e passport check online near sylhet লেখাটি বাংলাদেশের ২য় লন্ডন খ্যাত সিলেট বাসীর জন্য। যাতে সিলেট বাসী ঘরে বসে অনলাইনে ই পাসপোর্ট চেক করতে পারেন। sylhet passport office এ যারা ই পাসপোর্টের আবেদন করেছেন তারা এখানে সহজেই ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করে পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন।
চিত্রঃ ই পাসপোর্ট চেক সিলেট |
{tocify} $title={Table of Contents}
e passport check online near sylhet
এই মুহুর্তে সিলেটে আছেন অথবা প্রবাসীরা যারা দেশের বাইরে থেকে ই পাসপোর্ট আবেদন করেছেন তারা নিচের ধাপ অনুসরণ করে আপনাদের ই পাসপোর্টের অবস্থান জানতে পারবেন।
- ই পাসপোর্ট চেক করার জন্য ডেলিভারি স্লিপ টি হাতে রাখুন। ই পাসপোর্ট চেকের জন্য ডেলিভারি স্লিপ নাম্বার এবং জন্মতারিখ গুরুত্বপূর্ণ।
- এখানে দেওয়া e passport check online 👈 ওয়েবসাইটে প্রবেশ করেন।
- ডেলিভারি স্লিপ নাম্বার যা স্লিপের ডান পাশে বার কোর্ডের নিচে দেওয়া আছে সেটা Application ID র ঘরে সঠিক ভাবে লিখুন।
- Select date of birth ঘর টি তে আবেদনকারীর জন্ম তারিখ দিন/মাস/বছর অনুযায়ী লিখুন। জন্ম তারিখ ডেলিভারি স্লিপের বাম পাশে ছবির নিচে দেওয়া থাকে।
- I am Human নামে নিচে দেওয়া ৪ কোনা বক্সের মাঝে ক্লিক করুন। ক্লিক করলে টিক মার্ক আসবে।
- সব শেষে Check নামে একটা বাটন আছে তাতে ক্লিক দেওয়ার সাথে সাথেই পাসপোর্ট স্ট্যাটাস দেখা যাবে।
বিঃদ্রঃ অনলাইনে ই পাসপোর্ট আবেদন করা থেকে পাসপোর্ট ডেলিভারি পর্যন্ত ১২ টি ধাপ আছে এবং প্রতিটি ধাপের অর্থ আলাদা। এই ধাপ বা ইংরেজি স্ট্যাটাসের বাংলা অর্থ জানলে সহজেই বুঝতে পারবেন আপনার পাসপোর্ট টি কোথায় কি অবস্থায় আছে।
ই পাসপোর্ট স্ট্যাটাস বাংলা অর্থ
সকল sylhet বাসী যাতে অনলাইনে e passport check করার পর ই পাসপোর্ট স্ট্যাটাস বুঝতে পারেন তার জন্য পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ বাংলায় লিখে দেওয়া হল। যাতে সহজেই বুঝতে পারেন।
Appointment Scheduled
ই পাসপোর্ট আবেদন জমা দেওয়ার শিডিউল বা নির্ধারিত ডেট দেওয়া হয়েছে।
Submitted
ই পাসপোর্ট আবেদন সঠিক ভাবে অনলাইনে সাবমিট বা জমাআ দেওয়া হয়েছে।
Enrolment in process
আবেদন টি অফিসে সঠিক ভাবে জমা হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে।
Pending SB Police Clearance
ই পাসপোর্ট আবেদন টি পুলিশের বিশেষ শাখা কে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Pending Final Approval
পাসপোর্ট অফিসের প্রধান কতৃক অনুমতির অপেক্ষায় আছে।
Approved
পাসপোর্ট প্রিন্টের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
Pending in Print Queue
পাসপোর্ট প্রিন্টের জন্য সারিবদ্ধ ভাবে রাখা আছে।
Passport Shipped
প্রিন্ট শেষে পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।
Passport Ready for Issuance
পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত।
Passport Issued
পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে।
উপরের ধাপ গুলো সহজ মনে হলেও কোন কোন সময় বিভিন্ন করনে একেক টি ধাপে পাসপোর্ট অনেক দিন আটকে থাকতে পারে। এমনি দুই টি ধাপ হল Pending Backend Verification এবং sent for Rework
আর্টিকেল টি তে সব কিছু সহজ এবং সংক্ষিপ্ত করে আলোচনা করেছি। প্রতিটি স্ট্যাট্যাস নিয়ে আলদা আলদা আর্টিকেল লেখা আছে। অনেক গুলো ধাপে পাসপোর্ট আটকে থাকে অথবা কিছু সমস্যার কারণে ২/৩ সপ্তাহ এমন কি ঐ সমস্যা সমাধান না করা পর্যন্ত পাসপোর্ট আটকে থাকে। তাই প্রতিটি সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত লেখা আছে ঐ সকল আর্টিকেলে।
আপনার মনে এমন কোন প্রশ্ন আসে যা e passport check online near sylhet আর্টিকেলে লেখা হয়নি তা আপনি নিচে কমেন্ট করা জানাতে পারবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার পাসপোর্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো।
১ মাসের উপরে হয়ে গেলো এখনো আমার পাসপোর্ট পাইনি.. আমার কি কোন সমস্যা ছিল ফর্মে..? আমার সব কিছু ঠিক আছে. তাহলে সমস্যা টা কোথায়..?
উত্তরমুছুনআবেদনে কোন সমস্যা থাকলে তা একমাত্র যে পাসপোর্ট অফিসে আবেদন জমা দিয়েছেন সেই অফিস ই বলতে পারে।
মুছুন