পাসপোর্ট আবেদনের পর মাথায় একটায় চিন্তা আসে, কবে পাসপোর্ট ডেলিভারি পাবো? এ জন্য e passport delivery time এবং পাসপোর্ট ডেলিভারি চেক করতে থাকি। ই পাসপোর্ট ডেলিভারি চেক, MRP পাসপোর্ট ডেলিভারি চেক, e passport delivery time, এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক কেন গুরুত্বপূর্ন তা সম্পর্কে আলোচনা যাতে নির্ভুল পাসপোর্ট পেতে পারেন।
পাসপোর্ট ডেলিভারি এবং ই পাসপোর্ট ডেলিভারি চেক |
⇛ ই পাসপোর্ট ডেলিভারি - e Passport delivery
সহজ কথায় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ কে ই পাসপোর্ট ডেলিভারি বলে. তবে আমি মনে করি সঠিক এবং নির্ভুল পাসপোর্ট ডেলিভারি পাওয়া কে পাসপোর্ট ডেলিভারি বলে। যদি আপনার পাসপোর্ট এ ভুল থেকে যায় তবে আপনার সময়, শ্রম, টাকা উভয়ই অপচয় হবে সাথে নতুন ভোগান্তি তৈরি হবে।
⇛ ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক - e Passport delivery slip check
পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আবেদনের শেষ ধাপ ছবি, ফিঙ্গার, আইরিশ নেওয়ার পরে সাদা কাগজে পাসপোর্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করে যে পেপার টি দেওয়া হয় সেটাই পাসপোর্ট ডেলিভারি স্লিপ। এবং এই ডেলিভারি স্লিপ টি NID Card এবং পূর্বের পাসপোর্ট এর সাথে মিলিয়ে দেখবেন। যদি কোন সংশোধন করে থাকেন সেটাই মিলিয়ে দেখবেন। সঠিক ভাবে পাসপোর্ট ডেলিভারি পেতে পাসপোর্ট ডেলিভারি চেক করা খুবই জরুরী।
অফিসে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ চেক করুন এবং যদি কোন ভুল দেখতে পান তবে সাথে সাথে ঐ অফিসার কে জানান যিনি আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়েছিলেন। ঐ অফিসার আপনার দেখানো ভুল ঐ সময় সংশোধন করে দিবেন।
অফিস থেকে চলে গেলে বা অন্য দিন এসে সংশোধনের কথা বললে সংশোধন করে দেবে না। এটার জন্য আবার আলাদা প্রসেস এ এগোতে হবে যা ঝামেলা পূর্ণ।
⇛ ই পাসপোর্ট ডেলিভারি চেক - e passport delivery check
পাসপোর্ট ডেলিভারি চেক করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্ট টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছে কি না। ই পাসপোর্ট ডেলিভারি চেক না করে পাসপোর্ট অফিসে গেলে ফিরে আসতে হতে পারে, কারণ পাসপোর্ট আবেদন থেকে পাসপোর্ট ডেলিভারি পাওয়া পর্যন্ত অনেক গুলো ধাঁপ পার করে আসে। তাই পাসপোর্ট ডেলিভারি চেক বা পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমেই অফিসে আপনার পাসপোর্ট টি এসেছে কি না তা নিশ্চিত হওয়া যায়। পাসপোর্ট স্ট্যাটাস চেক 👈 করতে এখানে প্রবেশ করুন এবং নিচের ছবিতে দেওয়া ধাপ অনুসরণ করে জেনে নিন পাসপোর্ট টি অফিসে এসেছে কি না এবং পাসপোর্ট ডেলিভারি’র জন্য প্রস্তুত কি না।
অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন।
ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে প্রথমে ভিজিট করবেন www.epassport.gov.bd/authorization/application-status সাইটে এবং তার পরে Application ID অথবা Online Registration ID নাম্বার দিবেন। তার পরে Date of Birth দিয়ে নিচে ভেরিফিকেশন এ টিক দিয়ে সার্স অপশনে ক্লিক দিলেই ই পাসপোর্ট স্ট্যাটাস।
e passport delivery check |
ই পাসপোর্ট চেক করে যদি লেখা থাকে Your passport ready for issuance তার মানে পাসপোর্ট ডেলিভারি’র জন্য প্রস্তুত আছে।
⇛ ই পাসপোর্ট ডেলিভারি - পাসপোর্ট সংগ্রহ পদ্ধতি
ই পাসপোর্ট ডেলিভারি এবং MRP পাসপোর্ট ডেলিভারি পদ্ধতি একই। পাসপোর্ট আবেদন শেষে পাসপোর্ট অফিস থেকে ছোট একটি স্লিপ দিয়েছিলো যাতে আপনার পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা ছিলো সেটাই পাসপোর্ট ডেলিভারি স্লিপ। ঐ ডেলিভারি স্লিপ নিয়েই আপনাকে আপনার পাসপোর্ট অফিসের পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে।
💥💥 পাসপোর্ট ডেলিভারি চেক সম্পর্কিত প্রশ্ন উত্তর 💥💥
⇛ পাসপোর্ট ডেলিভারির সময় কি কি সাথে নিতে হবে?
পাসপোর্ট ডেলিভারির সময় সাথে নিবেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং যদি আগে কোন পাসপোর্ট থাকে সেটা অবশই সাথে নিবেন।
⇛ পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করব?
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে অবশ্যই থানায় GD করতে হবে। ঐ জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে।
পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি ভাবে পাসপোর্ট পাবেন এবং কি ভাবে জিডি করতে হয় তার নমুনা পাবেন আমাদের ওয়েবসাইটে।
⇛ e passport delivery time - পাসপোর্ট ডেলিভারি টাইম
e passport delivery time হল অতিজরুরী ৩ কর্ম দিবস, জরুরী ৭ কর্ম দিবস এবং নিয়মিত বা সাধারণ ২১ কর্ম দিবস।
ই পাসপোর্ট delivery time বা অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের করতে পারবেন শুক্র এবং শনিবার বাদে এবং সরকারী ছুটির দিন বাদের যে কোন দিন পাসপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের সকল পাসপোর্ট অফিস সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে।
তবে দেশের কিছু কিছু পাসপোর্ট অফিস Passport delivery time আলাদা ভাবে উল্লেখ করে তাদের অফিসের নোটিশ বোর্ডে, অফিসে যাওয়ার আগে তাদের ফোন দিয়ে পাসপোর্ট ডেলিভারি সময় জেনে নিতে পারেন। বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসের ফোন নাম্বার আমাদের ওয়েসাইটে দেওয়া আছে।
⇛ পাসপোর্ট ডেলিভারি ডেট - passport delivery time
কোন ধরনের পাসপোর্ট আবেদন করেছেন তার উপর নির্ভর করে পাসপোর্ট ডেলিভারি ডেট।
সাধারণ আবেদন করলে আবেদন জমা নেওয়ার দিন থেকে ২১ দিন পরে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়
জরুরী আবেদন করলে পাসপোর্ট আবেদনের দিন থেকে ৭ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়
অতীজরুরী আবেদন করলে ৩ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাওয়া যায়।
তাছাড়া পাসপোর্ট ডেলিভারি স্লিপ এর উপরে বাম পাশে e passport delivery time দেওয়া থাকে।
পাসপোর্ট ডেলিভারি চেক, ই পাসপোর্ট ডেলিভারি চেক এবং e passport delivery time সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো যদি কোন তথ্য বুঝতে অসুবিধা হয় তবে নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার পাসপোর্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দেব।
💢 আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ 💢
ePassport-bd.com
আমি কি আমার স্ত্রী ও সন্তানদের পাসপোর্ট ডেলিভারী নিতে পারবো? নাকি এর জন্য আবার কোন অথোরাইজেশন লাগবে। তাছাড়া সন্তানরাতো নাবালোক তারাতো আর অথোরাইজেশন দিতে পারবে না।
উত্তরমুছুনসন্তানদের অথোরাইজেশন লাগবে না। স্ত্রীর টা নিলেই হবে।
মুছুনপাসপোর্ট আনার সময় বাচ্চাদের জন্মসনদ, ডেলিভারি স্লিপ, আপনার NID, স্ত্রীর NiD নিয়ে যাবেন।
আমার বই অনেক দিন হয় খালি লেখা আসে জাওয়ার পথে তার কারন কি বলতে পারেন
মুছুনSir ami passboard kobay pabo aktu janan 4006-000334451 birth 05/06/1994 sir aktu janan plasse sir
মুছুনMD NAZMUL HOSSEN আপনার পাসপোর্ট এখন Shipped দেখাচ্ছে। আগামী সপ্তাহের প্রথমেই পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনআমার বেকেন্ড ভিরিফিকেশনে পরছি কি করা যায়?
উত্তরমুছুনপাসপোর্ট সংশোধন হলে ব্যাকেন্ডে ভেরিফিকেশন এ যায়। এতে চিন্তা করার কিছু নেই। উপযুক্ত ডকুমেন্ট দেওয়া থাকলে এটা অটো সমাধান হয়ে যায়।
মুছুনযদি ২ সপ্তাহের বেশি এমন থাকে তবে চিন্তার বিষয় থাকে।
আমি পাসপোর্টের আবেদন করছি 33দিন হয়েছে। কিন্তু এখন ও পাইনি। কি করা যায়।
উত্তরমুছুনপাসপোর্ট স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে?
মুছুনস্ত্রী ও কণ্যার পাসপোর্ট ডেলিভারী নিতে কি অথরাইজেশন লাগবে? কোন ফরমেট আছে অথরাইজেশনের? ধন্যবাদ
উত্তরমুছুনবাচ্চা ছোট হলে লাগবে না।
মুছুনস্ত্রীর পাসপোর্ট ডেলিভারি নিতে অথরাইজেশন লাগবে। সচরাচর জিজ্ঞাসা নামের মেনুতে আছে ফরম্যাট।
Amipasport korte deach bigoto 3mas akhono pasport paini
উত্তরমুছুনPassport Status check করলে কি দেখাচ্ছে?
মুছুন1 মাস পার হয়ে গেছে,,এখনো রেডি হয়ছে এটা sms আসে না কেন?
উত্তরমুছুনযদি স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স লেখা দেখায় তবে sms এর অপেক্ষা করার দরকার নেই। অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসুন।
মুছুনYour Passport Printed is now ,on the way to the Local passport office,,)
উত্তরমুছুনEr mane ki ???
পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে। এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে ডাক যোগে।
মুছুন৯/১/২৩ ডেলিভারি ডেট ১/১ sb call কিন্তু ১১/১/২৩ হল এখনো sb পেন্ডিং আছে
উত্তরমুছুনএমন অবস্থায় পাসপোর্ট অফিসে যোগাযোগ করে সমাধান পেতে পারেন। তবে আমি বলবো এই সপ্তাহ টা দেখুন। সমস্যার সমাধান না হলে আগামী সপ্তাহে পাসপোর্ট অফিস যোগাযোগ করবেন।
মুছুনআমি আমার ছেলের ই-পাসপোর্ট এর জন্য (৭দিন মেয়াদের) আবেদন করি গত নভেম্বর এর মাঝামাঝি বায়োমেট্রিক ও ছবি তোলার ডেইট পাই ৫ই জানুয়ারি,২০২৩. তারপর ডেলিভারি শিডিউল পাই ১৬ ই জানুয়ারি। আজ ১৭ই জানুয়ারি, ২০২৩ অন লাইন স্ট্যটাস দেখাচ্ছে Passport Shipped, কিন্তু শিডিউলের ঘরে দেখাচ্ছে "not scheduled" যে কোন ভাবে আজকে হাতে না পেলে ছেলের বড় ক্ষতি হয়ে যেতে পারে, এ বছর সে কেম্ব্রিজ সিলেবাসে ও লেভেল দিবে, ১৮ ই জানুয়ারি পাসপোর্ট এর কপি + রেজিট্রেশান ফর্ম ব্জমা দেয়ার লাস্ট ডেইট। মেহেরবানী করে জানাবেন প্পীন। ছেলের নাম : Ratib Ajwaad
উত্তরমুছুনContact Number: 01705383486
আপনার সমস্যা টা বুঝতে পেরেছি এবং সমবেদনা জানাচ্ছি। আপনি আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পাসপোর্ট প্রিন্ট করে অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মুছুনআমি আমার পাসপোর্ট সংশোধন জন্য আবেদন করছি ৪/১/২৩ আর ডেলিভেরি তারিখ দিছে ২৫/১?২৩ কিন্তু অন লাইনে চেক করলে লোকাল অফিসে দেখায় এখন কি করবো
উত্তরমুছুনঅফিসে যোগাযোগ করেন
মুছুনআমার আম্মুর পাসপোর্ট এর জন্য গাজিপুর জমা দিয়েছি, কোনো ফোন আসেনি কিন্তু মেইল আসছে পাসপোর্ট রেডি রিসিভ করতে। আর চেক করলে দেখাচ্ছে পেইন্ডিং ফর ভবেকেন ভেরিফিকেশান। জানালে খুশি হতাম প্লিজ......
উত্তরমুছুনSMS দিয়ে চেক করুন একবার সঠিক তথ্য জানতে পারবেন।
মুছুনএকই ইমেইল দিয়ে অন্য পাসপোর্ট আবেদন করলে এমন হতে পারে, যে অন্য পাসপোর্ট রেডি দেখাচ্ছে।
আমি অন লাইন এ passport এর জন্য আবেদন করেছি। ছবি তুলেছি ২২/০১/২৩ ইং ডেলিভারি তারিখ ১২/০২/২৩ ইং। ছবি তোলার দিন থেকে স্টাটাস দেখাচ্ছে Enrolment in process. এখন আমি কি করবো?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। আবেদন এ কোন ভুল আছে।
মুছুনআমার পাসপোর্ট এ আসছে pending for SB police verification এর মানে কি
উত্তরমুছুনআপনার পাসপোর্ট আবেদন টি পুলিশ ভেরিফিকেশন এ আছে। পুলিশ আপনাকে ফোন দিবে।
মুছুনআমি আমার NID মোতাবেক ই- পাসপোর্টের জন্য যখন চট্টগ্রাম পাঁচলাইশ, চান্দগাঁও অফিসে গেলাম তারা মানে DD, AD এবং অন্যান্য কক্ষের আর ও কয়েকজন মিলে আমাকে ১ সপ্তাহ হয়রানি করে। তারপর AD Sir এ বললেন আমাকে আমার NID মোতাবেক Application submit করার জন। কিন্তু আমি যখন submit করতে গেলাম আমার আবেদনটি গ্রহন করতে চাচ্ছিলনা একজন সমিরুল, আর একজন সুমন। পরিশেষে সুমন আবেদনটি গ্রহন করে আমাকে বলল আমি নাকি পাসপোর্ট পাবনা, কারন জিজ্ঞেস করার পর আমাকে বলতেছে আমি নাকি কারো সাথে contract করি নাই?? কিন্তু আমি কেন ৫৭৫০ /- টাকা সোনালী ব্যাংক এর চালান দিয়ে এত টাকা খরচ করলাম, আর কেনই বা কারো মাধ্যমে আবেদন submit করবো? কারন দালালদের মাধ্যমে পাসপোর্ট করে প্রথমে একবার ভুল করছে। তাই আমি নিজে করার জন্য চেষ্টা করলাম। এখনও পর্যন্ত আমার পাসপোর্টের কোন খবর নেই। একবার বলে DSB office এ যেতে, ঐ খানে যেতে যেতে আমি tired হয়ে গেছি!! আমার কথা হলো গত ১২/০২/২০২৩ তারিখে আবেদন করার পর ও গত ০৬/০৩/২০২৩ আমাকে পাসপোর্ট ডেলিভারি করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোন খবর নাই। তাই কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উত্তরমুছুনমোহাম্মদ জয়নাল আবেদীন
মোবাইল নাম্বার - ০১৮৫২২৮১৩২৫
আপনার হয়রানির বিষয় টা শুনে খুব খারাপ লাগছে। আমাদের ওয়েবসাইট টি সরকারি ওয়েবসাইট না। আমরা মানুষ কে বিনামূল্যে তথ্য দিয়ে সাহায্য করি। আপনার এই অভিযোগ টি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক কে ফোন করে অথবা email করে জানান। আশাকরি উপকার পাবেন। যদি email প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন।
মুছুন4104000070551 application Id. birth date 1 /1/1982. sir amar newsta janale opukrito hobo
উত্তরমুছুনRUPAN KANTI DATTA আপনার পাসপোর্ট এখন Pending in Print Queue এ আছে। অর্থাৎ প্রিন্ট এর জন্য লাইনে আছে। আশা করা যায় আগামী সপ্তাহের শেষে পাসপোর্ট হাতে পায়ে যাবেন।
মুছুনআমার পাসপোর্ট ডেলেভারি স্লিপ টা হারিয়ে গেছে এখন আমি কি ভাবে পাসপোর্ট টা পেতে পারি
উত্তরমুছুনথানায় একটি GD করেন এবং ঐ GD র কপি নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পাসপোর্ট ডেলিভারি পাবেন।
মুছুন4000-000832991এটা ডেলিভারি স্লিপ নাম্বার। এটা চেক করলে sent for rework আসে কেন?
উত্তরমুছুনকোন প্রকার ভুল হয়েছে আবেদনে অথবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দিয়েছে। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।
মুছুনসার আমি দুবাই আছি আমার পাস পোট ই পাস পোট বানাতে দিয়েছি আমার পাস পোটে গেরাম লেখা একটু ভুল হয়েছে । আমি এখন কি করতে পারি
উত্তরমুছুনএম্বাসি তে যোগাযোগ করেন। ওরা সমস্যার সমাধান করে দেবে।
মুছুনআজকে যদি pending in print queue আসে তাহলে হাতে পেতে কয়দিন লাগবে?
উত্তরমুছুন৫/৬ দিন লাগবে।
মুছুনAmr ta 31/05/2023 Mani klk delivery date dise kinto ekhno police verification Ase nai..amr ki korte hbe ekhn.. check krle pending for SB/DSB police verification dkhai..
উত্তরমুছুনঅফিস থেকে দেওয়া ডেলিভারি স্লিপে আপনার ফোন নাম্বার সঠিক আছে কি না তা চেক করেন। ফোন নাম্বার সঠিক থাকলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। পুলিশ ভেরিফিকেশনে এতো দিন লাগার কথা না।
মুছুনApplication Pending Backend Verification
উত্তরমুছুনDear FAYSAL AHMED SAWAN, Your e-Passport application is pending for backend verification(Basic Checks Clearance or ABIS Checks Clearance) process in central system.
Basic Checks Clearance: Any core field/data(Full name, Parent's Name, Date of birth, Place of birth) mismatch between your application and NID/BRC/Previous Passport.
ABIS Checks Clearance: You might have hide your previous passport, facial/finger matching with others' or system check running.
Plz ki problem aita aktu janaben
স্বাভাবিক ভাবেই ব্যাকেন্ড ভেরিফিকেশন হয়। আগের MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার সময় কোন তথ্য সংশোধন হলে ব্যাকেন্ডে ১/২ সপ্তাহ থাকতে পারে।
মুছুনভাই আমি সব কিছু জমা দিছি ১৬/০৫/২৩ আসার কথা ছিলো ৬/০৬/২৩ এখনো আসে নাই অনলাইনে চেক কোরছি ওই খানে দেখাইতেছে লোকাল পাসপোর্ট অফিসে আছে আর কনদিন লাগতে পারে জদি বোলতেন
উত্তরমুছুনআপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি। আগামীকাল সকালে ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। আশা করি পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনআমি জার্মান প্রবাসি আমি E পাসপোট বানাতে চাই কিন্তু একটা সমস্যা আছে আমার আমার বর্তমানে পাসর্পোটে বয়স সমস্যা আছে আমি এইটা টিক করতে পারব
উত্তরমুছুনহ্যাঁ পারবেন। অনেক এম্বাসি তে পাসপোর্ট সংশোধন করা শুরু হয়েছে।
মুছুনPlease let me know the official time of e-passport collection from Agargaon. I have already received delivery message.
উত্তরমুছুন9 AM to 4 PM every Sunday to Thursday.
মুছুনMagura passport delivering counter ar number diben.
উত্তরমুছুনআলাদা ভাবে ডেলিভারি কাউন্টারের নাম্বার নেই। আমাদের ওয়েবসাইট মাগুরা পাসপোর্ট অফিসের (AD) নাম্বার দেওয়া আছে।
মুছুনAmr passport 5 din teke dekacc sudu ready for iccunes
উত্তরমুছুনAbr nice dekkace expres ki jeno agargon
Ki ata vai bujina plz bolben ki
ডেলিভারি স্লিপ নিয়ে যে পাসপোর্ট অফিসে আবেদন জমা দিয়েছিলেন সেখানে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত।
মুছুনMy passport is ready to collect from passport office. Can I collect it couple of weeks later?
উত্তরমুছুনYes, You can.
মুছুনআমি পাসপোর্ট সংশোধন এর জন্য জমা দিয়েছি গত 5 তারিখে।
উত্তরমুছুনআমার পাসপোর্ট ডেলিভারি ডেট ২৬ তারিখ....এখনো এনরোলমেন্ট দেখাচ্ছে কেন?
পাসপোর্ট কবে হাতে পেতে পারি?
অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি।
সংশোধন হওয়া পাসপোর্ট আবেদন বর্তমানে এমন হচ্ছে। অনেক সময় ভুল থাকলে পুলিশ ভেরিফিকেশন হয়, এ কারনে এনরোলমেন্ট এ থাকে।
মুছুনতবে যেহেতু অনেক দিন হয়ে গেছে সেহেতু আপনার উচিৎ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা।
+88001517019535
উত্তরমুছুনপাসপোর্ট a একটা ০ +৮৮ এর পর বেশি এসেছে
এটা কি কোনো সমস্যা হবে?
সমস্যা নেই।
মুছুনShahana pervin এর স্থানে যদি
উত্তরমুছুনShanana parvin দিই তবে কী কোনো problem হইবে?
মানে e এর স্থানে a
না, কোন সমস্যা হবে না। উচ্চারণ ঠিকই থাকছে।
মুছুনAme ki one year renew kore Dubai teke jawa asha korte parbo ? Entry korte parbo 1 year renew deye ?
উত্তরমুছুন১ বছরের রি-নিউ হয় না। ৫ বছর এবং ১০ বছর মেয়েদী পাসপোর্ট দেওয়া হয়।
মুছুনআমার পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু আনতে একটু দেরি হচ্ছে কোনো সমস্যা হবে?
উত্তরমুছুনকোন সমস্যা নেই। আপনি আপনার সময় মতোই অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।
মুছুনরিনিউ এবং নামের হোসেন বানান সামান্য সংশোধন, 10 তারিখের ডেলিভারি দেয়ার কথা ছিল কিন্তু এখনো পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট আসেনি আমি কবে পাবো
উত্তরমুছুনপাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ লিখে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন, চেক করে জানিয়ে দেব পাসপোর্ট কবে পাবেন।
মুছুন4101000267533... 10/10/190.কোন অবস্থা আচে
উত্তরমুছুনDear SHRI RINKO SHUTRADAR, Your e-Passport is pending in printing queue.
মুছুনআপনার পাসপোর্ট প্রিন্টে আছে, আগামী সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাবেন।
Police amake phone dea kotha bolche...amr theke document nece... Tar por o akhono enormla e dekhaitce
উত্তরমুছুনআগামী সপ্তহের ৩/৪ দিন অপেক্ষা করেন, যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে ঐ পুলিশ অফিসার কে ফোণ দিবেন, শুনবেন রিপোর্ট পাঠিয়েছে কি না। যদি রিপোর্ট পাঠিয়ে থাকে এবং তার পরেও স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে পাসপোর্ট অফিসে কথা বলবেন।
মুছুনআসসালামু আলাইকুম আমার ই -পাসপোর্ট আবেদন করার ১ দিন পরে পুলিশ আমাকে কল করে এবং আমি সব কাগজ নিয়ে যায় এবং সব ঠিক ছিল এবং কিন্তু আমার বাবার nid তে শুধু yeusuf আমার এইখানে শুধু e নাই আমার এইখানে yusuf লেখা এইটা নিয়ে আমার সাথে পুলিশ সমস্যা করে বলছে ৩০০০ হাজার টাকা লাগবে না হলে ব্যাক রিপোর্ট দিবে এখন আমি কি করব
উত্তরমুছুনআপনি আপনার বাবার নাম যদি আপনারা সার্টিফিকেট অনুসারে দেন তবে কোন সমস্যা নেই। যদি সার্টিফিকেট না থাকে তবে বাবার NID অনুযায়ী নামের বানান দিলে ভাল হতো। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দিলে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে বাবার নামের বানান সংশোধন করে পূনরায় পুলিশ ভেরিফিকেশন করার জন্য আবেদন করে দিবেন। একটু সময় নষ্ট হবে তবে পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনENROLEMENT-4005-000153327
উত্তরমুছুন31/12/1983
Amar passport a shobi tulay chilam 26/07/2023,deawar Date shelo 17/08/2023.akhone prozonto passport shiped on the way local office, dhekhay karonta kee doya koray janaben
এতো দিন ধরে Shipped থাকার কথা না, আপনি কি পাসপোর্ট অফিসে যোগাযোগ করেছিলেন? যদি না করেন তবে দ্রুত পাসপোর্ট অফিসে গিয়া AD স্যারের সাথে কথা বলেন। অথবা পাসপোর্ট কল সেন্টারে কথা বলেন। ওরা আপনার সমস্যার সমাধান করে দেবে।
মুছুনপাসপোর্ট কল সেন্টারের নম্বরটা একটু দিবেন
উত্তরমুছুন16445 passport call centre
মুছুনআমর NID সাথে পাসপোর্ট মিল নাই এখন পাসপোর্ট দিয়ে চিলাম সংশোধনে জন্য ২৭/৯/২৩ এখন ও কল আসেনি কত দিন সময় লাগতে পারে আ কি করনীয়
উত্তরমুছুনপাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখুন স্ট্যাটাস কি দেখাচ্ছে। তার পরে আমাকে জানান। আমি আপনার প্রশ্নের উত্তর দেব।
মুছুন