পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৩ - Passport office holiday bd

পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৩ - Passport office holiday bd

পাসপোর্ট অফিস ছুটির তালিকা ২০২৩, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী এক আদেশের মাধ্যমে পাসপোর্ট অফিস সহ সকল সরকারি অফিসের ছুটির তালিকা প্রকাশ করেছে ২০২৩ সালের জন্য। বাংলাদেশ সরকারের সিধ্যান্ত অনুযায়ী সকল সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা  স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকলেই নিচে দেওয়া সরকারি ছুটির তালিকা ২০২৩ অনুসরণ করবে।

 ছুটির তালিকা 2023

ছুটির দিনে পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে পাসপোর্ট অফিসের সময়সূচী অনুযায়ী কাজ শুরু হবে। নিচে পাসপোর্ট অফিস বন্ধের দিন দেওয়া হল।

পাসপোর্ট অফিসের ছুটির তালিকা ২০২৩

১৪ দিন সাধারণ ছুটি থাকবে ২০২৩ সালে। জাতীয়দিবস, ইদ, পূজা, বড় দিন, বুদ্ধ পূর্ণিমা সহ সাধারণ ছুটি থাকবে ১৪ দিন।

২১ ফেব্রুয়ারি - মঙ্গলবার - শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ১ দিন

১৭ মার্চ - শুক্রবার - জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস - ১দিন

২৬ মার্চ - রোববার - স্বাধীনতা ও জাতীয় দিবস - ১ দিন

২১ এপ্রিল- শুক্রবার - জুমাতুল বিদা - ১ দিন

২২ এপ্রিল - শনিবার - ঈদুল ফিতর - ১দিন

১মে - সোমবার - মে দিবস - ১দিন

৪মে - বৃহস্পতিবার - বুদ্ধপুর্ণিমা* - ১দিন

২৯ জুন - বৃহস্পতিবার - ঈদুল আজহা* - ১দিন

১৫ আগস্ট - মঙ্গলবার - জাতীয় শোক দিবস - ১ দিন

৬ সেপ্টেম্বর - বুধবার - শুভ জনাষ্টমী* - ১দিন

২৮ সেপ্টেম্বর - বৃহস্পতিবার - ঈদে মিলাদুন্নবী সা. - ১দিন

২৪ অক্টোবর - মঙ্গলবার - দুর্গাপুজা (বিজয়া দশমী) - ১দিন

১৬ ডিসেম্বর - শনিবার - বিজয় দিবস - ১দিন

২৫ ডিসেম্বর - সোমবার - বড়দিন - ১দিন

বিঃদ্রঃ * ( স্টার) চিহ্ন দেওয়া ছটি চাঁদ দেখার উপর নির্ভর করবে। তাই ছুটির দিন আগে/পিছে হতে পারে। 


বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা ২০২৩

সরকারি ছুটির তালিকা ২০২৩ এ বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকছে ২০২৩ সালে। 

৮মার্চ - বুধবার - শবে বরাত - ১দিন

১৪ এপ্রিল - শুক্রবার - পয়লা বৈশাখ - ১দিন

১৯ এপ্রিল - বুধবার - শবে কদর - ১দিন

২১ও ২৩ এপ্রিল - শুক্র ও রোববার - ঈদুল ফিতর* - ২দিন

২৮ ও ৩০ জুন - বুধ ও শুক্রবার - ঈদুল আজহা* - ২দিন

২৯ জুলাই - শনিবার - আশুরা - ১দিন

বিঃদ্রঃ * ( স্টার) চিহ্ন দেওয়া ছটি চাঁদ দেখার উপর নির্ভর করবে। নির্বাহী আদেশে ইদের আগের দিন এবং পরের দিন সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। ইদের দিন সহ প্রতি ঈদে ৩ দিন ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা ২০২৩
সরকারি ছুটির তালিকা ২০২৩

ইসলাম ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি

ইসলাম ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি শব-ই মিরাজ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, আখেরি চাহার সোম্বা, ফতেহা ই ইয়াজদাহম


হিন্দু ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি

হিন্দু ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি শ্রী শ্রী সরস্বতী পূজা, শ্রী শ্রী শিবরাত্রি , দোলযাত্রা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস,মহালয়া, শ্রী শ্রী দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা।


খ্রিষ্টান ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি

খ্রিষ্টান ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি ইংরাজি নববর্ষ, ভস্ম বুধবার, পুন্য বৃহস্পতিবার, পূন্য শুক্রবার, পূন্য শনিবার, ইস্টার সানডে, বড় দিন।


বৌদ্ধ ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি

বৌদ্ধ ধর্মালম্বীদের ঐচ্ছিক ছুটি মাঘী পূণিমা, চৈত্র সংক্রান্তি, মধু পূর্ণিমা, প্রবারণ মূর্ণিমা


সরকারি ছুটির তালিকা ২০২৩ PDF  টি ডাউলোড করে কাছে রেখে দিতে পারেন। 

উপরের উল্লেখিত ছুটির দিনে  দেশের সকল পাসপোর্ট অফিসও বন্ধ থাকবে, তাই পাসপোর্ট সেবা পেতে সরকার নির্ধারিত ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদে বাকি দিন গুলো তে পাসপোর্ট অফিসে আসতে পারবেন।

FAQ - পাসপোর্ট অফিস সম্পর্কিত প্রশ্ন / উত্তর

শনিবার কি পাসপোর্ট অফিস খোলা থাকে ?

না, শনিবার পাসপোর্ট অফিস বন্ধ থাকে।


পাসপোর্ট অফিস কয়টা পর্যন্ত খোলা থাকে?

পাসপোর্ট অফিস সাধারণত বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। তবে কাজের চাপ থাকলে একটু বেশী সময় খোলা রাখা হয় কখনো কখনো।


পাসপোর্ট অফিস খোলার সময়

পাসপোর্ট অফিস খোলা হয় সকাল ৯ টায় এবং কার্যক্রমন শুরু হয় ৯ঃ১৫ থেকে।


পাসপোর্ট অফিস কবে বন্ধ থাকে

পাসপোর্ট অফিস শুক্র এবং শনিবার বন্ধ থাকে এবং সরকার কতৃক ঘোষিত ছুটির দিনেও বন্ধ থাকে।


পাসপোর্ট অফিসের কার্যক্রম

পাসপোর্ট অফিস কার্যক্রম 9 AM থেকে 5 PM পর্যন্ত চলে।


পাসপোর্ট অফিসের সময়সূচী

  • Sunday: 9:00 AM - 5:00 PM
  • Monday: 9:00 AM - 5:00 PM
  • Tuesday: 9:00 AM - 5:00 PM
  • Wednesday: 9:00 AM - 5:00 PM
  • Thursday: 9:00 AM - 5:00 PM
  • Friday: Closed
  • Saturday: Closed


সর্বপরি পাসপোর্ট অফিস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে মানুষের ( পাসপোর্ট অফিস ছুটির তালিকা, পাসপোর্ট অফিস ছুটি, পাসপোর্ট অফিস কি বন্ধ, পাসপোর্ট অফিস কি খোলা, এখন কি পাসপোর্ট অফিস খোলা আছে, পাসপোর্ট অফিস কবে খুলবে,পাসপোর্ট অফিস খোলা না বন্ধ ) এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই আর্টিকেল এ। এখন থেকে প্রতি বছরেই এই লেখাটা টি সরকারি ছুটির দিনের সাথে সাথে আপডেট করা হবে। 2023, 2024, 2025 এই ভাবে আপডেট পাবেন।

পাসপোর্ট অফিসের ছুটির দিন সম্পর্কে এবং পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন। আমরা অতিদ্রুত আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
epassport-bd.com

74 মন্তব্যসমূহ

  1. ০১/০১/২০২৩প্রথম দিন কি পাসপোর্ট অফিস খোলা থাকবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, আগামীকাল ১ তারিখ পাসপোর্ট অফিস খোলা থাকবে।

      মুছুন
  2. ধন্যবাদ পাসপোর্ট অফিসের ছুটির তালিকা দেওয়ার জন্য।

    উত্তরমুছুন
  3. ২৬ জানুয়ারি,২০২৩ পাসপোর্ট অফিস বন্ধ নকি খোলা?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২৬ তারিখ পাসপোর্ট অফিসে খোলা থাকবে। পূজার ছুটি ঐচ্ছিক

      মুছুন
  4. আজ কি পাসপোর্ট অফিস খোলা আছে?

    উত্তরমুছুন
  5. বৃহস্পতিবার,, খোলা থাকে অফিস

    উত্তরমুছুন
  6. শবে মেরাজে কি পাসপোর্ট অফিস বন্ধ থাকবে

    উত্তরমুছুন
  7. শবেবরাতের খোলা থাকবে। 8thrik ka

    উত্তরমুছুন
  8. ৮মাচ কি খুলা নাকি বন্ধ

    উত্তরমুছুন
  9. পাসপোর্ট অফিস রমজান মাসে কয়টা সময় খোলা থাকে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিস রমজান মাসে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা থাকে।

      মুছুন
  10. ঈদের কতদিন পর পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মুহুর্তে অফিসের কার্যক্রম চালু আছে। ইদের ছুটি ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত। ইদের পরে ২৪ এপ্রিল থেকে অফিসের কার্যক্রম চালু হবে।

      মুছুন
  11. ১৩ ও ১৪ এপ্রিল পাসপোর্ট অফিস খোলা না বন্ধ?

    উত্তরমুছুন
  12. আগামীকাল ২৫-৪-২০২৩ রোজ মঙ্গলবার কি পাসপোর্ট অফিস খোলা থাকবে এবং আমি কি পাসপোর্ট সংগ্রহ করতে পারব।

    উত্তরমুছুন
  13. 06/05 / 23 অফিস খোলা থাকবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না, শুক্র শনি অফিস সরকারী ছুটি। ০৭/০৫/২৩ রবিবার অফিস খোলা থাকবে

      মুছুন
  14. ঈদুল আজহার ছুটি কয়দিন যশোর পাসপোর্ট অফিস

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ২৭ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ঈদুল আজহার ছুটি। ২ তারিখ থেকে অফিস খোলা

      মুছুন
    2. @Admin ২ তারিখ পাসপোর্ট অফিস যেহেতু খোলা ঐদিন পাসপোর্ট এর জন্য গেলে কি পাওয়া যাবে??

      মুছুন
    3. হ্যাঁ পাওয়া যাবে।

      মুছুন
  15. স্যার,আমি একটি পাসপোর্ট বানাতে চাই।এখন সমস্যা হলো আমি আমার NID card বানাইছি আমার স্বামীর ঠিকানা দিয়ে,, আমার স্বামীর ঠিকানা চট্রগ্রাম শহরে।পারিবারিক সমস্যার কারণে আমি আমার বাবার বাড়ি গ্রামে থাকি,,আমার পাসপোর্ট টা আমি গ্রামে বানাতে চাই,এতে কি কোনো সমস্যা হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১ NID কার্ডে স্থায়ী এবং বর্তমান নামে দুইটা ঠিকানা থাকে, যা NID কার্ডের ডাটাবেজে ঢুকলে দেখা যায়। যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা দুইটাই স্বামীর বাড়ির ঠিকানা থাকে তবে আপনার স্বামীর ঠিকানেতেই পাসপোর্ট করতে হবে। তবে ঠিকানা চেঞ্জ করে নিজের এলাকায় নিয়ে এলে নিজের এলাকা থেকেও পাসপোর্ট করতে পারবেন।

      ২ যদি NID কার্ডে দুই টা ঠিকানার মধ্যে আপনার পিতার বাড়িত ঠিকানাও উল্লেখ থাকে তবে পিতার বাড়ির এলাকা থেকে পাসপোর্ট করতে পারবেন।

      মুছুন
  16. আমার বাড়ি জয়পুরহাট, আমার NID জয়পুরহাটের স্থায়ী ঠিকানার কিন্তু আমি কি আগারগাঁও থেকে পাসপোর্ট করতে পারবো?

    উত্তরমুছুন
  17. Amar passporte name vul r boyeser vul

    Amar passport amar id r moto nam boyos diya korte koto taka khoros lagbo
    Parle janan

    R koydin lagbo bolen

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পূর্বের পাসপোর্টে থাকা বয়স এবং নামের ভুল সংশোধনের ক্ষেত্রে কোন অতিরিক্ত টাকা খরচ হয় না। একটা সাধারণ পাসপোর্ট করতে যে খরচ হয়, তত টাকায় খরচ হয় ভুল সংশোধনের ক্ষেত্রে।

      মুছুন

  18. 2 তারিখ পাসপোর্ট অফিস খোলা থাকবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, আগামী কাল ২/৭/২৩ তারিখ পাসপোর্ট অফিস খোলা।

      মুছুন
  19. আমি পাসপোর্ট করতে চাই আমার বয়েস ১৯ বছর। কী কী কাগজ পত্র লাগবে জানতে চাই

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. 1 NID/BRC
      2 নাগরিক সনদ
      3 পেশা প্রমানের সনদ
      4 টাকা

      মুছুন
  20. ঈদুল আজহার কয়দিন পর পাচপুট অফিস খোলা

    উত্তরমুছুন
  21. Dear MD ARAFAT HOSSIN, Your e-Passport applicatio
    n is sent for rework/correction to the local passport office. Please contact with your regional passport office.
    এটা দারা কি বুঝানো হয়েছে প্লিস বলবেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট আবেদনে কোন সমস্যা হয়েছে। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।

      মুছুন
  22. পাসপোর্টের অফিসে জোগাজোগ করা লাগবে নাকি অনলাইন থেকে কিছু করা যাবে। প্লিস একটু যানাবেন

    উত্তরমুছুন
  23. ১৯ জুলাই পাসপোর্ট অফিস খোলা না বন্ধ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিস খোলা থাকবে। ঐ দিন ঐচ্ছিক ছুটি।

      মুছুন
  24. আগামীকাল ২০ই জুলাই উত্তরা পাসপোর্ট অফিস কী খোলা থাকবে?
    ধন্যবাদ

    উত্তরমুছুন
  25. চট্টগ্রামের পাসপোর্ট অফিস থেকে আবেদন কৃত পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন তদন্ত অফিসার কে ? সেটা অনলাইনের মাধ্যমে জানার উপায় কিভাবে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনলাইনে শুধুমাত্র ঢাকা DMP র মধ্যে যারা বসবাস করে তারাই জানতে পারে তাদেরকে পাসপোর্ট ভেরিফাই অফিসার কে।

      মুছুন
  26. পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত কি আঞ্চলিক অফিসে গিয়েই করতে হবে,নাকি ঢাকা আগারগাঁও অফিস থেকেও করা যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যে অফিসের আন্ডারে ই পাসপোর্ট আবেদন করেছেন সেই অফিসের বাতিলের দরখাস্ত জমা দিতে হবে।

      মুছুন
  27. আজকে রোজ শনিবার ২৯-০৭-২০২৩ এ কি মালয়েশিয়া পাসপোর্ট অফিস কি খোলা থাকবে

    উত্তরমুছুন
  28. আসসালামু আলাইকুম স্যার আমি জরুরীভাবে ৭দিনর মধ্যে একটি পাসপোর্ট বানাতে চাই কত টাকা লাগতে পারে একটু বলবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ১০ বছর মেয়েদী ৮,০৫০ টাকা
      ৫ বছর মেয়েদী ৬৩৫০ টাকা।

      মুছুন
  29. আজকে কি পাসপোর্ট অফিস বন্ধ??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হ্যাঁ, আজ "জন্মাষ্টমী" হিন্দু পর্ব। এর কারনে আজ সরকারি ছুটি। সকল পাসপোর্ট অফিস বন্ধ।

      মুছুন
  30. 13 September passport office ki bondo akheri chahar sombar jonno?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পাসপোর্ট অফিসের ছুটির তালিকায় ঐ দিন নেই। স্কুল কলেজ বন্ধ থাকতে পারে।

      মুছুন
  31. আজকে কি পাসপোর্ট অফিস বন্ধ

    উত্তরমুছুন
  32. আজ (১৩ সেপ্টেম্বর) কী পাসপোর্ট অফিস খোলা থাকবে??

    উত্তরমুছুন
  33. আমার NID Card Ee মায়ের নাম দেওয়া আছে: হোসনে আরা খানম, আর আমি পাসপোর্ট এ চাইতেছি Husneara Khanom, আর Application Form এই আমি Husneara Khanom দিয়েছি যার কারণে আমার পাসপোর্ট Pending Backhand Verification আটকা পড়েছে So আমি যদি উপপরিচালক কে Request করি তো ওনি সমাধান করে দিতে পারবেন কি?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অপেক্ষা করেন ব্যাকেন্ড এমনিতেই চলে যাবে। যদি অনেক দিন এমন থাকে তবে AD র সাথে যোগাযোগ করবেন।

      মুছুন
  34. অবোরোধ এ অফিস খোলা থাকবে? 05/11/23 এ খোলা থাকবে?

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন