ঝিনাইদহ পাসপোর্ট অফিস | Jhenaidah Passport Office - Phone Number
ঝিনাইদহ পাসপোর্ট অফিস টি Jhenaidah District এর একমাত্র আঞ্চলিক পাসপোর্ট অফিস। Jhenaidah Passport Office এই জেলার ৬ টি উপজেলার ১৭ লাখ ৭১ হাজারের বেশী মানুষের পাসপোর্ট সম্পর্কিত সেবা দিয়ে আসছে।
Regional Passport Office, Jhenaidah |
২৩ ফেব্রুয়ারী ১৯৮৪ সালে ৭৫৮.৬০ বর্গমাইলের ঝিনাইদাহ জেলার জন্ম হয়, এর আগে এটি বৃহত্তর যশোর জেলার অন্তর্গত ছিলো। ঝিনাইদাহ জেলা প্রতিষ্ঠার আগে এবং কিছু দিন পর পর্যন্ত পাসপোর্ট কার্যক্রম পরিচালনা হতো যশোর পাসপোর্ট অফিস থেকে এর পরে Jhenaidah DC Office থেকে হাতে লেখা পাসপোর্ট এবং তার কিছু দিন পরে লক্ষীকোল নামক স্থানে ভাড়া বাসায় MRP Passport ইস্যু করা দিয়ে আলাদা অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়।
বর্তমানে Passport Office Jhenaidah এর স্থায়ী এবং নিজেস্ব ভবনে পাসপোর্ট সেবা দিচ্ছে। এই মুহুর্তে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইদহ তে e Passport কার্যক্রম চালু আছে।
ঝিনাইদহ পাসপোর্ট অফিস |
ঝিনাইদহ পাসপোর্ট অফিস লোকেশন - Jhenaidah Passport Office Location
লক্ষিকোল , নতুন কোট পাড়া , ঝিনাইদহ
Passport Office টি ঝিনাইদহ জেলার নতুন কোট পাড়ার লক্ষিকোল নামক স্থানে অবস্থিত। Jhenaidah DC Office থেকে যে রোড টি হরিণাকুন্ডু'র দিকে যায় ঐ দিকে ১০০ থেকে ২০০ গজ দূরে ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পাশেই ঝিনাইদহ পাসপোর্ট অফিস।
যারা হরিণাকুন্ডু'র দিক থেকে আসবেন তারা ঝিনাইদহ শহরে প্রবেশের আগেই পাসপোর্ট অফিস পেয়ে যাবেন। অন্যদের Jhenaidah DC Office অফিসের সামনে থেকে সহজেই আসতে পারবে।
ঝিনাইদহ পাসপোর্ট অফিস যোগাযোগ - Jhenaidah Passport Office Contact
Phone Number: 01733-393 366
Email: rpojinaidaha@passport.gov.bd
Website: http://passport.jhenaidah.gov.bd
Jhenaidah passport office location in Google maps
Jhenaidah passport office পাসপোর্ট ফি কালেকশন বুথ / ব্যাংকঃ
ঝিনাইদহ পাসপোর্ট অফিসের সামনে কোন ব্যাংক নেই, আপনাকে পাসপোর্ট ফি শহরের যে কোন ব্যাংক থেকে প্রদান করে রসিদ নিয়ে অফিসে যেতে হবে।
আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইদহ এর তালা ভিত্তিক রুম পরিচিতিঃ
এক নজরে দেখে নিন কোন রুমে কি কাজ হয় , AD স্যার কোন রুমে বসে, কোথায় পাসপোর্ট আবেদন জমা দিতে হয়।
💢 নীচ তালাঃ
পাসপোর্ট অফিসে করেই সামনে পাবেন ওয়েটিং রুম, যেখানে পাসপোর্ট সেবা গ্রহণকারীগণ অপেক্ষা করতে পারবেন।
অপেক্ষার স্থানেই পাবেন পরামর্শ কেন্দ্র। যেখানে একজন অফিসার পাসপোর্ট সম্পর্কিত তথ্য প্রদান করে।
👉 ১০১ নং রুমঃ আবেদন পত্র জমা দেওয়া হয় ১০১ নং রুমে এবং প্রাথমিক তথ্য যাচাই বাছাই করা হয়।
👉 ১০২ নং রুমঃ ১০২ নং রুম টি বায়ো-এনরোলমেন্ট এর জন্য, এখানে আবেদনকারীর সকল তথ্য অফিসের কম্পিউটারে ইনপুট দেওয়া হয় এবং ব্যাক্তির ফিঙ্গার মিলিয়ে দেখা হয় জাতীয় পরিচয়পত্রের ডাবেজের সাথে।
👉 ১০৩ নং রুমঃ এই রুমে আবেদনকারী ছবি তোলা হয় , ফিঙ্গার এবং চোখের আইরিশ স্ক্যান করা হয়। এবং এনরোলমেন্ট এর কাজ শেষে পাসপোর্ট আবেদনকারী কে পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেওয়া হয়।
বিঃদ্রঃ নীচ তালা তে সাধারনের ব্যাবহারের জন্য বাথরুম আছে।
💢 ২য় তালাঃ
অফিসের ২য় তালা তে সহকারী পরিচালকের রুম সহ গুরুত্বপূর্ন কিছু অফিসারের বসার রুম।
👉 ২০১ নং রুমঃ AD স্যারের রুম। ঝিনাইদহ পাসপোর্ট অফিসের সর্বময় ক্ষমার অধিকারী অর্থাৎ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পরিচালক।
👉 ২০২ নং রুমঃ AD স্যারের সহকারী কর্মকর্তা বসেন এই রুমে।
👉 ২০৩ নং রুমঃ পেমেন্ট শাখা
👉 ২০৪ নং রুমঃ নোটিং শাখা
👉 ২০৫ নং রুমঃ ডেসপাস শাখা
👉 ২০৬ নং রুমঃ সংরক্ষিত
👉 ২০৭ নং রুমঃ হিসাব শাখা
👉 ২০৮ নং রুমঃ সার্ভার রুম যেখানে সাধারনের প্রবেশ নিষিদ্ধ।
ঝিনাইদহ পাসপোর্ট অফিসের খোলা এবং ছুটির দিনঃ
Jhenaidah passport office Opening Hours:
- রবিবারঃ 9:00 AM - 5:00 PM
- সোমবারঃ 9:00 AM - 5:00 PM
- মঙ্গলবারঃ 9:00 AM - 5:00 PM
- বুধবারঃ 9:00 AM - 5:00 PM
- বৃহস্পতিবারঃ 9:00 AM - 5:00 PM
- শুক্রবারঃ Closed
- শনিবারঃ Closed
বিঃদ্রঃ সরকারী ছুটির দিন বাদে রবি থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে। বর্তমানে অফিস টাইম সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
ঝিনাইদহ পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমঃ
বর্তমানে Jhenaidah passport office এ e Passport সেবা চালু আছে। MRP Passport কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সাধারণ এবং জরুরী পাসপোর্ট সেবা প্রদান করে এই পাসপোর্ট অফিস।
নতুন ই পাসপোর্ট এর আবেদন গ্রহণ
MRP টু E Passport
পাসপোর্ট রি ইস্যু
পাসপোর্ট এর ভুল সংশোধন
হারিয়ে যাওয়া পাসপোর্ট এর আবেদন গ্রহণ
সহ সকল প্রকার পাসপোর্ট সম্পর্কিত সেবা প্রদান করে Regional Passport Office, Jhenaidah
পাসপোর্ট অফিসের পরিবেশঃ
ঝিনাইদহের পাসপোর্ট অফিস টি অনেক টা গ্রাম্য এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত। আশে পাশে মাঠ সহ প্রচুর গাছ আছে। অফিস টি সুন্দর এবং সাজানো গোছানো।
পাসপোর্ট অফিসের সামনে দোকান সমূহঃ
অফিসের সামনে কম্পিউটারের দোকান, চা এর দোকান সহ অল্প সংখ্যক দোকান আছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝিনাইদহ সম্পর্কে প্রশ্ন / উত্তর
ঝিনাইদহ পাসপোর্ট অফিস কোথায়?
Jhenaidah passport office টি DC Office To হরিনাকুন্ডু রোডের লক্ষিকোল নামক স্থানে অবস্থিত।
ঝিনাইদহ পাসপোর্ট অফিসের ফোন নাম্বার?
Jhenaidah passport office phone number 01733-393 366
প্রতিটি জেলার পাসপোর্ট অফিসের মতোই Jhenaidah passport office সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হল। আশা করি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইহদ সম্পর্কে এক নজরে সব তথ্য দেখে নিয়েছেন।
তথ্যসূত্রঃ Google Map, dip.gov.bd, Jhenaidah District web portal, আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইদহ স্বচক্ষে দেখা etc
আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ
ePassport-bd.com