Passport lost circular bd - পাসপোর্ট লস্ট সার্কুলার বা সার্টিফিকেট বিস্তারিত
Passport lost circular bd |
পাসপোর্ট হারিয়ে গেলে Passport lost circular ইস্যু করে। যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদেরই শুধু মাত্র BD সরকারের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কতৃক পাসপোর্ট লস্ট সার্কুলার বা সার্টিফিকেট প্রদান করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ইন্ডিয়া সহ অন্যান্য দেশ ভ্রমনে গেলে passport lost certificate প্রয়োজন পরে।
শুধুমাত্র বাংলাদেশ ই নয়, প্রতিটি দেশ তাঁদের নাগরিকের হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তথ্য প্রকাশ করে। যাদের পাসপোর্ট হারিয়ে যায় তাঁদের উচিৎ ৩০ দিনের মধ্যে নিকটস্থ পুলিশ ষ্টেশনে সাধারণ ডায়েরী বা GD করা। এর পরে GD কপি দেখিয়ে নতুন পাসপোর্টের আবেদন করা এবং নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পরে passport lost circular বের করা।
Passport lost circular bd কি?
বাংলাদেশ সরকার নাগরিকের নিরাপত্তার স্বার্থে হারিয়ে যাওয়া পাসপোর্ট এর যে তালিকা প্রকাশ করে তাই Passport lost circular বা certificate
লস্ট সার্কুলারের আওতায় থাকে
- হারিয়ে যাওয়া
- চুরি হয়ে যাওয়া
- পুড়ে যাওয়া
- বন্যার পানিতে ভেসে যাওয়া
- এজেন্ট পাসপোর্ট না দিলে ( বিদেশে যাওয়া মানুষের ক্ষেত্রে এমন হয়)
Passport lost certificate বা circular না নিলে কি সমস্যা হতে পারে?
অনেকেই মনে করেন পাসপোর্ট লস্ট সার্কুলার নেওয়ার দরকার নেই। আবার অনেকে সময়ের অভাবে অথবা কি ভাবে Lost Circular নিতে হয় তা জানেন না। Passport lost circular না নিলে কি ধরনের বিপদে পড়তে পারেন তা নিচে দেওয়া হল।
👉 যদি কেউ আপনার পাসপোর্ট চুরি করে থাকে তবে ঐ পাসপোর্ট দিয়ে কোন অপরাধ ঘটলে তার দায় আপনার কাঁধে এসে পরবে।
👉 কোন ক্রাইম স্পটে বা কোন স্থানে দূর্ঘটনা ঘটেছে এবং সেখানে আপনার পাসপোর্ট পাওয়া গেছে এমন হলেও বিপদ।
👉একজনের পাসপোর্ট ব্যাবহার করে অন্য জন বিদেশে যাওয়ার চেষ্টা। আগে প্রায়ই এমন ঘটনা খবরে আসতো এখন এই প্রবণতা কম। তার পরেও নিজেকে নিরপদ রাখতে Lost certificate নেওয়া ভাল।
👉 ভারত সহ অনেক দেশে হারিয়ে যাওয়া পাসপোর্টের কারণে ভিসা পেতে ভোগান্তি হয়।
পাসপোর্ট লস্ট সার্কুলারের গুরুত্ব
- হারিয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না।
- ভিসা পেতে সমস্যা হবে না
- আপনার পাসপোর্ট ব্যাবহার করে কেউ দেশের বাইরে যেতে পারবে না।
- হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়।
Passport lost certificate কি ভাবে কাজ করে?
দেশের সরকার কতৃক ঘোষিত Lost passport List উন্মুক্ত থাকে। এই লিস্ট দেশের প্রতিটি বন্দর( নৌ, বিমান, স্থল ) দেখতে পারে ফলে চুরি করা পাসপোর্ট বা হারিয়ে যাওয়া পাসপোর্ট সহজেই সনাক্ত করতে পারে।
এই পাসপোর্ট দেশের সরকার কতৃক বাতিল বলে ঘোষণা হয়ে থাকে ফলে, হারিয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে কোন অপরাধ ঘটে থাকলে পাসপোর্ট এর মূল মালিকের উপর বর্তায় না।
Passport lost circular কে জারি করে?
আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহ পাসপোর্ট লস্ট সার্কুলার ইস্যু করে বা জারি করে। যখন কোন ব্যাক্তি পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে GD 'র কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে নতুন পাসপোর্ট আবেদন করে ঠিক তার বিপরীতে পাসপোর্ট অফিস Passport lost circular ইস্যু করে।
Passport lost certificate কি ভাবে পাবেন? get passport lost certificate in bd
হারিয়ে যাওয়ার পাসপোর্ট এর আবেদন করার পরে পাসপোর্ট অফিস হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তালিকায় সকল হারিয়ে যাওয়া পাসপোর্ট তথ্য তালিকা ভুক্ত হয়ে থাকে। ঐ তালিকা টি হল Passport lost certificate বা circular
চিত্রঃ Passport lost certificate |
নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে Passport lost certificate বা হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তালিকা নিতে পারবেন। এটাই পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে।
বিঃদ্রঃ এই লস্ট সার্কুলার টি আজীবন সংরক্ষণ করবেন। কারণ অন্য দেশ ভ্রমনে গেলে এটা প্রয়োজন হয়।
FAQ: passport lost circular bd সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন & উত্তর
Passport lost circular নিতে টাকা লাগে?
না, Bangladesh passport lost circular পেতে কোন টাকা লাগে না। তবে ২/১ দিন ঘুরতে হতে পারে।
দেশের বাইরে থাকে lost circular পাওয়া যায়?
হ্যাঁ, বাংলাদেশের যে কোন মিশন থাকেও পাসপোর্ট লস্ট সার্কুলের নিতে পারেন।
পাসপোর্ট হারালে GD করতে হয়?
হ্যাঁ, দেশে এবং দেশের বাইরে যেখানেই পাসপোর্ট হারিয়ে যাক সাথে সাথে GD করতে হবে।
পাসপোর্ট লস্ট সার্টিফিকেট এবং সার্কুলার কি এক?
হ্যাঁ, পাসপোর্ট লস্ট সার্কুলার এবং লস্ট সার্টিফিকেট একই বিষয়।
Passport lost circular কি কাজে লাগে?
অন্য দেশের ভিসা পেতে এবং যদি কেউ আপনার হারিয়ে যাওয়া পাসপোর্ট পেয়ে থানা অথবা পোষ্ট অফিসে জমা দিয়ে থাকে তবে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে তা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
ePassport-bd আজ এই আর্টিকেলে passport lost circular bd বা passport lost certificate নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। যদি পাসপোর্ট লস্ট সার্টিফিকেট বা সার্কুলার সম্পর্কে আরো কোন তথ্য জানতে চান তবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢
www.epassport-bd.com
আমি পাসপোর্ট হাতিয়েছিলাম ২০১২ সালে এবং আবারও পাসপোর্ট করেছিলাম কিন্তুু সেই সময় লস্ট সার্কুলার সার্টিফিকেট নেওয়া হয়নি। বর্তমানে সংকটের পড়েছি আমার ভারতের ভিসা দরকার কিন্তু কিছুদিন আগে ভিসা আপ্লিকেশন করেছিলাম কিন্তু পাইনি। অনেকেই বলছে লস্ট সার্কুলার সার্টিফিকেট দিলে আর রোটারি করতে হবে সাথে জিডি কপি দিলে ভিসা পাব। যদিও জিডি কপি দিয়েছিলাম ভিসা পাইনি। আমার প্রশ্ন লস্ট সার্কুলার সার্টিফিকেট ইন্ট্রি থাকে নাকি ৫ বছর পর্যন্ত এখন আমার উপায় কি?
উত্তরমুছুনঅফিসে যোগাযোগ করে দেখুন আশাকরি লস্ট সার্কুলার পাবেন।
মুছুনলস্ট সার্কুলার কি অনলাইনে চেক করে যাচাই করা যায় কি,, ২০২৩ সালের জিডি কপি আছে আমার
মুছুনপাবলিকে চেক করতে পারে এমন কোন ওয়েবসাইট নেই।
মুছুনআমি সোদি আরবে ছিলাম, সেখানে আমার পাসপোর্ট হাড়িয়ে যায়, আমি লস্ট সার্টিফিকেট নেই নি, নতুন পাসপোর্ট করে দেশে এক বারে এসে পরেছি, এখন আমার ইন্ডিয়া ভিসা দরকার, জিডি কপি দিয়ে আবেদন করেছি ভিসা হয় নি লস্ট সার্টিফিকেট এর জন্য,
উত্তরমুছুননিকট স্থান নারায়ণগনজ পাসপোর্ট অফিসে যোগাযোগ করেছি তারা আমাকে লস্ট সার্টিফিকেট দেয়নি, এখন আমি কি করবো পিলিজ যানাবেন
এম্বাসি থেকে নিয়ে আসা যেহেতু হয়নি সেহেতু আপনার এলাকার পাসপোর্ট অফিস থেকেই নিতে হবে। কিছু টাকা দিয়ে যদি নেওয়া যায় তবে সেটা করতে পারেন অথবা তাঁদের কাছ থেকেই পরামর্শ নিতে পারেন কি ভাবে লস্ট সার্টিফিকেট পাবেন।
মুছুনস্যার বেকেন্ড ভেরিবেকেশন ছেড়ে দিয়ে৷ ফাইনাল এফরো ভালে কত দিন রাকে ৫ দিন হয়ে গেছে
উত্তরমুছুনফাইনাল এপ্রুভালে বর্তমানে ৭ থেকে ১০ দিন রাখছে। আগে এতো সময় রাখতো না। সম্ভবতো প্রিন্টিং এ লম্বা সারি আছে পাসপোর্ট প্রিন্ট হতে।
মুছুন9/10/23 e passport peyeci ,aj 10/11/23 passport ti hariye giyace,akon gd korci,akon gd diya ki passport korle, lost circular pabo,r lost circular pete koto din lagbe ,onek e bolce new passport ar lost certificate dey na,
মুছুনলষ্ট সার্কুলার হতে কতদিন সময় লাগে? আমার রিনিউ পাসপোর্টের আবেদন লোকাল অফিসে পরে আছে ।্য্্য্্য্্য্য্্য্্য্্য্্য্্য্্য্য্্্য্্য্্য্্য্য্্য্্য্
উত্তরমুছুনএটা সঠিক আপনার পাসপোর্ট অফিস ই বলতে পারবে।
মুছুনলস সার্টিফিকেট ও পাসপোর্ট পেতে কত দিন সময় লাগতে পারে
মুছুনপাসপোর্ট ২১ দিনে পাবেন। লস্ট সার্কুলার পেতে ১/২ মাস লেগে যাবে।
মুছুনlost passport কি জরুরী ভাবে করা যায়
উত্তরমুছুনজরুরী আবেদন করা যায় তবে হারিয়ে যাওয়া পাসপোর্ট পেতে একটু দেরী হয় তাই জরুরী আবেদন না করাই ভাল।
মুছুনআমার biometric হয়েছে। lost circular কি এখনি করতে হবে নাকি নতুন পাসপোর্ট হাতে পাবার পর? lost circular এর জন্য কি পাসপোর্ট পেতে দেরি হয়?
উত্তরমুছুনপাসপোর্ট হাতে পাওয়ার পরে লস্ট সার্কুলার পাবেন। এর জন্য পাসপোর্ট পেতে অনেক বেশি দেরী হবে না। ( তবে হারিয়ে যাওয়া পাসপোর্ট আবেদনে একটু বেশি সময় লাগে ৫/৭ দিন)
মুছুনAssalamualaikum,
উত্তরমুছুনAmar prothom MRP passport ta hariye giyeche, jeta ami 2014 te peyechilam.. Amar MRP passport tar meyad shesh hobar karone erpore Ami sheta renew kore notun E-passport peyechi 2021 e..
Amar prothom passport ta hariye giyeche koyekdin aage..
Ekhon ei khetre ki amake notun MRP passport ki nite hobe, ba Amar ki passport lost circular ki nite hobe..?? Amar already notun reissue kora e-passport ache...
Ei khetre amar koroniyo ki Jodi kindly ektu janaiten khub upokar hoto....
আপনার এই মুহুর্তে GD করতে হবে। GD কপি কাছে রেখে দিবেন।
মুছুনএই ধরনের পাসপোর্ট এর ক্ষাত্রে লস্ট সার্কুলার তৈরি হয় কি না সঠিক তথ্য আমার কাছে নেই। তাই পাসপোর্ট অফিসে যোগাযোগ করে তথ্য জেনে নিবেন।
আমি ২০১৪ সালে দালাল দিয়ে পাসপোর্ট করি সে পাসপোর্ট ভুল করে এবং মেয়াদ থাকা অবস্থায় নতুন পাসপোর্ট করি।এখন ভারতের ভিসা আবেদন করে রিজেক্ট হই এখন আমার করণীয় কী? দয়া করে জানাবেন।
উত্তরমুছুনMRP থেকে ই পাসপোর্ট করেন। এখন সংশোধন এর সুযোগ আছে। যা ভুল আছে তা সংশোধন হয়ে যাবে এবং ভিসাও পাবেন। ই পাসপোর্ট আবেদন করবেন NID অনুযায়ী যাতে কোন ভুল না থাকে।
মুছুনআসসালামুয়ালাইকুম। আমার বর্তমান ই পাসপোর্ট বানানোর পর কিছুদিন আগে আমার আগের ২ টা এম আর পি পাসপোর্ট হারিয়ে গেছে। আমি তখন জিডি করিনি। এখন ভারতের ভিসা পেতে কি সমস্যা হবে? এক্ষেত্রে কি করণীয়?
উত্তরমুছুনজী ভারতীয় ভিসা পেতে সমস্যা হবে। আপনাকে GD করতে হবে।
মুছুনসালাম নিবেন আশা করি উত্তর দিবেন
উত্তরমুছুনআমার মোট ৩ টি পাসপোর্ট....পুরাতন ২নাম্বার পাসপোর্ট হারিয়ে গেছে,এবং জিডি কপি করা আছে...কথা হচ্ছে পুরাতন মেয়াদোত্তীর্ন পাসপোর্ট জন্য কি লস্ট সার্কোলার প্রয়োজন পরে.....?
লস্ট সার্কুলার পাসপোর্ট অফিস থেকে নিতে চেস্টা করেন। লস্ট সার্কুলার না পাওয়া গেলে GD র কপি জমা দিবেন সাথে।
মুছুনআমারও সেইম প্রব্লেম.. জিডি করা আছে তবে লস্ট সার্কোলার প্রয়োজন হবে কি ভারত ভিসা জন্য..?
উত্তরমুছুনরিসেন্টলি একজনের কাছে শুধু GD র কপি চেয়েছিলো। লস্ট সার্কুলার চায়নি। ১০০% নিসচিত তথ্য দেওয়া যাচ্ছে না।
মুছুনLost circular online e uthano jay ??
উত্তরমুছুনমাঝে মাঝে পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে হারিয়ে যাওয়া পাসপোর্টের তালিকা দেয়। তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করে হারিয়ে যাওয়ার পাসপোর্টের তালিকা বা Lost Circular নেওয়াই ভাল এবং সহজ।
মুছুনআমি আমার ই পাসপোর্ট হারিয়ে ফেলেছি সাউথ আফ্রিকা এসে এখন কি বাংলাদেশ থেকে বানিয়ে আনা যাবে এই খানে ত এখন ও ই পাসপোর্ট বানানো জায় না দয়া করে জানাবেন
উত্তরমুছুনব্যাক্তি ছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট বানানো যায় না। ওখান থেকে MRP তৈরি করা যায় কি না জানতে এম্বাসি তে যোগাযোগ করেন।
মুছুনআমার হারানো পাশপোর্ট ফিরে পেয়েছি যেটা মেয়াদ নেই। এবং এর মাঝে নতুন করে জিডি করে এপ্লাই করি এবং পাসপোর্ট পাই। বাট কিছুদিন আগে পুরাতন টা খুজে পেয়েছি। এখন কি উপায়
উত্তরমুছুনপূর্বের GD র কপি সাথে নিয়ে থানায় জানিয়ে আসুন। যেহেতু পাসপোর্ট পেয়ে গেছেন সেহেতু সরকারের ঘরে ঐ পাসপোর্ট হারিয়ে গেছে মর্মেই এন্ট্রি হয়ে গেছে। ঐ পাসপোর্ট কাছে রেখে দেন। তবে আপনার কাছে অনুরোধ থাকবে GD র কপি যত্ন করে রাখবেন।
মুছুনassalamualikum amr passport harano gesilo ekhon new passport paisi lost circular o paisi ekhon ki amr notary korte hobe
উত্তরমুছুননা, নোটারি করা লাগবে না।
মুছুনআমার চারটা পাসপোর্ট 2 নম্বর পাসপোর্টটা আমার হারিয়ে গেছে আমি একটা লস সার্কুলার বেরও করছি কিন্তু আমি প্রথম যেই এনালগ জিডি কফি দিয়ে পাসপোর্ট করছিলাম এখন আবার সেই জিডি কফি অনলাইন করছি নতুনভাবে এখন আমার নতুন জিজি কপি আর এফিডেফিট ডেট এক হইছে কিন্তু লস সার্কুলারের সাথে এখনের জিডি কফি আর এফিডেভিট মিলে নাই এক্ষেত্রে আমি কি করতে পারি। ইন্ডিয়ার ভিসা পেতে এখন কি আবার নতুন লস সার্কুলার বের করব নাকি লর্স সার্কুলার অনলাইন থেকে একটা নিজে বানিয়ে নেব। কারণ আগে যখন লস সার্কুলার আনছিলাম তখন তিন বছর আগেরটা এখন তো আমার নতুন অনলাইন জিডিয়ার এফিডেভিট করছি এখন আমি লস সার্কুলার আনতে গেলে ডেট কিভাবে মিলাই দেবে সে ক্ষেত্রে আমি এখন কি করতে পারি
উত্তরমুছুনপূর্বের GD টা থাকলে আর কোন সমস্যা হবে না ভিসা পেতে।
মুছুনঅফিস থেকে নতুন লস্ট সার্কুলার নিয়ে আসতে পারবেন তাতে ডেট আলাদা হবে বলে মনে করি।
বর্তমান পাসপোর্ট এর আগের পাসপোর্ট যদি না হারিয়ে যায় তবে ইন্ডিয়ার ভিসা পেতে সমস্যা হবে না।
আসসালামু আলাইকুম। স্যার, একটু দয়াকরে তাড়াতাড়ি উত্তরটা দিবেন। কিছুদিন আগে আমার পাসপোর্ট হারিয়ে যায় সেই পাসপোর্ট এর মেয়াদ ছিলো ২০৩২ পর্যন্ত সেজন্যে আমি থানায় জিডি করে নতুন একটি পাসপোর্ট তৈরি করেছি পূর্বের পাসপোর্ট এর ন্যায়। কিন্তু কিছুদিন আগে পুনরায় আমি আমার পুরাতন পাসপোর্ট ও ফিরে পেয়েছি যেটার ভেলিডিটি এখনো আছে। এমতাবস্থায় কি আমি লস্ট সার্কুলার পাবো বা লস্ট সার্কুলার জন্যে আবেদন করতে হবে? আমার পূর্বের পাসপোর্ট টি কি এখনো সচল আছে? বি::দ্র: আমার কাছে জিডি কপি আছে।
উত্তরমুছুনজি আপনি লস্ট সার্কুলার পাবেন। আপনার আগের পাসপোর্ট এর মেয়াদ থাকলেও মূল্য নেই। যেহেতু GD দিয়ে নতুন পাসপোর্ট করেছেন।
মুছুনআসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন স্যার আমার একটি পাসপোর্ট এর মেয়াদ ছিল না সে পাসপোর্টটি হারিয়ে গিয়েছে এবং আমি জিডি করেছি এখন কি আমি কি লস সার্কুলার সার্টিফিকেট পাব জিডি কপি নিয়ে আসলে
উত্তরমুছুনঐ GD র কপি দিয়ে যদি পাসপোর্ট করেন তবে আপনি পাসপোর্ট অফিস থেকে লস্ট সার্কুলার পাবেন।
মুছুনvai apnar sata kivaba jogagug korbo
উত্তরমুছুনআমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন। আমি উত্তর দেব।
মুছুনআস সালামু আলিকুম স্যার। আমার দুইতা MRP PASSPORT । এর মধ্যে পুরাতন MRP PASSPORT টি হাড়ীয়ে গেছে। নতুন MRP RENEW PASSPORT আমার কাছে আছে। যার মেয়াদ ২০২৮ সাল পরযন্ত। আমার NID card নাই। birth certificate দিয়ে সব করা। এখন আমী কীবাভে LOSS CERCULER পাবো। বা এঈ সমুসসা কিবাভে সমাদান পাবু। উত্তরের অপেক্ষা রইলাম ধন্নবাদ স্যার।
উত্তরমুছুনআপনি হারিয়ে যাওয়া পাসপোর্ট এর জন্য অনলাইনে GD করতে পারেন। তাতেই সব কাজ হবে।
মুছুনলস্ট সার্কুলার পেতে দেরি হবে। কারন আপনি GD করেননি
আস সালামু আলাইকুম স্যার। আমার দুইটা এম আর পি পাসপোর্ট। আমার পরাতন পাসপোর্ট টী হারিয়ে যায় ১৬ আগস্ট ২০২৩ সালে। নতুন এম আর পি পাসপোর্ট আছে। যার মেয়াদ ২০২৮ সাল । এখন আমি কি থানায় জিডি করে লস সার্টিফিকেট পাবু। আমার জাতিয় পরিচয় পত্র নাই জন্ম নিবন্দন দিয়ে সব কাজ করা। আপনার মতামত কামনা করছি । কিভাভে কি করব। ধ্ননবাদ স্যার।
উত্তরমুছুনযদি আপনি পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারনে GD করে MRP পাসপোর্ট করে থাকেন তবে আপনি লস্ট সার্কুলার পাবেন। পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।
মুছুনআমার E-Passport খুজে পাছ্ছিনা । কোথায় কিভাবে হারিয়েছে তা ওবুঝতে পারছি না। E-Passport এর photocopy আছে পুন: E-Passport পেতে করনীয় কি?
উত্তরমুছুনe passport to e-passport রিনিউ করতে হবে। হারিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম অনলাইনে GD করতে হবে। তার পরে ই পাসপোর্ট রিনিউ আবেদন করবেন।
মুছুনআমার আগে পাসপোর্ট যেটা মেয়াদ ২০২০ সালে শেষ সেটা দিয়া নতুন করে পাসপোর্ট করি, আমি ২০২১ সালে দুবাই যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আগে পাসপোর্ট হারিয়ে ফেলি যেটা মেয়াদ ছিলো না সে টা। এখন আমি দেশে আসছি ইন্ডিয়া যাবো ব্যক্তি প্রয়োজনে কিন্তু GD কপি জমা দিয়ে ও রিজেক্ট খাই,এখন আবার ইন্ডিয়া ভিসা জন্য আবেদন করেছি অক্টোবর ৫ তারিখ ফিংগার ডেট,এখন আমাকে কি করলে ইন্ডিয়া ভিসা টা পেতে পারি দয়া কর উত্তর দিলে খুশি হবো
উত্তরমুছুনআপনার প্রয়োজন GD কপি
মুছুনলস্ট সার্কুলার
১০০ টাকার ৩ টা স্ট্যাম্প এ নোটারী পাবলিক।
উপরের ডকুমেন্টস গুলো ভিসা আবেদনের সাথে জমা দিবেন।
আমার যে ভাবে হারায়ছে এই জন্য কি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে লস্ট সারকুলারে বার করা সম্ভব? যেহেতু আমি GD কপি দিয়া নতুন পাসপোর্ট করি নাই, আমার যখন হারায়ছিলো তখন এর কোনো মেয়াদ ছিলো না
মুছুন১০০ টাকা ২ স্টেম্প affidavit করেছি,এই গুলো ministry of low and ministry of foreign affairs থেকে এটাসস্টেট করার প্রয়োজন আছে?
যেহেতু ঐ GD দিয়ে পাসপোর্ট করেন নি সেহেতু আপনি লস্ট সার্কুলার পাবেন না।
মুছুনমিনিস্ট্রি থেকে এফিডেফিট লাগবে না। কোর্ট থেকে করলেই হবে।
আমি ২০১৭ সালে আমার হাতে লেখা পাসপোর্ট হারিয়ে ফেলি পরে আমার পাসপোর্ট অফিসের এক পরিচিত এক ভাইকে বললে উনি লস সার্কুলার দিয়ে দেয় আমার জিডি করা নাই আমার কি এখন জিডি করার সুযোগ আছে??
উত্তরমুছুনহাতে লেখা পাসপোর্ট এর জন্য GD করা লাগবে না।
মুছুনআমার পুরনো পাসপোর্ট টা ২০২১ সালে দুবাই যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে হারিয়ে যাই যেটার মেয়াদ ২০২০ সালে শেষ হয়ে গেছে, এখন কি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে লস সাকুলার বার করা যাবে?
উত্তরমুছুনআমার gd করা আছে ১০০ টাকা ২ স্টেম্পে affidavit নোটারীর করা আছে এখন এই স্টেম্প গুলো মন্রনালয় থেকে এটাসস্টেট করার প্রয়োজন আছে? থাকলে কোন কোনো মমন্ত্রনালয় থেকে করতে হবে?
আমার ইইন্ডিয়া ভিসা প্রয়োজন কি ভাবে করলে ইন্ডিয়া ভিসা পাবো?
আপনার শুধু GD করলেই হবে এবং কোর্ট থেকে এফিডেফিট নিলেই হবে।
মুছুনআসসালামু আলাইকুম স্যার আমি আমার নতুন ই পাসপোর্ট হারিয়ে ফেলেছি এখন থানায় জিডি করে ও অন্যন কাগজ নিয়ে গেলে কি আমার
উত্তরমুছুনআবেদন নিবে? নতুন পাসপোর্ট জন্য? নতুন পাসপোর্ট হাতে পেয়ে lost criti.... পরে ও নেয়া যাবে না স্যার!
হ্যাঁ, পাসপোর্ট হাতে পাওয়ার পরে লস্ট সার্কুলার নিতে পারবেন। GD সহ অন্য কাগজ নিয়ে অফিসে গিয়ে পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসেন।
মুছুনআপনি যে কপিটা পোস্ট করেছেন আমিও সেই কপিটা গতকাল পাসপোর্ট অফিস থেকে নিয়েছি,এবং অনলাইনে GD করা আছে, এখন কি এই লস সার্কুলার সার্টিফিকেট দিয়ে ইমিগ্রেশন পাস হতে পারবো বা ইন্ডিয়ান ভিসা পাবো, আমাকে একজন বলতেছে যে এইটা একটা লিস্ট এর কপি লস সার্কুলার সার্টিফিকেট না,, এইটা দিয়ে কিছুই হবে না, আপনার কাছ থেকে সঠিক ইনফরমেশন চাই,
উত্তরমুছুনএটা দিয়ে একটা নোটারি পাবলিক করবেন কোর্ট থেকে। তার পরে ভিসার জন্য আবেদন করবেন ঐ সকল ডকুমেন্ট দিয়ে। আশা করি ভিসা পাবেন।
মুছুনভাই সালাম নিবেন, কিছুদিন আগে আমার পাসপোর্টটি হারিয়েছিলাম পরে থানায় জিডি করি, এরপর আবার হারিয়ে যাওয়া পাসপোর্টটি পেয়ে যাই। পাসপোর্ট পাওয়ার পর আজকে আমি নতুন ই-পাসপোর্ট এর জন্য বায়োমেট্রিক দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আগের পাসপোর্ট এর জিডির কারনে আমার নতুন পাসপোর্ট পেতে কি কোন সমস্যা হবে?
উত্তরমুছুননা, কোন সমস্যা হবে না।
মুছুনআমি কুমিল্লা পাসপোর্ট অফিসে গত ১১ অক্টোবর ফিংগারপ্রিন্ট দিয়ে এসেছি।২১ দিনের টা করেছিলাম।কিন্তু আজ ৫ তারিখ, এখনো enrollment in process আসছে।এখন কি করণীয়?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে দ্রুত যোগাযোগ করেন।
মুছুন"আমি কুমিল্লা পাসপোর্ট অফিসে গত ১১ অক্টোবর ফিংগারপ্রিন্ট দিয়ে এসেছি।২১ দিনের টা করেছিলাম।কিন্তু আজ ৫ তারিখ, এখনো enrollment in process আসছে।এখন কি করণীয়?"
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে কার সাথে কথা বললে ভালো হবে? প্রসেস বলবেন?আর আজ অবরোধ এ কি খোলা থাকবে?
পাসপোর্ট অফিস খোলা থাকবে। পাসপোর্ট অফিসের AD র সাথে কথা বলেন। ওখানে কথা বললে কি সমস্যা এবং কি করতে হবে তা জানিয়ে দেবে।
মুছুনআমার প্রথম MRP পাসপোর্ট করি ২০১১ সালে, তারপর ২০১৪ সালে রিনিউ করি। রিনিউ করার সময় আগের পাসপোর্ট টি জমা দিয়েছিলাম আর নিয়ে আসিনি। আমি ভেবেছিলাম আগের পাসপোর্ট জমা দিয়ে ফেরত পাবার নিয়ম নেই। তারপর ২০২২ সালে ই পাসপোর্ট করলাম। এখন ২০২৩ সালে থাইল্যান্ড এর ভিসার জন্য আবেদন করতে গিয়ে জানলাম সব পাসপোর্ট নাকি লাগবে! প্রথম পাসপোর্ট টি পাবার তো কোন সম্ভাবনা নেই। তারা আমাকে জানালো এখন জিডি করে লস্ট সার্টিফিকেট নাকি উঠাতে হবে। এখন কি আমি উত্তরা অফিস থেকে লস্ট সার্টিফিকেট নিতে পারবো নাকি আগের পাসপোর্ট টাংগাইলে থেকে করেছিলাম সেখান থেকেই নিতে হবে???
উত্তরমুছুনযেহেতু পাসপোর্ট হারিয়ে গেছে সেটা দেখিয়ে কোন পাসপোর্ট করেননি সেহেতু ঐ হারিয়ে যাওয়া পাসপোর্টের বিপরীতে কোন লস্ট সার্কুলার পাবেন না।
মুছুনPending SB Police Clearance হয়ে আছে বিগত ৪ দিন।থানায় কল দিলে বলে আমায় জানানো হবে।এখন কি কিছু করা যায়?
উত্তরমুছুনঅপেক্ষা করেন, আগামী ৩/৪ দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে পুলিশ। যোগাযোগ না করলে নিজে থানায় গিয়ে যোগাযোগ করবেন।
মুছুনস্যার পাসপোর্ট অফিস কোন দিন কোন দিন বন্ধ থাকে জানালে খুবই উপকার হ ত
উত্তরমুছুনসকল সরকারি ছুটির দিন পাসপোর্ট অফিস বন্ধ থাকে। এবং সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনি বার।
মুছুনAssalamualaikum,amr mrp passport lost cilo, gd kore MRP theke e passport korci r nam age cerrection korci, 09.10.23 ami e passport peyeci, akon abar amar passport ti kutay reke aice mone nai, lost mone kore 12.11.23 gd koreci,akon abar ki gd diye passport korte parbo, r passport korar pore ki lost certificate nite parbo,amar passport ti 1mas o hoy nai, akon GD diye passport korle koto din pore lost circular ba certificate pabo ,plz kindly call me 01715194368
উত্তরমুছুনহ্যাঁ আবার GD দিয়ে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। লস্ট সার্কুলার পেতে ২/৩ মাস লাগতে পারে।
মুছুনvai ami soudi arab jawar jonno dalal er kase passport joma daselam office thika amar passport ti atkiya daselo pore ami gd kore abar noton passport korsi kinto tokhon ami lost circular nei ni aekhon ki ami passport office thika lost circular ti nite parbo
উত্তরমুছুনহ্যাঁ, পারবেন।
মুছুনআসসলামু আলাইকুম ভাইয়া আমি একজন সাবেক ওমান প্রবাসী ওমানে আমার কপিলের সাথে সমস্যা হয়ে পাসপোর্ট ছাড়া দেশে চলে আসছি,,,
উত্তরমুছুনদেশে এসে পাসপোর্টের কোয়ারি স্লিপ দিয়ে জিডি করি,,,
জিডি কপি কোয়ারি স্লিপ সহ জমা দেই নতুন করে ইপাসপোর্ট রিইসু আবেদন করি,বয়সের কিছু কারেকশন ছিলো এনআইডি অনুযায়ী,,দালালের মাধ্যমে করেছি,আজকে প্রায় ৩ মাস হলো, অনলাইন স্টাটাস ২ মাস রিওয়ার্ক ছিলো,পরে ১ মাস বেকেন্ড ভেরিপিকেশন ছিলো,দালাল বলছে ১০০% পাবেন,এখন আবার রিওয়ার্কে চলে আসছে,,দালাল সহ পাসপোর্ট অফিসে গিয়েছি ওখানে আমি তাদের সাথে তেমন কথা বলতে পারি নি,,লস সার্কুলার করতে হবে বলেছে,,পাসপোর্ট পেতে একটু সময় লাগবে বলেছে,,,আমি তাদের কথায় আশ্বস্তহতে পারি নি,,দয়া করে একটু বলবেন ভাইয়া আমি পাসপোর্ট টা পাবো কিনা,,,?
আসসলামু আলাইকুম ভাইয়া আমি একজন সাবেক ওমান প্রবাসী ওমানে আমার কপিলের সাথে সমস্যা হয়ে পাসপোর্ট ছাড়া দেশে চলে আসছি,,,
উত্তরমুছুনদেশে এসে পাসপোর্টের কোয়ারি স্লিপ দিয়ে জিডি করি,,,
জিডি কপি কোয়ারি স্লিপ সহ জমা দেই নতুন করে ইপাসপোর্ট রিইসু আবেদন করি,বয়সের কিছু কারেকশন ছিলো এনআইডি অনুযায়ী,,দালালের মাধ্যমে করেছি,আজকে প্রায় ৩ মাস হলো, অনলাইন স্টাটাস ২ মাস রিওয়ার্ক ছিলো,পরে ১ মাস বেকেন্ড ভেরিপিকেশন ছিলো,দালাল বলছে ১০০% পাবেন,এখন আবার রিওয়ার্কে চলে আসছে,,দালাল সহ পাসপোর্ট অফিসে গিয়েছি ওখানে আমি তাদের সাথে তেমন কথা বলতে পারি নি,,লস সার্কুলার করতে হবে বলেছে,,পাসপোর্ট পেতে একটু সময় লাগবে বলেছে,,,আমি তাদের কথায় আশ্বস্তহতে পারি নি,,দয়া করে একটু বলবেন ভাইয়া আমি পাসপোর্ট টা পাবো কিনা,,,?
হারিয়ে যাওয়া পাসপোর্ট এর আবেদন করলে লস্ট সার্কুলার পাসপোর্ট অফিস থেকেই জারি করে, এটার জন্য আপনাকে কিছু করতে হবে না। পাসপোর্ট রি ওয়ার্কে থাকা মানে কোন সমস্যা আছে। এর জন্য অফিসেই যোগাযোগ করে সমস্যার সমাধান করতে হবে। পাসপোর্ট সংশোধন থাকলে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন হয়। তাই কেন রি ওয়ার্কে আছে সেটা জানেন। তার পরে অফিস যা করতে বলে তাই করেন।
মুছুনLost Circular Certificate a ki GD number mentioned thaky? Notun passport korar agy j GD celo taty address vul thakai passport pawar por r akbar GD koryce. Akhon notun GD deye ki lost Circular Certificate uthaty parbo?
উত্তরমুছুনলস্ট সার্কুলারে GD নাম্বার থাকে না। পাসপোর্ট অফিস থেকে হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তালিকা প্রকাশ করে, ঐ তালিকায় হল লস্ট সার্কুলার।
মুছুন