MRP Passport check | MRP পাসপোর্ট চেক
বর্তমানে বাংলাদেশের কিছু জেলা এবং দেশের বাইরে এম্বাসি তে MRP Passport দেওয়া হচ্ছে, যা আগামীতে বন্ধ হয়ে যাবে। আজ MRP Passport check and Passport status meaning সম্পর্কে জানবো অর্থাৎ কোন স্ট্যাটাসের কি অর্থ।
|
চিত্রঃ MRP passport check পদ্ধতি |
০৮ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম পাসপোর্ট চালু হয় যা ছিলো হাতে লেখা এর পরে ০১ এপ্রিল ২০১০ এ চালু হয় MRP পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট। ২২ জানুয়ারি ২০২০ সালে ই পাসপোর্ট চালু হওয়ার পরে পাসপোর্ট রি ইস্যু করতে গেলে সাধারণত এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে না। আগামীতে হয়তো বন্ধ হয়ে যাবে MRP পাসপোর্ট। অনেক প্রবাসীর কাছে NID Card না থাকার কারনে বা অনেক এম্বাসি তে ই পাসপোর্ট চালু না করার কারনে কিছু mrp পাসপোর্ট ইস্যু হচ্ছে।
একনজরে mrp passport check এ যা থাকছে
mrp passport check করতে গিয়ে পাসপোর্ট এর কোন স্ট্যাটাসে কি অর্থ সেটা অনেকেই বুঝতে পারেন না। পাসপোর্ট আবেদনে কোন সমস্যা বা কোন ডকুমেন্ট এ সমস্যা হয়েছে কি না বা কবে পাসপোর্ট পাবেন সেটা জানার একমাত্র পথ হল mrp passport স্ট্যাটাস চেক।
MRP পাসপোর্ট চেক করার নিয়মঃ
এমআরপি পাসপোর্ট দুই ভাবে চেক করা যায়, ১ mrp passport check by sms এবং২ mrp passport check online
⇛ MRP passport check by SMS
SMS এর মাধ্যমে mrp passport check করতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন MRP ENROLLMENT ID SEND 6969 ( MRP এর পরে একটা স্পেস হবে)
যেমন MRP 150100000628586 এবং পাঠাবেন ৬৯৬৯ তে।
ফিরতি SMS এ জানিয়ে দেবে আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে।
|
চিত্রঃ MRP passport check by SMS |
বিঃদ্রঃ আপনার ডেলিভারি স্লিপের নিচেও SMS দেওয়া পদ্ধতি দেওয়া আছে।
⇛ MRP passport check online
1 - প্রথমে MRP Passport Check এর জন্য বাংলাদেশ সরকারের দেওয়া ওয়েবসাইট http://www.passport.gov.bd/onlinestatus.aspx এ ভিজিট করুন।
2- লিংক টি অপেন হলে APPLICATION STATUS লেখার নিচে Enrolment ID: এবং Date of Birth: নামে ২ টি ঘর পাবেন। যেখানে আপনার MRP পাসপোর্ট ডেলিভারি স্লিপের উপরে থাকা এনরোলমেন্ট আইডি হাতে লিখে দিবেন।
|
চিত্রঃ MRP Passport Check online from |
3- জন্ম তারিখ সিলেক্ট করার সময় তালিকা তে থাকা বছর সিলেক্ট করবেন তার পরে মাস এবং সর্ব শেষ দিন। অথবা আপনি যদি হাতে লিখে দিতে চান তবে 14/02/1992 এই ভাবে লিখবেন। দিন/মাস/বছর
তার নিচে ইংরেজি কিছু অক্ষর এবং সংখ্যা থাকবে যাকে বলা হয় ক্যাপচার। যে ভাবে লেখা আছে ঠিক সেই ভাবে নিচে থাকা ঘরে লিখুন এবং সব শেষে SEARCH নামে একটা বাটন থাকবে তাতে চাপ দিলেই আপনার MRP পাসপোর্ট এর স্ট্যাটাস দেখা যাবে।
একেক টি স্ট্যাটাসের একেক অর্থ প্রকাশ করে। নিচে দেওয়া MRP Passport Status এর অর্থ থেকে জেনে নিন আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে। ই পাসপোর্ট স্ট্যাটাস দেখতে এবং E Passport Status Meaning দেখতে এখানে ঘুরে আসতে পারেন।
MRP Passport status meaning / PassportStatus কি
mrp পাসপোর্ট চেক এর মাধ্যমে আপনি আপনার MRP পাসপোর্ট এর অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
Enrolment in process কি?
আপনার MRP Passport আবেদন টি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং তা প্রসেসিং চলছে।
Name Mismatch কি?
mrp পাসপোর্টের ফরমে লেখা নামের বানান এবং ব্যাংকে টাকা জমা দেওয়া রসিদের নামের বানানে অমিল আছে। দ্রুত টাকা জমা রসিদ, NID Card / BRC সহ পাসপোর্ট অফিসে যোগাযোগ করুণ।
Amount Mismatch কি ?
টাকার অঙ্কে অমিল, পেমেন্ট স্লিপ এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে হবে।
Reference number mismatch কি
MRP পাসপোর্ট ফি জমা দেওয়া স্লিপের রেফারেন্স নাম্বার ভুল হয়েছে। টাকা জমা রশিদ সহ অফিসে যোগাযোগ করুণ।
Pending for police approval / Pending for SB Verification কি?
আপনার MRP পাসপোর্ট আবেদনের কপি টি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। থানা থেকে ভেরিফাই কপি পাসপোর্ট অফিসে আসেনি। ( বর্তমান ঠিকান এবং স্থায়ী ঠিকান আলদা হলে ভেরিফিকেশনে বেশী সময় লাগে)
Pending for AD/DD Approval কি?
পাসপোর্ট এর আবেদন টি উপ-পরিচালক / সহকারী পরিচালকের অনুমোদনের অপেক্ষায় আছে।
Pending for AFIS investigation / Justification কি?
অটোমেটিক আঙ্গুলের ছাপ পরীক্ষায়, আপনার আবেদনের সাথে অন্য ছাপ মেলেনি বা অন্য কার সাথে মিলে গেছে। অথবা আপনার অন্য একটু MRP Passport আছে যা আপনি গোপন করেছেন।
Pending for DEMO Investigation / Justification কি?
আপনার দেওয়া তথ্যের সাথে অন্য কোন আবেদনা কারীর তথ্যের মিল পাওয়া গেছে। জন্ম সনদ / জাতীয় পরিচয়পত্রের সঠিকতা যাচাই ব্যার্থ হয়েছে।
Pending for CRI / Central Reissue Investigation / Justification কি?
রিইস্যু আবেদনের সময় যে তথ্য সংশোধনের আবেদন করেছেন তার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ এবং বাস্তবতা বিবেচনা করে কেন্দ্রীয় ভাবে যাচাই বাছাই চলছে।
Pending for Backend Verification কি?
পাসপোর্ট ঢাকায় প্রিন্টিং এ পাঠানো হবে তাই সকল তথ্য আবার মিলিয়ে দেখা হচ্ছে। এটা করতে ১/২ দিন লাগতে পারে। তবে Pending Backend Verification এ অনেক দিন আটকে থাকলে চিন্তার বিষয়।
Pending for Passport Personalization কি?
এটা পাসপোর্ট প্রিন্টারের কিছু যান্ত্রিক প্রসেস যেখানে লেজার, কালার, সিকিউরিটি, বই এর মজুদ ইত্যাদি বিষয় বিবেচনা করা হয় এবং সব কিছু ঠিক থাকলে এই প্রসেসে ৩/৫ দিন সময় লাগে।
In Printer Queue কি?
পাসপোর্ট টি প্রিন্টিং এর জন্য অপেক্ষায় আছে। প্রিন্টার এবং বই এর মজুত ঠিক থাকলে ২/৩ দিন লাগবে এই প্রসেসে।
Printing Succeeded কি ?
আপনার পাসপোর্ট টি সফল ভাবে প্রিন্ট হয়ে গেছে এবং এই মুহুর্তে কোয়ালিটি কন্ট্রোল এ আছে।
QC Succeed, Ready for Dispatch কি?
কোয়ালিটি কন্ট্রোল চলছে এবং যদি কোন ত্রুটি না থাকে তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানোর ব্যাবস্থা করা হবে।
Passport Shipped কি?
পাসপোর্ট টি ঢাকা থেকে প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে Shipped বা পাঠানো হয়েছে।
Passport ready / Pending for issuance কি?
আপনার পাসপোর্ট টি ঢাকা থেকে এসে পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং বিতরনের প্রস্তুতি চলছে। নির্দিষ্ট দিনে গিয়ে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
Passport issued কি?
পাসপোর্ট টি সঠিক ভাবে বিতরন হয়েছে।
Passportstatus সম্পর্কিত নিবন্ধন টি তে বাংলাদেশের MRP passport check সম্পর্কিত স্ট্যাটাসের অর্থ কি, mrp passport check by sms এবং mrp passport check online সম্পর্কে আলোচনা করা হয়েছে। mrp passport status সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আমরা আপনার পাসপোর্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেব।
💢 ePassport-bd.com 💢
আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ
Please check if Enrolment ID and Date of Birth is correct. Otherwise, please proceed to Branch for status of your application.
উত্তরমুছুনআপনার চেক টা সঠিক হচ্ছে না
মুছুনapona k donnobad. doya kore bolben ki 'pending for central reissue investigation'koto din thakbe abong eai dhap theke ogrosor howar upay ta ki. aponar molloban poramorshe upokrito hobo.
মুছুনসেন্ট্রাল ভেরিফিকেশন ৭ দি৷ থাকে তবে ভুল সংশোধন হলে একটু বেশি সময় নিয়ে থাকে।
মুছুনঅনেকে এজেন্ট ধরে ব্যাকেন্ড থেকে ছাড়িয়ে নেয়। এপথে ধোকায় পরার সম্ভাবনা থাকে।
আমারো একি সমস্যা সব ঠিক দিয়েছি আমার status দেখা যাচ্ছে নাহ, আমি পর্তুগালে বানাতে দিয়েছি
উত্তরমুছুনকত দিন আবেদন জমা দিয়েছেন?
মুছুন২৪দিন হয়েছে
মুছুনপাসপোর্ট এপ্লিকেশন স্টেটাসে পাসপোর্ট এর বিস্তারিত তথ্য কিভাবে দেখব?
উত্তরমুছুনপাসপোর্ট স্ট্যাটাসে পাসপোর্টের বিস্তারিত তথ্য দেখা যায় না। শুধু মাত্র পাসপোর্ট কি অবস্থায় আছে সেটা দেখা যায়।
মুছুনআমার পাসপোর্ট চেক করলে printing Succeed আসে আমি কত দিন পর পাসপোর্ট হাতে পাবো সৌদি থেকে বলছিলাম?
উত্তরমুছুনপাসপোর্ট যেহেতু প্রিন্ট হয়ে গেছে দেখাচ্ছে তাহলে আশাকরি আগামী ১০/১৫ দিনের মধ্যে পাসপোর্ট সৌদি পৌঁছে যাবে। সরকারি ছুটির কারনে দেরি হচ্ছে একটু।
মুছুনভাই ঈদ এর কতদিন পর পাসপোর্ট অফিস খোলবে।
উত্তরমুছুনপাসপোর্ট অফিস খুলেছে।
মুছুনআসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ছুটিতে দেশে যাওয়ার পরে, নতুন পাসপোর্ট করে। আবার প্রবাসে ফিরতে এয়ারপোর্টে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা? কারণ তখনতো আমার পাসপোর্ট নাম্বার পরিবর্তন হবে।বিস্তারিত জানানোর অনুরোধ রইলো।
উত্তরমুছুনপাসপোর্ট নাম্বার পরিবর্তন হলে কোন সমস্যা হয় না।
মুছুনতবে মনে রাখবেন যদি পাসপোর্টে ভিসা থাকে তাহলে ঐ পাসপোর্টের কোন তথ্য যেন সংশোধন না হয়। যেমনঃ ( নাম, ঠিকানা, পিতা মাতার নামের কিছু অংশ) MRP to e Passport করার সময় পাসপোর্ট সংশোধন হলে ভিসা তে সমস্যা হতে পারে।
দেশের বাহির থেকে কিভাবে ই-পাসপোর্ট করা যায়?
উত্তরমুছুনআপনি যে দেশে আছেন সেই দেশে অবস্থিত বাংলাদেশ এমবাসিতে যদি ই পাসপোর্ট চালু হয়ে থাকে তবে সেখান থেকে ই পাসপোর্ট করতে পারবেন। অনেক দেশের এমবাসিতে ই পাসপোর্ট চালু হয়নি। যে দেশে আছেন সেই দেশের এমবাসিতে যোগাযোগ করেন এবং জেনে নেন সেখানে ই পাসপোর্ট চালু হয়েছে কি না।
মুছুনপুলিশ ভেরিফাই হয়েছে এপ্রিলে কিন্তু Pending for Central Reissue Investigation এখনো অপরিবর্তীত এটা কতদিন থাকে এবং ইহার প্রতিকার কি দয়াকরে বলবেন ধন্য়বাদ
উত্তরমুছুনএই ধাপে ৭ দিন থেকে সাধারণত তবে পাসপোর্ট এ থাকা ভুল সংশোধন করা হলে ১ মাস পর্যন্ত ব্যাকেন্ড ভেরিফিকেশন এ থাকতে পারে।
মুছুনআবারও ধন্য়বাদ আপনাকে আমার বিষয় সংশোধন সহ রি ইস্য়ু কিন্তু উরোক্ত ষ্টেটাস ২মাসের অধিক অতিবাহিত হলো এবং আমার দাখিলকৃত সকল প্রমান সঠিক | অতএব বিলম্বের প্রতিকারে কি পদক্কেপ নিতে হবে বলবেন কি আমার আবেদনের তারিখ ছিলো ৭ ডিসেম্বর ২০২২ প্রায় ৭ মাস
উত্তরমুছুনআপনি যদি দেশের মধ্যে থাকেন এখন তবে লোকাল পাসপোর্ট অফিসে কথা বলেন, তারাই আপনাকে সাহায্য করবে। দেশের বাইরে থাকলে এম্বাসিতে কথা বলতে হবে।
মুছুনvai amar phone number bhul dawa hoice pik tula hoice slip o dice kintu phone ase na number bhul er karone
উত্তরমুছুনআপনি যে থানার বাসিন্দা ঐ থানায় গিয়ে যোগাযোগ করেন। অথবা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খোজ নেন। SP অফিসে
মুছুনদুতাবাসে যোগাযোগ করা হলো তারা একই কথা বল্লো যে সেন্ট্রাল রিইস্য়ু ইনভেস্টিগেশনে আছে আমাদের কিছুই করার নেই| বিলম্বের কারন কি হতে পারে বলবেন কি প্লিজ|
উত্তরমুছুনবাংলাদেশে অবস্থিত পাসপোর্টের সেন্ট্রাল সিস্টেমে ভেরিফিকেশন চলছে।
মুছুনPending for C R I এই ধাপে কতদিন থাকবে ভাই ৮ মাস হয়ে গেলো দুতাবাস থেকে ও ই-মেইল পাঠানো হলো ১০ দিন আর কত দিন লাগতে পারে বলবেন প্লিজ
মুছুনসরাসরি দূতাবাসের যোগাযোগ করেন। যেহেতু অনেক দিন হয়ে গেল।
মুছুন18/06/23 passport is ready,pending for issuance.এ লেখাটা আসছে আজকে প্রায় 26 দিন হয়েছে আমি আরো দুইদিন আগে এম্বাসিতে গেছি তারা বলতেছে এখনো পাসপোর্ট অফিসে আসে না, আমি একটা অনলাইনে চেক করছি একটা লিংক আছে যেটাতে সিরিয়াল নাম্বারটা দিলে নাম আসবে তাও আসতেছে ,, যেটা মালেশিয়ার এম্বাসি আইসা পৌঁছলে নাম প্রদর্শন করে ,, আমি আর কাজ করতে পারি না আমার ভিসার মেয়াদ গত মাসের ২৬ তারিখ শেষ হয়ে গেছে একমাত্র পাসপোর্ট এর কারনে.,,৩১/০১/২৩ আজকে প্রায় সাত মাস পাসপোর্ট করানোর জন্য দিয়েছিলাম
উত্তরমুছুনআপনি যা বলছেন তাতে পাসপোর্ট রেডি ডেলিভারির জন্য। দেশের মধ্যে এমনই দেখায়। কিন্ত আমি যতটা জানি তা হল মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পোস্ট লাজুর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আপনি আবার এম্বাসি তে যোগাযোগ করেন।
মুছুনআমার পাসপোর্ট স্ট্যাটাস এ দেখাচ্ছে যে QC সাকসেড, রেডি ফর ডিস্প্যাচ,
উত্তরমুছুনআমার ওয়াশিংটন ডিসি থেকে দিয়েছিলাম, তাহলে আমার আর কতদিন লাগবে হ্যাট এ এসে পৌঁছাতে? একটু জানাবেন?
আগামী ১০/১৫ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন আশাকরি। প্রিন্ট শেষ পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।
মুছুনPending SB Police Clearance দেখাচ্ছে ৩ দিন হল। এখনো কোনো ভেরিফিকেশনের জন্য ফোন পাইনি। কতদিন সময় লাগতে পারে? কতদিন পরে Hello SB এপ এ জানানো ঠিক হবে?
উত্তরমুছুন৬ দিনের মধ্যে পুলিশে ফোন দেয় সাধারণত। আপনি যদি ঢাকার মধ্যে থাকেন তবে Hello SB Apps থেকে হেল্প পেয়ে পারেন। ৬ দিনের মধ্যে ফোন না পেলে Apps এ জানান।
মুছুন