এতো দিন পাসপোর্ট পেতে সাধারণ মানুষ পুলিশ ফেরিফিকেশন নিয়ে যে ভোগান্তিতে ছিল তা বলার অপেক্ষা রেখে না। যাদের নামে কোন প্রকার মামলা ছিল তারা যেন হাফ ছেড়ে বেঁচেছে। সাধারণ মানুষের অনেক দিনের চাওয়া ছিল পুলিশ তদন্ত বাদেই পাসপোর্ট পাওয়া।
![]() |
No police verification is required for E-Passport |
পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়েছে?
হ্যাঁ পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়েছে। এখন থেকে পাসপোর্ট পেতে কোন প্রকার পুলিশ ভেরিকেশন লাগবে না।
১। নতুন পাসপোর্ট আবেদনকারী হলে শুধুমাত্র NID কার্ড এর অনলাইন ডাটাবেজ যাচাই বাছাইয়ের মাধ্যমে পুলিশ ফেরিফিকেশ বাদেই ই পাসপোর্ট পাবে।
২। আবেদনকারী যদি অপাপ্ত বয়স্ক হয় এবং দেশের মধ্যে থাকেন তবে তার ডিজিটাল জন্মনিবন্ধন ও বাবা মায়ের NID যাচাই বাছাইয়ের মাধ্যমে যথা সময়ে পুলিশ ভেরিফিকেশন বাদে পাসপোর্ট পাবে।
৩। পুনঃ ইস্যু বা পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে, পূর্বের পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের কোন পার্থক্য থাকে বা ভুল থাকে তবে উক্ত ব্যাক্তি NID বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাসপোর্ট পাবেন। যে ক্ষেত্রেও কোন পুলিশ তদন্ত হবে না। (যেমনঃ নিজ নাম, পিতা ও মাতার নাম, জন্মস্থান, জন্মতারিখ, স্ত্রীর নাম, ঠিকানা)
প্রবাসীদের জন্যঃ
৪। সকল প্রবাসীরা দেশের বাইরে থাকাকালিন সময়ে তাঁদের কাছে থাকা ডিজিটাল জন্মনিবন্ধন এবং NID উভয় দিয়েই বাংলাদেশ সরকারে যে কোন এমবাসি থেকে পুলিশ তদন্ত বাদেই পাসপোর্ট রিনিউ করতে পারবেন।
৫। প্রবাসে বসবাসকারী কোন দম্পতির সন্তান নতুন পাসপোর্ট পাবেন জন্মনিবন্ধনের ভিত্তিতে এবং পুলিশ ভেরিফিকেশন হবে না।
পুলিশ ভেরিফিকেশন বাতিলের প্রজ্ঞাপন
বাংলাদেশ সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগ কতৃক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি পজ্ঞাপনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন বাতিল করেছে। প্রজ্ঞাপনের লিংক এখানে
পাসপোর্ট সম্পর্কিত যে কোন তথ্য জানতে আমাদের ওয়েসাইট ভিজিট করবেন এবং যদি নতুন কিছু জানতে চান তবে নিচে কমেন্ট করেন জানতে পারেন। দ্রতই উত্তর দেওয়া হবে।