পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে বিস্তারিত

পাসপোর্ট সংশোধন করতে অতিরিক্ত টাকা নিয়ে আপনাকে কেউ ধোঁকা দিচ্ছে নাতো?

bd passport correction fee
পাসপোর্ট ভুল সংশোধন করতে কত টাকা লাগে

যদি আপনার কাছে থাকা MRP Passport এ ভুল থাকে তবে সেই পাসপোর্ট সংশোধন করতে কোন অতিরিক্ত টাকা লাগবে না, ১০০% নিশ্চিত থাকুন। 

প্লিজ কোন দা / লা / ল বা এজেন্টের কাছে যাবেন না। যদি আপনাকে যেতেই হয় তবে আগেই জানুন পাসপোর্ট ভুল সংশোধন সরকারী ভাবে কত টাকা খরচ হয়।

বাংলাদেশ সরকার পাসপোর্ট সংশোধনের জন্য কোন অতিরিক্ত টাকা নেয় না।বাংলাদেশের মধ্যে এবং যারা দেশে বাইরে থেকে পাসপোর্ট সংশোধন করতে চান তাঁদের পাসপোর্ট সংশোধন ফি আলাদা আলদা।

{tocify} $title={Table of Contents}

পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে?

দেশের মধ্যে পাসপোর্ট সংশোধন করতে লাগে মাত্র ৪,০২৫ টাকা থেকে শুরু করে ১৩,৮০০ টাকা। বাংলাদেশ সরকারের নির্ধারিত এই টাকার থেকে যে আপনার কাছে বেশী টাকা দাবী করবে ভাববেন লোক টি আপনার সাথে জালিয়াতি করছে। বিশ্বাস করতে পারছেন পাসপোর্ট ভুল সংশোধন করতে মাত্র ৪,০২৫ টাকা লাগে?

পাসপোর্ট সংশোধন করতে যে টাকা লাগে তা নির্ধারিত হয় কত পৃষ্ঠার পাসপোর্ট নিবেন, কত তাড়াতাড়ি পাসপোর্ট ডেলিভারি চাচ্ছেন এবং কত বছরের পাসপোর্ট চাচ্ছেন তার উপর। যদি আপনি ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ২১ দিনে ডেলিভারি চান তবে আপনার খরচ হবে মাত্র ৪,০৫০ টাকা। চলুন একটা ছকের মাধ্যমে বিস্তারিত ভাবে পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে তা তুলে ধরি।

পাসপোর্ট ভুল সংশোধন করতে যত টাকা লাগে
ধরণ এবং ডেলিভারির সময় ৪৮ পৃষ্ঠা - ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
সাধারণ - ২১ দিনে ৪,০২৫ ৳ ৫,৭৫০ ৳ ৬,৩২৫ ৳ ৮,০৫০ ৳
জরুরী - ৭ দিনে ৬,৩২৫ ৳ ৮,০৫০ ৳ ৮,৬২৫ ৳ ১০,৩৫০ ৳
অতিজরুরী - ৩ দিনে ৮,৬২৫ ৳ ১০,৩৫০ ৳ ১২,০৭৫ ৳ ১৩,৮০০ ৳


প্রবাসীদের পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

যে সকল প্রবাসী বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট সংশোধন করবেন তাঁদের খরচ নির্ধারন করা হয় ডলারে। ডলার থেকে কনভার্ট করে যে দেশে অবস্থান করছেন সেই দেশের মুদ্রায়  পাসপোর্ট সংশোধন ফি নিয়ে থাকে ঐ সকল দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

প্রবাসী ছাত্র এবং শ্রমিকদের জন্য পাসপোর্ট ভুল সংশোধন করতে লাগেবে
পাসপোর্ট আবেদনের ধরণ ৪৮ পৃষ্ঠা - ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
সাধারণ 30 USD 50 USD 150 USD 175 USD
জরুরী 45 USD 75 USD 200 USD 225 USD

ছাত্র এবং শ্রমিক বাদে যার প্রবাসে বিভিন্ন কারণে থাকেন তাঁদের ক্ষেত্রে পাসপোর্ট সংশোধন খরচ পরিমানে একটু বেশী

ছাত্র ও শ্রমিক বাদে অন্য সকলের জন্য পাসপোর্ট ভুল সংশোধন করতে লাগেবে
পাসপোর্ট আবেদনের ধরণ ৪৮ পৃষ্ঠা - ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
৬৪ পৃষ্ঠা - ১০ বছর মেয়াদী
সাধারণ 100 USD 125 USD 150 USD 175 USD
জরুরী 150 USD 175 USD 200 USD 225 USD

এই আর্টিকেলে পাসপোর্ট সংশোধন করতে কত টাকা খরচ হয় তা বিস্তারিত ভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে।

6 মন্তব্যসমূহ

  1. আমার এমআর‌পি পাসপোর্ট আ‌ছে, যেটার মেয়াদ ৪/৫ বছর পূ‌র্বে শেষ হ‌য়ে গে‌ছে, এখন পাস‌পোর্টটি রি‌নিউ কর‌তে চাই, ত‌বে আমার এনআই‌ডি কা‌র্ডে জন্ম তা‌রিখ ১৯৮৩ সাল, আর পাস‌পোর্ট, জন্ম‌নিবন্ধন ও এসএস‌সি সা‌র্টিফি‌কেটে জন্ম সাল ১৯৮৯। এখন আ‌মি তা কিভা‌বে করব?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার উচিৎ হবে NID card সংশোধন করা। যেহেতু সার্টিফিকেট আছে। সার্টিফিকেট শো করলে সহজেই NID সংশোধন হয়ে যাবে। NID card সংশোধন হলে আপনার সব ডকুমেন্টস একই হয়ে যাবে।

      মুছুন
  2. Assalamualaikum vaia
    Ami notun e-paasport korechi. Passport er form fill-up korar somoy ami amar Baba, Maa er name unader NID card er moto diyechilam. Kintu amar NID Card a Baba, Maa er Name a ektu change ase. Ekhon amar passport r NID card a amar Baba, Maa er name 2 rokom hoye gese, ai khetre ki ami kuno desher visar jonno apply korte parbo?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভিসা পেতে কোন সমস্যা নেই। সময় সুযোগ করে আপনার NID সংশোধন করে নিবেন।

      মুছুন
  3. আমার ই পাসপোর্টে পিতার নামের শেষাংশে ভুল এসেছে। পাসপোর্টে এসেছে
    CHOWDJURY সঠিক বানান হবে CHOWDHURY
    এখন করণীয় কি এবং সংশোধন ফিস কত লাগবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই ভুল সংশোধন করতে হলে e passport to e passport রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় যা ভুল হয়েছে তা সংশোধন করতে পারবেন।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন