এ পাসপোর্ট চেক করে জানুন কবে পাবেন পাসপোর্ট - বাংলাদেশ পাসপোর্ট চেক- ই পাসপোর্ট চেক
এ পাসপোর্ট চেক |
এ পাসপোর্ট চেক করে সহজেই জানতে এবং বুঝতে পারা যায় নতুন অথবা রিনিউ কৃত বাংলাদেশ পাসপোর্ট এর বর্তমান অবস্থা এবং কবে পাসপোর্ট হাতে পাওয়া যাবে। বর্তমান সময়ে পাসপোর্ট পেতে অনেক ভোগান্তি হচ্ছে। তাই মাঝে মাঝে পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট কোথায় আছে তা জানা উচিৎ।
মজার ব্যাপার হল বর্তমান সময়ে বাংলাদেশে "এ পাসপোর্ট " নামে কোন পাসপোর্ট নেই, যা আছে তা হল " ই পাসপোর্ট "। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এ পাসপোর্ট চেক নামেই Google এ তথ্য খুঁজে থাকেন।
তাঁদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই আজ এ পাসপোর্ট চেক নিয়ে আর্টিকেল টি লিখছি। এবং তাঁদের কে স্যালুট জানাই যে তারা পাসপোর্ট কোথায় আছে জানতে আগ্রহী।
ই পাসপোর্ট চেক বলেন অথবা এ পাসপোর্ট চেক বলেন তাতে কিছুই যায় আসে না। আমাদের জানার দরকার পাসপোর্ট কি অবস্থায় আছে বা পাসপোর্ট কবে পাবো সেটা জানা। তাই আর কথা না বাড়িয়ে ধাপে ধাপে এ পাসপোর্ট চেক বা ( ই পাসপোর্ট চেক ) এবং MRP পাসপোর্ট কি ভাবে চেক করবেন তা নিচে দেওয়া হল।
এ পাসপোর্ট চেক
প্রথমেই পাসপোর্ট ডেলিভারি স্লিপ টি হাতে নিবেন এবং যে কোন একটি ব্রাউজার ওপেন করে লিখবেন www.epassport.gov.bd । এই ওয়েবসাইটে যাওয়ার পরে, ওখানে Check status নামে একটা বাটন আছে তাতে ক্লিক করুন। নিচে ছবি তে দেখানো হল
বাংলাদেশ পাসপোর্ট চেক পদ্ধতি |
এ পাসপোর্ট চেক পদ্ধতি
👉 ১ নং ঘরে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার লিখবেন। ( ডেলিভারি স্লিপের উপরে বাম এবং ডান উভয় পাশেই বড় বড় করে লেখা থাকে 0000-0000000000 এই ভাবে)
👉 ২ নং ঘরে আপনার জন্মতারিখ টি দিন/মাস/সাল অনুযায়ী লিখবেন।
👉 ৩ নং ঘরে ছোট্ট একটি বক্স আছে তাতে ক্লিক দিবেন এবং অপেক্ষা করবেন যত না সময় টিক মার্ক না আসে।
👉 ৪ নং এ একটি বাটন দেওয়া আছে যেখানে লেখা CHECK
ওখানে ক্লিক দিলেই আপনার এ পাসপোর্ট টি কি অবস্থায় আছে তা দেখিয়ে দিবে বক্স টির উপরে।
বিঃদ্রঃ বাংলাদেশের পাসপোর্ট চেক করলে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ সামনে আসবে ঐ শব্দের বাংলা অর্থ জানলেই বুঝতে পারবেন পাসপোর্ট কোথায় আছে এবং কবে পাবেন। পাসপোর্ট স্ট্যাটাস বা ঐ শব্দের বাংলা অর্থ জানতে ঘুরে আসতে পারেন > 👉 Passport status meaning in Bangla
এ পাসপোর্ট চেক অনলাইন
এ পাসপোর্ট কয়েক ভাবে অনলাইনে চেক করা যায়। উপরের উল্লেখিত চেক পদ্ধতি টি একদম সহজ পদ্ধতি। ৫ পদ্ধতি তে ই পাসপোর্ট চেক করা যায়। যদি আপনি SMS এর মাধ্যমে চেক করতে চান অথবা OID নাম্বার দিয়ে অথবা ইমেইল দিয়ে চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে চান তবে নিচে দেওয়া লেখাটি পড়ুন।
ই পাসপোর্ট চেক ৫টি সহজ পদ্ধতিতে | e Passport check a to z
MRP পাসপোর্ট চেক
বাংলাদেশের কয়েটি জেলা এবং দেশের বাইরে প্রবাসীরা বর্তমানে MRP to MRP রি ইস্যু করছেন তারা যদি তাঁদের MRP পাসপোর্ট চেক করতে চান তবে বিস্তারিত তথ্য পাবেন 👉 MRP পাসপোর্ট চেক
আমার পাসপোর্ট হইছেনি
উত্তরমুছুনডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখটি দেন। চেক করে জানিয়ে দিচ্ছি।
মুছুনভাই আমার টা একটু জানাবেন 4232-000080725/01/08/2002
উত্তরমুছুনDear NAZMUL HOSSAIN, Your e-Passport application is sent for rework/correction to the local passport office. Please contact with your regional passport office.
মুছুনঅফিসে দেখা করেন, আপনার আবেদন (Sent for Rework) ঢাকা থেকে ফেরত দিয়েছে। কিন্ত ভুল আছে ।
4005000096821
উত্তরমুছুন26/8/1965
4005000096822
18/8/1970
আপডেট টা জানাবেন কি?, কি অবস্থায় আছে এখন
মোবাইলে তেমন কোন এস এম এস আসেনি
আপনার দুইটা পাসপোর্ট ই ডেলিভারির জন্য রেডি আছে। আপনি অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারেন।
মুছুনI'd 4008000206518
উত্তরমুছুনBirthday 05/12/1998
Sir please update
গত ৫ কর্ম দিবস পর্যন্ত
পর্যন্ত, একই অবস্থায় আছে, স্যার, প্লীজ আমার জন্য কিছু করেন।
আপনার পাসপোর্ট লোকাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইসুরেন্স লেখা আসে তবে আজই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আর যদি না হয় তবে আগামী সপ্তাহের রবি অথবা সোমবার পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।
মুছুন05/071997 id no 4000-000685756 check kore diben plz
উত্তরমুছুনDear NUROL ISLAM, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
মুছুনপাসপোর্ট রেডি। কাল গিয়ে নিয়ে আসুন।
ভাই আমার পাসপোর্ট টা দুইমাস এর উপরে হলো এখনো পাইনি দয়া করে দেখবেন 4111000141386/১৫/০২/২০০০
উত্তরমুছুনআপনার পাসপোর্ট স্ট্যাটাস
মুছুনDear HELAL, Your e-Passport application is pending for final approval in local passport office.
ফাইনাল এপ্রুভ এ আছে। যেহেতু অনেক সময় হয়েছে তাই আপনার উচিৎ পাসপোর্ট অফিসে যোগাযোগ করা।
ভাই দুইমাস এর উপরে হলো জানাবেন কবে পাবো 4111000141386/১৫/০২/২০০০
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার আবেদন পেন্ডিং ফাইনাল এপ্রুভাল এ আছে।
মুছুনআমার পাসপোর্ট ভেরিভিকেশন পেন্ডিং দেখায় আজ ২০ দিন কি করা উচিত এখন
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন পেন্ডিং না ব্যাকেন্ড ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে?
মুছুন4221000102461 আজ ২০ দিন হলো তাও পেন্ডিং দেখায় তাই কি করা উচিত আমার
উত্তরমুছুনডেলিভারি স্লিপ নাম্বারের সাথে জন্মতারিখ দিলে চেক করে বুঝতে পারতাম। তার পরে সমস্যার সমাধান বলে দিতাম।
মুছুন৪০০৩০০০৪১৫৫৫১.২১/০৩/১৯৮৪.স্যার আমার পাসপোর্ট এসবি পুলিশ কিয়ারেন্স দেখাচ্ছে
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন হয়েছে? কবে পুলিশের কাছে সব ডকুমেন্টস দিয়ে এসেছেন?
মুছুন4111-000157151
উত্তরমুছুন29/12/2001
আমার এটা এক্সপ্রেস ডেলিভারি দেয়া ,২ তারিখ বায়োমেট্রিক দিয়ে এসেছি এখনো sb p clernc দেখাচ্ছে ,কোন এস আই বা কার সাথে যোগাযোগ করবো?ইমারজেন্সি দরকার পাসপোর্ট টা
যে থানার আন্ডারে আপনি ঐ থানায় গিয়ে কথা বলেন। অথবা জেলা SB পুলিশের সঙ্গে।
মুছুন18/09/1996 4000000718375
উত্তরমুছুনDear SADI SABBIR RAHMAN, Your new e-Passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
মুছুনপাসপোর্ট ডেলিভারির জন্য রেডি। আজ অফিসে গিয়ে নিয়ে আসেন।
Delivery slip no 4214-000019927 date of birth 01/02/1987
উত্তরমুছুনকালাম ভাই আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এ আছে।
মুছুনDelivery slip no 4000000775852
উত্তরমুছুনDate of birth 21/01/1994
Aktu dekhben sir
Dear MD SHAHIN, Your e-Passport application is pending for SB Police verification. ( আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে আছে। পুলিশ ভেরিফিকেশ হয়ে গেলে অপেক্ষা করেন। আশা করি সঠিক সময়ে পাসপোর্ট পেয়ে যাবেন।
মুছুনVai.2008 theke 2015 porjonto Singapore chilam.Amar hate likha passport chilo jar mayadh 2018.Ey passport barite reke Ami Dhaka ESE job korchi.Barite koz nia jante pari amar passport hariye giche.Ekhon ki ami hate likha passport number dia ki renu korte parbo ki na?Ager number jodi na thake taholeto Singapore dhukte parbona.Eytar somadhan ki?+8801703292294.email: sa.rifath143@gmail.com
উত্তরমুছুনবাংলাদেশ সরকার হাতে লেখা পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবং পাসপোর্ট আবেদনে হাতে লেখা পাসপোর্ট এর নাম্বার দেওয়ার মত কোন যায়গা নেই। তাই আপনি ইচ্ছা করলেও হাতে লেখা পাসপোর্ট এর নাম্বার দিতে পারবেন না।
মুছুনস্যার খুব চিন্তার বিষয় একটু সমাধান দেবেন আমার পাসপোর্ট সেন ফর রিকুয়ারে চলে যায় সেটা কেন ছেল করে নতুন করে আবেদন জমা দিই এব্ং আবার ভুল করে জিডি অন্য পাসপোর্ট নাম্বার করে জমা দিয়েছি ১০ দিন চলে ইনরোল মেন এআছে এখন কি কি করো নিও আর ব্যাংডপ কি থাকবে না আবার নতুন করে করতে হবে জানাবেন স্যার
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। যে অফিসারের কাছে Sent for rework এর ডকুমেন্ট জমা দিয়েছিলেন তাকে বললেই সমস্যার সমাধান করে দেবে। অফিসে যাওয়ার সময় সঠিক পাসপোর্ট নাম্বার দিয়ে নতুন একটি GD করে নিয়ে যাবেন।
মুছুনআমি অনেক ডিপ্রেশন এ আছি আমাকে সাহায্য করুন প্লিজ
উত্তরমুছুনআমি ই পাসপোর্ট বানিয়েছিলাম জন্ম নিবন্ধন দিয়ে তাডাহুডা করে
সেই জন্ম নিবন্ধন টার ঠিকানা এবং জন্মসাল আমার শিক্ষা সাটিফিকেট এর সাথে মিল নেই
এখন আমি আরেকটা জন্ম নিবন্ধন বানিয়েছি এবং সেটা দিয়ে nid card বানিয়েছি
প্রশ্ন হচ্চে আমার পাসপোর্ট এ আমি কি nid card এর নাম্বার এড করতে পারব জন্ম নিবন্ধন নাম্বার পরিবর্তন করে? এটা কি সম্ভব জন্ম নিবন্ধন নাম্বার পরিবর্তন জন্ম সাল পরিবর্তন এবং ঠিকানা পরিবর্তন করতে হবে সম্ভব হবে কি?
এই ধরনের সমস্যার সমাধান সম্ভব তবে সময় লাগবে।
মুছুনই পাসপোর্ট রি ইস্যু আবেদন হবে আপনার পাসপোর্ট। আবেদন পত্রের সাথে সঠিক NID, BRC,সার্টিফিকেট, বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ, রি ইস্যু ফরম, কমিটমেন্ট ফরম জমা দিবেন।
আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
মানে আমি ই-পাসপোর্ট বানিয়ছিলাম একটা জন্ম নিবন্ধন দিয়ে দুই বছর আগে
উত্তরমুছুনএখন সেটার সব ভুল থাকার কারনে
আমার ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন বানিয়েছি সাটিফিকেট অনুযায়ী এবং সেটা দিয়ে আইডি কার্ড বানিয়েছি
এখন পাসপোর্ট সংশোধন কিভাবে করবো প্লিজ জানাবেন
নতুন NID অনুযায়ী ই পাসপোর্ট আবেদন করবেন এবং আবেদন এর সময় পূর্বের ই পাসপোর্ট নাম্বার দিবেন। নতুন জন্মনিবন্ধন না বানিয়ে পূর্বের জন্মনিবন্ধন সংশোধন করা উচিৎ ছিলো। একই ব্যাক্তির ২ টা জন্মনিবন্ধন এটা উচিৎ হয়নি।
মুছুনআগের টা নদী ভাংগনের কারনে আমরা সেইখান থেকে চলে আসি তাই নতুন করলাম, আমি আগের জন্ম নিবন্ধন বাতিল করতে পারবো কি? অনলাইন থেকে?
উত্তরমুছুনতার মানে আমি ই-পাসপোর্ট সংশোধন করতে পারবো
জন্মনিবন্ধন বাতিল না করে সংশোধন করেন। ঠিকানা চেঞ্জ হলেও পাসপোর্ট করা যায়। আপনার বয়স ১৮ এর বেশি হলে আপনাকে NID দিয়ে পাসপোর্ট করতে হবে।
মুছুনআবেদন এর সময় পূর্বের পাসপোর্ট নাম্বর উল্লেখ্য করে আবেদন করবেন।
Dear Mousumi rani das,your e-passport has been printed and is now on the way to the local Passport office এর মানে কি
উত্তরমুছুনপাসপোর্ট প্রিন্ট হয়ে আপনার স্থানীয় পাসপোর্ট অফিসের উদেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
মুছুনDear pintu howlader,your e-passport application has been approved by local passport office and is now on production এর মানে কি?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসের AD অনুমতি দিয়েছে পাসপোর্ট প্রিন্টের জন্য।
মুছুনAssalamwalaikum Brother,
উত্তরমুছুনI have an issue with my e-passport.
I lost my passport and its almost been 2 years, but I have the delivery slip and i dont remember my passport number. What can I do
Can you please help me out or suggest me what to do.
here is my delivery slip info: 4102-000046814, birth date: 22/10/1998
ডেলিভারি স্লিপ, NID নিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে আপনাকে হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তথ্য দেবে।
মুছুনএর পরে অনলাইনে GD করবেন। পূর্বের মত আবার আবেদন করবেন হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তথ্য দিয়ে। সরকার আপনাকে নতুন ই পাসপোর্ট দেবে।
ভাই আমার পাসপোর্ট ডেলিভারি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ: কিন্তু আমি প্রথম পৃষ্ঠা পিন্ট করে নিয়ে আসছি এখন কি আমার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ
উত্তরমুছুনডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখটি লিখে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন। চেক করে জানিয়ে দেব।
মুছুনভাই আমার নাম ইসমাইল আমি আগামী
উত্তরমুছুন28/08/2023
তারিখে আবেদন করতে দিচ্ছি ডেলেভারি ডেট ছিল।
09/09/2023.
কিন্তূ আমি পাসপোর্ট এখনো হাতে পাইনি।
ফোনে কোনো এস এম এস আসে নাই। আমার EPPAPPLICATION ID: 4206000064025. দয়া করে একটু বলবেন আমার পাসপোর্ট এর কি অবস্থা । অনেক চিন্তাই আছি।
আপনার জন্ম তারিখ সহ OID নাম্বার লিখে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন
মুছুনApplication oid 4118000119960
উত্তরমুছুনDate of Birth...03/04/2004
একটু চেক করে জানান আমার পাসপোর্ট রেডি আছে কি?
এবং আমি কি নিয়ে আসতে পারবো?
অনলাইনে চেক করলাম রেডি আছে কিন্তু এসএমএস আসেনি তাই চিন্তায় আছি
আপনার পাসপোর্ট রেডি আছে, আগামীকাল সকালে অফিসে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন।
মুছুনআমি দালালের খপ্পরে পড়ে নিজের নামে পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল আমাকে অন্য একটি নাম দিয়ে একটি পাসওয়ার্ড বানিয়ে বিদেশে পাঠায় আমি দীর্ঘদিন মালের সাথে বসবাস করি পরবর্তীতে আমি অসুস্থ হয়ে যাই আমি বাংলাদেশে চলে আসি আমার নিজ নামে পাসপোর্ট করতে গেলে সেটি আটকে যায় পরবর্তীতে সহকারী পরিচালক স্যার আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে পাঠায় পুলিশ ভেরিফিকেশন আমার পক্ষে আসে পরবর্তীতে সহকারী পরিচালক স্যার আমার তথ্য গোপন করা পাসপোর্টটি ডিলিট করার জন্য ঢাকা চিঠি করে আমি দীর্ঘদিন যাবত অনেক ঘোরাঘুরি করার পরও আমার পাসপোর্টটা পাচ্ছে না আমার শরীরটা অনেক কিডনিতেঅনেক সমস্যা ডাক্তার আমাকে যেতে বলেছে দয়া করে আমার পাসপোর্টটি দ্রুত বা ব্যবস্থা করে দিন আপনার কাছে আকুল আবেদন আমার পাসপোর্ট এর সিট নাম্বার 4106000132239
উত্তরমুছুনআপনার সমস্যা এবং শারীরিক কন্ডিশন জেনে খারাপ লাগছে। এই বিষয়ে আমরা কিছু করতে পারবো না। আমরা শুধুমাত্র মানুষ কে তথ্য দিয়ে সাহায্য করি। আপনার সমস্যার সমাধান একমাত্র AD ই করতে পারবে। তার সাথে আবার দেখা করেন, এবং শারীরিক অবস্থা সম্পর্কে বলেন। আশা করি তিনি আপনার কাজ টি করে দেবেন।
মুছুন