Bangladesh passport renewal and correction notice in Bahrain - বাহরাইন দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের ভুল সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২৩
বাহরাইনে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য সুখব! এখন bangladesh passport renewal করার সময় পূর্বের MRP পাসপোর্টে থাকা সকল ভুল সংশোধন করতে পারবেন Bahrain এ বসেই। প্রবাসীদের অনেক দিনের এই দাবি পূরণ হবে এখন থাকেই। গত ৩ জানুয়ারী ২০২৩ তারিখে Passport correction notice দিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং Bangladesh embassy Bahrain
Bangladesh passport renewal and correction |
এখন পাসপোর্টে থাকা ভুল সংশোধন করে দিবে বাংলাদেশ দূতাবাস। নিজের নাম, পিতা, মাতা, বয়স ইত্যাদি সংশোধন করতে পারবেন সহজেই। তবে এর জন্য দরকার পরবে জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ। যাদের বয়স ১৮ এর কম তারা জন্মসনদ এবং যাদের বয়স ১৮ এর বেশী তারা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট সংশোধন করতে পারবেন।
Bangladesh embassy, Bahrain পাসপোর্ট সংশোধন বিজ্ঞপ্তি
বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের জানানো যাচ্ছে যে, জাতীয় পরিচয়পত্র (NID Card) ও পাসপোর্টের মধ্যে থাকা তথ্যের গরমিল হলে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিজ নাম, পিতা, মাতা, স্বামী / স্ত্রী, জন্মতারিখ, সংশোধন পূর্বক পাসপোর্ট রি ইস্যু করা যাবে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে BRC / জন্মনিবন্ধন ( ডিজিটাল - ইংরেজি ভার্সন ) অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে।
প্রয়োজনে বাংলাদেশ সরকার কতৃক ইস্যু কৃত শিক্ষা সনদ দাখিল করা যাবে।
চিত্রঃ বাংলাদেশ দূতাবাস মানাম, বাহরাইন পাসপোর্টের ভুল সংশোধন প্রজ্ঞাপন |
বিঃদ্রঃ পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে অন্য সকল ডকুমেন্ট এর সাথে লিখিত একটি আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে নির্ধারিত ফরম্যাটে একটি অঙ্গিকারনামা সঠিক পূরণ করে জমা দিতে হবে।
পাসপোর্ট সংশোধন নোটিশ এর সহজ বিশ্লেষণঃ
👉 পাসপোর্ট এ বড় করে MOHAMMAD দেওয়া কিন্ত NID তে MD দেওয়া। এই ভুল সংশোধন করতে পারবেন।
👉মা , বাবা'র নামের ভুল অথবা নামের প্রথম অথবা শেষ অংশ ভুল।
👉জন্ম তারিখ ভুল। যত মাস বা বছর ভুল থাক না কেন সেটা সংশোধন করা যাবে।
👉ঠিকানা
👉স্বামী / স্ত্রীর নামের ভুল
Bangladesh embassy থেকে পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগবে?
১- পাসপোর্ট রি ইস্যু ফরম
২- MRP পাসপোর্ট এর ফটোকপি
৩- NID কার্ড অথবা জন্মনিবন্ধন সনদ, CPR
- শ্রমিক বা লেবারদের ক্ষেত্রে" - বেতন সার্টিফিকেট
- ছাত্র হলেঃ স্টুডেন্ট ID, টিউশন ফি এর স্লিপ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের রিপর্ট কার্ড
- পেশাজীবী হলেঃ CPR ( ড্রাইভার )
৪- দূতাবাস বরাবর লিখিত আবেদন
৫- প্রতিজ্ঞাপত্র
পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে লিখিত দরখস্ত বা চিঠি ( নমুনা )
বাহরাইন থেকে পাসপোর্ট সংশোধন করতে গেলে কম্পিউটারের দোকান থেকে অথবা হাতে লিখে একটা দরখস্ত করার কথা প্রজ্ঞাপনে বলা আছে। তাই আপনাদের সুবিধার্থে একটি নমুনা দেওয়া হল।
তারিখঃ
বরাবর,
মান্যবর রাষ্ট্রদূত
বাংলাদেশ দূতাবসা
মানামা, বাহরাইন।
মহোদয়,
আমার পাসপোর্টে ( পাসপোর্ট নম্বরঃ ) তথ্য বিভ্রট রয়েছে। আমি প্রাপ্তবয়স্ক / অপ্রাপ্তবয়স্ক একজন বাংলাদেশী নাগরিক। আমি আমার জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পাসপোর্টে থাকা ভুল তথ্য সংশোধন করতে ইচ্ছুক।
এমতাবস্থায়, জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদ অনুযায়ী পাসপোর্টে আমার তথ্য সংশোধন করতে আপনাকে অনুরোধ করছি।
বিনীত,
নামঃ
মোবাইলঃ
পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে লিখিত প্রতিজ্ঞাপত্রের নমুনা
বাহরাইন এমবাসি / দূতাবাস থেকে পাসপোর্ট সংশোধন করতে হলে আপনাকে নিচে দেওয়া প্রতিজ্ঞাপত্র টি সঠিক ভাবে পূরণ করে অন্য সকল কাগজের সাথে Bangladesh embassy Bahrain এ জমা দিতে হবে।
চিত্রঃ পাসপোর্ট সংশোধনের জন্য লিখিত প্রতিজ্ঞাপত্র নমুনা কপি |