ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কিভাবে করে | pending sb police clearance | পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তায় পরে জান অনেকেই। তাছাড়া sb police clearance এ নেগেটিভ দেওয়ার কারনে অনেকের পাসপোর্ট পেতে দেরি হয়। পাসপোর্ট ডেলিভারি আনতে গিয়ে তখন বুঝতে পারনে আপনার আবেদন টি Sent for Rework এ পরে আছে।
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন |
পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের ওয়েবসাইটের লেখার উপাদান। আজ ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত সকল বিষয় বিস্তারিত ভাবে আপনাদের বোঝাতে চেস্টা করব। বাংলাদেশ সরকারের গোয়েন্দা শাখা বা Special Branch (SB) ই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বে থাকে।
{tocify} $title={Table of Contents}
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনঃ
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হল, ই পাসপোর্ট আবেদনকারী সম্পর্কে বাংলাদেশ সরকারের গোয়েন্দা শাখা কতৃক প্রকাশ্যে এবং গোপনে তথ্য সংগ্রহের মাধ্যমে আবেদনকারী সম্পর্কে নিচের তথ্য যাচাই করে।
- ঐ ব্যাক্তি বাংলাদেশের স্থায়ী নাগরিক কি না
- ফৌজদারি মামলা আছে কি না
- ই পাসপোর্ট আবেদনে প্রদত্ত তথ্য সঠিক কি না
- আবেদনে প্রদত্ত স্থায়ী এবং বর্তমান ঠিকানা সঠিক কি না।
- পূর্বের পাসপোর্টে থাকা তথ্য ( বয়স পরিবর্তন এবং পিতা, মাতা অথবা নিজের না সম্পূর্ণ চেঞ্জ কি না)
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চেক করার মাধ্যমেই জানা যাবে এই মুহুর্তে পুলিশ ভেরিফিকেশন হয়েছে কি না। ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের কয়েকটি পদ্ধতি আছে ১ অনলাইনে চেক, ২ SMS এর মাধ্যমে চেক।
অনলাইনে পুলিশ ভেরিফিকেশন চেকঃ
অনলেনে ই পাসপোর্ট চেক করতে হলে প্রথমে প্রবেশ করতে হবে epassport.gov.bd এ। এই ওয়েবসাইটে গিয়ে ডান পাশে CHECK STATUS নামে একটি বাটন আছে সেখান থেকে দেখতে পারবেন।
pending sb police clearance |
স্ট্যাটাস চেক করলে লেখা দেখাবে
Enrolment Pending SB Police verification
Dear , Your e-Passport application is pending for SB Police verification.
SMS এর মাধ্যমে চেকঃ
আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন START EPP APPLICATION ID এবং পাঠিয়ে দিন 16445 নাম্বারে।
যদি চেক করা স্ট্যাটাস টি pending sb police clearance লেখা দেখায় তবে বুঝবেন আবেদন টি এখনো পুলিশের কাছে আছে। পুলিশ ভারিফিকেশন শেষে পরের অটোমেটিক ধাপে চলে যাবে।
পুলিশ ভেরিফিকেশন করতে কি কি লাগে?
আগেই যদি জেনে যাওয়া যায় পুলিশ ভেরিফিকেশন করতে কি কি লাগবে তাহলে সকল ডকুমেন্ট আগেই এক যায়গা করে রাখা যায়। ফলে ঝামেলা কম হয় এবং দ্রুতই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা যায়। pending sb police clearance সম্পন করতে লাগবেঃ
- আবেদনকারীর NID / BRC
- নাগরিক সনদ
- পিতা, মাতার NID
- স্বামীর NID ( মহিলাদের ক্ষেত্রে)
- বিদ্যুৎ বিলের কপি ( পানি, গ্যাস, টেলিফোন গ্রহণ যোগ্য)
- বাসা ভাড়া থাকলে তার চুক্তি পত্র
- ভূমিহীন হলে তার সনদ
- মামলা থাকলে মামলা খারিজ হয়েছে এমন ডকুমেন্টস
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়মঃ
অনেকেই বুঝতে পারেন না পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কিভাবে করতে হয়। নিচে ধাপে ধাপে চেস্টা করব পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ম সম্পর্কে আপনাদের বলতে।
(A) পাসপোর্ট আবেদনের পরে যদি স্ট্যাটাস চেক করে pending sb police clearance লেখা আসে তবে বুঝবেন আপনার আবেদন টি sb police এর কাছে এসেছে।
(B) পাসপোর্ট আবেদনের ২ থেকে ৪ দিনের মধ্যে যে থানার আন্ডারে আপনার বাড়ি/বাসা ঐ থানার দায়ীত্বপ্রাপ্ত অফিসার আপনাকে ফোন দিবে।
(C) ফোন পেলে তার সাথে দেখা করবেন অথবা পুলিশ অফিসার নিজেই আপনার বাড়িতে / বাসায় এসে দেখাআ করতে পারে।
(D) আপনাকে ফোনে জানিয়ে দিবে পুলিশ ভেরিফিকেশনের কি কি কাগজ লাগবে।
(E) ঐ অফিসারের সাথে দেখা করে প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে আসবেন।
ঢাকা মেট্রোয়ের মধ্যে পুলিশ ভারিফিকেশন:
আপনার বাসা যদি ঢাকা Dhaka Metro এর মধ্যে হয় তবে আপনি পাসপোর্ট আবেদনের পরেই দেখে নিতে পারবেন কোন তদন্তকারী অফিসারের কাছে আপনার আবেদন টি ভেরিফিকেশনের জন্য আছে। আপনি চাইলে আগেই তার সাথে ফোনে কথা বলে প্রয়োজনীয় ডকুমেন্ট তার কাছে পৌঁছে দিয়ে আসতে পারেন।
আপনি https://www.immi.gov.bd/Passport-Verify ওয়েবসাইটে ভিজিট করে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর এবং জন্মতারিখ দিয়ে সার্স দিলেই পেয়ে যাবেন অফিসারের নাম এবং ফোন নাম্বার।
Passport Application Enquiry For Police Verification (Dhaka Metro Only) |
বিঃদ্রঃ অনেক সময় পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ দেয় সে ক্ষেত্রে pending sb police clearance স্ট্যাটাস চেঞ্জ হয়ে Sent for Rework লেখা আসবে।
Passport police verification negative - পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ
অনেক সময় Passport আবেদনে police verification negative দেয়। ফলে পাসপোর্ট পেতে দেরি হয় এবং অনেক ঝামেলা সহ্য করতে হয়। পুলিশ ভেরিফিকেশনে কেন নেগেটিভ দেয় এবং নেগেটিভ দিলে কি ভাবে সমস্যার সমাধান করবেন সেটা বিস্তারিত ভাবে নিচে দেওয়া হল।
যে সকল কারনে পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ দেয়ঃ
১ SB police clearance নেগেটিভ দেয় ঠিকানা ভুল হলে
২ মামলা থাকলে পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ আসবে।
৩ বর্তমান ঠিকানা অনুযায়ী আপনাকে না পাওয়া গেলে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে।
৪ গ্রামের নাম , পোস্ট অফিস ভুল হলে নেগেটিভ আসতে পারে।
৫ পাসপোর্ট আবেদনে প্রদত্ত তথ্যে ভুল থাকলে police verification negative আসতে পারে।
৬ পেশা ভুল দিলে এবং সেটা জানতে পারলে নেগেটিভ দিতে পারে।
৭ পূর্বের পাসপোর্টে থাকা কোন তথ্য সম্পূর্ণ চেঞ্জ হলে।
পুনঃ পুলিশ ভেরিফিকেশন কি ভাবে করব?
যদি পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ আসে তবে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে লেখা থাকবে Sent For Rework । স্ট্যাটাস এমন দেখলে সময় নষ্ট না করে দ্রুত আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে কথা বলবেন কি সমস্যার কারণে পুলিশ ভারিফিকেশনে নেগেটিভ এসেছে তিনিই জানিয়ে দেবে। যে সমস্যার কথা বলা তা সমাধান করবেন এবং একটি দরখস্ত জমা দিয়ে আসবেন যাতে আবার পুলিশ ভেরিফিকেশন পাঠায়।
👉 অফিসে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, ডেলিভারি স্লিপ সাথে নিয়ে যাবেন।
👉 জন্মসনদ দিয়ে আবেদন করা হলে বাবা মায়ের NID এবং BRC সাথে নিবেন।
👉 পাসপোর্ট আবেদনের সময় যে সকল ডকুমেন্ট জমা দিয়েছিলেন তার মূল কপি যদি কাছে থাকে তা নিয়ে যাবেন।
বিঃদ্রঃ যাতে অফিসে গিয়ে ফেরত আসতে না হয় এ জন্য সকল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে বলা হল।
পুনঃ পুলিশ ভেরিফিকেশন পাঠেতে আবেদন বা দরখস্তের নমুনাঃ
বরাবর
সহকারী পরিচালক
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ।
বিষয়ঃ ভুল সংশোধন পূর্বক পূণঃ পুলিশ তদন্ত প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি..........., পিতাঃ........... মাতাঃ ..............., গ্রামঃ ..........., ডাকঘরঃ ............, থানাঃ .............., জেলাঃ.............। পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার 4001-0000........
ই পাসপোর্ট আবেদনে আমার ....................ভুল হওয়ার কারনে পুলিশ তদন্ত বিপক্ষে আসে।
অতএব, এ প্রেক্ষিতে উক্ত আবেদনের................... সংশোধন করে পূনঃ পুলিশ তদন্ত পাঠাতে অনুরোধ জানাচ্ছি।
বিনীত
নামঃ
ফোনঃ
Vai amr abbur nid card a nam jevabe ache amr nid card a se vabe nai kintu amr nid card a jmn ache ami sevabe application korechi ekhon amr question holo police clearance a ki kono problem hobe amr nid te jmn ache oivabe e application korechi tar pore o ki kono problem hobe plz ans diyen vaiya 😊
উত্তরমুছুননা, কোন সমস্যা হবে না। চিন্তা করার কিছু নেই। Best of luck
মুছুনvhai ami regular e passport kortechi jeita generally 21 diner modde pai apply korar 6-7 diner modde ase police verified but amr ta ekhno kun massage ba call ase nai ami apply korar smy number 2ita dichi 1st number ta nosto hye gece emergency contact a ekta dichi online a check korle ekhno sb police clarence dekacche
মুছুনফোন নাম্বার টি কাস্টমার কেয়ারে গিয়ে তুলে রাখুন কাছে। তাছাড়া আপনি নিজে থানায় যোগাযোগ করেন। যেহেতু ফোন নাম্বার হারিয়ে গেছে।
মুছুনআমি গত 25/5/2023 তারিখে পাসপোর্ট অফিস গিয়ে কাগজ পত্র জমা দিয়েছি কিন্তু 11/06/2023 পর্যন্ত কোন ফোন আসেনি পুলিশের কাছ থেকে এখন করনীয় কি দয়া করে জানাবেন ধন্যবাদ
মুছুনডেলিভারি স্লিপে ফোন নাম্বার সঠিক আছে কি না চেক করেন। যদি সব ঠিক থাকে তবে আপনার এলাকার থানায় যোগাযোগ করেন। অথবা জেলা SP অফিসে।
মুছুনvai passport police clearerance a ki sob document er main copy dite hoi naki photo copy dite hoi ?
উত্তরমুছুনফটোকপি দিলেই হয়।
মুছুন
মুছুনAmi 5/14 apply koechi for renew passport. kintu ekhono pai nai.
পাসপোর্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে?
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনমামলা শেষ না হলে পুলিশ ভেরিফিকেশন রিপর্ট পজেটিভ পাওয়া সম্ভব না। মামলা খারিজ হয়েছে মর্মে কোর্ট থেকে প্রত্যয়ন নেওয়া যায় তবে পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হবে না
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনযদি আদালত থেকে ছাড়পত্র পাওয়া যায় তবে পূনঃ পুলিশ তদন্ত দিবেন এবং পুলিশ ভেরিফিকেশন এর সময় ঐ ছাড়পত্র কপি দেখাবেন।
মুছুনযদি আপনার মামলা টি অনলাইনে রেকর্ড ভুক্ত না হয় তবে পুলিশ ভেরিফিকেশন এ সমস্যা হবে না।
vai aj ami amr all documents police k diye aschi kintu check dile pending police clerance dekhacche. ekhon amr question holo amr application next step a jete koto din lagbe?
উত্তরমুছুনপর পর দুই দিন ছুটি তাই পরের ধাপে যেতে আগামী সপ্তাহে ১/২ দিন লাগবে। অর্থাৎ আজ থেকে ৩/৪ দিনের মধ্যে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে।
মুছুনঅপেক্ষা করেন টেনশনে কিছু নেই।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনযখন পাসপোর্ট অফিসে পুনঃ তদন্ত আবেদন দিবেন তখন এবং পুলিশ ভেরিফিকেশন এর সময় দেখায়ে হবে। ফটোকপি জমা দিবেন।
মুছুনvai ami 01/02/2023 tarikh a new e-passport er jonno application kori tar por 05/02/2023 tarikh pojonto enrolment process a thke tar por check korle pending backend varification dekhai then 3 din por check korle pending police clearence dekhai. r police amak phone dile ami dekha kore amr sob documest dey. ekhon amr question holo amr jehetu 1st a backend varification hoye geche pore ki r hobe ?
উত্তরমুছুননা, পরে আর কোন ব্যাকেন্ডে হবে না। চিন্তা করার দরকার নেই আবেদন সঠিক পথেই এগোচ্ছে।
মুছুনপরে আপডেট কি হয় জানাবেন।
vai amr police varification complete hoye ekhon pending final approval a ache ekhon amr question holo pending final approval a koto din thakbe r amr passport pete koto din lagbe?
উত্তরমুছুনআগামী ৭ দিনের মধ্যে পাসপোর্ট প্রিন্ট হয়ে পাসপোর্ট অফিসের উদ্দেশ্য পাঠিয়ে দেওয়া হবে। আশা করি আগামী সপ্তাহের প্রথম ১/২ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
মুছুনvai amr applicaton pending final approval complete hoye ekhon Pending in Print Queue dekhacche ekhon vaiya ami jante chacchi amr passport hat a pete koto din lagbe?
উত্তরমুছুনএই সপ্তাহের শেষ পাসপোর্ট হাতে পাবেন।
মুছুনপুলিশ আমাকে গত রবিবার (৫ তারিখ ) এ ফোন দিয়ে ছিলেন, কিন্তু অনলাইনে এখনো পুলিশ ক্লিয়ারেন্স পেনডিং দেখাচ্ছে। আবার পুলিশ বলছেন সমস্ত ডকুমেন্ট নাকি ছেড়ে দিয়েছেন। এরকম হওয়ার কারণ কি।
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশনের তথ্য লোকাল পাসপোর্ট অফিস গ্রহণ না করা পর্যন্ত পেন্ডিং দেখাতে পারে।
মুছুনvai amr pending in print queue chili kintu ei matro check dile Passport Printed dekhacche ta hole vai ami koto diner moddhe passport pete pari
উত্তরমুছুনআগামী সপ্তাহের প্রথম দিকে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
মুছুনযদি এই সপ্তাহের শেষ দিকে পাসপোর্ট রেডি ফর ইসুরেন্স দেখায় তাহলে অফিসে গিয়ে পাসপোর্ট আনতে পারবেন।
4003000415551ভাই আমার পাসপোর্টটি এসবি পুলিশ ক্লিয়ারেন্স দেখাচ্ছে
উত্তরমুছুনপুলিশের সাথে দেখা করে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে এসেছেন?
মুছুনভাই আমি আগামী ০১/০২/২০২৩ এ ফটো ও ফিঙ্গার দিয়ে আসি এরপর স্টাটাস এ এসবি পুলিশ ক্লিয়ারেন্স দেখায় এর ৬ দিিন পর আমার স্থানীয় ঠিকানার থানার পুলিশ কল করে, আমারদের বাড়িতে গিয়ে কাগজ নিয়ে আসে, তার কিছুদিন পরে ১১//০২/২০২৩ অস্থায়ী ঠিকানার পুলিশ কল করে এবং আমি গিয়ে দেখা করে কাগজ দিয়ে আসি কিন্তু আজ সব মিলে প্রাায় ১৪ দিন হলো এখনো এসবি পুলিশ ক্লিয়ারেন্স দেখাচ্ছে পুলিশের সাথে যোগাযোগ করে জানতে পারি তারাা পজিটিভ রেপোর্ট দিয়েছে।
উত্তরমুছুনতাহলে কি জন্যে এমনটা দেখাচ্ছে।
আমার রেগুলার ডেলিভারি
দুই থানার রিপর্ট হয়তো এখনো লোকাল পাসপোর্ট অফিসে আসেনি। দুই জায়গা পুলিশ ভেরিফিকেশন হলে পাসপোর্ট পেতে সময় লাগে।
মুছুনভাই গত শুক্রবার পুলিশ কাগজ জমমা নেয় এবং এখক পর্যন্ত পাসপোর্ট অফিসে রিপোর্ট জমা দেয় নি পুলিশের সাথে কথা বললাম তিনি বললেন যে কাল পরশুর মধ্যে জমা করবেন
উত্তরমুছুনতাহলে যদি তিনি দুই একদিনের মধ্যে জমা করেন আমার পাসপোর্ট হাতে পেতে কতো দিন লাগতে পারে জানাবেন একটু।
পুলিশ ভেরিফিকেশন হওয়ার ১০ দিনের পরে পাসপোর্ট হাতে পেতে পারেন।
মুছুনভাই আমার mrp পাসপোর্টের মেয়াদ শেষ অনেক আগেই।এখন আমি গতো দুই দিন আগে e পাসপোর্টের জন্য আবেদন করেছি।আমার স্থায়ি ঠিকানা বর্তমান ঠিকানা নাম সবকিছুই আগের মতো আছে। আমার কি পুলিশ ভেরিবিকেশন হবে জানালে উপকার হবে ভাই
উত্তরমুছুনMRP to E passport করার সময় কোন ধরনের তথ্য সংশোধন থাকলেই শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন হবে। অন্যথায় পুলিশ ভেরিফিকেশন হবে না।
মুছুনভাই আমার পাসপোর্টের মেয়াদ শেষ ২০১৭ সালে।এখন আমি e পাসপোর্টের জন্য আবেদন করেছি গতো দুই দিন আগে। আমার সব কিছুই আগের পাসপোর্টের সাথে মিল আছে। এখন কি ভাই আমার পুলিশ ভেরিবিকেশন হবে। জানালে অনেক উপকার হবে ভাই
উত্তরমুছুননা পুলিশ ভেরিফিকেশন হবে না।
মুছুনVai ami joruri passport ar jonno abadon koreche 6 din hoye galo akhono pollice varecason hoynai akhon ki korte pare
উত্তরমুছুনআপনি প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে থানায় গিয়ে দেখা করে আসুন। তাহলে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে।
মুছুনভাই আমার এপ্লিকেশন অনলাইনে দেখায় sb police clearance pending আর এস এম এস Enrol is invalid pls check and resend বিষয়টা বুঝলাম না একটু বলবেন প্লিজ??
উত্তরমুছুনপুলিশ কি আপনাকে ফোন দিয়েছে ভেরিফিকেশনের জন্য? যদি পুলিশ ফোন না দেয় এবং অনেক দিন এমন অবস্থায় থাকে তবে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। SMS এর মাধ্যমে যে স্ট্যাটাস দেখাচ্ছে তাতে মনে হচ্ছে আবেদনে কিছু ভুল আছে। তবে যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন দেয় এবং ভেরিফিকেশন হয়ে যায় তবে চিন্তার কিছু নেই।
মুছুনজ্বি ভাই পুলিশ ফোন দিয়েছে প্রয়োজনীয় কাগজপত্রও জমা নিয়েছে
মুছুনVaiya amr ekta question holo ami passport korte gele je Counter theke application check kore oikhan je finger dite hoi oi finger ta ami dayni kintu pic tolap por finger diyechi r time moto passport o peyechi ekhon ami jante chani amr onno country te jete ki kono problem hobe plz vaiya reply diyen
উত্তরমুছুননা, কোন সমস্যা হবে না। ছবি তোমার সময় ফিঙ্গার টা হলেই হবে। ( প্রথমে যা থাকে সেটা হল রোহিঙ্গা ভেরিফিকেশন বা প্রাথমিক যাচাই)
মুছুনধন্যবাদ ভাই
মুছুনVaiya ami new passport er jonno abedon kore 12/02/2023 tarikh a joma diye pic&finger diyechi. Tar 2din pojonto enrolment process chilo kintu tar por theke ekhono pojonto police clearance a ache onk din hole gelo kintu police phone o dicche na r basi o ache na ekhon amr ki korte hobe bolle onk upokar hobe vai
উত্তরমুছুনঅনেক সময় আবেদনে ফোন নাম্বার ভুল হয় ফলে পুলিশ যোগাযোগ করতে পারে না।
মুছুনযদি ফোন নাম্বার ঠিক থাকে তবে আপনি নিজেই থানায় গিয়ে কথা বলেন।
ভাই একটু সাজেশন দিন। আমি গত ২২ জানুয়ারি পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সহ সব ডকুমেন্টস জমা দিয়ে এসেছি। ২৫ তারিখে মেইল আসলো এনরোলমেন্ট হয়েছে। স্ট্যাটাস এখন pending SB police clearance. আজকে ২১ ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত থানা থেকে আমাকে কল করেনি ভ্যারিফিকেশনের জন্য। এতোদিন হয়ে গেলো, এখন আমি কি করতে পারি? ভ্যারিফিকেশন করতে কি এতো সময় লাগে? স্ট্যাটাস এখনো পেন্ডিং এসবি ক্লিয়ারেন্সই আছে। আমি টেনশনে পড়ে গেলাম, ওরাতো কল দিবে মাস্ট। পাসপোর্ট টাইপ অর্ডিনারি ডেলিভারি। এখন আমি কি পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করবো নাকি থানায় গিয়ে খোঁজ নিবো?
উত্তরমুছুনসঠিক কাজ হল থানায় গিয়ে যোগাযোগ করা। যাওয়ার সময় পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যাবেন।
মুছুনবাবার আইডি কার্ডে পদবি আছে আমার আইডি কার্ডে বাবার নামের স্থানে পদবি নাই তাই পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে না।বাবার নামের সংশোধনের আবেদন কপি চায় কি করতে পারি।
উত্তরমুছুন1 এক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থাকে যে ভাবে আপনার NID তে পিতার নাম আছে তাহলে পুলিশ অফিসার কে দেখাতে পারেন এবং তিনি পজেটিভ ফিডব্যাক দেবে আশা করি।
মুছুন2 যদি সার্টিফিকেট না থাকে তবে আপনার NID কার্ডে থাকা পিতার নামে পধবি যোগ করার আবেদন করেন এবং সেই আবেদনের কপি পুলিশ কে দেখান। ( এ ক্ষেত্রে ই পাসপোর্ট আবেদন পত্রটিও সংশোধন করতে হবে)
আমি গত ০৬/০২/২০২৩ তারিখে বায়ো এনরোলমেন্ট সম্পন্ন করেছি। এরপর গত ৯ ই ফেব্রুয়ারী থেকে আমার স্ট্যাটাস "pending SB police Clearance" দেখাচ্ছে এবং পুলিশ অফিসার আমাকে গত ১৮/০২/২০২৩ তারিখে ফোন দেয় এবং আমি আমার এত চাচাকে দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তার পরের দিনই পাঠিয়ে দেই, যিনি মূলত এই কাজই করেন।এখনও স্ট্যাটাস পরিবর্তন হয়নি। আমার ডেলিভারি স্লিপে প্রদানের তারিখ ২৮/০২। সময়মতো কী পাবো?
উত্তরমুছুনযদি এখনো পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে ২৮ তারিখে পাসপোর্ট পেতে সমস্যা হবে। পুলিশ ভেরিফিকেশন শেষে পাসপোর্ট পেতে ১০ দিন মত লেগে যায়।
মুছুনআমি গত ২৩/০৩/২০২২ তারিখে পুলিশ ভেরিফাই সকল ডকুমেন্টস জমা দিয়েছি
উত্তরমুছুনকিন্তু চেক দিলে এখনো পুলিশ ভেরিফাই পেন্ডিং দেখায় কি করব জানান প্লিজ
স্ট্যাটাস দ্রুতই চেঞ্জ হবে। অনেক সময় পুলিশ অফিসারের ব্যাস্ততার কারণে রিপর্ট আপডেট করেনি ফলে স্ট্যাটাস চেঞ্জ হয়নি।
মুছুনভাই আমি অনলাইনে স্টাটাস চেক করলে দেখাচ্ছে pending sb police clearance আর sms দিয়ে চেক করলে রিপ্লে আসতেছে we will update you soon.বিষয়টা তো কিছুই বুঝতেছি না।
উত্তরমুছুনঅথচ আমার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে আরো ২০ দিন আগে। বিষয়টা একটু বুঝিয়ে দিবেন
পুলিশ রিপর্ট কোন কারণে পাসপোর্ট অফিসে পাঠায়নি তাই এমন দেখাচ্ছে। যে পুলিশ অফিসার আপনাকে ফোন দিয়েছিলো সকল ডকুমেন্টসের জন্য তাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন রিপর্ট পাঠিয়েছে কি না। অথবা পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করে আসতে পারেন।
মুছুনআমার স্টাটাস এ দেখাচ্ছে pending in print Queue এখন কতো দিনের মধ্যে হাতে পাওয়া যাবে??
উত্তরমুছুনআগামী সপ্তাহের শেষে পেতে পারেন।
মুছুনপুলিশ ভেরিফিকেশন এর সময় মাতা পিতা nid চাওয়া হয় আমার পিতা আছে কিন্তু মাতা নাই মারা গেছে তাহলে আমার কি কি কাগজ লাগবে
উত্তরমুছুননাগরিক সনদ, বিদ্যুৎ বিলের কপি, পিতার NID ফটো কপি, আবেদনকারীর NID এর কপি
মুছুনAssalamualikum vai amr fufur full name change, age and babar nam halka change akhon ami reissue er jonno abedon korechi unara bollo age police verification hobe then finger hobe ami express e tk diyechi kintu akhono police verification ashe ni passport office e contact korle bole amra sb te eta pathaici akhon ki korbi pls bolle upokrito hobo
উত্তরমুছুনআগে এমন নিয়ম ছিল না। এমন ক্ষেত্রে আপনার অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
মুছুনতবে কোন অফিসার কে রিকয়েস্ট করে দেখতে পারেন সে কি বলে।
ভাই পাসপোর্ট হতে পেয়ে দেখি আমার সাইনের পরিবর্তে অন্য কারো সাইন দেয়া বাকি সব ঠিক আছে ছবি এন আইডি নাম্বার বাবা মা এর নাম সব ঠিক আছে, সাইনেরর জন্যে কোন সমস্যা হবে কি???
উত্তরমুছুনএটা সমস্যা, তবে আপনি চাইলে এই পাসপোর্ট ব্যাবহার করতে পারবেন। যেখানে ভিসার জন্য সিগনেচার দরকার সেখানে পাসপোর্টে থাকা সিগনেচার ব্যাবহার করবেন।
মুছুনপ্রায় ২৮ দিন হল পাসপোর্ট এর জন্য আবেদন করি। জমা দেওয়ার দিনই অস্থায়ী ঠিকানায় cmp পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়। সিএমপি থেকে রিপোর্ট এপ্রোভ মেসেজ আসে। স্থায়ী ঠিকানা থেকে পুলিশ কল দেয় নি। এখন করনীয় কি?
উত্তরমুছুনস্থায়ী ঠিকানা থেকে ফোন দেয় সাধারণত। তবে যদি ফোন না দেয় তবে আপনি চাইলে নিজেই যোগাযগ করতে পারেন তাঁদের সাথে।
মুছুনAmi e -passport er jonno abedon koresi.. Amar MRP passport chilo. E-passport er abedon korar somoy present & permanent address change er adedon koresi. Ejonno ki problem hobe?? Ami Express delivery r abedon koresi 13/03/23 e. Ekhon o police call dei ni othocho dekhesse SB verification e. Ami ki present address er thanai contact korbo na permanent address er??
উত্তরমুছুনযদি বর্তমান এবং স্থায়ী দুই ঠিকানাই চেঞ্জ হয়ে তবে দুই থানাতেই তদন্ত হবে। সর্বপ্রথম বর্তমান ঠিকানাতে। তাই আপনার উচিৎ বর্তমান ঠিকানার থানায় যোগাযোগ করা।
মুছুনassalamualaikum.ami 15-03-23 appilication from and photo finger diye esechi.passport a ami dhaka present address and noakhalir permanent address diyeci.but age dhaka te verification na hoye noakhali te amr abbu ke thana theke phone diyece and kono papers lagve na bollo amra ok kore divo taka dite bollo ,amr abbu 700tk bikash korlo.and amr question holo amr ki noakhali te verification hyeci kina ? and dhaka te akhono police call dei ni.pendinh sb police verification hye ache .
উত্তরমুছুনস্থায়ী ঠিকানা ভেরিফিকেশন হয়ে গেছে বলে মনে হচ্ছে। এখন বর্তমান ঠিকানা ভেরিফিকেশন হবে। অবশ্যই আপনাকে ফোন দেবে অথবা আপনি চাইলে বর্তমান ঠিকানার থানায় যোগাযোগ করতে পারেন।
মুছুনভাই আমি গত ০৭.০৩.২৩ এ ফর্ম জমা দিই৷ ফিঙ্গার এবং ছবি তুলেও আসি। এতদিন হয়ে গেল এখনো আমাকে পুলিশ ফোন দেয় নি। তবে আমার আবেদন ফর্মে কন্টাক্ট নাম্বারে একটি নাম্বার ভুল আছে। যে ফরম পূরন করছে ভুলে লাস্ট সংখ্যা দেয়নি। মানে আবেদন ফর্মে আমার ফোন নাম্বার একটা উঠেনি। কিন্তু ছবি তোলার সময় যে নাম্বার উঠেনি ফর্মে, সেটা অফিসারকে জানালে ওনি ঠিক করে দেয় কম্পিউটারে। আজ ২১ তারিখ হয়ে গেল আমাকে এখনো পুলিশ ফোন দেয় নি। এখন আমার কী করা উচিৎ? প্লিজ বলুন।
উত্তরমুছুনআপনি যে থানার বাসিন্দা সেই থানায় গিয়ে যোগাযোগ করেন। সমস্যার সমাধান হয়ে যাবে।
মুছুনআমার টা অনলাইনে এসবি ভ্যারিফিকেশনের জন্য পেন্ডিং দেখাচ্ছে। থানায় গেলে হবে? নাকি স্পেশাল ব্রাঞ্চ শাখায় যেতে হবে?
উত্তরমুছুনজেলা শহরে হলে SP অফিসের স্পেশাল ব্রাঞ্চে। উপজেলা তে হলে থানায় গেলেই হবে।
মুছুনভাই,
উত্তরমুছুনআমার এনআইডি কার্ডে গ্রামের নাম আছে 'গৌজঘোনা'। কিন্তু আবেদন ফর্মে গ্রামের নাম দিয়েছি 'থাইংখালী'। 'থাইংখালী' হলো আমার এলাকার নাম। আমি থাইংখালীরই বাসিন্দা তবে গৌজঘোনা আমার গ্রামের আলাদা নাম। এনআইডি কার্ডে 'গৌজঘোনা' দেওয়া আছে। গৌজঘোনা হচ্ছে থাইংখালীরই অন্তর্ভুক্ত। এখন আমার পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে কি না। নাকি পুলিশ ভেরিফিকেশনে পুলিশকে বলে ঠিকানা পরিবর্তন করে দিতে পারব। পুলিশ কি পারবে এই কাজ?
NID তে যে ভাবে আছে ঠিকানা সেই ভাবেই আবেদন করা উচিৎ ছিলো। পুলিশ ভেরিফিকেশন এ ভুল ধরতে পারে। ভুল সংশোধন করতে হলে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দিতে বলবেন, এর পরে Sent for rework স্ট্যাটাস আসলে অফিসে গিয়ে গ্রামের নাম সংশোধন করে দিয়ে আসবেন এবং বলবেন পূনরায় পুলিশ ভেরিফিকেশন পাঠাতে।
মুছুনআমি থানায় সব কাগজ জমা দিয়েছি। ১৩ দিন হলো এখনো pending দেখাচ্ছে। এখন আমি কি করতে পারি?
উত্তরমুছুনগত সপ্তাহে কয়েকদিন সরকারি ছুটি থাকার কারনে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে জমা হয়নি। আশাকরি এই সপ্তাহের মধ্যেই পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে এবং পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে।
মুছুনBhai police clearance er time koto din meyad thake ? Etar kono fixed time ache? Amar exam er jonno amar documents dite late hocche. Kono time ache ki je Eto din er moddhe police ke documents joma dewa lagbe police clearance er jonno?
উত্তরমুছুনপুলিশ ক্লিয়ারেন্স এর ডকুমেন্টস এর জন্য পুলিশ নিজেই ফোন দেয় অথবা সরাসরি বাড়িতে গিয়ে ডকুমেন্টস নিয়ে আসে।
মুছুনযদি আপনাকে ফোন দেয় তবে ঐ দিন থেকে ৫/৭ দিনের মধ্যে গেলেই হয়। তবে আপনি যতটা দেরি করবেন পুলিশ ক্লিয়ারেন্স পেতে তত দেরি হবে।
Dear MD MIZANUR RAHMAN, Your e-Passport application is pending for SB/DSB Police verification.
উত্তরমুছুনভাই চেক দিলে এই লেখা টা আসে, কিন্তু থানা থেকে এখনো কোনো কল পাই নাই
পুলিশ ফোন দিলে দেখা করবেন।
মুছুনভাই আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার বাড়ির ঠিকানা আছে,সেই অনুযায়ী আমি বাবার বাড়ি স্থায়ী ঠিকানা দিই,এবং শ্বশুর বাড়ি বর্তমান ঠিকানা দিই, এখন পুলিশ আমাকে বলেছে,বাবার বাড়ির ঠিকানায় ওনি দিবেন না,কারন হিন্দু মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি পায়না,এখন আমার শ্বশুর ভুমিহীন এবং আমি শ্বশুর বাড়ি র একই থানা কিন্তু অন্যওয়ার্ড নিজের নামেমি কিনেছি।এখন আমার করনীয় কি?
উত্তরমুছুনস্থায়ী এবং বর্তমান ঠিকানা স্বামীর বাড়ি দেন। তাদের জমি না থাকলে ভূমিহীন সনদ স্থানীয় কাউন্সিলর থেকে নিতে পারবেন।
মুছুনজমি কেনা হয়েছে কিন্ত বাড়ি করেন নি সে ক্ষেত্রে সেই ঠিকানাও দেওয়া যায় না।
আমার পাসপোর্ট এ ঠিকানা হোল্ডিং নাম্বারে ৬ এর জায়গা ৮ আছে। পাসপোর্ট প্রিন্টিংং এ আছে। কোন কি সমস্যা হবে?
উত্তরমুছুননা, কোন সমস্যা হবে না।
মুছুনএটা পুলিশ ভেরিফিকেশন এ থাকা সময় ইচ্ছা করলে সংশোধন করা যেতো। তবে এখন আর হবে না।
আমার আজ ছয় দিন হল পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি যে এখনো সেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স লেখা রয়েছে
উত্তরমুছুনরবি অথবা সোমবারে স্ট্যাটাস আপডেট হবে। চিন্তা করার কিছু নেই।
মুছুনআমার গত ২৫ /৩ /২০২৩ পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এখনো স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যায
উত্তরমুছুনPending police SB clearance
পুলিশ রিপর্ট আপডেট হতে একটু সময় লাগছে। রবি এবং সোমবারে হয়তো আপডেট হয়ে যাবে।
মুছুন22/03/2023 passport renew er jonno address change kore abedon kori akhon online a SB police clearance dekhacche ar koto din laghte pare ay jinish ta?? and ay bisoy kar sathe jogajog kora jay?? passport abedon a personal contact number vul ache but emergency number ta thik ache akhon police clearance ashle ki emergency contact a call dey nki personal contact a call dey??
উত্তরমুছুনপ্রথমে পারসোনাল নাম্বারে কল দেয় সেখানে না পেলে ইমারজেন্সি নাম্বারে কল দেয়।
মুছুনযেহেতু নাম্বার ভুল হয়ে সেহেতু আপনি নিজেই নিকটতম থানার গোয়েন্দা শাখায় খোজ নেন।
ভাই পাপোর্ট আবদনের পূর্বে কি পুলিশ ভেরিফাই করে তারপর আবেদন করা জায়, যদি এভাবে করা জায় তাহলে এর প্রসেসটা একটু জানালে ভালো হয়
উত্তরমুছুনআবেদনের আগে পুলিশ ভেরিফিকেশন করার নিয়ম নেই।
মুছুনভাই আমি পাসপোর্টের জন্য আবেদন করছি গত ১৬\৩/২৩ ঐ দিন ই আমার ফিঈার হয়।ডেলিভারি স্লিপ হাতে পাই কিন্তু আজ ১৮ হয়ে গেছে পুলিশ ভেরিপিকেশন হয় নাই। পুলিশ ফোন ও দেয় না। আবেদন চেক করলে দেখায় sb police clience pending পাসপোর্ট অফিসে যোগাযোগ করছি ওনারা বলে ওনাদের হাতে কিছু নেই। এখন কি করব
উত্তরমুছুনডেলিভারি স্লিপে থাকা আপনার ফোন নাম্বার ভুল নেই তো?
মুছুনআপনার উচিৎ হবে আপনার কাছের থাকায় যোগাযোগ করা। ঐ থানার গোয়েন্দা শাখায় খোজ নেন। পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। যাওয়ার সময় ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন এবং অন্যান্য ডকুমেন্ট।
, ভাই আমার পাসপোট SB Police verifetion আটকে আছে গত ৫দিন ধরে আমাকে কোনো পুলিশ ফোন দেয়নি এমনকি আমি কোনো কাগজপত্র জমা দেয়নি ৷ ডকুমেন্ট জমা ছাড়া কি পুলিশ verifetion হবে কি ? এখন আমি কি করতে পারি
উত্তরমুছুনডকুমেন্টস ছাড়া পুলিশ ভেরিফিকেশন হয় না।
মুছুনআপনি আপনার থানায় যোগাযোগ করেন। সেখানে পুলিশের SB শাখায় পাসপোর্ট ভেরিফাই হয়।
অথবা এই সপ্তাহ টা অপেক্ষা করে দেখুন, ফোন দিতে পারে।
আপনার ডেলিভারি স্লিপে দেওয়া ফোন নাম্বার সঠিক আছে কি না চেক করে দেখুন।
ভাই আমার পাসপোট SB police verifetion আটকে ছিল গত ৫দিন ধরে ৷তারপর আগামিকাল পুলিশ আমাকে ফোন দেয় ফোন দিয়ে বললো আমার আইডি কার্ড এবং চেয়ারম্যান পত্রয়ন নিয়ে যেতে তারপর বলে আসতে কোনো সমস্যা আছে কি না আমি বললাম স্যার না গেলে হয় না ৷ তারপর বললেন না আসতে পারলে খরছ পাঠিয়ে দিতে ৷ এখন আমার প্রশ্ন হলো? পুলিশকে যদি টাকা দেই তাহলে আমার ডকুমেন্ট ছাড়াই সে কাজ করে ফেলবে কিভাবে আর যদি টাকা না দেই কোনো জামেলার স্বীকার হতে হবে কি ? আমার কোনো তথ্য যদি সে নেগেটিব না পাই সে কি কোনো ভাবে আমাকে জামেলায় ফেলতে পারে কিনা ? এক্ষেত্রে আমার কি করনিয় আমি কি টাকা পাঠিয়ে দিব? না দিব না ? যদি দয়া করে আমাকে জানান SB Police verifetion স্ট্যাটাস কত দিন পয়ন্ত থাকে ?
উত্তরমুছুননেগেটিভ দিলে পাসপোর্ট পেতে দেরি হবে এবং আবার নতুন করে পুলিশ ভেরিফিকেশনে পাঠাতে হবে।
মুছুনআপনিই সিধ্যান্ত নেন পুলিশ কে টাকা দিবেন কি না। টাকা দিলে হয়তো ডকুমেন্টস ছাড়াই কাজ করে দিতে পারে। তবে আপনার উচিৎ তার সাথে দেখা করা।
ভাই, দায়িত্বরত পুলিশ অফিসার আমাকে গত মার্চের ২৬ তারিখে ফোন দিয়ে উনার কাছে নয়তো সরাসরি ডিএসবি অফিসে ভেরিফিকেশনের কাগজপত্র জমা দিতে বলেছেন। আমি ২৭ তারিখেই প্রয়োজনীয় কাগজপত্র ডিএসবি অফিসে জমা দিয়ে আসি। কিন্তু এরপরে আজ ১০ দিন পার হয়ে গেলো এখনো আমার sb police clearance pending দেখাচ্ছে। পুলিশ অফিসার কে ফোন দিলে উনি বললো তার কাছে আমার নামে যে কাগজ ছিলো তা উনি জমা দিয়ে এসেছেন। তাহলে পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে কেনো?
উত্তরমুছুনঅনেক সময় DSB থেকে দেরিতে পাসপোর্ট ভেরিফাই রিপোর্ট জমা দেয়। এই জন্য দেরি হয়।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুননা, এমন হয় না সাধারণত। যেহেতু শুক্র শনিবার অফিস বন্ধ তাই আগামী সপ্তাহের ২/৩ দিন দেখুন কি হয়। তার পরেও যদি সমাধান না হয় তবে DSB তে যোগাযোগ করবেন।
মুছুনভাইয়া আমি পুলিশ ভেরিফিকিশনের জন্য পুলিশের কাছে কাগজ পত্র জমা দিছি ১০ দিন আগে কিন্তু এখনো sent for rework দেখাচ্ছে, কিন্তু পুলিশ বলছে দুইদিন পরই রিপোর্ট পাঠাই দিছে, এখন আমি কি করব যদি পরামর্শ দিতেন তাহলে অনেক উপকার হইত
উত্তরমুছুনআপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দিয়েছে যার ফলে Sent for rework দেখাচ্ছে। দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। কিছু ভুল ধরা পরেছে সে গুলো সংশোধন করে আসুন।
মুছুনThere is a high possibility that some of your passport information is not matching with your NID.
মুছুনHello! This is regarding my daughter's passport. My present address is in Dhaka and my permanent address is in Mymensingh. we have done the enrollment on 22nd of march and Police from Dhaka SB met us on 28th of March. Status is still 'Pending SB Police Clearance' and we have not got any call from my hometown. Shall I contact them or just wait for a couple of days? Thanks
উত্তরমুছুনএই সপ্তাহ অপেক্ষা করেন। এর পরে সমস্যার সমাধান না হলে স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন এর জন্য যোগাযোগ করবেন।
মুছুনআমার বাবা বেচে নেই। গার্ডিয়ান হিসাবে মা কে দিতে চাচ্ছি। আমি বাড়ি থেকে একটু দূরে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর ওই কোম্পানির কোয়াটারেই থাকি। কিন্তু সমস্যা হলো কোম্পানিটা পড়েছে অন্য থানার ভিতর। এখন আমি যদি present r permanent Address একই দেই তো পুলিশ ভেরিফিকেশনে কোনো ঝামেলা হবে কিনা, আমার NID , Birth Cirtificate , মায়ের NID , চেয়ারম্যান এর পরিচয় পত্র, Utility Bill Pepar, বর্তমান জবের Prottoyon Potro, বাবার মারা যাওয়ার প্রত্যয়ন পত্র এগুলা সব ই আছে, এর পর ও কি বাবার NID card Show করতে হবে? উপরে উল্লেখিত কাগজ ছাড়া অন্যকোনো Doccumrnts er প্রয়োজন আছে কি? দয়া করে জানাবেন plz……….
উত্তরমুছুনআপনার স্থায়ী ঠিকানা তে পাসপোর্ট আবেদন করেন। এতে পুলিশ ভেরিফিকেশন সমস্যা হবে না। (স্থায়ী এবং বর্তমান ঠিকানা হিসাবে বাড়ির ঠিকানা অর্থাৎ NID তে থাকা স্থায়ী ঠিকানা দিবেন)
মুছুনপিতার NID দেখানো লাগবে না।
ভাইয়া, আরও একবার বিরক্ত করছি।
উত্তরমুছুনআমার গ্রামের নামে একটু ত্রুটি থাকলেও, পুলিশ যদি পজিটিভ রিপোর্ট দিয়ে দেয়, পাসপোর্ট পেয়ে যাব তো? না কি কোনো সমস্যা হবে এর পরেও? আই মিন, পুলিশ ok দেওয়ার পরেও অফিসে কি তথ্য মিলিয়ে দেখে প্রিন্ট করে? আমি টোটালি জানতে চাইছি, পুলিশ ভ্যারিফিকেশন পজিটিভ দিয়ে দিলেই কি আমি পাসপোর্ট পেয়ে যাব?
পুলিশ রিপোর্ট পজিটিভ দিলে পাসপোর্ট পেতে কোন সমস্যা হবে না।
মুছুনপুলিশ কী হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসর ছবি চায় কল করে?
উত্তরমুছুনহ্যাঁ, অনেক সময় চায়
মুছুনআমার নাম্বারে ফোন দেয়ার পর তারা যদি আমার নাম্বার বন্ধ পায় তবে কি তারা পরে আবার আমার নাম্বারে ফোন দিবে নাকি জরুরী কন্টাক্ট যেটা দেয়া আছে সেটাতে ফোন দিবে?
উত্তরমুছুনআপনার নাম্বার বন্ধ থাকলে নিয়ম অনুযায়ী জরুরি নাম্বারে কল দেওয়ার কথা। আপনি নিজে থানায় গিয়ে যোগাযোগ করতে পারেন।
মুছুনআমার ৫ দিন থেকে Pending SB Police Clearance এ আছে কিন্তু থানা থেকে এখনো ফোন দিলো না। সেক্ষেত্রে থানায় গিয়ে যোগাযোগ করতে হবে কি? থানার কোথায় যোগাযোগ করতে হবে জানালে উপকৃত হতাম।
উত্তরমুছুনপ্রথমত থানা থেকে আপনাকে ফোন দেবে।
মুছুনডেলিভারি স্লিপে দেওয়া ফোন নাম্বার ঠিক আছে কি না চেক করেন।
ফোন নাম্বার ভুল থাকলে আপনি নিজেই থানায় গিয়ে যোগাযোগ করেন। ভুল না থাকলে এই সপ্তাহ টা অপেক্ষা করে দেখুন ফোন দেয় কি না।
Vai amr ajk 8 din holo police verification holo. tar por sb police v... clearnce dekkace..
উত্তরমুছুনপুলিশ থেকে যে রিপোর্ট পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে সেটা আপডেট হয়নি। তাই এমন দেখাচ্ছে। এই সপ্তাহ টা অপেক্ষা করেন। যদি স্ট্যাটাস চেঞ্জ না হয় তবে পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন।
মুছুনআমি পুলিশ ভেরিফিকেশন এর কাগজ জমা দিয়েছি এক সপ্তাহ আগে কিন্তু এখনো পুলিশ ভেরিফিকেশন পেন্ডুলামের দেখাচ্ছে। করনীয় কি??
উত্তরমুছুনএই সপ্তাহ অপেক্ষা করেন। আগামী সপ্তাহে স্ট্যাটাস চেঞ্জ না হলে ঐ পুলিশ অফিসার কে ফোন দিবেন যে আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়েছিলো।
মুছুনe passport Super express সঠিক সময়ে পাওয়া যাবে কিনা
উত্তরমুছুনএটা নির্ভর করে পুলিশ ভেরিফিকেশন কত দ্রুত হবে তার উপর। যদি রি ইস্যু হয় তবে সুপার এক্সপ্রেস ডেলিভারি সঠিক সময়ে পাওয়া যাবে।
মুছুনআসসালামু আলাইকুম, স্যার আমি গত ০২/০৫/২০২৩ ইং তারিখে mrp to e- পাসপোর্ট রি - ইস্যুর জন্য আবেন করি, অফিসের যাবতীয় প্রসেসিং শেষ করে ডেলিভারি স্লিপ নম্বর দিয়ে পাসপোর্ট চেক করলে ০৯/০৫/২০২৩ পর্যন্ত Enrolment in Process দেখাচ্ছে! এখন আমার করণীয় কী? প্লিজ পরামর্শ দিবেন! আমার পুলিশ ভেরিফাই হবে কিনা???
উত্তরমুছুনযদি কোন সংশোধন থাকে তবে পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত স্ট্যাটাস এমনি থাকবে।
মুছুনআর যদি কোন ভুল না থাকে তবে সামনের সপ্তাহে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।
গতকাল সকালে আমার পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার ভোটার, বাবা মায়ের ভোটার এবং কারেন্ট বিলের কপি নিয়ে গেছে পুলিশ। সাথে খরচা পাতির কথা বলে কিছু টাকাও নিয়ে গেছে।
উত্তরমুছুনবাট এখনো পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে দেখায় Pending SB Police Clearance সম্ভবত এখনো আমার কাগজ সাবমিট করেনি। এখন কি আমার ওই পুলিশকে ফোন করে জিজ্ঞেস করা উচিৎ?
প্লিজ জানাবেন। জানালে উপকৃত হবো অনেক।
পুলিশ ভেরিফিকেশন স্ট্যাটাস চেঞ্জ হতে ২/৩ দিন লাগে। তাছাড়া সামনে দুই দিন বন্ধ আছে সেহেতু আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেঞ্জ হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে। অনুগ্রহ করে অপেক্ষা করেন।
মুছুনআমার নামে একটি চেক এর মামলা রয়েছে ,, এবং উক্ত মামলাটি ওয়ারেন্ট রয়েছে,, এবং উক্ত মামলাটি যদি অনলাইন থাকে সেক্ষেত্রে SB পুলিশ কি আমাকে এরেষ্ট করতে পারবে... দয়াকরে একটু জানাবেন
উত্তরমুছুনক্ষমা করবেন ভাইয়া। এই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান আমার নেই। তাই ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাচ্ছি না। কোন আইনজীবীর কাছে শুনলেই সঠিক উত্তর পেয়ে যাবেন।
মুছুনপুরো লেখা টা পরে অনেক উপকার হলো
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনAssalamualaikum vai, ami goto 10 theke 13 din age amr MRP passport er boyosh and babar nam e vul songshodhon er jnno apply kore e passport korte dei ajke police call diye shob documents nite bollo.
উত্তরমুছুনKintu ami abr online status chcek diye dekhi je amr file ta ekhono passport office e enrolment e ache amr kotha hocche jodi police er kache report ta jay tahole online status to change hobe SB police clearance ba pending dekhabe sheta dekhacche na jodi bepr ta ektu bujhiye bolten kindly.
পুলিশ ভেরিফিকেশন গেছে ভুল সংশোধন করার কারনে। নতুন পাসপোর্ট এর আবেদন হলে Pending for SB police clearance লেখা থাকতো। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ হলেই আপনার পাসপোর্ট প্রিন্টিং এ যাবে সেই অন্যথায় হবে না। বর্তমানে এমন স্ট্যাটাস এ থাকা সময় পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। এটা শুধুমাত্র MRP to e-passport রি-নিউ করতে গিয়ে পাসপোর্ট সংশোধন করলে হচ্ছে। তাই চিন্তা করার কিছু নেই। সকল ডকুমেন্টস নিয়ে পুলিশের সাথে দেখা করেন।
মুছুনভাইয়া আমি সব ডকুমেন্টস দিয়েছি বর্তমান ঠিকানার আন্ডারে একজন পুলিশ আমকে যোগাযোগ করে সব নিয়েছে সব কিছু ওকে আসে, তার দুইদিন পরে আমার স্থায়ী ঠিকানায় ডকুমেন্টস দেয়ার জন্য কল করে বলেছেন এটা কেনো হলো? পুলিশ ক্লিয়ারেন্স কি দুই ঠিকানায় হয়?
উত্তরমুছুনজী, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলদা হলে দুই ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন হয়।
মুছুনচিন্তা করার কিছু নেই, স্থায়ী ঠিকানার পুলিশের সাথে প্রয়োজনীয় কাগজ নিয়ে দেখা করেন।
গত মে মাসের ৭ তারিখে ঢাকার মোহাম্মদপুরের বসিলা অফিস থেকে আমি আমার পাসপোর্ট এর সকল কাগজপত্র জমা দেই। দশ তারিখে আমার প্রথম ভেরিফিকেশন আসে , আমি সকল কাগজপত্র জমা দেই ঠিকভাবে তার কাছে , আজ ১২ দিন হয়ে গেছে এখনো আমার কাছে দ্বিতীয় ভেরিফিকেশনের কল আসেনি, আমি পার্মানেন্ট অ্যাড্রেসে থানায় যোগাযোগ করেছি তারা বলেছে এখনো আসেনি, প্রথম ভেরিফিকেশন যে পুলিশ করেছে সে জানিয়েছে সে বলেছে সে আমার কাগজপত্র জমা দিয়েছে অফিসে। আমার আইডিতে এখন pending sb police verification show করছে এবং এখনো দ্বিতীয় ভেরিফিকেশন আসে নি। এমত অবস্থায় আমার কি করনীয় ?
উত্তরমুছুনএই মুহুর্তে অপেক্ষা করা ছাড়াও পাসপোর্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
মুছুনAssalamualaikum vai, amr MRP passport theke e passport korte dei boysoh and babar nam thik korar jnno police verification dewar por mane shob document police ke dewar por 2 din por online status dekhacche “ pending backend verification” sathe niche lekha ache “Basic Checks Clearance: Any core field/data(Full name, Parent's Name, Date of birth, Place of birth) mismatch between your application and NID/BRC/Previous Passport. abr lekha ache “ABIS Checks Clearance: You might have hide your previous passport, facial/finger matching with others' or system check running. etar mane ektu clear kore jodi bolten kono somossa hoyeche Ki naki thik hoye jabe?!
উত্তরমুছুনএই ব্যাকেন্ড টা স্বাভাবিক ভাবেই সবার আসে, চিন্তা করার কিছু নেই। পুলিশ রিপোর্ট সঠিক থাকলে দ্রুতই পাসপোর্ট প্রিন্টে চলে যাবে। একবার পাসপোর্ট প্রিন্টে গেলে আর চিন্তা করার কিছু নেই।
মুছুনAmi express delivery te passport korte diyechi 8 May. Permanent ebong present address dui jayga tei verification hoye gese. Police ke phn disi tara bolche tara kagoj pathiye diyeche. kintu ekhono pending sb police clearance dekhacche.ajk niye 166 din holo. Ekhn ki koroniyo?..Emergency te deowar por o jodi emn hoy tahole ki koroniyo?
উত্তরমুছুনকোন ভাবেই এতো দিন দেরী হওয়ার কথা না। আমার পরামর্শ দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন। অফিস থেকে সঠিক পরামর্শ জানা যাবে। অফিস থেকে কি বলে আমাকে জানাবেন। আমি আসলেই জানতে চাই ১৬৬ দিন পুলিশ ভেরিফিকেশন এ থাকে কোন পাসপোর্ট আবেদন। SMS দিয়ে চেক করে দেখুন একবার আবেদন টি Sent for rework এ দিয়েছে কি না।
মুছুনamar current passport address and NID address same na. Passport address city r address ar NID address Village er address. E-Passport application e police verification e kuno problem hobe?
উত্তরমুছুনযদি বর্তমান ঠিকানা হিসাবে শহরের ঠিকানা দেন এবং স্থায়ী ঠিকানা হিসাবে NID অনুযায়ী গ্রামের ঠিকানা দেন তবে কোন সমস্যা নেই। এর জন্য আপনাকে দুই ঠিকানাতেই পুলিশ ফেরিফিকেশন করাতে হবে (নতুন পাসপোর্ট হলে)। NID তে থাকা স্থায়ী ঠিকানা অনুযায়ী হতে হবে পাসপোর্টে দেওয়া স্থায়ী ঠিকানা। আগের পাসপোর্টে যদি ঠিকানা ভুল থাকে তবে ই পাসপোর্ট আবেদন করার সময় তা সংশোধন করে নিবেন।
মুছুনAmar e-passport application er somoy address dichi city r address ja amar ager passport e chilo. But amar NID r address holo gramer address. Ekhon ki amar correction application korte hobe. Ar korte hole system ki?
উত্তরমুছুনযদি আবেদন টা জমা না দিয়ে থাকে তবে এই ই পাসপোর্ট এর আবেদন বাতিল করে নতুন করে NID অনুযায়ী স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। ( অনলাইনে পেমেন্ট করলে আবেদন বাতিল করা যাবে না।) সে ক্ষেত্রে অফিসে যোগাযোগ করবেন।
মুছুনআমি গত ২২-০৫-২৩ তারিখে বিকালে পুলিশের নিকট সকল কাগজপত্র জমাদিয়ে এসেছি , এখনো আমার pending SB police clearance আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় এই ধাপ কাটাতে কতদিন সময় লাগবে ?
উত্তরমুছুনবি দ্রঃ আমি ২৪ তারিখে খোজ নিতে গেছিলাম , কারন উনি বলেছিলো পরেরদিন ই স্ট্যাটাস চেঞ্জ হবে। কিন্তু হয়নি তাই। যাওয়ায় উনি একপ্রকার বিরক্ত ও হলো এবং কথাও পাল্টে ফেলে বললো এগুলা প্রসেস করতেই নাকি ২/৩ দিন লাগে।
পুলিশ রিপোর্ট পাঠিয়ে দিয়েছে পাসপোর্ট অফিসে কিন্ত সেটা অফিস এখনো গ্রহণ করেনি। চিন্তা করবেন না। আশাকরি নতুন সপ্তাহ শুরু হলে পাসপোর্ট স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে।
মুছুননাহ, ওইদিন উনি জমা দেয়নি , কারন আমাকে বলেছিলো আমার স্লিপটা ফটোকপি করে দিতে, পরে আবার বলেছে আপনার নাম টা বলে যান তাহলেই হবে। স্বাভাবিকভাবে পুলিশ জমা দিলেও কতদিন লাগে স্ট্যাটাস চেঞ্জ হতে অথবা এই পুলিশি প্রসেসিং কতদিন চলে?
মুছুনস্বাভাবিক ভাবে পুলিশ ভেরিফিকেশন শেষ হয়ে পরের ধাপে যেতে সময় লাগে ৩/৫ দিন। প্রকৃত পক্ষে এটা নির্ভর করে তদন্ত রিপোর্ট কত তারাতাড়ি অফিসে পাঠায় তার উপর।
মুছুনAmi ekta question korechilam otar ans o pelam na and question tao dekha jacche na
উত্তরমুছুনআমি সত্যিই সরি, আপনার প্রশ্ন টি আবার করেন। আমি উত্তর দেব। জরুরি উত্তর পেতে ফেসবুক পেজে ম্যাসেজ দিবেন।
মুছুনআমি গত কাল চেক করেছিলাম আমার ডেলিভারি সিলিভ দিয়ে MRP পাসপোর্ট। সব ঠিকই ছিল। আজ সারা দিন টাই করলাম কিছুই আসে না। সব ঠিক ঠাক দিয়ে ৫০বার এার মতো টাই করলাম কিছুই আসেনা কেনো। সৌদি আরব থেকে। আপনি একটু দেখে জানাবেন কি সমস্যা।
উত্তরমুছুনSAU200000929491
15/07/1988 plz একটু দেখেন
MRP পাসপোর্ট এর সার্ভার একটু ডাউন যাচ্ছে। সার্ভার ঠিক হলে চেক করে জানিয়ে দেব আপনাকে।
মুছুনস্যার আমি গত 15ই মে ই-পার্সপোটের জন্য আবেদন করি। আমার ঢাকা শহর থেকে একবার পুলিশ ভেরিফিকেশন হয়েছে এবং আমার স্থায়ী ঠিকানা বাড়ি থেকে পুলিশ ভেরিফিকেশন হয়েছে বুধবার এবং SBপুলিশ বলছে তিনি বৃহস্পতিবার এ রিপোর্ট জমা দিয়েছেন। কিন্তু আমার পআর্সপওর্ট স্ট্যআটআস এখনো দেখাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এখন আমি আমার পআর্সপওর্ট হাতে পাবো কবে ?বা পুলিশ ভেরিফিকেশন এ কোন প্রব্লেম আছে কি না তা জানবো কিভাবে। মূলত আমার আবেদন করা ইক্সপ্রএস এ ।
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন এ সমস্যা থাকলে পরের ধাপ Sent for rework আসবে। আর সমস্যা না থাকলে পাসপোর্ট প্রিন্টিং এ চলে যাবে।
মুছুনজরুরী আবেদন যেহেতু করেছেন সেহেতু ডেলিভারি ডেট এর মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।
শনিবারে কি পাসপোর্ট অফিস/ কার্যক্রম বা পুলিশ কার্যক্রম বন্ধ থাকে?
উত্তরমুছুনপুলিশের কার্যক্রম চালু থাকলেও পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ থাকে।
মুছুনamr post office er naam onk boro howar karone passport office e amr address short kore dei application joma dewar somoy ekhon police bolteche apnr pura address dite hobe ar jehoto word er limitation ache tai main post office er poriborte sub post office dite. ekhon amr sob documents e post office bandar-4100 ar passport e jodi agrabad-4100 dei tahole future e ki kono prblm hobe khub urgent
উত্তরমুছুনআগামী তে সমস্যা হবে না আশা করা যায়।
মুছুনস্ট্যাটাস কি রাতেও চেঞ্জ হয়?
উত্তরমুছুনরাত-দিন যে কোন সময়ই আটো চেঞ্জ হয়। অনেক কাজ সফটওয়্যার এ করে তাই স্ট্যাটাস চেঞ্জের ক্ষেত্রে কোন টাইম ঠিক নেই।
মুছুনAmar police clarence abedon korechi goto 25-5-2023 ajk ami status check korte sms deuar por replay asche
উত্তরমুছুনSorry for having something wrong
No date found, with token (my reff no)
Eta ki karone holo?
অনেক সময় SmS এ সমস্যা হয়। আপনি পুলিশ ক্লিয়ারেন্স একাউন্ট এ লগইন করে দেখুন। সেখানেও স্ট্যাটাস দেখা যাবে।
মুছুন4011-000317423
উত্তরমুছুনআমার পআর্সপোর্ট ভেলিভারি ডেট ২৪মে কিন্তু আমার স্ট্যাটাস দেখাচ্ছে SB/DSBপুলিশ ক্লিয়াররেন্স পএন্ডইং।
আমার ভেরিফিকেশন হয়েছে। তারপরও এরকম দেখাচ্ছে কেন।
পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপডেট হয়নি এখনো। অপেক্ষা করেন আগামী ২/৩ এর মধ্যেই আপডেট হয়ে যাবে।
মুছুনবাই এনি চ্যান্স, পুলিশ ভ্যারিফিকেশন এর পর পাসপোর্ট দায়িত্ত্বরত রা দেরি করতে পারে ইচ্ছা করে? যেটা অনেক ক্ষেত্রে অনেকেই করে থাকে।
উত্তরমুছুনহ্যাঁ, অনেক সময় পাসপোর্ট অফিসের কর্ম কর্তাদের দেরীর কারণে পাসপোর্ট পেতে দেরী হয়।
মুছুনইচ্ছা করে কি করতে পারে?
মুছুনইচ্ছা করে হয়তো ১ সপ্তাহ দেরী করাতে পারে। এর থেকে বেশী না।
মুছুন6tarik passport korchi ahono police verifi asce nh kn 🥺
উত্তরমুছুনএতো দেরী হওয়ার কথা না, ডেলিভারি স্লিপ এ আপনার দেওয়া নাম্বার ঠিক আছে তো? ঠিক না থাকলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করেন।
মুছুনEnrolment date 22/05/2023 permanent address a police gaycy 27/05/2023 and present address a police akhon o asy nai r delivery date 31/05/2023. Akhon passpot ki 31/05/2023 tarik sure pabo plz bolban.
উত্তরমুছুনআপনার বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন না হলে পাসপোর্ট প্রিন্টে যাবে না। তাই পাসপোর্ট পেতে দেরি হবে।
মুছুনডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ দেন। আমরা বিস্তারিত জানিয়ে দেব আপনাকে।
যাদের স্থায়ী কোনো ঠিকানা নেই, তারা স্থায়ী ঠিকানার জায়গায় কি লিখবে?
উত্তরমুছুনযদি ভাড়া বাসায় থাকেন অর্থাৎ আপনার NID অনুযায়ী যা স্থায়ী ঠিকানা সেটাই দিবেন।
মুছুনআমার পসপোর্ট আবেদনে ঠিকানা এন আইডি দিয়ে দেওয়া। পুলিশ ভেরিফিকশে এসে এএসআই বললেন ঠিকানা সম্পুর্ণ না। ঠিকানা সম্পুর্ণ করার পরামর্শ দিয়েছেন। এই ঠিকানায় আমার আব্বু আম্মুরও পুলিশ ভেরিফিকেশন হয়ছে। পাসপোর্ট এর নিয়ম অনুযায়ী ঠিকানা এন আইডি অনুযায়ী হতে হবে। এই মুহুর্তে আমার করণীয় কি?
উত্তরমুছুনপাসপোর্ট অফিসে যোগাযোগ করেন এবং AD রুমের পাশে একজন সহকারী অফিসার থাকে তাকে বিস্তারিত বুঝিয়ে বলেন। সে আপনার সমস্যা সমাধানের জন্য যা করতে হবে তা বলে দিবে।
মুছুনAmr passport status pending SB/DSB police verification emn dekhai kinto ajke delivery Dewar ktha chilo
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন হয়নি এখনো।
মুছুনআমার পাসপোর্ট এই বৃহস্পতিবার passport shipped status আসছে, এখনো শিপিং এই দেখাচ্ছে, আগামীকাল স্ট্যাটাস চেঞ্জ না হলেও কি পাসপোর্ট নিয়ে আসা যাবে?
উত্তরমুছুনযত সময় Passport ready for issuance স্ট্যাটাস না আসবে তত সময় পাসপোর্ট ডেলিভারি পাবেন না।
মুছুনব্রহস্পতিবার শিপডে এ আসছে, এখনো একই অবস্থা, কতদিন নাগাদ স্ট্যাটাস চেঞ্জ হবে?
উত্তরমুছুনশিপড দেখানোর ২/৩ দিনের মধ্যে পাসপোর্ট রেডি হয়ে যায় ডেলিভারির জন্য।
মুছুনBhai, Amar temporary address er police verify kore gelo goto 31/05/23 tarikhe. Temporary addresser police officer bollo uni 1/2 din porei pathai disen ok kore. But permanent address theke Kono police call dei nai. Passport status ekhono sb verification pending dekhacche. Ki korbo ektu bolben plz.
উত্তরমুছুনপার্মানেন্ট এড্রেস ভেরিফাই হতে একটু সময় লাগে। আশাকরি আগামী ৩/৪ দিনের মধ্যে পুলিশ ফোন দেবে।
মুছুনEnrolment in Process. passport delivery pete koto din somoy lagte pare
উত্তরমুছুনযদি আপনার আগে MRP পাসপোর্ট থাকে এবং ই পাসপোর্ট আবেদনের সময় ভুল সংশোধন করে থাকেন তবে Enrolment in Process ১/২ সপ্তাহ থাকতে পারে। একে বারে নতুন আবেদন হলে ১/২ দিন।
মুছুনআগের পাসপোর্টে ভুল থাকলে অনেক সময় পুলিশ ভেরিফিকেশন হয়। তাই Enrolment in Process ১ সপ্তাহের বেশী থাকলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন। অনেক দিন Enrolment in Process থাকলে পাসপোর্ট পেতে দেরী হবে।
স্যার আমার পাস হয়েছে কিনা একটু দেকেন
উত্তরমুছুনপাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ দিয়ে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করেন। আমরা চেক করে আপনাকে জানিয়ে দেওয়া দেব।
মুছুনAmi goto 2-6-23 tarikhe police verification jonno sob kagoj potro joma dichi but amar ta ekhon pending dekhayeche
উত্তরমুছুনযে পুলিশ ভেরিফিকেশন এর ডকুমেন্টস নিয়েছিলেন তার সাথে যোগাযোগ করে জানুন। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে জমা।দিয়েছে কি না। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাসপোর্ট অফিসে রিসিভ না হওয়া পর্যন্ত পেন্ডিং পুলিশ ভেরিফিকেশন দেখাবে।
মুছুনAmi 5/6/23 police verified all document joma dichi amr ta ekhno pending dekacche ekhno??
উত্তরমুছুনপুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপডেট হতে কখনো কখনো দেরি হয়। আশাকরি আগামী ৩ দিনের মধ্যে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে।
মুছুনচেঞ্জ না হলে যে পুলিশের কাছে ডকুমেন্টস জমা দিয়েছিলেন তার সাথে যোগাযোগ করবেন।
আমার প্রথম পুলিশ ভেরিফিকশনে নেগেটিভ আাসায় আমি ঠিকানা সংশোধনের আবেদন করি। পাসপোর্ট অফিসে সংশোধিত ঠিকানা লিখার সময় আমার থানা ভুল করে, কিন্তু আামার আবেদন ফরম ঠিক আছ। এই মুহুর্তে আমার কি করা উচিৎ এবং তদন্ত কর্মকর্তাকে আমি কি বলব?
উত্তরমুছুনতদন্ত কর্মকর্তার কাছে শুনে দেখবেন থানা সঠিক আছে কি না। সঠিক না থাকলে আবার নেগেটিভ দিতে বলবেন এবং পাসপোর্ট অফিসে গিয়ে সঠিক করে আসবেন। (যদি পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আসার আগে পূনরায় সংশোধন করা আসা যায় পাসপোর্ট অফিস থেকে তবে ভাল হয়)
মুছুনভাই আমার বাবা সাথে ঠিকানা মিল না থাকায় পুলিশ ক্লিয়ারেন্স নেগেটিভ দেয়,পরে আমি পাসপোর্ট অফিস যেয়ে সব ঠিক করে আসি১১/০৬/২০২৩,এখন এসবি পুলিশ ক্লিয়ারেন্স দেখাচ্ছে এটা কতদিন এর মধ্যে আবার পুলিশ ফোন দিবে জানাবেন প্লিজ।
উত্তরমুছুন