পুলিশ ক্লিয়ারেন্স চেক / পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই এবং পুলিশ ক্লিয়ারেন্স এর কোন স্ট্যাটাসের কি অর্থ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই - police clearance check online bangladesh
|
পুলিশ ক্লিয়ারেন্স চেক অনলাইনেঃ
পুলিশ ক্লিয়ারারেন্স অনলাইনে চেক করতে হলে, সর্ব প্রথম লগইন করতে হবে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে। যে ID and Password দিয়ে আগেই রেজিস্ট্রেশন করা ছিলো সেটা দিয়ে।
পুলিশ ক্লিয়ারারেন্স অনলাইনে চেক করতে হলে, সর্ব প্রথম প্রবেশ করতে হবে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে। যে ID and Password দিয়ে আগেই রেজিস্ট্রেশন করা ছিলো সেটা। না হলে নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। লগইন করা হলে My Account মেনুতে গিয়ে নিচে Ref No, Passport No, Mobile No যে কোন একটি দিয়ে পাশের সার্স বাটনে চাপ দিলেই পুলিশ ক্লিয়ারেন্স টা কি অবস্থায় আছে তা দেখা যাবে।
police clearance check online Bangladesh |
বিঃদ্রঃ একাউন্ট যদি নিজের হয় এবং ঐ একাউন্টে আবেদন করা হয় তবে সার্স না দিলেও নিচে দেখা যাবে। এবং যদি অন্যের আবেদন বা অন্যের একাউন্ট হয় তবে ঢুকে সার্স দিয়ে দেখতে হয়।
SMS এর মাধ্যমে ক্লিয়ারেন্স চেকঃ
সহজ পদ্ধতি হল SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক। সময় এবং শ্রম দুই কম হয়। SMS এর মাধ্যমে দেখতে ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PCC S 15EMLH8 এবং পাঠিয়ে দেন 26969
SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই পদ্ধতি |
অর্থাৎ PCC একটা স্পেস S একটা স্পেস রেফারেন্স নাম্বার। যেমন (PCC S 15EMLH8)
ফিরতি SMS এ জানিয়ে দেওয়া হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের বর্তমান অবস্থা।
পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাসের অর্থঃ
1 Pending for payment:
যদি পুলিশ ক্লিয়ারেন্সের স্ট্যাটাস "Pending for payment" লেখা দেখায় তবে বুঝবেন এখনো পেমেন্ট দেওয়া হয়নি।
2 Application Submitted:
যদি স্ট্যাটাসে লেখা থাকে Application Submitted তাহলে বুঝবেন সঠিক ভাবে আবেদন করা হয়েছে এবং চালান কপিও সঠিক ভাবে জমা দেওয়া হয়েছে অনলাইনে।
3 Payment Receive:
চালানের টাকা সঠিক ভাবে বুঝে পেলে Payment Receive স্ট্যাটাস আসে। সঠিক চালান কপি না দিলে পেমেন্ট বাতিল হয়ে যেতে পারে।
4 Under verification:
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের সময় দেওয়া সকল তথ্য সঠিক আছে কি না এবং লোকাল পুলিশ তদন্ত কেন্দ্র ঐ ব্যাক্তি সাথে যোগাযোগ করে অথবা তার বাড়িতে গিয়ে অথবা অন্য কোন সোর্স থেকে তথ্য নিয়ে ভেরিফাই করে এই ধাপে। Under verification ধাপে পুলিশ ফোন করে কিছু কাগজ পত্র চাইতে পারে ভেরিফিকেশনের জন্য।
5- N/A
Certificate Printed:
সকল তথ্য সঠিক থাকলে ঢাকা তে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রিন্ট হয়। এবং প্রিন্টেড কপি OC বরাবর পাঠিয়ে দেওয়া হয়।
6 Signed by OC:
প্রিন্টেড কপি হাতে পাওয়ার পরে OC প্রথমে স্বক্ষর করে।
7 Signed by DC/ SP:
OC 'র কাছ থেকে SP/DC 'র কাছে পাঠিয়ে দেওয়া হয় সিগনেচারের জন্য।
8 Ready for MoFA verification:
সংশ্লিষ্ট থানার কর্মকর্তার নাম, সিল এবং স্বাক্ষর সহ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট টি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা SP অথবা উক্ত কাজে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠানো কে MoFA verification বলা হয়।
9 Ready for Delivery:
MoFA verification এর পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট টি Ready for Delivery স্ট্যাটাসে চলে যায়। এই অবস্থায় সার্টিফিকেট টি পুলিশ সুপারের কার্যালয় / উপজেলা পুলিশ কর্যালয় / নিকটস্থ থানায় পৌঁছে যায় ডেলিভারির জন্য।
10 Delivered:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনকারীর নিকট পৌঁছে গেলে Delivered স্ট্যাটাস আসে।
11 Application Reject:
অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স আবেদন রিজেক্ট হয়ে যায় বা Application Reject করে দেওয়া হয়। Reject হওয়ার কিছু কারণ আছে।
- আবেদনের সময় অনিচ্ছাকৃত তথ্যের ভুলের কারণে
- ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে
- ঠিকানা ভুল দিলে বা পাসপোর্টে উল্লেখিত ঠিকানা বাদে অন্য ঠিকানা দিলে
- পেমেন্টে সমস্যা থাকলে
- আবেদনকারীর নামে যদি রাষ্ট্র বিরোধী মামলা থাকে।
- গোয়েন্দা তথ্য যদি মনে করি আপনি কোন রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
এই সব কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদন টি বাতিল হয়ে যেতে পারে।
পুলিশ ক্লিয়ারেন্স চেক বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই সম্পর্কে যদি আর কোন তথ্য জানার থাকে তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কে লেখা ৩য় আর্টিকেল এটি।
payment receipt কত দিন থেকে
উত্তরমুছুনজমা দেওয়ার দিন থেকে ২ মাস।
মুছুনপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মেয়াদ কতদিন থাকে
উত্তরমুছুন৬ মাস
মুছুনছার আমার আইডি নাম্বার 4234000103101 জন্ম তারিখ 1/5/1999
উত্তরমুছুনUZZAL ভাই আপনার পাসপোর্ট এখন প্রিন্টিং এর জন্য লাইনে আছে। আগামী সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন।
মুছুনপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে দিয়েছি ২৫/ ৪/ ২৩ এখনো পাইনি এস এম এস করি উত্তর আসে না। হেল্প মি
উত্তরমুছুনঅনলাইনে চেক করে দেখুন, কোন ধাপে আছে সেটা না জানলে বুঝতে পারবেন না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কবে পাবেন। যে একাউন্ট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছিলেন সেটা তে লগইন করে দেখুন। পুলিশ ফোন দিয়েছিল আপনাকে?
মুছুনAj 3 din dore ready for mofa verification dekasce ar koto din lagbe paite
উত্তরমুছুন১ সপ্তাহ লাগতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেতে।
মুছুনAr police clearance ar j hlp line ase namber ogula diya ki manus ar kaj ar jonno na bg ar call na dorar jonno jante casci
উত্তরমুছুনরবি থেকে বৃহস্পতিবার এই ৫ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার মধ্যে কল দিতে হয়।
মুছুনCall to 9 ta thake sara din dileu keu dore na hoy bg na hoy w8ing ar call call dokle dorbe na tay asob namber na dile vlo hoy
উত্তরমুছুনকেন তারা তাদের হেল্পলাইন কল দিলে ধরে না সেটা আমি বলতে পারি না
মুছুনCurrent status e closed likha. Eitar mane ki?
উত্তরমুছুনআবেদন বাতিল হয়েছে।
মুছুন15NDQFJ আমার পুলিশ ক্লিয়ারেন্স নাম্বার
উত্তরমুছুনমেসেজ পাঠিয়েছি ফিরতি মেসেজ আসে না
পুলিশ ক্লিয়ারেন্স এর ওয়েবসাইটে লগইন করে চেক করে দেখুন।
মুছুনsorry certificate is not yet issued এর মানে কি
উত্তরমুছুনPolice clearance certificate abedon ar koi din por pawa jai? R amr district Brahmanbaria akhn ami bKash payment korle ki Dhaka likhte hobe? Kindly janaben? R akta account theke koita apply kora jai
উত্তরমুছুন১ সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স ১৫/২০ দিনের মধ্যে পাওয়া যায়।
মুছুন২ একটা একাউন্ট থেকে আনলিমিটেড আবেদন করা যায়।
৩ বিকাশ থেকে পেমেন্ট করলে ঢাকা লিখতে হবে।
আমি গত 24-06-2023 তারিখে আবেদন করেছি। এক সপ্তাহ ধরে under verification দেখাচ্ছে। এখন আমার করনীয় কি? আর আমি কতদিনের মধ্যে সার্টিফিকেট পাবো?
উত্তরমুছুনপুলিশ থেকে আপনাকে ফোন দেওয়ার কথা। ফোন না দিলে থানায় যোগাযোগ করেন। ভেরিফিকেশন না হলে সার্টিফিকেট পাবেন না।
মুছুন18.07.2023 তারিখে থানায় দেখা করে সকল ডকুমেন্টস জমা দিয়েছি। এখনো under verification দেখাচ্ছে
উত্তরমুছুনপুলিশ অফিসার কে ফোন দিয়ে জানুন ভেরিফিকেশন রিপোর্ট জমা দিয়েছে কি না।
মুছুনফোন করছিলাম। উনি বললেন ১৮ তারিখ ই রিপোর্ট জমা দিয়েছেন।
উত্তরমুছুনঅনেক দিন আগেই তো দিয়েছে। এখনো কি স্ট্যাটাস চেঞ্জ হয়নি? যদি না হয় তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে।
মুছুনভাই পুলিশ ক্লিয়ারেন্স কি কম সময়ে করা যায় একটু জানাবেন ভাই দয়া করে
উত্তরমুছুনপুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেতে ৭ দিন লাগে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরের মানুষের জন্য ১০-১৫ দিন। এর থেকে কম সময়ে পাওয়া যায় না।
মুছুনভাই আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছি ২৬/৭/২০২৩ তারিখে,। কি অবস্থায় আছে একটু জানাবেন প্লিজ।
উত্তরমুছুনপুলিশ ক্লিয়ারেন্স করার সময় সে একাউন্ট করেছিলেন সেই একাউন্টে লগইন করে চেক করে দেখুন। কোন তথ্য ছাড়া আমরা দেখতে পারি না।
মুছুনPolice clearance status: Ready for printing. How long it will take?
উত্তরমুছুনএখন থেকে ৫/৬ দিন লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেতে।
মুছুন5/10: Certificate Printed dekhacche ami kobe hate pabo
উত্তরমুছুন৮ নং ধাপ না পার হলে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন না। এখনো ১০ দিন লাগবে আপনার।
মুছুনAmi porashunar karone dhakai thaka hoi. Bestotar karone dhakar baire jawar sujug nei ekhn. Amr parents ki amar hoye dhakar baire apply kora certificate collect korte parbe?
উত্তরমুছুনহ্যাঁ পারবে।
মুছুনপুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আছে কিনা কিভাবে চেক করব স্যার
উত্তরমুছুনযে একাউন্ট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করেছিলেন ঐ একাউন্টে লগ ইন করে চেক করেন। অন্য কোন ভাবে চেক করা যায় না।
মুছুনMofa verification koto din somoy lage?
উত্তরমুছুন২ দিন
মুছুন