Pending final approval অর্থ কি | Pending for final approval in local passport office

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করে Your e-Passport application pending for final approval in local passport office দেখাচ্ছে? এটা নিয়ে চিন্তার বিষয় নেই যদি না এই স্ট্যাটাস ৩/৪ দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ই পাসপোর্ট এর যে কয়টি স্ট্যাটাস আছে তার মধ্যে Pending final approval একটি। এই স্ট্যাটাস সম্পর্কে জানলে বুঝতে পারবেন আপনার পাসপোর্ট আবেদন বর্তমানে কি অবস্থায় আছে।

pending for final approval
$ads={1}

এই নিবন্ধে আমরা Pending for final approval স্ট্যাটাস সম্পর্কে জানাতে চেষ্টা করবো। এই স্ট্যাটস টি যদি ১ সপ্তাহের বেশী সময় ধরে থাকে তাহলে তা অবশ্যই চিন্তার বিষয়। যখন থেকে পাসপোর্ট সংশোধনের সুযোগ দিয়েছে সরকার তক্ষন থেকেই pending for final approval in local passport office স্ট্যাটাসে পাসপোর্টের আবেদন ২/৩ সপ্তাহ এমন কি ১ মাস ধরে আটকে থাকছে।

{tocify} $title={Table of Contents}

Pending for final approval

এটা পাসপোর্ট ডেলিভারি পাওয়ার ৩ ধাপ পূর্বের একটি ধাপ, এটা অফিসের সর্বশেষ অনুমতির একটি ধাপ। pending for final approval এর পরে লোকাল পাসপোর্ট অফিসের আর কোন কতৃত্ব থাকে না। এর পরের ধাপ প্রিন্টিং। পাসপোর্ট প্রিন্টের পরে আবার ডাক যোগে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয় ডেলিভারির জন্য।

pending final approval


Pending final approval অর্থ কি?

Pending final approval Bangla meaning হল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। সহজ সরল ভাবে Pending final approval অর্থ পাসপোর্ট অফিসের  AD র অনুমতির অপেক্ষায় আছে। উক্ত পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বা পরিচালকের অনুমতির পরেই ঢাকায় প্রিন্টের জন্য চলে যাবে। 

Pending final approval স্ট্যাটাস সমস্যা?

প্রকৃত পক্ষে এই স্ট্যাটাস ২/৩ দিনের মধ্যেই চলে যাওয়ার কথা থাকলেও বর্তমানে ২/৩ সপ্তাহ পর্যন্ত থাকছে। ফলে সঠিক সময়ে পাসপোর্ট ডেলিভারি পেতে বিলম্ব হচ্ছে। কয়েক টি কারণে Pending final approval অনেক দিন থাকছে।

  1. পুলিশ ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন তথ্য আপডেটও করেছে লোকাল পাসপোর্ট অফিস কিন্ত এখনো প্রিন্টের জন্য চূড়ান্ত অনুমতি দেয়নি অফিস প্রধান।
  2. কোন তথ্য ভুলের কারণে প্রকৃত পক্ষে pending for backend verification এ আটকে আছে কিন্ত সার্ভার জটিলতার কারণে তা ভুল করে দেখাচ্ছে Pending final approval
  3. অফিসে কাজের চাপ বেশী থাকার কারণে কিছু ফাইল প্রিন্টের অনুমতি দেওয়া হয়নি এবং ঐ ফাইল গুলোর মধ্যে আপনার ফাইলও আছে।
  4. লোকাল পাসপোর্ট অফিস আপনার আবেদনে কিছু ভুল খুঁজে পেয়েছে যার কারণে পরের  ধাপ প্রিন্টিং এ না পাঠিয়ে ফাইল আটকে রেখেছে।

Pending final approval সমস্যা সমাধান

যদি আপনার পাসপোর্ট আবেদন টি ২ সপ্তাহের বেশী সময় ধরে pending for final approval অবস্থায় আটকে থাকে তবে নিচের ধাপ গুলো অনুস্মরণ করবেন।

  • পুলিশ ভেরিফিকেশন হয়েছে কি না নিশ্চিত হয়ে নিবেন। ( নতুন পাসপোর্টের ক্ষেত্রে) 
  • ডেলিভারি স্লিপ ভাল করে চেক করেন তাতে কোন ভুল তথ্য এসেছে কি না।
  • পাসপোর্ট স্ট্যাটাস অনলাইনে এবং SMS এর মাধ্যমে দুই ভাবেই চেক করবেন। অনেক সময় অনলাইনে সার্ভারের কারণে ভুল দেখাতে পারে।
  • উপরের ৩ টি ধাপে কোন সমস্যা ধরা না পরলে সময় করে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।
  • কোন প্রকার ভুল থাকলে একমাত্র অফিসের AD / পরিচালক ই তার সমাধান করে দিতে পারবে।

বিঃদ্রঃ অফিস প্রধানের সাথে দেখা করা সহজ হয় না অনেক সময়। ধর্য্য ধরে সুন্দর ব্যাবহারের মাধ্যমে তাকে সমস্যা টা বুঝিয়ে বললেই সমাধান পাবেন। 

Pending final approval সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর

Pending for final approval এ কত দিন থাকে?

Pending for final approval স্ট্যাটাস ৩/২ দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, যদি সব কিছু সঠিক থাকে।

Pending final approval Bangla meaning

চূড়ান্ত অনুমতির অপেক্ষায় অর্থাৎ প্রিন্টের জন্য অনুমতির অপেক্ষায় আছে। 

Pending for final approval অর্থ কি?

ই পাসপোর্টে এমন স্ট্যাটাস এর অর্থ হল, পাসপোর্ট প্রিন্টের জন্য পাসপোর্ট অফিস প্রধানের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে।

Pending for final approval এর পরের ধাপ কি?

Pending final approval এর পরের ধাপ Printing

Pending final approval এর কত দিন পরে পাসপোর্ট পাওয়া যায়?

পেন্ডিং ফর ফাইনাল এপ্রুভাল থেকে প্রিন্টিং এ গেলে ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় তবে জরুরী হলে ২/৩ দিনের মধ্যেই পাওয়া যেতে পারে।


আজ এই লেখাতে pending for final approval in local passport office সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যদি আরো কোন প্রশ্ন থাকে। তবে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না।

💢আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ💢

epassport-bd.com

4 মন্তব্যসমূহ

  1. 4005000108597জম্ম তং04/02/1977 আমার পাসপোর্টটি 22/02/23তাং দেওয়ার কথা থাকলেও এখন পাইনি অনেক দিন ধরে শিপড্ দেখাচ্ছে অফিসে যোগাযোগ করে ও কোন ফল পাইনি ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঢাকায় পাসপোর্ট যেখানে প্রিন্ট হয় সেখানের কোন হেল্প লাইন নাম্বার নেই। লোকাল পাসপোর্ট অফিসের AD ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। অনেক সময় ৫/৭ দিন শিপড দেখায়। কেন এমন হয় সঠিক বলা যাবে না।
      আপনি পাসপোর্ট স্ট্যাটাস SMS দিয়ে চেক করে দেখুন , স্ট্যাটাস কি দেখায়।

      মুছুন
  2. Epassport er status ta kivabe check Kore SMS er maddhome

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের ওয়েবসাইটে "৫ পদ্ধতিতে ই পাসপোর্ট চেক" বিষয়ে একটা আর্টিকেল আছে তাতে SMS দিয়ে ই পাসপোর্ট চেক পদ্ধতি বর্ননা করা আছে।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন