন্য স্পাউস ভিসায়।
    বাবার পরিচয়পত্র ছাড়া কি এক্ষেত্রে পাসপোর্ট করা সম্ভব নয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদন করতে এবং জমা দিতে আপনার পিতার NID লাগবে না শুধু তার সঠিক নাম দিলেও হবে। তবে পুলিশ ভেরিফিকেশন করতে পিতার NID কার্ড অবশ্যই লাগবে।

      মুছুন
    2. তবে পিতা মৃত হলে তার NID লাগবে না।

      মুছুন
  79. জ্বি পিতা মৃত মাতাও মৃত

    উত্তরমুছুন
  80. আমার জন্মনিবন্ধন আর সার্টিফিকেট এ নাম আফরোজা সুলতানা। কিন্তু NID কার্ড আর কাবিননামাতে নাম সাজেদা বেগম। এখন কি আমি পাসপোর্ট করতে পারবো। জন্মনিবন্ধন ছাড়া সুধু NID কার্ড দিয়ে কি পাসপোর্ট করা সম্ভব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী আপনি NID দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাবে।

      মুছুন
  81. পাসপোর্ট করতে নাকি বিদ্যুৎ বিলের কাগজ ও লাগে দয়া করে উত্তরটা দিন

    উত্তরমুছুন
  82. Amar Baba, Ma 2 jon ee mara gechen onk bochor age .tader kono NID card nei, but amar NID card ache. Akhon ami passport ki vabe korbo..please help me .

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তাদের NID কার্ড লাগবে না। আপনার NID তে পিতা মাতার নাম যে ভাবে আছে সেই ই পাসপোর্ট আবেদনে লিখবেন। কোন সমস্যা হবে না। ১৮ বছরের নিচে মানুষের ক্ষেত্রে পিতা মাতার NID বাধ্যতামূলক।

      মুছুন
  83. আমার বিয়ে হইছে এক বছর।আমার স্বামীর পরিবার আমেরিকায় থাকে অনেক বছর।আমার স্বামীর এনাইডি বা বাংলাদেশি পাসপোর্ট নাই শুধু কাবিননামায় ওনার জন্মস্থান ময়মন্সিংহ দেয়া কিন্তু কেউ ওখানে থাকে না আমি থাকি আমার বাবার বাডি ফেনিতে। আমার জন্য এপ্লাই করছে আমার পাসপোর্ট বানাতে বলতেছে।আমার পাসপোর্ট এর এপ্লিকেশনে কি ময়মনসিংহের কিছু লাগবে?(বিদ্যুৎ বিল বা চেয়ারম্যান certificate)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি পাসপোর্ট আবেদনে বিবাহিত উল্লেখ করেন এবং স্থায়ী এবং বর্তমান ঠিকানা নিজ বাড়ি উল্লেখ করেন তবে স্বামীর ঠিকানা লাগবে না। তবে পুলিশ ভেরিফিকেশন এ স্বামীর NID লাগবে।

      মুছুন
    2. যে ঠিকানা বর্তমান ঠিকানা হিসাবে দিবেন সেই ঠিকানার চেয়ারম্যান সনদ এবং বিদ্যুৎ বিলের কপি জমা দিবেন।

      মুছুন
  84. you said if you're above 20 years old you must need NID card . My age is like 20 years 7 months . But I didn't get my NID till yet and I need my passport urgently for abroad study. So I wanted to if I can make my passport with Digital Birth Certificate . Because I'm still 20 years old .

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২০ বছরের একদিন বেশী হলেও বাংলাদেশের মধ্যে থেকে NID বাদে পাসপোর্ট করা যাবে না।
      আপনার উচিৎ হবে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হয়ে আসা এবং অবশ্যই অফিসের প্রধান কে বুঝিয়ে বলবেন আপনার সমস্যার কথা যাতে সে অতিদ্রুত আপনার জাতীয় পরিচয়পত্রের বাবস্থা করে দিতে পারে।
      আমার কাছে মনে হয়েছে আপনার জন্য এটাই একমাত্র পথ পাসপোর্ট পেতে।

      মুছুন
  85. আমার online nid দিয়ে পাসপোর্ট হচ্ছে না এখন জন্ম সনদ দিয়ে করেছি।কিন্তু, আমার সার্টিফিকেটের বাবা মার যে নাম আছে তার সাথে আমার বাবা মার nid তে উনাদের যে নাম আছে তার সাথে স্পেলিংয়ে ভুল আছে । এখন কি করতে পারি?উল্লেখ্য, আমি আমার সার্টিফিকেট অনুযায়ী নাম দিয়েছি এবং বাবা মার nid এর সাথে নিজ nid এর অনলাইন কপি জমা দিয়েছি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সার্টিফিকেট অনুযায়ী নাম দেওয়া সঠিক আছে চিন্তা করার কিছু নেই।
      সম্ভব হলে আপনার সার্টিফিকেট অনুযায়ী পিতা মাতার NID তে থাকা নামের বানান সংশোধন করে নিবেন, পাসপোর্ট হাতে পাওয়ার পরে।

      মুছুন
  86. আমার বয়স ২০ প্লাস আমি কি আমার ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে পারবো কিন্তু সমস্যা হল আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার নাম ও মায়ের নাম তাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী মিল নেই এখানে পুলিশ ভেরিফিকেশনের সময় সমস্যা হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অল্প কিছু ভুল থাকলে পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হবে না। যদি পিতা মাতার নাম সম্পূর্ন চেঞ্জ হয় তবে পুলিশ ভেরিফিকেশন হবে না।

      মুছুন
  87. আমার পাসপোর্ট আবেদন ফরম এ পেশা দেওয়া আছে বেকার আমার কি কোন পেশা প্রমাণ এর
    কাগজ লাগবে

    উত্তরমুছুন
  88. আমার nid তে মার নাম বিলকিস আক্তার বিনু লিখা মার ভোটার আইডি কার্ড এ বিলকিস চৌধুরী লিখা। তাহলে কি করতে হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার নিজের NID অনুযায়ী আবেদন করতে পারেন, এ ভাবেই পাসপোর্ট পেতে পারেন তবে পুলিশ ভেরিফিকেশন এ সমস্যা হতে পারে।

      তবে সঠিক পদ্ধতি হল আপনার NID, আগে সংশোধন করেন মায়ের NID অনুযায়ী। তার পরে পাসপোর্ট করেন। তাহলে আর কোন সমস্যা হবে না।

      মুছুন
  89. আমি একটি পাসপোর্ট করতে চাচ্ছি কিন্তু সমস্যা হল আমার এনআইডিতে বাবার নাম দেওয়া আছে মোহাম্মদ বাবলুর রহমান কিন্তু বাবার এনআইডিতে নাম দেওয়া আছে মোহাম্মদ বাবলু প্রামানিক এখন এটা কি কোন সমস্যা হবে এবং সমস্যা হলে করণীয়টা কি প্লিজ একটু হেল্প করেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১/ আপনি আপনার NID তে পিতার নাম যে ভাবে আছে সেই ভাবে পাসপোর্ট করতে পারেন। তবে পুলিশ ভেরিফিকেশনে পিতার NID লাগে যদি পুলিশ কে ম্যানেজ করতে পারেন তবে কোন সমস্যা নেই।

      ২/ তবে আগে NID সংশোধন করে নিলে পাসপোর্ট পেতে কোন সমস্যা নেই।

      মুছুন
  90. আমার এনআইডি সংশোধন করলেও সার্টিফিকেট ও সংশোধন করতে হবে কারণ আমার এনআইডি আর আমার সার্টিফিকেট এ বাবার নাম বাবলুর রহমানই দেওয়া আছে শুধু বাবার আইডিতেই বাবলু প্রামানিক আছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তাহলে আপনার NID এবং সার্টিফিকেটে যে ভাবে আছে সেই ভাবেই আবেদন করেন। এতে পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হবে না।

      মুছুন
  91. আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার নাম বুধারু বর্ম্নন দেওয়া আছে আর বাবার আইডি কার্ডে শ্রী বুধারু বর্মন দেওয়া আছে পাসপোর্ট করতে এবং ভিসা পেতে কোন অসুবিধা হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কোন সমস্যা হবে না। নিজের NID কার্ডে পিতার নাম যে ভাবে দেওয়া সেই ভাবেই ই পাসপোর্ট আবেদনে দিবেন।

      মুছুন
  92. আমার আইডি কার্ডে আমার শেষ অংশ চন্দ্র এবং আমার বাবার নামের শেষ অংশ বর্ম্নন পাসপোর্ট এবং ভিসা পেতে কোন সমস্যা হবে কি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সমস্যা হবে না।
      যদি আপনার সার্টিফিকেট না থাকে তবে পিতার নাম টা সংশোধন করে নিতে পারেন। এটাই ভাল হবে।

      মুছুন

  93. পাসপোর্ট আবেদন ফরমে কিছু ভুল আছে এখন কি করব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি অনলাইনে টাকা জমা না দিয়ে থাকেন তবে ভুল আবেদন টি ক্যান্সেল করে নতুন করে নির্ভুল আবেদন করেন।

      মুছুন
  94. আমি একজন সাধারণ দিনমজুর পেশা হিসেবে আমি কি দেব এবং এসব প্রমাণের কাগজ কি দেব

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পেশা হিসাবে "লেবার" দেন। আপনার কোন পেশা ডকুমেন্টস দেওয়া লাগবে না।

      মুছুন
  95. আমার বয়স ২৩ আমার সবকিছু আছে কিন্তু আমার বাবার এনআইডি কার্ড অনেক দূরে । সেটা আমার কাছে নাই তাহলে আমি কিভাবে পাসপোর্ট করতে পারি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদন করতে এবং অফিসে জমা দিয়ে ছবি তুলতে পিতার NID লাগবে না।
      তবে পুলিশ ভেরিফিকেশন এ লাগবে। সে ক্ষেত্রে তার NID কার্ডের ফটোকপি জমা দিলেই হবে।

      মুছুন
  96. আমার বাবা মায়ের এনআইডি কার্ড দুইটি আগের এবং পরে স্মার্ট কার্ড আমি কোন কার্ডের এনআইডি নাম্বার দেব

    উত্তরমুছুন

নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷*

নবীনতর পূর্বতন