Pending in print Queue কি - Passport কবে পাব? - Print queue meaning

Pending in print Queue কি - Passport কবে পাব? - Print queue meaning

e Passport এর আবেদন করার পরে পাসপোর্ট এর অবস্থা দেখতে গেলে e Passport status check করার পরে নতুন কিছু শব্দ সামনে আসে। ঐ শব্দের সঠিক অর্থ না জানলে পাসপোর্ট কোথায় আছে তা জানা যায় না। Pending in printing queue তেমনি একটি স্ট্যাটাস। আজ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

E-passport pending in print queue
Pending in print queue epassport

{tocify} $title={Table of Contents}

Pending in printing queue

যখন e Passport status check করেন তখন Pending for printing লেখার নিচে ( আপনার নাম দিয়ে) Dear ---------, Your e-Passport is pending in printing queue. এমন ম্যাসেজ শো করে।

Pending in print queue passport status

Pending in print queue মানে কি?

সর্ব প্রথমে Queue শব্দের বাংলা অর্থ হল লাইন বা সারিবদ্ধ। In printer queue মানে, প্রিন্টিং লাইনে সারিবদ্ধ আছে এবং সর্বশেষ pending in print queue এর বাংলা অর্থ হল পাসপোর্ট টি প্রিন্টিং লাইনে সারিবদ্ধ ভাবে প্রিন্টের অপেক্ষায় আছে।

Passport printing process

ই পাসপোর্ট  Final Approval এর পরে অর্থাৎ পাসপোর্ট অফিসের পরিচালকের অথবা সহকারী পরিচালকের অনুমতির পরে পাসপোর্ট টি Pending in print queue অপশনে যায়। এখানে Passport Print হয়। পাসপোর্ট প্রিন্টিং হয়ে গেলে Printing Succeeded হয়ে পাসপোর্ট টি Quality Control চেক এর জন্য যায়। Passport Quality Control চেক করে সব কিছু ঠিক থাকলে e passport status পরিবর্তন হয়ে passport shipped অপশনে যায়।

ই পাসপোর্ট এর pending in print queue স্ট্যাটাস সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন / উত্তর

🌴Pending in print queue তে কত সময় লাগে?

e passport প্রিন্টিং এর সময় নির্ভর করে প্রিন্টিং মেশিন কত দ্রুত কাজ করছে এবং আপনার Passport printing সিরিয়ালে কত নাম্বারে আছে তার উপর। যদি Passport প্রিন্টিং এর চাপ বেশী থাকে এবং আপনার পাসপোর্ট টি সিরিয়ালে পিছিয়ে থাকে তবে পাসপোর্ট প্রিন্ট হতে দেরী হয়।

সাধারণত পেন্ডিং ইন প্রিন্টিং কিউ তে ৭ দিনের বেশী লাগে না। পাসপোর্ট এর চাপ কম থাকলে ৩/৪ দিনেও প্রিন্ট হয়ে  passport shipped এ চলে যায়।


🌴In printer queue মানে কি?

পাসপোর্ট টি প্রিন্টিং এ লাইনে সারিবদ্ধ ভাবে আছে প্রিন্ট এর উদ্দেশ্যে।

🌴Pending in print queue এর অর্থ কি?

Pending in print queue শব্দের অর্থ প্রিন্টিং এর জন্য লাইনে অপেক্ষায় আছে।

🌴Printer queue এর অর্থ কি?

Printing Queue অর্থ প্রিন্টং লাইনে।

🌴In printer queue এর পরের ধাপ কি?

e Passport এর In printer queue এর পরের ধাপ passport shipped

🌴Pending in print queue এর পরে পাসপোর্ট পেতে কত দিন লাগে?

আপনার Passport status check করে যদি Pending in print queue দেখায় এর অর্থ আর কোন ঝামেলা নেই, আগামী ৭/৮ দিনের মধ্যেই আপনার e passport টি হাতে পায়ে যাবেন।

আরো পড়ুনঃ ই পাসপোর্ট স্ট্যাটাস চেক এবং স্ট্যাটাস এর বাংলা অর্থ

এই আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনার প্রশ্নের যথাযত উত্তর দিতে চেষ্টা করব।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com

134 মন্তব্যসমূহ

  1. আমার পাসপোট ৯ দিন যাবত panding in print queue তে আটকে আছে এখন কি করনীয়

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট প্রিন্টে আছে। অনুগ্রহ করে অপেক্ষা করেন।

      মুছুন
    2. Sir Amar mrp passport theke e passport Korte dici 7/9/3/23 but akhono passport is pending in printing in queue dakhacce but delivery slip 1/10/23 deya ace akhon Amar passport Pete argent Pete ki koroniyo

      মুছুন
    3. এই মুহুর্তে জরুরী পাসপোর্ট হয়তো পাওয়া সম্ভব হবে না। তবে আপনি চাইলে পাসপোর্ট অফিসের AD র সাথে যোগাযোগ করতে পারেন। সে আপনাকে সঠিক পরামর্শ দেবে। আমার মতে আপনার একটু অপেক্ষা করা উচিৎ। আশা করি আগামী সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন।

      মুছুন
  2. আমার পাসপোর্টে ২০ দিন ধরে Pending in Print Queue আছে নরমাল ডেলিভারি ছিল ২১ দিনের মধ্যে কিন্তু আজকে ২১ দিন হয়ে গেল কোন আপডেট পাচ্ছি না নতুন এখন আমার কি করনীয় একটু জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট স্ট্যাটাস SMS দিয়ে চেক করেন। একই স্ট্যাটাস দেখায় তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
    2. Pending in print queue লেখা দেখার। এখন আর কয়দিন লাগবো পাসপোর্ট আমার হাতে আসতে। আমার পাসপোর্ট দেওয়ার তারিখ তারা দিছে ৩১ তারিখ আর আজকে ওইলো ২৯ তারিখ এখন কিতা করাবো ভাই

      মুছুন
    3. এই সপ্তাহে শেষে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। বুধ বৃহস্পতিবার নাগাদ

      মুছুন
  3. On the way of the local passport office. এই অবস্থায় আছে আমার পাসপোর্ট আমার পাসপোর্ট কি পুলিশ ভেরিফিকেশন হয়েছে। দয়া করে যানাবেন

    উত্তরমুছুন
  4. Amr passport pending of printing a ace toh Ami passport Pete ar koto din lagbe amr silp a deya ace 2/2/2023 dibe
    Plz reply

    উত্তরমুছুন
  5. passport deliveryKobe pabu Jana jabe

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জী, আপনার ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দেন। চেক করে জানিয়ে দিচ্ছি কবে পাসপোর্ট পাবেন।

      মুছুন
  6. আমার পাসপোর্ট পেনডিং ইন প্রিন্টিং এ আছে, কখন পাসপোর্ট টা পাবো

    উত্তরমুছুন
  7. amar passport pending is printing queue ache kobe pabo

    উত্তরমুছুন
  8. আমার আগের পাসপোর্টে ডট ছিল না Md এখন নতুন পাসপোর্টে ডট আসছেMD. এটা এটা ভিসা পেতে কোন সমস্যা হবে।আমার NID ও সাটিফিকেটে ডট আছে MD.

    উত্তরমুছুন
  9. Vai express delivery te passport online a apply korlea ktobdin lagey passport paite

    Akn passport te pending in quere te ase..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Xpress ডেলিভারি তে ৭ কর্ম দিবস এর মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। (সরকারি ছুটির দিন বাদে ৭ দিন)

      মুছুন
  10. আমার পাসপোর্ট প্রিন্টিং কিউ তে আছে। কিন্ত ডেলিভাড়ি ডেট ২ এপ্রিল। আমি কি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করব, আমারটা দিবে কিনা। নাকি অনলাইন স্ট্যাটাস চেক করে এস এম্বেস এর জন অপেক্ষা করে যাব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু এখনো প্রিন্টার দেখাচ্ছে তাহলে আপনি আগামীকাল গিয়ে পাসপোর্ট পাবেন না। যেদিন স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স লেখা আসবে সেদিন অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।

      মুছুন
    2. আমার পাসপোর্টের দেবার তারিখ হলো 07/08/2023. কিন্তু এখনো pending for print Quite দেখায় কী করবো এখন

      মুছুন
    3. প্রিন্টিং কিউ থেকে পাসপোর্ট পেতে ৩/৪ দিন লাগবে।

      মুছুন
  11. AMR PASSPORT AJ 15 DIN SHEPPD DEKHAI KNO???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্ত আপনার পাসপোর্ট অফিস এখনো বই গুলো রিসিভ করেনি। আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  12. আমার পাসপোর্টটি এই মাসের ৪ তারিখে ডেলিভারি দেওয়ার কথা। সঠিক সময়ে কি পাবো?
    OID1013118902

    উত্তরমুছুন
  13. আমার পাসপোর্ট কোথায় আছে চেক করে দিতে পারবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দেন। চেক করে জানিয়ে দিচ্ছি।

      মুছুন
  14. ১০ দিন ধরে প্রিন্ট পেন্ডিং দেখাচ্ছে কি করনীয়?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিন্টে অনেক চাপ যাচ্ছে। আশাকরি আগামী সপ্তাহে পাসপোর্ট ডেলিভারির জন্যে প্রস্তুত হয়ে যাবে। এ ক দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

      মুছুন
  15. Sir ami dhaka thaki kintu amar police verification amar geramer bari hoiche 9 tharikh kintu amar e-passport er status er ekhono pending sb police clearance dekhay keno. Ar amar e-passport kobe pabo ektu janabe.
    4000000807190 Application ID
    04/04/2001 Date of birth

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে ৭/১০ দিনের মধ্যেই পাসপোর্ট পাবেন। সরকারি ছুটির কারনে অনেক কাজ দেরিতে হচ্ছে। চিন্তা করার কিছু নেই।

      মুছুন
  16. আমার Application ID: 4000-000824836, Date of Birth: 10 March 2000. পাসপোর্ট টি কবে পেতে পারি?

    উত্তরমুছুন
  17. Hello brother
    my id -4104000080149
    date of birth 01-01-83
    I need the pass port within two days. How can I provide it

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট এখন প্রিন্টিং হওয়ার জন্য সিরিয়ালে আছে। এই অবস্থা থেকে পাসপোর্ট ডেলিভারি পেতে ৫/৭ দিন লেগে যাবে।

      ২ দিনে ডেলিভারি পেতে পাসপোর্ট অফিসের AD র সাথে কথা বলেন। আশাকরি সে আপনাকে কোন পথ বলে দেবে।

      মুছুন
  18. সালামালাইকুম আমার পাসপোর্ট ে ডাবল ফিগার এবার সমাধান করে দেয়া যাবে পাসপোর্ট টা নিয়ে খুব সমস্যায় আছি আমি দেড় বছর ধরে আমার পি ডাবল ফিঙ্গার আমার পাসপোর্ট করছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সরি, এই ধরণের সমস্যার সমাধান আমরা করতে পারি না।

      মুছুন
  19. আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি, আমার পাসপোর্ট প্রিন্টিং কিউই তে আছে চার থেকে পাঁচ দিন যাবত এখন আমি কয়দিন পর পেতে পারি এবং আর কয়টি দাফবাকি রয়েছে ? অনগ্রনুগ্রহপূর্বক জানাবেন প্লিজ ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এর পরে দুইটি ধাপ আছে পাসপোর্ট হাতে পেতে। ১ শিপড, ২ রেডি ফর ইসুরেন্স।
      যেহেতু বই ঢাকা থেকে প্রিন্ট হয়ে সৌদি যাবে সেহেতু আরও ১০/১৫ দিন লাগতে পারে আপনার কাছে পৌঁছাতে।

      মুছুন
  20. Ami finger diyesi 16/4/2023
    Ekhono Amar passport Pending in Print Queue dekhache keno

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং এর জন্য সারিবদ্ধ কয়া আছে। দ্রুতই প্রিন্ট হবে।

      মুছুন
    2. Ami April 03 fingerprint diyesi- Akhono same show kortese.

      মুছুন
  21. Pending in Print Queue 10 din dore ase Kobe asbe Amar passport

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিন্টি ইন কিউ তে এতো দিন থাকে না সাধারণত। এখন এই অবস্থায় অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে এই সপ্তাহে যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় আপনার এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

      মুছুন
  22. স্বামীর নাম এবং শিশুদের পিতার নাম কি পরিবর্তন করা যাবে এবং কত টাকা খরচ হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্বামী কে ডিভোর্স দিলে স্বামীর নাম পরিবর্তন করা যায়। তবে কোন বাচ্চার পিতার নাম চেঞ্জ করা যায় না। ( যদি কারো নামে অল্প পরিমাণ চেঞ্জ হয় এটা সংশোধন করা যায়। যেমন নামের আগে মোঃ নেই আগের পাসপোর্টে , ই পাসপোর্ট করার সময় সেটা সংশোধন করা যায়। )
      ই পাসপোর্ট ফি বা সরকারী খরচ এখানে দেখুন।

      মুছুন
  23. আমার পাসপোর্ট টি প্রিন্টার কিউই তে আছে। কতদিন পর পাব?আমার খুব আর্জেন্ট দরকার।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই অবস্থা থেকে পাসপোর্ট পেতে ৪/৫ দিন মত লাগতে পারে। এর আগে পাসপোর্ট দরকার হলে অফিসের AD র সাথে যোগাযোগ করেন।

      মুছুন
  24. E-passport er SMS diye status check kivabe korbo ektu bolben kindly? What to write and which number to send? MPR (Digits) likhe 6969 a dile wrong dekhay. E-passport er SMS check option ta janaben plz

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. EPP ডেলিভারি স্লিপ নাম্বার এবং পাঠাবেন 16445 এ।

      বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট এর হোম পেজে গিয়ে দেখুন "ই পাসপোর্ট চেক ৫ টি সহজ পদ্ধতিতে - e passport check online " নামে একটা আর্টিকেল আছে। সেখানে বিস্তারিত জানতে পারবেন।

      মুছুন
  25. আমি পাসপোর্ট নতুন করতে দিছি কিন্তু আমার নামে পাসপোর্ট আছে বলছে এখন আমি পাসপোর্ট কতো দিনে পেতে পারি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার নামে যদি পাসপোর্ট থাকে তবে এই মুহুর্ত পাসপোর্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে?

      বিস্তারিত জানিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন।

      মুছুন
  26. Assalamualaikum
    My enrolment I'd no BHR100000336461
    Please check my status, if I need urgent what should I do?

    উত্তরমুছুন
  27. উত্তরগুলি
    1. ভুল দেখাচ্ছে। সব কিছু ঠিক আছে?
      আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন।

      মুছুন
  28. Amar e passport ti pending in print que te ace Kobe pabo bolte paren
    Amar last date 30-5-23

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী সপ্তাহের শেষ নাগাদ অথবা পরের সপ্তাহের শুরুতে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  29. Amar passport panding print quice ache kobe phabo

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পেন্ডিং প্রিন্টিং কিউ থেকে পাসপোর্ট ডেলিভারি পেতে ৭/১০ দিন লাগবে।

      মুছুন
  30. আমার পাসপোর্ট টা কবে পাব একটু জানাবেন প্লিজ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ লিখে আমাদের ফেসবুক পেজে এ ম্যাসেজ করেন।

      মুছুন
  31. amr passport print in queue te asche . Express delivery.koto din er moddhe pete pari ektu bolben?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী ৩/৫ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন আশাকরি।

      মুছুন
  32. sir, amr passport 24 may theke print queue ache, delivery date 11 june.ami kobe hate pete pari? NO: 4116-000316976 DOB: 23/01/1989

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি ডেলিভারি ডেট এর আগের পাসপোর্ট পেয়ে যাবেন আশাকরি। মাঝে মাঝে চেক করবেন, যখন স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স দেখায় তাহলে আপনি অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন।

      মুছুন
  33. আমার পাসপোর্ট গত দুইদিন ধরে পেন্টিং ইনকিউ দেখাচ্ছে। আমার এক্সপ্রেস ডেলিভারি। তাহলে এখনো কত সময় নিতে পারে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই সপ্তাহে শেষে অথবা আগামী সপ্তাহের প্রথমেই পাসপোর্ট হাতে পাবেন।

      মুছুন
  34. আমার পাসপোর্ট গত দুই দিন ধরে পেন্ডিং ইন প্রিন্ট কিউ দেখাচ্ছে। আমার পাসপোর্ট নরমাল ডেলিয়ভারি ডেট ৩১সে মে।আমি পাসপোর্ট টি কবে পেতে পারি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি ৩১ তারিখে পাসপোর্ট পাবেন না। আগামী ৪/৫ তারিখে পাসপোর্ট পেতে পারেন।

      মুছুন
  35. আমার পাসপোট ডেলিভারী টাইম গত ২৮ তারিখ..২৪ তারিখ পুলিশ ভেরিফিকেশন ওকে ও হয়ে যায়..কিন্তুু পাসপোট এখনো প্রিন্টিং এ আছে৷

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেহেতু আপনার পাসপোর্ট এখন প্রিন্টিং দেখাচ্ছে সেহেতু আগামী ৬/৭ দিন পরে পাসপোর্ট ডেলিভারি পাবেন।

      মুছুন
  36. Showing status "Pending in print Queue" since 28-05-2023. Tentative delivery date 18-06-2023. Is there any chance to get passport before 18th?

    উত্তরমুছুন
  37. amar pasport er delivery date chilo 05/07/2023 kintu aj 4/5 din dore printing queue dekhacce kobe pabo passport . 4235-000145286 date of birth 05/08/ 2002 .thanks

    উত্তরমুছুন
  38. Amar passport 2 din dore passport sipped dekhay. Kobe pabo passport .

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বুধ বৃহস্পতিবার নাগাদ পেয়ে যাবেন পাসপোর্ট।

      মুছুন
  39. Your e-Passport is pending in printing queue.

    তার মানে আমি কতোদিন পরে আমার পাসপোর্ট টি হাতে পাবো?

    উত্তরমুছুন
  40. Vhi Amar delivery date cilo 16 tarik akn o penting e .Ami kkn passpoart hate pabo.

    4006-000393874

    20/01/2005

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. চিন্তা করার কিছু নেই। আপনি এই সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি পাবেন।

      মুছুন
  41. amar passport express delivery te diyechilam . last week 19 july dewar kotha chilo,ajke giye bolar por pending approval ta pending for printing queue ache.amar khub emergency chilo bole express diyeo ekhno painai.
    kobe pabo kno idea ache???

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী ৩/৪ দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট অফিসের অবহেলার কারনে সময় মতো আপনার পাসপোর্ট টি পেলেন না।

      মুছুন
  42. আর্জেন্ট পাসপোর্ট এর জন্য যারা আবেদন করে থাকে। তারা কবে নাগাদ হাতে পায়? দয়া করে একটু জানাবেন।
    ডেলিভারি স্লিপে লিখা আছে আগস্ট এর ২ তারিখ। আজ ১ দিন এর বেশি হয়ে যাচ্ছে, এখনো Printing Qeue দেখাচ্ছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পুলিশ রিপোর্ট দেরি হওয়ার কারণে পাসপোর্ট ডেলিভারি দেরি হচ্ছে। আপনার পাসপোর্ট আগামী সপ্তাহের প্রথমে পেয়ে যাবেন।

      মুছুন
  43. একসাথে পুলিশ ভেরিফিকেশন করলাম দুইজন এক জনের টা শিপড দেখাচ্ছে আরেকটা এখনও পেন্ডিং বুজলাম না😑😑

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যেটা পেন্ডিং সেই টার রিপোর্ট এখনো পাসপোর্ট অফিসে পৌছায়নি। পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করেন।

      মুছুন
  44. এক সাথে সবকিছু করলাম আমারটা পেন্ডিং ইন প্রিণ্ট দেখাচ্ছে অন্যটা শিপ্ড হয়ে গেছে।৮ দিন যাবত পেন্ডিং

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কারো কারো এমন হয়। কিন্ত কি কারনে এতো দিন ধরে প্রিন্টিং এ থাকে তার সঠিক উত্তর জানি না ভাই। আপনি পাসপোর্ট করল সেন্টার এ কথা বলতে পারেন।

      মুছুন
  45. Kobe pabo passport
    4235-000153964
    Date of birth:22/12/1997

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং এ আছে। এমন অবস্থা থেকে পাসপোর্ট ডেলিভারি হতে ৫/৭ দিন লাগে।

      মুছুন
  46. আমি ই-পাসপোট করতে দেয়েছি ২২ তারিখে আর ডেলিভারিতে ৩১ তারিখ দেওয়া আছে কিন্তু আমার পাসপোর্ট টি পেন্টিং আছে এখনো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ৩১ তারিখে পেয়ে যাবেন আশা করি। যদি ঐ দিন পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স স্ট্যাটাস না দেখায় তবে পরের রবি সোম বারে পাসপোর্ট পাবেন।

      মুছুন
  47. vai ami emargency passport kortechi.. stutus a print a dekhay.. 3din hoilo print a ache. r koto din lagte pare vai aktu bolben

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রিন্ট হতে ৩/৪ দিনের বেশি লাগার কথা না। বৃহস্পতিবার পাসপোর্ট পেতে পারেন। তবে না পেলে রবি অথবা সোমবার।

      মুছুন
  48. স্যার এখন শুনতেছি sent for rework পাসপোর্ট বইগুলো সমাধান করা হচ্ছেনা কথাগুলো কি সত্য জানাবেন৷ কোন উপাই আছে কি স্যার?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Sent for Rework আসলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। অবশ্যই এই সমস্যা হলে দ্রুত সমাধান করা হয়, আবেদন কারি পাসপোর্ট অফিসে যোগাযোগ না করলে ঐ অবস্থায় পরে থাকে সারাজীবন। Passport status "Sent for rework" আসলে আবেদন কারি কে অফিসে যেতে হবে।

      মুছুন
  49. আমার NID কার্ডে এবং সার্টিফিকেটে নাম AL-AMIN HOSEN আসছে।আমি আমার এই দুটো দিয়েই আমার পাসপোর্ট বানাতে দিয়েছি।কিন্তু পাসপোর্ট ডেলিভারি স্লিপে নাম আসছে AL AMIN HOSEN এখন আমার প্রশ্ন হচ্ছে আমার AL এর পরে (-) এই অক্ষরটা আসেনি এতে কি আমার পরবর্তীতে ভিসা বা অন্য কোনো কাজে সমস্যা হবে কিনা? দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ই পাসপোর্টে (-) দেওয়া নিষেধ আছে। এর জন্য ভিসা পেতে কোন সমস্যা হবে না। এ নিয়ে চিন্তা করার কিছু নেই।

      মুছুন
  50. আমার পাসপোর্ট টি ১৭/০৭/২০২৩ তারিখে বানাতে দিয়েছি।ডেলিভারি স্লিপে Tentative collection Date লেখা আছে ১০/০৮/২৩ এদিকে স্টাটাসে লেখা আসে Pending in print queue.এখন আমার পাসপোর্টটি হাতে পেতে কতোদিন সময় লাগতে পারে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার পাসপোর্ট প্রিন্টিং এ আছে, এখন থেকে পাসপোর্ট ডেলিভারি পেতে ৫/৭ দিন সময় লাগবে।

      মুছুন
  51. আমি ২১/৮/২০২৩ এ বানাতে দিছি
    tentative collection date 12/9/2023 আমার গত ৭দিন দরে প্রিন্ট এ আছে তাহলে কবে পাবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাবেন। অনেক বেশি পাসপোর্ট প্রিন্টিং এর জন্য আছে তাই একটু দেরি হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ হতে।

      মুছুন
  52. উত্তরগুলি
    1. ভাই আপনার ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখটি লিখে আমাদের ফেসবুকে ম্যাসেজ দেন। চেক করে জানিয়ে দেব।

      মুছুন
  53. ই পাসপোর্ট দেশের বাইরে থেকে সংশোধন করা যাবে কি ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ যাবে। তবে বড় ধরনের তথ্য সংশোধন থেকে দূরে থাকবেন। কারন এর ফলে যে দেশে আছেন সেখানের ভিসা তে কোন ইফেক্ট পরে কি না সেটা আগে যাচাই করে নিবেন।

      মুছুন
  54. Ami goto 29/8/23 e express epassport er jonno dici kintu aaj besh koekdin dhore pending in print queue dekhacche, delivery tarikh holo 10/9/23 , passport kobe pete pari?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই সপ্তাহে পাসপোর্ট পেয়ে যাবেন। কিছু দিন ধরে প্রিন্টিং এ একটু বেশি সময় লাগছে। আশা করি আগামী ৩/৪ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।

      মুছুন
  55. আমি গতো 17/08/23 তারিখে পাসপোর্ট করতে দিয়েছি।গতো রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত শুধু Pending in print queue দেখাচ্ছে। আমার পাসপোর্ট কবে পাবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বর্তমানে পাসপোর্ট প্রিন্ট হতে একটু দেরী লাগছে। আশা করা যায় এই সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতিবার পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আগামী সপ্তাহের প্রথম দিকে পাসপোর্ট পাবেন।

      মুছুন
  56. Pending in print queue ase passport, er poreo ki ar kono vul dhore atke jete pare passport?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, এখন আপনি চিন্তা মুক্ত। আপনারা পাসপোর্ট দ্রুতই রেডি হয়ে যাবে।

      মুছুন
  57. স্যার কয়েক দিন ধরে আমার পাসপোর্ট পেন্ডিং ইন পিন্ট কুয়িন দেখাচ্ছে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই সপ্তাহে শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন।

      মুছুন
  58. আমার নামের মধ্যে হাইপেন আছে এবং আমার সকল সার্টিফিকেট এবং ভোটার আইড়ি কার্ড ও হাইপেন আছে এখন কি আমি পাসপোর্ট এ হাইপেন ব্যবহার করতে পারবো নাকি অন্য কোন পথ অবলম্বন করতে হবে। পরামর্শ চাচ্ছি? পরামর্শ দিয়ে সহায্য কবরেন আশাকরি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট এ হাইপেন দেওয়ার নিয়ম নেই।
      তবে যদি আপনার সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট নিতে চান তবে তবে আবেদন করার আগে অফিসে গিয়ে কথা বলবেন। যদি তারা বলে সার্টিফিকেট অনুসারে পাসপোর্ট দেওয়া হবে তাহলে আবেদন করবেন।

      মুছুন
  59. ইতালি বা ফ্রান্স থেকে কি আমি আমার ই পাসপোর্ট এর বয়স সংশোধন করতে পারবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ পারবেন।
      তবে পাসপোর্ট সংশোধন করলে ঐ সকল দেশে ভিসা সংক্রান্ত কোন সমস্যা হবে কি না তা জেনেই সংশোধন করা উচিৎ। অনেকের বয়স সংশোধন করার কারনে ভিসা তে সমস্যা হয়েছে এমন তথ্য জেনেছি।

      মুছুন
  60. আমার পাসপোর্ট বই হয়ে গেসে দেকসি হাতে আসতে কতদিন লাগবে

    উত্তরমুছুন
  61. গত ৪/৫ দিন যাবত প্রিন্টিং সারিতে দেখাচ্ছে কবে পেতে পারি এটার একটা সম্ভাব্য তারিখ বলতে পারলে উপকৃত হতাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আগামী সপ্তাহের শেষে পাসপোর্ট পেতে পারেন।

      মুছুন
  62. Name-ELIASH DARJI
    OID1023480432
    Birth certificate -1 OCTOBER 2002
    End Date- 17 September 2024

    ১ মাস যাবৎ পেন্ডিং আছে (Pending in print Queue)
    কবে পাব এইটা?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো দিন পেন্ডিং প্রিন্টিং থাকে না। আপনি অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন