পাসপোর্ট অঙ্গীকারনামা | পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা নমুনা ডাউনলোড PDF

পাসপোর্ট সংশোধনের জন্য অঙ্গীকারনামা দেওয়া বাধ্যতামূলক, অনেকেই জানেন না অথবা জানলেও কি ভাবে অঙ্গীকারনামা লিখতে হবে। আজ পাসপোর্ট অঙ্গীকারনামা লেখার কৌশল  বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা লেখার নমুনা PDF ডাউনলোড
পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা PDF

{tocify} $title={Table of Contents}

পাসপোর্ট অঙ্গীকারনামা

আগের MRP অথবা e passport থাকা ভুল সংশোধন করতে হলে ১৩/১২/২০২২ তারিখের পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপন অনুযায়ী অবশ্যই অঙ্গীকারনামা পূরণ করে জমা দিতে হবে।পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা পাসপোর্ট অফিসের সামনের দোকানে পেয়ে যাবেন অথবা পাসপোর্ট অফিস-ই প্রদান করে থাকে। 

অফিস থেকে পাসপোর্ট অঙ্গীকারনামা ফরম নিয়ে পূরণ করতে দেরি হয়ে যেতে পারে, এর জন্য নিচে পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা PDF আকারে দেওয়া হল। ডাউনলোড করে বাসা থেকেই লিখে নিয়ে যাবেন।

এখানে দেওয়া পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামার নমুনা কপি টি বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসে এবং বাংলাদেশ সরকারের সকল এম্বাসি অথবা মিশনে ব্যাবহার করা যাবে।

পাসপোর্ট অঙ্গীকারনামা ফরম নমুনা

অঙ্গীকারনামার নমুনা কপি টি কম্পিউটারে কম্পোজ করে ব্যাবহার করতে পারবেন বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসে এবং বাংলাদেশ সরকারের সকল এম্বাসি অথবা মিশনে।
অঙ্গীকারনামা
(পাসপোর্ট এর তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত)

আমি……………………,পিতাঃ………………,মাতাঃ…………………,ঠিকানাঃ……………………………………………………………………,পেশাঃ…………,ধর্মঃ……………………
জাতিয়তাঃ বাংলাদেশী, NID/BRC (অপাপ্ত বয়স্কদের ক্ষেত্রে) নম্বরঃ…………………………….. এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, আমার পাসপোর্ট নম্বর …………………… ইস্যুর তারিখঃ……………………এ আবেদনের সময় নিজ নাম/পিতার নাম/মাতার নাম/স্ত্রীর নাম/জন্ম তারিখ/জন্মস্থান/ঠিকানা ভুল লিপিবদ্ধ করা হইয়াছে। প্রকৃতপক্ষে আমার NID/BRC (অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে)অনুযায়ী নিজ নাম/পিতার নাম/মাতার নাম/স্ত্রীর নাম/জন্ম তারিখ/জন্মস্থান/ঠিকানা নিম্নরূপ:

(ছকের তথ্যসমুহ ইংরেজী বড় হাতের অক্ষরে পূরনীয়)
বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য
নামঃ
নামঃ
পিতার নামঃ
পিতার নামঃ
মাতার নামঃ
মাতার নামঃ
স্বামী/স্ত্রীর নামঃ
স্বামী/স্ত্রীর নামঃ
জন্মতারিখ
জন্মতারিখ
জন্মস্থানঃ
জন্মস্থানঃ
ঠিকানাঃ
ঠিকানাঃ

উপর্যুক্ত অঙ্গীকারনামার যাবতীয় তথ্য সঠিক।ইহার কোন অংশ মিথ্যা নহে। আমি কোন তথ্য গোপন করি নাই। কোন মিথ্যা তথ্য দিয়া থাকিলে এই পরিবর্তন।সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোণ প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী থাকিব।
আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে উপর্যুক্ত অঙ্গীকারনামার যাবতীয় মর্ম সাম্যক অবগত হইয়া স্বাক্ষর প্রদান করিলাম।

                                স্বাক্ষর/অভিভাবকের স্বাক্ষর(আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হইলে)


পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা ফরম পূরণ পদ্ধতি

1 অঙ্গীকারনামার উপরের দিকে নিজ নাম, পিতা, মাতা, ঠিকানা, পেশা, ধর্ম এগুলো বাংলায় লিখবেন।
2 পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, এবং NID/BRC নাম্বারের তথ্য ইংরেজিতে পাসপোর্ট এবং NID/BRC অনুযায়ী লিখতে হবে।
3 ছক এর মধ্যে শুধুমাত্র যে তথ্য গুলো ভুল আছে বা সঠিক করতে হবে সে গুলোই লিখতে হবে। বাকি ঘর গুলো খালি থাকলেও তা পূরণ করা যাবে না।

passport ongikarnama -পাসপোর্ট অঙ্গীকারনামা
পূরণ কৃত পাসপোর্ট অঙ্গীকারনামা'র নমুনা কপি


বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্যঃ
এই ঘর গুলোতে পূর্বের পাসপোর্টে থাকা ভুল তথ্য গুলো ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে।

জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্যঃ
এই ঘর গুলতে NID অনুযায়ী সঠিক তথ্য ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। যাদের জন্মসনদ দিয়ে আবেদন করা হয়েছে তারা তাদের জন্মসনদ অনুযায়ী সঠিক তথ্য দিবেন।
4 সব শেষে সিগনেচার বা স্বাক্ষর দিবেন। আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হলে তার পিতা অথবা মাতা স্বাক্ষর করবে।

পাসপোর্টের তথ্য সংশোধনী অঙ্গীকারনামা PDF

পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা’র নমুনা এখানে পাসপোর্ট অঙ্গীকারনামা ফরম PDF ফাইল হিসাবে দেওয়া হল যাতে আপনি ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।

এই অঙ্গীকারনামা পাসপোর্ট এর তথ্য পরিবর্তন সংশোধন সংক্রান্ত কাজে ব্যাবহার করতে পারবেন বিনামূল্যে।  পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা সম্পর্কে আরো যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাবেন। আমরা দ্রুতই আপনার প্রশ্নের উত্তর দেব।

12 মন্তব্যসমূহ

  1. আমি একজন প্রাপ্তবয়স্ক পাসপোর্টধারী।আমার NID এর সাথে বর্তমান পাসপোর্ট (এক্সপায়ার)এর জন্ম তারিখ টা ভুল।এক্ষেত্রে আমি রিনিউ করার জন্য আমার ডকুমেন্টস এর সাথে কিহ আমার বাবা মায়ের NID শো করতে হবে?
    কারণ,আমার বাবা মায়ের NID তে তাদের যে নাম রয়েছে সে নামের সঙ্গে আমার পাসপোর্ট এ তাদের নামের অক্ষরে ভুল রয়েছে,কিন্তু আমার সার্টিফিকেট এবং আমার NID এর সাথে আমার পাসপোর্টে সব তথ্য মিল রয়েছে শুধুমাত্র জন্ম তারিখ টা ভুল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বাবা মায়ের NID দেখানো লাগবে না। শুধুমাত্র আপনার সার্টিফিকেট শো করবেন তাহলে বয়স সংশোধন হয়ে যাবে।

      মুছুন
  2. ভাইজান জন্ম তারিখ সংশোধনের জন্য কিহ কোর্ট এফিডেভিট এবং স্থানীয় মেয়রের সত্যায়িত প্রয়োজন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. না। এখন এফিডেফিট লাগে না। মেয়ারের স্বাক্ষরও লাগে না।

      মুছুন
  3. আমি একজন প্রবাসী কিছুদিন আগে আমি আমার পাসপোর্ট সংশোধন করেছি , কিন্তু বর্তমান পাসপোর্ট এর সাথে আমার আকামার মিল নেই সেই কারণে আমি নতিন করে আকামা করতে পারছি না, এই অবস্থায় আমি কি আমার পূর্বের পাসপোর্ট ফিরে পেতে পারি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. যদি পাসপোর্ট টি ই পাসপোর্ট হয় তবে দেশের বাইরে থেকে সংশোধন করা সম্ভব হবে না।
      আপনাকে দেশে আসতে হবে এবং আগের পাসপোর্ট অনুযায়ী NID সংশোধন করে তার পরে পাসপোর্ট সংশোধন করতে পারবেন।

      মুছুন
  4. নাম correction এর জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? আর কোনো কিসু notary করতে হবে কি?

    আমি SSC সার্টিফিকেট কপি , NID কপি, old পাসপোর্ট এর 1st পেইজ এর কপি, চালান কপি এবং ongikar নামা ও সাথে করে দেয়ার জন্য নিয়েছি....

    Note: আমার পূর্বের পাসপোর্ট এ আমার old NID number দেওয়া আছে কিন্তু এখন আমি স্মার্ট NID নাম্বার দিয়ে সব পূরণ করেছি, এতে কি কোনো somossa হবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. স্মার্ট NID দিলে কোন সমস্যা নেই এবং তার জন্য কিছু করা লাগবে না।

      আপনি যে ডকুমেন্টস নিয়েছেন সে গুলোই লাগবে।

      নোটারি করা লাগবে না।

      মুছুন
  5. অঙ্গীকারনামা খাতায় পোরোটা লিখে দিলে কি হবে? নাকি কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে পরে ফটোকপির উপরে খালিঘর গুলো পূরণ করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কম্পিউটার কোম্পোজ করা কাগজ প্রিন্ট করে তার পরে খালি ঘর গুলোতে কলম দিয়ে লিখে দিবেন।
      অথবা সব কিছু কম্পিউটার থেকে কম্পোজ করে লিখে নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিবেন।

      মুছুন
  6. আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ এখন তথ্য পরিবর্তন করতে গেলে কারণ হিসেবে Data change নাকি Renew দিতে হবে। জানালে উপকৃত হব।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন