e passport check online near chattogram - ই-পাসপোর্ট চেক ১ মিনিটে | চট্টগ্রাম

বাংলাদেশের ২য় বৃহত্তম এবং অন্যতম ব্যাস্ত শহর চট্টগ্রাম। বিভাগীয় শহর, শিল্পকারখানা এবং সমুদ্র বন্দর হওয়ার কারণে chattogram passport office সব সময় থাকে ব্যাস্ততায় পরিপূর্ণ। আপনাদের ব্যাস্ততম সময়ের মূল্য আমরা বুঝি। তাই শুধুমাত্র চট্টগ্রামের মানুষের জন্যই e passport check online near chattogram সম্পর্কিত আর্টিকেল টি লেখা।

e passport check online near chattogram
চিত্রঃ ই পাসপোর্ট চেক পদ্ধতি


{tocify} $title={Table of Contents}

e passport check online near chattogram

আপনি যদি চট্টগ্রাম পাসপোর্ট অফিসে e Passport আবেদন জমা দিয়ে থাকে এবং সময়ের অভাবে পাসপোর্ট অফিসে যেতে পারছেন তাহলে এই লেখা টি আপনার জন্যই। এখানে ২ টা পদ্ধতি বর্ণনা করা আছে, যে পদ্ধতি আপনার কাছে সুবিধার মনে হয় সেটাই অনুসরণ করবেন।


ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক

বিঃদ্রঃ মাত্র ১ মিনিটে ই পাসপোর্ট চেক করতে অবশ্যই পাসপোর্ট ডেলিভারি স্লিপ হাতে রাখবেন।

  1. প্রথমেই ক্লিক করেন e passport check online
  2. নতুন একটি ট্যাব নিয়ে পাসপোর্ট চেকার ওপেন হল।
  3. সেখানে "Application ID" নামে একটি ফাকা ঘর আছে। ঘর টি ডেলিভারি স্লিপের উপরে ডান পাশে থাকা নাম্বার দিয়ে পূরণ করেন।
  4. এর পরে "Select date of birth" নামে একটা ঘর দেখতে পাবেন, সেখানে আপনার জন্মতারিখ লিখুন দিন/মাস/বছর এ ভাবে।
  5. সব শেষে "I am human" লেখার বাম পাশে ছোট্ট একটা চার কোন বক্স আছে তাতে ক্লিক করে অপেক্ষা করেন।
  6. বক্সের মধ্যে সবুজ রঙের টিক চিহ্ন আসলে নিচে থাকা "Check" বাটনে ক্লিক দিলেই উপরে লেখার মাধ্যম জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে।


Online Registration ID বা OID দিয়ে ই পাসপোর্ট চেক

বিঃদ্রঃ ePassport আবেদনের ১ পেজের সামারি পেজ টি হাতে রাখুন।

  • প্রথমে ক্লিক করেন চেকার e passport check online
  • চেকার ওপেন হওয়ার সাথেই Online Registration ID নামে একটি ঘর দেখতে পাবেন। সেখানে ই পাসপোর্টে আবেদনে থাকা OID নাম্বার প্রবেশ করান।
  • তার নিচে Select date of birth নামে ঘরে পাসপোর্ট আবেদনকারীর জন্মতারিখ দিন/মাস/বছর অনুযায়ী প্রদান করেন।
  • তার নিচে চার কোনা একটি ঘরের পাশে I am Human লেখা আছে। ঐ ঘরে একটা ক্লিক দেন। ক্লিক দিয়ে অপেক্ষা করেন দেখবেন একটা সবুজ রঙের টিক চিহ্ন আসবে।
  • সব শেষে হালকা নিল রঙের একটা বাটন আছে যেখানে "CHECK" লেখা আছে। তাতে ক্লিক দেওয়ার সাথে সাথেই ছক টির উপরে পাসপোর্ট স্ট্যাটাস ভেসে উঠবে। ঐ স্ট্যাটাসের মাধ্যমেই বুঝতে পারবেন পাসপোর্ট কি অবস্থায় আছে।


ই পাসপোর্ট স্ট্যাটাসের সংক্ষিপ্ত বাংলা অর্থ

যারা ই পাসপোর্ট চেক করছেন তাদের জন্য প্রতিটি পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ বাংলায় সংক্ষিপ্ত আকারে লেখা হল যাতে আপনার পাসপোর্ট অফিসে কি অবস্থায় আছে তা জানতে পারেন।

Enrolment in process

আবেদন টি পাসপোর্ট অফিসে সফল ভাবে জমা হয়েছে এবং অফিস জমা গ্রহন করেছে।

Pending SB Police Clearance

আবেদন পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আপনার সাথে যোগাযোগ করবে। 

Pending Final Approval

পাসপোর্ট অফিসে AD/DD র অনুমতি জন্য অপেক্ষা করছে। 

Pending in Print Queue

AD/DD র অনুমতির পরে পাসপোর্ট এখন প্রিন্টের জন্য অপেক্ষায় আছে।

Passport Shipped

প্রিন্ট শেষে পাসপোর্ট আপনার পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

Passport Ready for Issuance

পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত। অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।


বিঃদ্রঃ Sent for Rework এবং Pending Backend Verification স্ট্যাটাস অল্প কথায় বিশ্লেষণ করা সম্ভব না। এই দুটি আর্টিকেল আলাদা ভাবে পড়তে হবে।

এই আর্টিকেলে বর্ননা করেছি দুটি সহজ পদ্ধতি যাতে মানুষ ঘরে বসে পাসপোর্ট চেক করতে পারে এবং কিছু স্ট্যাটাসের বাংলা অর্থ দিয়েছি যাতে ই পাসপোর্ট কি অবস্থায় আছে তা বুঝতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন