পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেলে মনে প্রশ্ন আসে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে - Passport renew korte ki ki lage । Renew / রি ইস্যু/ রেনু / রিনিউ যে নামেই ডাকেন না কেন সব গুলোর কাজ একই তা হল পাসপোর্ট নবায়ন।
রিনিউ / রেনু/ রি ইস্যু / নবায়ন / passport reissue /passport renew |
পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেলে মনে প্রশ্ন আসে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে - Passport renew korte ki ki lage । Renew / রি ইস্যু/ রেনু / রিনিউ যে নামেই ডাকেন না কেন সব গুলোর কাজ একই তা হল পাসপোর্ট নবায়ন।
চলুন জেনে আসি যাদের পূর্বের MRP অথবা ePP পাসপোর্ট আছে সেই সকল ব্যাক্তির নতুন ই পাসপোর্ট পেতে কি কি লাগবে, কত টাকা লাগবে, কত সময় লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, পূর্বের পাসপোর্টে থাকা তথ্য সংশোধন করতে কি কি লাগে অর্থৎ পাসপোর্ট নবায়ন সম্পর্কে A to Z তথ্য।
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
পাসপোর্ট রিনিউ করতে লাগে পূর্ববর্তী পাসপোর্ট,
জাতীয়পরিচয় পত্র/জন্মনিবন্ধন সনদ, পেশা প্রমাণের ডকুমেন্টস, নাগরিক সনদ, অনলাইনে
পাসপোর্ট আবেদন ফরম, পাসপোর্ট রি ইস্যু ফরম এবং পাসপোর্ট ফি প্রদানের স্লিপ।
সাধারণত উপরের ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় MRP Passport to E passport renewal এবং ই পাসপোর্ট টু ই পাসপোর্ট করতে। তবে পেশা ,পাসপোর্টের ভুল সংশোধন, পাসপোর্ট হারিয়ে যাওয়া, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা পরিবর্তনের কারনে নতুন নতুন কিছু ডকুমেন্টস পাসপোর্ট অফিস চেয়ে থাকে।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে
পাসপোর্ট অফিস সমূহ যে সকল ডকুমেন্ট চেয়ে থাকে পাসপোর্ট রিনিউ করতে তা নিচে আলোচনা
করা হল।
💢 অপ্রপ্তবয়স্ক ব্যাক্তির পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
১৫ বছর বয়সের নিচের
পাসপোর্ট আবেদনকারীর Passport Renew করতে লাগে,
A: ডিজিটাল জন্মনিবন্ধন
সনদ (ইংরেজি ভার্সন),
B: পূর্ববর্তী MRP
Passport,
C: নাগরিক সনদ,
D: পেশা প্রমাণের সনদ (
ছাত্র হলে সার্টিফিকেট এর ফটোকপি এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন),
E: পিতা ও মাতার জাতীয়
পরিচয়পত্রের ফটো কপি এবং মূল কপি,
F: নতুন পাসপোর্ট আবেদন
পত্র
G: ই পাসপোর্ট শিডিউল
প্রিন্ট কপি,
H: পাসপোর্ট ফি জমা দেওয়া
রশিদ,
I: পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম।
💢 ১৮ থেকে ২০ বছরের কম বয়স্ক পাসপোর্ট রিনিউ কারী ব্যাক্তিদের পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
যে সকল পাসপোর্ট রি ইস্যু
কারীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ২০ বছরের কম হবে তাদের এই কাগজ গুলো লাগবে
পাসপোর্ট নবায়ন বা রিনিউ করতে।
A- জাতীয় পরিচয় পত্র অথবা
ডিজিটাল জন্মনিবন্ধন মূল কপি (ইংরেজি ভার্সন)
B- নাগরিক সনদ (মূল কপি)
C- পেশা প্রমাণের সনদ (দিনমজুর
হলে লাগবে না)
D- অনলাইন পাসপোর্ট আবেদন
কপি (প্রিন্ট করা)
E- অনলাইন পাসপোর্ট আবেদনের
সামারি কপি বা স্বাক্ষাৎকারের শিডিউল কপি (প্রিন্ট করা)
F- পাসপোর্ট ফি প্রদানের
স্লিপ
G পাসপোর্ট রি ইস্যু আবেদন ফরম।
বিঃ দ্রঃ পিতা মাতার জাতীয় পরিচয় পত্র লাগবে না। এটা শুধু মাত্র ১৫ বছরের নিচের পাসপোর্ট আবেদনকারীর ক্ষেত্রে লাগে।
💢 প্রপ্তবয়স্ক ব্যাক্তির পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
১/ জাতীয় পরিচয়পত্র - NID
(মূল কপি এবং ফটো কপি)
২/ নাগরিক সনদ
৩/ পেশা প্রমাণের
ডকুমেন্ট (শ্রমিক হলে লাগবে না)
৪/ পূর্বের পাসপোর্ট (মূল
কপি এবং ফটো কপি)
৫/ আবেদন কপি (৩ পেজের )
৬/ সামারি কপি (১ পেজের )
৭/ পাসপোর্ট রি ইস্যু আবেদন
ফরম।
পাসপোর্ট Reissue / রিনিউ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয় সেটা হল তাদের আগের পাসপোর্ট এ ভুল আছে কি না। MRP পাসপোর্ট এ প্রচুর পরিমাণ ভুল থেকে গেছে যার কারণে বর্তমানে সমস্যায় পরছে মানুষ।
১/ যদি পূর্বের পাসপোর্ট
এ ভুল থাকে তবে কোট এফিডেফিট করতে হবে ভুল সংশোধনের জন্য
২/ যদি NID তে ভুল হয়ে
থাকে তাহলে NID কার্ড টি সংশোধন করে নিলেই হবে।
৩/ বাচ্চাদের জন্মনিবন্ধনে ভুল থাকলে সেটা সংশোধন করে নিলেই হবে।
💢 হারিয়ে যাওয়া পাসপোর্ট রি ইস্যু করতে কি কি লাগে?
১ পূর্বের পাসপোর্ট
ফটোকপি ( ফটো কপি না থাকলে অফিসে যোগাযোগ করে একটা কপি নিয়ে আসতে হবে)
২ GD এর কপি
এই দুই টি ডকুমেন্ট অবশ্যই লাগবে। তার সাথে উপরে বলা (১ -৭) ডকুমেন্ট গুলো লাগবে।
হারিয়ে যাওয়া পাসপোর্ট অনলাইন কপি ডাউলোড
💢 বৈবাহিক অবস্থা পরিবর্তন করতে হলেঃ
যদি পূর্বের পাসপোর্ট এ অবিবাহিত উল্লেখ থাকে এবং বর্তমান পাসপোর্ট এ স্ত্রী অথবা স্বামীর নাম যোগ করতে চান তবে বিবাহের সনদ লাগবে ( কাবিননামা, কোট ম্যারেজের সনদ, হিন্দু বিবাহ নিবন্ধক থেকে সনদ, অন্যান্য ধর্মালম্বীদের বিবাহ নিবন্ধন সনদ)
💢 স্ত্রী / স্বামীর নাম কর্তন করতে চাইলে ডিভোর্স পেপার জমা দিতে হবে।
যদি পূর্বের স্ত্রী / স্বামী কে ডিভোর্স দেওয়া হয় এবং নতুন করে বিয়ে করে এ ক্ষেত্রে পূর্বের স্বামী / স্ত্রী এর ডিভর্স পেপার এবং নতুন স্ত্রী / স্বামী 'র বিবাহ সনদ পাসপোর্ট আবেদনের সাথে জমা দিতে হবে।
বিঃদ্রঃ স্বামী এবং
স্ত্রী'র নাম যোগ করতে হলে তার NID কার্ড
এর ফটোকপি লাগবে
💢 পেশা পরিবর্তন হলে বা পেশা প্রমাণের ডকুমেন্টসঃ
আগের পাসপোর্ট এ আপনার পেশা কি দেওয়া ছিল সেটা গুরুত্বপূর্ন শুধু মাত্র সরকারী চাকুরীজীবীদের জন্য। যদি আপনি বর্তমানে সরকারী চাকুরীজীবী হয়ে থাকেন তবে অবশ্যই অফিস থেকে NOC/GO নিয়ে আসতে হবে পাসপোর্ট রি রিনিউ করার ক্ষেত্রে।
যদি পূর্বের পাসপোর্ট করার সময় পেশা সরকারী চাকুরী দেওয়া ছিল কিন্ত বর্তমানে অবসারে আছেন এবং ব্যাক্তিদের পাসপোর্ট রিনিউ করতে অবসরের এর ডকুমেন্ট বা PRL ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে।
💢 ঠিকানা পরিবর্তন হলেঃ
পূর্বের পাসপোর্ট এ থাকা
ঠিকানা পরিবর্তন হলে এফিডেফিট এবং বিদ্যুৎ বিলের কপি সাথে নিয়ে যেতে হবে। ( ঠিকানা পরিবর্তন হলে পুলিশ ভেরিফিকেশন হতে
পারে)
সম্ভাব্য প্রশ্ন / উত্তর
পাসপোর্ট রিনিউ এর ফি কত ?
নতুন পাসপোর্ট এর আবেদন করেন বা পূর্বের MRP পাসপোর্ট থেকে ePassport করেন না কেন, খরচ একই। ই পাসপোর্ট ফি বিস্তারিত এখানে।
পাসপোর্ট রিনিউ করলে পুলিশ ভেরিফিকেশন হয়?
না , পুলিশ ভেরিফিকেশন হয় না। তবে কোন প্রকার সংশোধন থাকলে পুলিশ ভেরিফিকেশন হতে পারে।
ই পাসপোর্ট সংশোধন করা যায় ?
হ্যাঁ, ই পাসপোর্ট সংশোধন করা যায়।
পাসপোর্ট রি ইস্যু করতে কত দিন লাগে?
পাসপোর্ট রিনিউ করতে নতুন পাসপোর্ট এর থেকে একটু দ্রুত সময়ে হয়ে যায়। তবে পুলিশ ভেরিফিকেশন এবং সংশোধন থাকলে সময় লাগে।
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে সে সম্পর্কে এই আর্টকেল এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি পাসপোর্ট রি ইস্যু সম্পর্কি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান। আমরা আপনার পাসপোর্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।
আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ
ePassport-bd.com
আগের passport 1990তে করা হয়েছিল ৫বৎসরের জন্য তারপর আবারও ৫বৎসরের জন্য নবায়ন করা হয়।সেই সময় থেকে আর এই passport ব্যাবহার করা হয়নি ।এখন আমি হজজ করার জন্য নতুন E- passport করতে চাই। সেই ক্ষেএে আমার এই পুরাতন হাতের লেখাpassport Hide করা যাবে কি?।দয়া করে উওর দিয়ে উপকৃত করিবেন ধন্যবাদ।
উত্তরমুছুনআপনার কাছে থাকা হাতে লেখা পাসপোর্ট বাংলাদেশ সরকার ব্যান্ড করে দিয়েছে। এই পাসপোর্ট এর কোন তথ্য আর নতুন ই পাসপোর্ট আবেদন এ দেওয়া লাগবে না।
মুছুনসরকারের ডাটা সার্ভারে হাতে লেখা পাসপোর্ট এর কোন তথ্য নেই। তাই চিন্তা করার কিছু নেই।
ডেলিভারি মেছেজ আসছে,কিন্তু আমি যেতে পারিনি বা কয় দিন এর মধ্য যেতে হয়?
উত্তরমুছুনডেলিভারি নেওয়া টা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। আপনি আপনার সময় বের করে পাসপোর্ট টি ডেলিভারি নিয়ে আসবেন।
মুছুনআমি 2017 সালে পাসপোর্ট করি! 2022 ইং অক্টোবর 4 তারিখ মেয়াদ শেষ হয়-গতকাল 12 নভেম্বর আমি রিনিউ করার জন্য আবেদন করি ই-পাসপোর্ট পোর্টালে এ। সমস্যা হচ্ছে আমি 2017 সালে যখন যে এন আইডি দিয়ে করেছিলাম আমার নাম সাজ্জাদ হোসেন রনি দিয়ে করেছিলাম যা আমার সার্টিফিকেট নাম এর সাথে মিল ছিল না! আমি ভোটার আইডি কার্ড এর নাম সংশোধন করেছি 2018 সালে যেখানে রনি নাই! কাল আমি রিনিউ করার জন্য আবেদন করি ই-পাসপোর্ট পোর্টােলে বর্তমান আইডি কার্ড এর নাম দিয়ে। এখন কি কোন সমস্যা হবে ই-পাসপোর্ট পেতে।
উত্তরমুছুনবর্তমানে NID তে যেমন আছে তেমন তথ্য দিয়ে আবেদন করেন তবে পাসপোর্ট পেতে কোন সমস্যা হবে না। তবে তথ্য সংশোধনের কারণে পাসপোর্ট ব্যাকেন্ড এ আটকে থাকতে পারে কিছু দিন।
মুছুনআমি ২০১২ সালে পাসপোর্ট করি ১বার রেনু করছি এখন পাসপোর্ট এর মেয়াদ নাই। আমার বয়স এবং নাম ২টাই ভুল আছে এখন কি করতে পারি
উত্তরমুছুনকোট এফিডেফিট করে পাসপোর্ট এর বয়স সংশোধন করা যায়। আপনি এফিডেফিট করেন এবং nid অনুযায়ী আবেদন করেন। আশা করি পাসপোর্ট সংশোধন হয়ে যাবে।
মুছুনআমার আগের পাসপোর্ট 23-10-2012 করা হয়েছে মিয়াদ শেষ হয়েছে 22-10-2017 একন আমি 10বছরে মেয়াদ বাড়ালে পিছনে পাঁচ বছর কি জোগ হবে না-কি না নতুন 10বছর থাকবে পাসপোর্টে এবং একন কি কি এবং কতো টাকা লাগবে আমাকে একটু জানাবেন মেসেজ করে
উত্তরমুছুনযদি ১০ বছর মেয়েদী পাসপোর্ট চান তবে, পাসপোর্ট ডেলিভারি দিন থেকে ১০ বছর মেয়াদ পাবেন। ধরেন যদি আপনি ২০২৩ সালের জানুয়ারি তে পাসপোর্ট করেন ১০ বছর মেয়েদী তাহলে আপনার পাসপোর্ট এর মেয়াদ থাকবে ২০৩২ সালের জানুয়ারি পর্যন্ত।
মুছুনআশা করি বুঝতে পেরেছেন।
আমার মা একজন সরকারি চাকুরিজীবি, উনার পাসপোর্টটি অফিসিয়াল করা হয়েছিল(MRP), এখন পাসপোর্টটির মেয়াদ শেষ হয়েছে প্রায় ৩ বছর হবে, এখন আমি কি ই-পোসপোর্ট আন অফিসিয়াল এর জন্য আবেদন করতে পারবো ? নাকি অফিসিয়াল পাসপোর্ট এর জন্যই আবেদন করতে হবে ! নাকি রি-ইস্যু বা রিনিউ করতে হবে ! বুঝতে পারছি না ! এ বিষয়ে (Admin) আপনার মূল্যবান মতামত জানতে চাই।
উত্তরমুছুনপূর্বের পাসপোর্ট থাকলে সেটা দিয়ে নতুন পাসপোর্ট করা কে রি ইস্যু বলে।
মুছুনযেহেতু আপনার মায়ের আগের MRP পাসপোর্ট টি অফিসিয়াল পাসপোর্ট ছিলো তাহলে এখনো আপনাকে অফিসিয়াল পাসপোর্ট ই করতে হবে।
যদি আপনার মায়ের অবসর হয়ে যায় তবেই তিনি আন অফিসিয়াল বা সাধারণ পাসপোর্ট করতে পারবেন।
*** আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের।
আমার পাসপোর্ট ২০১২ সালে করা।এখন সেটা নবায়ন করতে চাই।আমার পাসপোর্টে মোঃ নাই কিন্তু এন আই ডি তে আছে এতে কোনো প্রকার সমস্যা হবে কি না
উত্তরমুছুনকোন সমস্যা হবে না। NID অনুযায়ী আবেদন করবেন। আবেদনের সাথে অফিস থেকে দেওয়া একটা সংশোধনী ফরম পূরণ করে দেবেন। তাতেই NID যে ভাবে আছে সেই ভাবে ই পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনoffice theke songshodhoni from kokhon dei joma deyar age na pore
উত্তরমুছুনজমা দেওয়ার সময়। আপনি চাইলে আগেই কম্পিউটারের দোকান থেকে নিয়ে লিখে নিতে পারেন।
মুছুনআমার পাসপোর্টের নাম Borhan uddin ও জন্ম তারিখ 12 april 1974 কিন্তু NID তে নাম Borhan uddin fakir ও জন্ম তারিখ 15 june 1974 এ অবস্থায় পাসপোর্ট রিনিও করতে হবে কোন সমস্যা হবে কি? অনুগ্রহ করে জানালে উপকৃত হব।
উত্তরমুছুনকোন সমস্যা নেই, NID অনুযায়ী আবেদন করেন। আবেদনের সাথে একটা সংশোধনি এবং একটা কমিটমেন্ট ফর্ম জমা দিবেন।
মুছুনআমার হাজবেন্ড কাতার থাকেন,এখন পাসপোর্ট রিনিউ করে বৈবাহিক অবস্থা চেঞ্জ করবেন,এজন্য নোটারী করা ম্যারেজ সার্টিফিকেট এবং ফরেন ও ল' মিনিস্ট্রি থেকে ম্যারেজ সার্টিফিকেটের এটাস্ট চাচ্ছে। মিনিস্ট্রির প্রসেসটা কিভাবে করব?
উত্তরমুছুনকাতারে অবস্থিত বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়িত করতে হবে। এম্বাসির কোন একজন কর্মকর্তা এই কাজ করে দেবে।
মুছুনআপনার হাসবেন্ড কে এম্বাসি তে যোগাযোগ করতে বলেন।
কাতারের এম্বেসি বলেছে দেশ থেকে করে নিতে
মুছুনআচ্ছা, এটা কি ভাবে করতে হয় তা জানা নেই। যদি কোন তথ্য জানতে পারি তবে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
মুছুনpassport e profession change korle ki police clearance lage?
উত্তরমুছুননা।
মুছুনNID কার্ড দিয়ে কি পাসপোর্ট রিনিউ করা যাবে জানাবেন
উত্তরমুছুনহ্যাঁ, তবে সাথে অবশ্যই পূর্বের পাসপোর্ট লাগবে।
মুছুনআমার জন্ম সনদ টা অনলাইন করা হয়নি এখন আমার ১৭ ডিজিট এর নাম্বার টা চেঞ্জ হয়ছে এখন কি পাসপোর্ট করলে কোন সমস্যা হবে কারন আমার আগে পাসপোর্ট আছে
উত্তরমুছুনবয়স ১৮ এর কম হলে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ লাগবে যেহেতু আগের পাসপোর্ট আছে।
মুছুন১৮ থেকে বেশী হলে NID লাগবে। জন্মনিবন্ধন লাগবে না।
ভাই আমার জেলা একটা আমি কি অন্য জেলা দিয়ে পাসপোর্ট রেনু করতে পারবো জানাবেন ভাই
উত্তরমুছুনপারবেন যদি ঐ জেলায় কাজের জন্য বা বর্তমানে বসবাস করেন।
মুছুনMRP পাসপোর্ট এর মেয়াদ শেষ ২০১৭ সালে এখন e passport এর জন্য আবেদন করব। এখন ১০বছর মেয়াদি e passport কত টাকা লাগবে।
উত্তরমুছুন৫৭৫০ টাকা ৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়েদী পাসপোর্ট
মুছুনএম আর পি পাসপোর্ট রি ইস্যু করতে দিছি বিদেশ থেকে। জন্ম নিবন্ধনে নাম ও স্থায়ী ঠিকানা সংশোধন করেছি, এখন কি নতুন পাসপোর্ট ইস্যুর সময় কোন সমস্যায় পড়বে পাসপোর্ট? এম্বাসীতে রি ইস্যু করতে শুধু পাসপোর্ট দিছি, এখন যদি জন্ম নিবন্ধন নাম্বার চেক করে দেখবে সংশোধন। এক্ষেত্রে কি হবে?
উত্তরমুছুনকোন দেশে আছেন? সেখানে কি MRP to MRP রি ইস্যু করতে দিয়েছেন?
মুছুনঅামার বর্তমান ঠিকানা ঢাকা অার স্থায়ী ঠিকানা কুমিল্লা । অাগের এমঅারপি পাসপোর্ট ঢাকা থেকে করা এখন অামি কি কুমিল্লা থেকে নতুন ই পাসপেোর্ট জমা দিতে পারবো?
উত্তরমুছুনজী, পাবেন।
মুছুনCriminal charge thakar karone SB report negative asche. Ei obosthay Court er clearance paper niye abar chesta korle approval pabo? Karon second time jodi negative report asbe tobe passport pawar asha ar thakbena.. Ektu janaben
উত্তরমুছুনযদি আপনার মামলা খারিজ হয়ে যায় এবং মামলার রায়ের খারিজ পেপার নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে পূনঃ তদন্তের আবেদন করবেন এবং তার পরে আপনাকে পুলিশ আবার ফোন দেবে তদন্তের জন্য।
মুছুনআমার স্ত্রী খুলনা সিটির ভোটার এবং বর্তমানে দুজনে এখানেই বসবাস করছি। এনআইডি তথ্য অনুযায়ী তার স্থায়ী ঠিকানা (মোড়লগঞ্জ, বাগেরহাট) দিয়ে পাসপোর্ট ফরম পূরণ করা হয়েছে, কিন্তু পাসপোর্ট কর্মকর্তা ফরম জমা নেয়নি। বিয়ের পর নাকি স্বামীর স্থায়ী ঠিকানাই স্ত্রীর স্থায়ী ঠিকানা। যদিও আমি স্ত্রীকে নিয়ে আমার স্থায়ী ঠিকানায় (রামপাল, বাগেরহাট) থাকিনা। পেমেন্ট করা হয়ে গেছে, এদিকে ফরম জমাও নেয়নি। কি করা যেতে পারে ?
উত্তরমুছুনপাসপোর্ট ফি যদি অনলাইনে পেমেন্ট না করেন তাহলে এই আবেদন টি বাতিল করে আপনার স্থানী ঠিকানা তে গিয়ে পাসপোর্ট করেন।
মুছুনঅনলাইনে পেমেন্ট করলে আবেদন বাতিল করলে পেমেন্ট বাতিল হয়ে যাবে।
ভাইয়া আমি পাসপোর্ট রিনিউ করতে চাইছি। আমি ঢাকাতে থাকি। কিন্তু অন্য জেলার বাসিন্দা। আমি কোন কাজ করছি না। বাড়ি দেখাশোনা করি। আমি অনলাইনের কিছুই বুঝতে পারছিনা। কোথায় গেলে আমি ফুল গাইডেন্স পাবো। আপনি যদি আপনার নাম্বারটা দিতেন।
উত্তরমুছুনই পাসপোর্ট আবেদন সম্পর্কে বিস্তারিত গাইডেন্স দেওয়া আছে ই পাসপোর্ট আবেদন A to Z । অথবা কোন তথ্য বুঝতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।
মুছুনআসসালামু আলাইকুম ভাই " ভাই আমার এম আর পি পাসপোর্ট " ভিসা লাগানো " ছুটিতে বাড়ি আসছি" আমার এন আই ডি সার্টিফিকেট সব কিছু ঠিক আছে" পাসপোর্টে ৮ বছর বেশি" এখন এটা পরিবর্তন করলে ভিসার সমস্যা হবে কিনা? বা পরিবর্তন করার জন্য আমাকে কি কি করতে হবে" কত টাকা লাগবে"?
উত্তরমুছুনযেহেতু MRP পাসপোর্ট এ বয়সের পার্থক্য আছে সেহেতু এখন বয়স সংশোধন করলে আপনার ভিসার সমস্যা হবে।
মুছুনআপনি এখন MRP to MRP পাসপোর্ট নিতে পারবেন পাসপোর্ট সংশোধন না করে। নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে যাদের পাসপোর্ট এ ভিসা আছে তাদের জন্য। এ সম্পর্কে একটি আর্টিকেল আছে যা পড়ে দেখতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।
আমি অনলাইনে আবেদন করিতে চাই, কিন্তু কতদিনের মধ্যে টাকা জমা দিতে আবেদন করিলে, জানাবেন দয়াকরে
উত্তরমুছুনযেদিন অনলাইনে আবেদন করবেন সেই দিন থেকে ২০০ দিন পর্যন্ত সময় থাকবে এর মধ্যে টাকা জমা দিয়ে সকল ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট অফিসে যেতে পারেবেন।
মুছুনভাই,আমার বয়স ২০ বছরের কম।২০২৩ সালের জুলাই মাসে ২০ বছর পুর্ণ হবে।এখন ২০ বছর পুর্ণ হওয়ার আগে কি ডিজিটাল জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারব?? আমার এখনো NID card হয়নি তাই।
উত্তরমুছুনবয়স ১৯ এর মাঝে থাকলে জন্মনিবন্ধন সনদ এবং ভোটার হওয়ার স্লিপ দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে আমি মনে করি আগে ভোটার হয়ে নেন তাহলে ভাল হবে।
মুছুনআমি একটা পাসপোর্ট রি-ইস্যুর আবেদন করছি। আবেদনে রি-ইস্যুর কারণ দিয়েছি “মেয়াদ উর্ত্তীণ”। কিন্তু আমার আগের পাসপোর্ট এর মেয়াদ আরো 04 মাস আছে । এটা কি কোনো সমস্যা হবে? দয়া করে জানাবেন।
উত্তরমুছুননা, কোন সমস্যা নেই
মুছুনআমার স্ত্রীর আগের পাসপোর্ট সাধারণ ছিল উনি সরকারি চাকুরি করে অষ্টম গ্রেড মেয়াদ উত্তির্ন হয়েছে । নতুন করে কি অফিসিয়াল পাসপোর্ট করতে পারবে? আগে যখন করে ছিল তখন নবম গ্রেড পর্যন্ত নীতিমালা জারি ছিল না।।উত্তর দিলে ভাল হয়
উত্তরমুছুনজী অফিসিয়াল পাসপোর্ট করতে হবে।
মুছুনস্ত্রীর অফিস থেকে NOC নিবেন এবং সম্ভব হলে পাসপোর্ট অফিসের রিসিভশন থেকে নিশ্চিত হয়ে নিবেন।
পরিবারের চার জনের PP নবাঅনের জন্য অনলাইন এ আবেদন করেছি। সাক্ষাতের তারিখ পড়েছে: 15, 16 এবং 18 মে 2023। একত্রে যেতে চাই। তাই একই তারিখ অর্থাৎ 18 তারিখে সবাই একত্রে গেলে সাক্ষাতকার নিবে কি? এ জন্য করতে হবে? জরুরী।
উত্তরমুছুনজী সবাই মিলে ১৮ তারিখে গেলেও সাক্ষাতকার নিবে। এটার জন্য অফিসের কর্মকর্তার সাথে কথা বললেই হবে যে আপনার সবাই এক পরিবারের।
মুছুনকত বছর বয়স থেকে বাচ্চাদের ফিংগের প্রিন্ট নেয়া হয় ?
উত্তরমুছুন৫ বছরের বেশি।
মুছুনআমার কোনো কারণে তিনটি পাসপোর্ট হয়েছে। ১মটির মেয়াদোত্তীর্ণের তারিখ ১৩ মে ২০২৩, ২য়টির ৬ অক্টোবর ২০২৩ এবং ৩য়টির ৫ মে ২০২৪। এ মুহূর্তে আমার কোন্ পাসপোর্টটি কার্যকর হবে এবং জমাদানের সময় কোনটি সারেন্ডার করব? জানালে কৃতার্থ হব।
উত্তরমুছুনআপনার সর্বশেষ পাসপোর্ট যেটা সেই পাসপোর্ট সারেন্ডার করবেন।
মুছুননবায়ন করতে কি নাগরিক সনদ লাগে
উত্তরমুছুনদেশের মধ্যে লাগে, দেশের বাইরে লাগে না।
মুছুনআমার আব্বু ওমান প্রবাসী। সম্প্রতি দেশে এসেছেন। এখন পাসপোর্ট রিনিউ করতে চান। কিন্তু পাসপোর্টে নাম: মুহাম্মদ নিজাম উদ্দিন আর এনআইডিতে মো. নিজাম উদ্দিন। এমতাবস্থায়, পাসপোর্ট রিনিউ করতে দিলে এনআইডি না পাসপোর্ট অনুযায়ী নাম আসবে?
উত্তরমুছুনNID অনুযায়ী নাম আসবে। মানে ভুল সংশোধন করা যাবে।
মুছুনতবে আপনার পিতার পাসপোর্ট এ ভিসা লাগানো থাকে, তার কাছে যদি বিমানবন্দরে টিকিট, এবং ভিসার ডকুমেন্টস থাকে তবে পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট আবেদন করতে পারবে। এর জন্য আবেদন করার আগে অফিসে যোগাযোগ করতে হবে।
নতুন পাসপোর্ট বা রিনিউর ক্ষেত্রে বাড়ি ভাড়ার চুক্তিপত্র সংযোজন করতে হয়। এই সংক্রান্ত কোনো তথ্যাদি আছে কী?
উত্তরমুছুনভাড়া বাড়িতে বসবাস করলে।এটা লাগে।
মুছুনআমার স্ত্রীর ই-পাসপোর্ট করলে আমার এনআইডি কপি তাহার আবেদনে সংযুক্ত করতে হবে।
উত্তরমুছুনহ্যাঁ।
মুছুনযদি স্ত্রীর NID card এর ডাটাবেইজ এ আপনার নাম থাকে তবে আপনার ID না দিলেও হব।
সাইপ্রাসে যারা আছে তাদের পাসপোর্ট হারিয়ে গেলে তারা কিভাবে পাসপোর্ট করবে? কারন সেখানে তো দূতাবাস নেই এবং লেবাননে দূতাবাস আছে সেক্ষেত্রে পাসপোর্ট ছাড়া লেবাননে কিভাবে যাবে??
উত্তরমুছুনভাই এটা সম্পর্কে ১০০% নির্ভরশীল তথ্য আমার কাছে নেই। আমি চেস্টা করছি জানার। সঠিক জেনে একটা আর্টিকেল আকারে পোস্ট করবো।
মুছুনপাসপোর্ট রিন্যু করতে কী পুর্বের পাসপোর্টের অস্থায়ী এলাকায় করা যাবে? নাকী নিজ এলাকায় গিয়ে করতে হবে?
উত্তরমুছুনঅস্থায়ী ঠিকানাতেও পাসপোর্ট রিনিউ করা যাবে। তবে নিজ এলাকায় অর্থাৎ স্থায়ী ঠিকানাতে রিনিউ করা ভাল।
মুছুনআমি আগামী অক্টোবরে মাস অস্ট্রেলিয়া যাচ্ছি । আর আমার পাসপোর্টের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হবে । এখন কি আমি দেশ থেকে যাবার আগে পাসপোর্ট রিনিউ করতে পারবো, এবং করতে পারলে কি ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে?
উত্তরমুছুনহ্যাঁ দেশে থাকা অবস্থায় পাসপোর্ট রিনিউ করতে পারবেন। সে ক্ষেত্রে খেয়াল রাখবেন পাসপোর্ট এ থাকা কোন তথ্য চেঞ্জ না হয়। চেঞ্জ হলে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সমস্যা করতে পারে। যেহেতু ভিসা আছে সেহেতু MRP to E passport করবেন কোন চেঞ্জ না করে।
মুছুনআমি MRP TO MRP পাসপোট এর ফিংগার দিয়েছি গত 08/6/2023 ইংরেজি. আমার পাসপোট ডেলিবারির ডেইড দিয়েছে 29/6/2023. কিনতু আমি অনলাইনে চেক কের দেখেছি.passport your pending personalitys,এখন আমার পাসপোট কত দিনের মধে পেতে পারি?
উত্তরমুছুনপাসপোর্ট আবেদন টা ভেরিফিকেশন চলছে। এই অবস্থা বেশি দিন চললে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। pending personality শেষ না হলে পাসপোর্ট প্রিন্টে যাবে না।
মুছুনamar permanent address voter id card a jeita dewa ache ..seikhane akhon amara thaki na ..new passport korer jonno diyechi ..seikhane akhon jekhane thaki ..sheitai deyeci ..voter id card ta change korte pari nai ...so kono problem hobe kina?
উত্তরমুছুনNID র সাথে স্থায়ী ঠিকানা মিল না থাকলে পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ই কথা না। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা দিয়ে জমা দিয়েছেন কি না সেটা নিসচিত করেন।
মুছুনআমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়েছে ১৭ জুন ২২ এখন কি আমি নবায়ন করতে পারবো
উত্তরমুছুনহ্যাঁ, অবশই নবায়ন করতে পারবেন। সুখবর হল আগে জরিমানা দেওয়া লাগলেও এখন কোন জরিমানা দেওয়া লাগে না।
মুছুনআমার পাসপোর্ট নোয়াখালী মাইজদী আঞ্চলিক অফিসে করেছি.এখন আমার পাসপোর্ট এর মেয়াদ ৩ মাস শেষ হয়ে গেছে.
উত্তরমুছুন☞প্রশ্ন-রিনিউ করতে বাবা-মার NID লাগবে কি না..??? যে কোন স্থান থেকে রিনিউ করতে পারবো কি না..???
যদি আপনার বয়স ১৮ এর বেশি হয় তবে রিনিউ করার সময় বাবা মায়ের ID লাগবে না। বাংলাদেশের যে কোন পাসপোর্ট অফিসে থেকেই রি-নিউ করতে পারবেন। তবে নিজের জেলা থেকেই রি-নিউ করা ভালো তাতে ঝামেলা কম হয়।
মুছুন৭ আগস্ট প্রিন্টে গেছে কত দিন লাগতে পারে প্রিন্ট হতে? ডেলিভারি ডেট ছিল ৬ আগস্ট।
উত্তরমুছুনআগামী সপ্তাহে সোমবার নাগাদ পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনআমার বাবার যখন MRP পাসপোর্ট করা হয় তখন ভোটার আইডি কার্ডের নম্বর যেটা ছিল বর্তমানে smart card করার কারনে নম্বর পরিবর্তন হয়েছে।। এখন আমি যদি বর্তমান নম্বর দিয়ে পাসপোর্ট রিনিউ এর আবেদন করি তাহলে কোন সমস্যা হবে কি না?
উত্তরমুছুন২. পেশা কৃষক হলে কোন কাগজ নিয়ে যেতে হবে কিনা?
NID নাম্বার চেঞ্জ হওয়ায় কোন সমস্যা নেই।
মুছুনকৃষক দিলে জমির পর্চা নিয়ে যাবেন। (অনেক অফিসে পর্চা লাগে না)
পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে এম আরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট এর প্রফেশন কি একই দিতে হবে। প্লিজ জানাবেন।
উত্তরমুছুননা, পেশা চেঞ্জ হতে পারে। বর্তমানে আপনি যে কাজ করছেন সেটাই পেশা হিসাবে উল্লেখ করেন।
মুছুনআমার এমআরপি পাসপোট রিনিয়ু করতে চাই কিনতু এনআাইডির শাতে পাসপোটের মিলনেই পাসপোটে আমার নামের বানান ভুল আছে মা বাবার নামও ভুল আছে এখোন কেমনে করবো
উত্তরমুছুনMRP to e-passport রিনিউ করবেন। NID অনুযায়ী সঠিক ভাবে নিজ নাম, পিতা মাতার নাম দিবেন। ই পাসপোর্ট করার সময় সব ভুল সংশোধন হয়ে যাবে।
মুছুনআমার পাসপোর্ট মেয়াদ ৪বৎসর হয়েছে এখন রেনু করাব কি কি কাগজ লাগবে এবং কত টাকা লাগবে
উত্তরমুছুন১ অনলাইন আবেদন
মুছুন২ নাগরিক সনদ
৩ ফি জমা স্লিপ
৪ পেশা প্রমানের সনদ
৫৭৫০ টাকা লাগবে ১০ বছর মেয়েদী পাসপোর্ট এবং রেগুলার ডেলিভারি যা ২১ দিনে পাবেন।
আমি 2018 এর 15 নভেম্বর mrp পাসপোর্ট করেছিলাম।যেটাতে আমার বাবার নাম ,বয়স,আর স্বামীর নাম ভুল আসে । এখন এইগুলা ঠিক করতে কি কি লাগবে আর কত টাকা লাগবে
উত্তরমুছুনআপনার সঠিক NID কার্ড, অনলাইন আবেদন, পেমেন্ট স্লিপ, পূর্বের পাসপোর্ট, নাগরিক সনদ, ভুল সংশোধনী ফরম। ( ১০ বছর মেয়েদী ২১ দিনে ডেলিভারি ৫৭৫০ টাকা)
মুছুনআমার পাসপোর্ট এর সাথে ভোটার আইডি কার্ড এর ৭ বছর মিল নেই এখন রেনু করবো কি ভাবে
উত্তরমুছুনMRP to e-passport রিনিউ করবেন। আবেদন করবেন NID অনুযায়ী। আবেদনে পূর্বের পাসপোর্ট এর তথ্য দিবেন। আবেদন জমা দেওয়ার সময় অন্য সকল ডকুমেন্টস এর সাথে একটা প্রতিজ্ঞাপত্র জমা দিবেন। যা অফিস থেকে সরবরাহ করবে আপনি শুধু পূরন করে জমা দিবেন। আশাকরি কাজ হবে। (যদি সার্টিফিকেট থাকে তবে বয়স সংশোধন আরো সহজ হবে)
মুছুন